Showing posts with label সংগঠন. Show all posts
Showing posts with label সংগঠন. Show all posts
নূরানী কাফেলার দুই দিনব্যাপি ঐতিহাসিক ৩২তম সীরাতুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন

নূরানী কাফেলার দুই দিনব্যাপি ঐতিহাসিক ৩২তম সীরাতুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়ার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নূরানী কাফেলার উদ্যোগে দুই দিনব্যাপি ঐতিহাসিক ৩২তম সীরাতুন্নবী (সাঃ) মাহফিল-২০২৫ শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ডিসেম্বর) স্থানীয় নূরানী কাফেলা সীরাত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের সভাপতি সৈয়দ মুহাম্মদ রাসেল ও সেক্রেটারি মো. এহসানুল হকের সার্বিক তত্বাবধানে সকল সদস্যদের সহযোগিতায় বিশাল মাহফিলে অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন প্রথমদিন মাওলানা আ.ক.ম ছাদেক ও মাওলানা মোক্তার আহমদ এবং দ্বিতীয়দিন হাফেজ আমান উল্লাহ ও শাহ মাওলানা এস.এম নূর হোছাইন ছিদ্দিকী। 

এতে আলোচনা পেশ করেন দেশের বরেণ্য ইসলামী আলোচক অধ্যাপক ড. ফয়জুল হক, মাওলানা আবুল কালাম আজাদ আযহারী, মাওলানা গোলাম আযম, মাওলানা মোহাম্মদ এনামুল হক আজাদী, মাওলানা হাফেজ এমদাদুল হক সুলতানী, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা কুতুব উদ্দিন হেলালী, মাওলানা হাফেজ মাহের শামস, মাওলানা জসীম উদ্দিন হেলালী, মাওলানা জামাল হোছাইন নূরী, মাওলানা নুরুল আবছার ছিদ্দিকী, মাওলানা আবুল হোসাইন আনসারী, মাওলানা আবদুর রহিম নিজামী, মাওলানা আশরাফুল মোস্তফা বিন নূরী, মাওলানা ক্বারী এহসানুল হক, মাওলানা শাহাদাত হোছাইন, মাওলানা আশরাফ আলী, মাওলানা এস্তেফাকুর রহমান জাফরী, মাওলানা ইব্রাহিম খলিল ও মাওলানা মাহাবুবুল আলম। 

এছাড়া আয়োজক কমিটির ব্যবস্থাপনায় শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আলোচনা পেশ করেন কক্সবাজারের সুপরিচিত ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিউল হক জিহাদী। 

সমাপনী দিন দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাতের মধ্যদিয়ে দুই দিনব্যাপি মাহফিলের সমাপ্তি ঘটে। 

কক্সবাজারে কিশোর কণ্ঠ মেধাবৃত্তির পুরস্কার পেলো ৪ শতাধিক শিক্ষার্থী

কক্সবাজারে কিশোর কণ্ঠ মেধাবৃত্তির পুরস্কার পেলো ৪ শতাধিক শিক্ষার্থী

চকরিয়া টাইমস : 

কক্সবাজার জেলার সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শহরের পাঁচ তারকা হোটেল কক্স টুডে সম্মেলন কক্ষে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। এতে সনদ ও ক্রেস্টসহ পুরস্কার পেয়েছে জেলার ৪শতাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার চেয়ারম্যান আবদুর রহিম নূরীর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক মীর মুহাম্মদ আবু তালহা। 

বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলার সাবেক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দিন খান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদ, তানজীমুল উম্মাহ কক্সবাজার শাখার পরিচালক হাফেজ সায়েম মুহাম্মদ ফোরকান ও বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম হাসান। 

এসময় জেলা মিডিয়া সমন্বয়ক আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, কক্সবাজার সরকারি কলেজ কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান আইয়ুব আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, বিশ্বকে নেতৃত্ব দিতে হলে; আজকের মেধাবীদের নৈতিকতা ও জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার মাধ্যমে সমৃদ্ধ হতে হবে। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম শরীফ। 

আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণীর ট্যালেন্টপুলসহ চার শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ (প্রথম), বাইসাইকেল (দ্বিতীয়) মোবাইল ট্যাব (তৃতীয়)সহ সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। 

উল্লেখ্য, কক্সবাজার জেলাব্যাপি অনুষ্ঠিত কিশোর কষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রথম হয়েছে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী নুযহাত রহমান ওয়ারিশা, দ্বিতীয় হয়েছে কক্সবাজার মডেল হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ ইসমাম জাবির ও তৃতীয় হয়েছে চকরিয়া গ্রামার স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবদুল ওয়াসি। 

