চকরিয়া টাইমস :
চকরিয়ায় সড়ক উপ-বিভাগীয় কার্যালয় শ্রমিক কর্মচারীদের ইছালে সাওয়াব মাহফিল
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া সড়ক উপ-বিভাগীয় কার্যালয়ের শ্রমিক কর্মচারীদের উদ্যোগে কর্তব্যরত অবস্থায় ও অবসরকালীন মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে ৭ম পবিত্র ইছালে সাওয়াব মাহফিল শনিবার (১১জানুয়ারি) সড়ক ও জনপথ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার জেলা সড়ক ও জনপথ বিভাগ কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইবরাহিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিশাল ইছালে সাওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মুহাম্মদ রেজাউল করীম।
এতে অধিবেশনভিত্তিক আলোচনা পেশ করেন শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ (লোহাগাড়া), মাওলানা মুফতি আবু হানিফা মুহাম্মদ নোমান (চট্টগ্রাম), মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন এম.এ (চকরিয়া), মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন হেলালী (চকরিয়া), মাওলানা মুহাম্মদ আশরাফুল মোস্তফা বিন নূরী (সাহারবিল), আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী খাঁন (কাকারা) ও মাওলানা হাফেজ মুহাম্মদ সাইফুল আলম (স্টেশনপাড়া)।
এসময় কর্তব্যরত অবস্থায় ও অবসরকালীন মৃত্যুবরণকারী পরিবারবর্গের পক্ষে মোহাম্মদ ইমরানুল হক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরকে নেতৃত্ব উপযোগী সক্ষমতা অর্জন করতে হবে : সেক্রেটারি জেনারেল এন.আই সাদ্দাম
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিশ্বব্যাপী ইসলামের পুনর্জাগরণ শুরু হয়েছে। ইউরোপ- আমেরিকায় সবচেয়ে বেশি বর্ধমান ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম মানবতার মুক্তির শেষ ঠিকানা। ইসলামী সভ্যতার পুনঃ জন্ম অশান্ত বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট। তাই ছাত্রশিবিরের জনশক্তি কে ইসলামী পুনর্জাগরণ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
তিনি বলেন, শিক্ষাঙ্গন কে সন্ত্রাস ও লেজুড়বৃত্তির পরিবর্তে জ্ঞান চর্চা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদের থাবায় ক্ষতিগ্রস্ত শিক্ষা পদ্ধতি ও শিক্ষাঙ্গন কে স্ব মহিমায় ফিরিয়ে আনতে হবে। ইসলামী নীতি আদর্শ অনুসরণ ও অনুকরণে নিজেদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দেশ ও দেশের মানুষের জন্য নিজেদেরকে সকল কিছুর উর্ধ্বে উঠে সেবার মানসিকতা তৈরি করে উন্নত ও মর্যাদাশালী জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
জেলা সভাপতি মুসা ইবনে হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল উপরোক্ত কথাগুলো বলেন।
শহর সেক্রেটারি আবদুর রহিম নূরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আ.ন.ম হারুন, সাবেক জেলা সভাপতি দরবেশ আলী মু. আরমান, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কামরুল হাসান, সরওয়ার কামাল সিকদার, আজিজুর রহমান, সাবেক শহর সভাপতি জাহাঙ্গীর আলম, রাশেদুল হক ও আলী হোসাইন।
সমাবেশে ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল ২০২৫ সালের জন্য কক্সবাজার জেলা সভাপতি হিসেবে আবদুর রহিম নূরীকে মনোনীত করেন। মনোনীত সভাপতি সদস্যদের পরামর্শক্রমে মীর মোহাম্মদ আবু তালহাকে পুনরায় জেলা সেক্রেটারি করেন।
বারবাকিয়া শিবিরের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
চকরিয়া টাইমস :
পেকুয়া বারবাকিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বারবাকিয়া ইউনিয়ন সভাপতি সোলতান মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত মুস্তফা নুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি ইসমাঈল মুনিরী, ছাত্রনেতা ইয়াছিন আরফাত, টইটং ইউনিয়ন সভাপতি সাকিবুল হাসান প্রমুখ।
শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে সৎ লোকের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই
কক্সবাজার ১নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন
কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের পেকুয়া প্রেসক্লাব পরিদর্শন
চকরিয়া টাইমস :
বিনামারা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্বোধন
চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড বিনামারায় উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলের নামে বিনামারা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ।
বুধবার দিবাগত রাত বিনামারা এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বরণ করা হয় নতুন বছরের নতুন দিনকে।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিনামারা গ্রামের কৃতি সন্তান চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজি।
এসময় ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাছান ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রায়হানুল হক রিপন, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জমির উদ্দিন মনো, কাতার বিএনপি নেতা মোহাম্মদ হোসাইনসহ বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার ব্যাক্তিবর্গ এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চকরিয়ায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক:
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জুলাই বিপ্লবে নিহত শহিদ ওয়াসিমের পিতা শফি আলমের সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি খাইরুল ইসলাম ইমরুলের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মেজবাহ উদ্দিন।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস.এম সুজা উদ্দিন। তিনি বলেন, "মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করাই বে অব বেঙ্গল বেসিনে জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক লক্ষ্য। প্রতিটি শ্রমিক, কৃষক, মজুর যেনো স্বীয় পরিচয়ে তার মৌলিক অধিকার পায়। জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যারা আসবেন তারা যিনি ১নাম্বারে থাকা ব্যক্তি যেমন; ১০০নাম্বারে থাকা ব্যক্তির মর্যাদাও তেমন। এখানে কোনো বৈষম্য রাখতে চাই না। ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের মর্যাদাকে সমুন্নত রাখতে সংবিধানের পরিবর্তন চায়। এটাই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি"। সবমিলিয়ে অধিকার প্রতিষ্ঠায় পরিবর্তনের বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে কাজ করতে চায় জাতীয় নাগরিক কমিটি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জানাকের কক্সবাজার সদর প্রতিনিধি সদস্য শহিদ আহসান হাবিবের মা হাসিনা বেগম। তিনি- খুনীদের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে সরকারের প্রতি জোর আহবান জানান।
সভায় অন্যান্য বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন জানাকের কক্সবাজারের সংগঠক মুহাম্মদ ওমর ফারুক ও জেলা সংগঠক খালিদ বিন সাঈদ।
এছাড়া বক্তব্য রাখেন সাঈদ হাসান, মোবারক হোসাইন জিহান, শামশুল আলম সাঈদী, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, বোরহান উদ্দীন, জেসমিন জান্নাত, আবদুল্লাহ আল ফাহিম, মুহাম্মদ রায়হান (শহিদ আহসান হাবিবের ভাই), ফখরুল ইসলাম আশিক, মুজাহিদুল ইসলাম, সাইফ উদ্দিন সোহাগ প্রমুখ। এসময় চকরিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাহাত্তরের কর্তৃত্ববাদী শাসন কাঠামো বাতিল না করে কোন সংস্কারই টেকসই হবে না। তাই মা, মাটি ও মানুষের মুক্তির কথা বলতে জাতীয় নাগরিক কমিটি দেশজুড়ে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।
রাবেতাতুল উলামা ওয়াত-ত্বলাবার ২০২৫সালের বার্ষিক ক্যালেন্ডার বিতরণ
হারবাংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের নগদ অর্থ সহায়তা
চকরিয়া টাইমস:
শিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
চকরিয়া টাইমস :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সারাদেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী মিলনায়তনে দীর্ঘদিন ১৫বছর পর প্রকাশ্যে জমকালো আয়োজনে ইসলামী ছাত্রশিবিরের বার্ষিক সদস্য সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়। এতে আনুষ্ঠানিকভাবে নতুন শিবির সভাপতি হিসেবে জাহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
সদস্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। এছাড়াও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিসহ বিভিন্ন দেশের ইসলামী ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
চকরিয়া মালুমঘাট বাজার ব্যবসায়ীর উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল
শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া:
মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের জন্য শান্তি আসতে পারেনা : শামীম সাঈদী
নূরানী কাফেলার ২দিনব্যাপী ৩১তম ঐতিহাসিক সীরাত মাহফিল
শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখস্থ ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নূরানী কাফেলার উদ্যোগে দুই দিনব্যাপী ৩১তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল নূরানী সীরাত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব হাফেজ আমান উল্লাহ (দ্বিতীয়দিন) এবং প্রথমদিন অধিবেশনভিত্তিক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক ও আলহাজ্ব মাওলানা মোক্তার আহমদ।
নূরানী কাফেলার সভাপতি সৈয়দ মুহাম্মদ রাসেল ও সেক্রেটারি মো. এহসানুল হকের সার্বিক তত্ত্বাবধানে সকল সদস্যদের সহযোগিতায় বিশাল মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র ছেলে মাওলানা শামীম সাঈদী। তিনি বলেন, সবখানে আজ অশান্তির দাবানল দাউ দাউ করে জ¦লছে। কোনখানে শান্তি নেই। মানুষের মাঝে ভালো না থাকার হতাশা বিরাজ করছে। শুধুমাত্র একটাই কারণ; আল্লাহর আইন দিয়ে বিচার কার্য পরিচালনা না করা। তাই আল্লাহর বিধান ছাড়া মানবরচিত আইন দিয়ে সমাজ ও রাষ্ট্রে কোনোভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি উপস্থিত সকলকে সমাজ ও রাষ্ট্রে আল্লাহ ও রাসুলের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য ও নৈতিকতা সম্পন্ন আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।
দুই দিনব্যাপি সীরাত মাহফিলে আলোচনা পেশ করেন দ্বিতীয়দিন মাওলানা আবুল কালাম আজাদ আজাহারী, মাওলানা ড. ফয়জুল হক, মাওলানা কুতুব উদ্দিন হেলালী এবং প্রথমদিন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, মাওলানা আবদুল্লাহ আল নোমানী, মাওলানা হাফেজ মোজাহিদুল ইসলাম ও মাওলানা হাফেজ বশির আহমদসহ স্থানীয় সুপরিচিত ওলামায়ে কেরামগণ।
আয়োজক কমিটি নূরানী কাফেলার ব্যবস্থাপনায় শনিবার সকাল ৯টায় প্রথমবারের মতো মা-বোনদের নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিউল হক জিহাদী।
মাহফিলে আলোচনার ফাঁকে ফাঁকে ইসলামী সংগীত পরিবেশন করেন দেশের বরেণ্য কণ্ঠশিল্পী গীতিকার ও সুরকার শোয়াইব বিন হাবিবসহ প্রবাল শিল্পী গোষ্ঠীর সদস্যরা।
চকরিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
চকরিয়া টাইমস:
দিঘিরপাড় হিলফুল ফুজুল ইসলামী যুব কাফেলার ২১তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল
চকরিয়া টাইমস:
পেকুয়ায় শিবিরের ক্রিকেট টুর্নামেন্ট
নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া ইসলামী তরুণ কাফেলার ৫ম তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন
চকরিয়া টাইমস :
মাতামুহুরী শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক:
চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ বদরখালী সিনিয়র মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাতামুহুরী ছাত্রশিবিরের কর্মী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক:
চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রামু উপজেলা শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের রামু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২০) ডিসেম্বর চৌমুহনী উত্তর স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
রামু উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বৈষম্যহীন শ্রমিক বান্ধব বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস.এম লুৎফুর রহমান, কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, রামু উপজেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, রামু শ্রমিক কল্যাণের উপদেষ্টা আবু নাঈম মুহাম্মদ হারুন, জেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান ও সাংগঠনিক সম্পাদক এম.ইউ বাহাদুর।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ চাকমারকুল সভাপতি সেলিম সরোয়ার, উপদেষ্টা খোরশেদ জুয়েল চৌধুরী, জোয়ারিয়ানালা সভাপতি রাশেদুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন সভাপতি আবুবকর সিদ্দিক প্রমুখ।
সম্মেলনে মোক্তার আহমদকে পুনরায় সভাপতি ও সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম বুলেটকে সাধারণ সম্পাদক করে রামু উপজেলা শ্রমিক কল্যাণের নতুন কমিটি ঘোষণা করা হয়।