চকরিয়ার পালাকাটা ইসলামী যুব কল্যাণ পরিষদের ১৪তম তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

চকরিয়ার পালাকাটা ইসলামী যুব কল্যাণ পরিষদের ১৪তম তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়ার চিরিংগা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পালাকাটা ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ১৪তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল পালাকাটা দাখিল মাদরাসা সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ২২ডিসেম্বর বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এনয়ামুল হক ও ডুলাহাজারার কাটাখালী মজিদিয়া ছিদ্দিকিয়া হেফজখানা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মাছুম। 

অনুষ্ঠিত মাহফিলে আলোচনা পেশ করেন দেশের বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এম. সাব্বির বিন লোকমান (ঢাকা), মাওলানা আহমদ আলী মোল্লা (ঢাকা), রঙ্গিখালী ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নেজাম উদ্দিন এম.এ ও চকরিয়ার কৃতি সন্তান তরুণ আলোচক মাওলানা মারুফ বিন জাকারিয়া। 

মাহফিল পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক ও সেক্রেটারি সাহেদুল ইসলাম সাহেদের সার্বিক তত্বাবধানে অর্থ সম্পাদক আশরাফুল হক তুহিন, সহ-অর্থ সম্পাদক আকিবুল হাসান আরফাত, আবু হানিফ, প্রচার সম্পাদক মোর্শেদ ইসলাম, আব্দুল হাফেজ, জামসেদ উদ্দিন অনিকসহ সকল সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। 

অন্যদিনে মাহফিল আয়োজক কমিটির ব্যবস্থাপনায় আলাদা প্যান্ডেলে প্রজেক্টরের মাধ্যমে আলোচনা শ্রবণ করতে মাহফিলে অংশগ্রহণ করেছেন শতশত মহিলা শ্রোতারাও।

চকরিয়ায় শহীদ ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাযা অনুষ্ঠিত

চকরিয়ায় শহীদ ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাযা অনুষ্ঠিত

চকরিয়া টাইমস: 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে চকরিয়ায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন চকরিয়া পৌরসভার জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন। 

বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষক অধ্যাপক মো. শওকত আলী, তরুণ বিএনপি নেতা দিদারুল ইসলাম, ছাত্রপ্রতিনিধি ইবরাহিম ফারুক, মাহমুদুল হাসান ও হোসনে মোবারক। 

এসময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। জানাযার সমাবেশ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়। একইসাথে শহীদ হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

রাইজিং স্টার ফাউন্ডেশনের অর্ধযুগ পূর্তি উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাইজিং স্টার ফাউন্ডেশনের অর্ধযুগ পূর্তি উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের সফলতার অর্ধযুগ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতা-২০২৫ এবং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান কার্যালয় সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে জমকালো আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত ইভেন্টে ছিলো; স্থানীয় যুবসমাজ ও মুরব্বীদের অংশগ্রহণে হাড়ি ভাঙ্গা, মুরগির লড়ায়, মিনি টাইব্রেকার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা।

বিকাল সাড়ে ৪টায় রাইজিং স্টার ফাউন্ডেশনের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমানুল ইসলামের সঞ্চালনায় বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সাবেক এজিপি এডভোকেট আহমেদ মিরাজ, চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, ৯নং ওয়ার্ড জামায়াতের আমীর মোহাম্মদ এহসানুল হক ও বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মোহাম্মদ ইসমাঈল।

এসময় রাইজিং স্টার ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাবেক সভাপতি রাইহানুল ইসলাম, সাবেক সম্পাদক মোহাম্মদ পারভেজ, বর্তমান সাংগঠনিক সম্পাদক তানজিরুল ইসলাম, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ওপেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, শিক্ষা উপকরণসহ আর্ষণীয় পুরস্কার তুলে দেন।  


অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : শহিদুল ইসলাম ফোরকান

অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : শহিদুল ইসলাম ফোরকান

চকরিয়া টাইমস : 

চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড ক্রিকেট ফোরাম কর্তৃক আয়োজিত লংপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা মাতামুহুরী ব্রিজ সংলগ্ন চরে অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ডিসেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত খেলায় এমআরএর কিংস ইলেভেনকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা টাইগার ক্রিকেট একাদশ। 

খেলা শেষে বিকাল ৪টায় বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান। তিনি এরআগে সমাপনী ম্যাচের শুভ উদ্বোধন করেন। 

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম ফোরকান বলেন, অপরাধমুক্ত সমাজ  গঠনে খেলাধুলার বিকল্প নেই। নিজেকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চায় ব্যস্ত রাখতে হবে। সুস্থতার জন্য প্রয়োজন শারীরিক চর্চা। তাই সুস্থ ক্রীড়া আয়োজনের মাধ্যমে পরিবর্তনের সমাজ বিনির্মাণে আজকের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। 

অনুষ্ঠানে চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আল নুরু, খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক রিদুয়ানুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চকরিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম ও সমাজসেবক মনজুর আলম বিশেষ অতিথি ছিলেন। 

টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাজ্জাদ, মিজানুর রহমান, মাহবুবুল ইসলাম মারুফ ও মিরাজ উদ্দিন সোহাগ। 

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।    


হাজিয়ান আমতলী ইসলামী তৌহিদী কাফেলার ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল সম্পন্ন

হাজিয়ান আমতলী ইসলামী তৌহিদী কাফেলার ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়ার দক্ষিণ হাজিয়ান আমতলী ইসলামী তৌহিদী কাফেলার উদ্যোগে ২৪তম ঐতিহাসিক বিশাল সীরাতুন্নবী (সঃ) মাহফিল রোববার ১৬ নভেম্বর দক্ষিণ হাজিয়ান আমতলী সীরাত ময়দানে অনুুষ্ঠিত হয়েছে। 

বিশাল মাহফিলে সভাপতিত্ব করেন দক্ষিণ হাজিয়ান পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শাহাব উদ্দিন। 

উক্ত মাহফিলে মাওলানা মুহাম্মদ সাদিকুর রহমান আল আযহারীসহ দেশ বরেণ্য ও স্থানীয় ওলামা মাশায়েখগণ আলোচনা পেশ করেন। 

এতে প্রধান অতিথি ছিলেন চাকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী ও বিশেষ অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুব উদ্দিনসহ এলাকার বিশিষ্টজন। 

এসময় মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মোবারক আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মানিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সদস্য মুহাম্মদ বাবু, মোহাম্মদ জুনাঈদুল ইসলাম, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ সাহেদসহ সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।        


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬লেনে উন্নীত করার দাবিতে চকরিয়ায় বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬লেনে উন্নীত করার দাবিতে চকরিয়ায় বিক্ষোভ মিছিল

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা। 

রোববার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় চকরিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলো চত্বর থেকে শুরু হয়। 

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণে বিশাল এ মিছিল পৌরশহরের চিরিংগা থানা রাস্তার মাথা এলাকা প্রদক্ষিণ করে জনতা মার্কেট এলাকায় মহাসড়কে ব্যারিকেট দিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে অনিতিবিলম্বে মরণফাঁদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবি কর্মসূচির একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ ও ছাত্রপ্রতিনিধি ইবরাহিম ফারুক সিদ্দিকী। 

এছাড়া সংহতি প্রকাশ করে মিছিলে অংশগ্রহণ করেছেন সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, সাংবাদিক রুহুল কাদের, সাংবাদিক নজরুল ইসলাম, যুবপ্রতিনিধি মাহমুদুর রহমান সুমন, হাসান কাদের, আলিফুল মতিন আদরসহ সর্বস্তরের জনতা।       


কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ

কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ

চকরিয়া টাইমস: 

জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার জেলা শাখার উদ্যোগে শিশু সমাবেশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার পরিচালক আবু নাঈমের পরিচালনায় চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা সভাপতি প্রফেসর চৌধুরী মোহাম্মদ আজম খান। বিশেষ অতিথি ছিলেন শাখার ক্রীড়া উপদেষ্টা মো. সাইফুল ইসলাম।

এসময় শাখার প্রাক্তন পরিচালক সাদ্দাম হোসেন, প্রাক্তন পরিচালক আমির হোসেন, প্রাক্তন সহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার বিন হোসাইন ও প্রাক্তন সংগঠক আরমান মোহাম্মদ রাফিসহ শাখা ও আসরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মাইন্ড ম্যারাথন, দেয়ালিকা, চিত্রাঙ্কনসহ ৫টি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

চকরিয়ার দেড় শতাধিক পল্লী চিকিৎসকদের নিয়ে এভার কেয়ার হসপিটালের সায়েন্টিফিক সেমিনার

চকরিয়ার দেড় শতাধিক পল্লী চিকিৎসকদের নিয়ে এভার কেয়ার হসপিটালের সায়েন্টিফিক সেমিনার

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 

চকরিয়ার দেড় শতাধিক পল্লী চিকিৎসকদের নিয়ে এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের আয়োজনে “সার্জিক্যাল ইমার্জেন্সি ইন আউটরিচ” শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুর বারোটায় চকরিয়া পৌরশহরের সাম্পান রেস্টুরেন্ট মিলনায়তনে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি চকরিয়া উপজেলা শাখার সভাপতি ডাঃ খাইরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ছরোয়ার কামালের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ ফরিদুল ইসলাম।

সেমিনারে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত প্রসঙ্গে গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান আলোচকের বক্তব্য রাখেন এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগের কো-অর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট (ভিজিটিং) ডাঃ ঋভুরাজ চক্রবর্তী। তিনি বলেন, আজকের চিকিৎসকদের স্বল্প সময়ের তথ্যবহুল সায়েন্টিফিক সেমিনারটি জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এতদাঞ্চলের রোগির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উপস্থিত অংশগ্রহণকারী চিকিৎসকদের সার্বিক সফলতা এবং সমৃদ্ধি কামনা করে বক্তব্যের ইতি টানেন। 

এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের এসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ মোরশেদের পরিচালনায় পল্লী চিকিৎসক সমিতি চকরিয়া শাখার সহ-সভাপতি ডাঃ আবদুল জলিল, সহ-সাধারণ সম্পাদক ডাঃ মাঈনউদ্দিন সুলতান, সাংগঠনিক সম্পাদক ডাঃ আবদুস সামাদসহ আয়োজক কমিটির সেমিনার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সমিতিভুক্ত দেড় শতাধিক চিকিৎসকের মাঝে উপহার ও দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।

নিরাপদ সড়ক আন্দোলন চকরিয়া পৌরসভার ১১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

নিরাপদ সড়ক আন্দোলন চকরিয়া পৌরসভার ১১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

চকরিয়া টাইমস :

নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) চকরিয়া পৌরসভা শাখার ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২নভেম্বর) চকরিয়া উপজেলা কমিটির সভাপতি মোস্তফা আনজুম ফাহিম ও সাধারণ সম্পাদক জাওয়াতা আফনান সাংগঠনিক প্যাডে এ কমিটির অনুমোদন করেন।

এতে সাইয়্যেদুল আবরারকে সভাপতি ও মোফাচ্ছের আহমেদ নাঈমকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন; সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার সম্পাদক হাফেজ মো: আবু আনছারী জিসাদ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ইয়াছিন আরফাত, সমাজসেবা ও জনসম্পদ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আরফাত, সদস্য ইউসুফ আলী, সদস্য আরমান হোসেন নবী ও সদস্য মোশাররফ হোসেন।

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চকরিয়ায় ছাত্রশিবিরের মানববন্ধন

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চকরিয়ায় ছাত্রশিবিরের মানববন্ধন

চকরিয়া টাইমস: 

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চকরিয়ায় উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৫টায় চিরিংগা ইসলামী ব্যাংকের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রশিবির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। 


উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনের সমাবেশে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সৈয়দ করিম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. শওকত আলী, সাবেক ছাত্রনেতা অধ্যাপক মাহফুজুল করিম, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান ও চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মোরশেদ। 

মানববন্ধনের সমাবেশে বক্তারা বলেন- শিক্ষাদীক্ষার উন্নয়নে কক্সবাজারে একটি মানসম্মত আন্তর্জাতিকমানের পাবলিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা অবহেলিত কক্সবাজারবাসীর প্রাণের দাবি। এটি প্রতিষ্ঠিত হলে কক্সবাজারের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। পাশাপাশি এতদাঞ্চলের বেকার যুবকসহ সর্বসাধারণের কর্মসংস্থানমুখী কল্যাণ সাধিত হবে। তাই অনতিবিলম্বে সচেতন অভিভাবক মহলসহ কক্সবাজারবাসীর প্রাণের দাবি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। এছাড়া মানববন্ধনের সমাবেশ থেকে- একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি মানসম্মত ক্যাডেট কলেজ স্থাপনেরও দাবি জানান বক্তারা।


চকরিয়ায় “প্রবীণ পরিচর্যা ও সুরক্ষায় সামাজিক অঙ্গীকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চকরিয়ায় “প্রবীণ পরিচর্যা ও সুরক্ষায় সামাজিক অঙ্গীকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চকরিয়া টাইমস:

চকরিয়ায় “প্রবীণ পরিচর্যা ও সুরক্ষায় সামাজিক অঙ্গীকার” শীর্ষক এক সেমিনার-২০২৫ উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল পাঁচটায় চকরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলীর সার্বিক তত্ত্বাবধানে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুজিবুল হক বিএসসি ও চকরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মুজিবুল হক রতন।

এসময় চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. জুবাইদুল হক, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মাস্টার সালেহ আহমদ, সদস্য মাস্টার আবুল কালাম, মাস্টার রাম প্রসাদ, হাজী রুকুন উদ্দিন, আলহাজ্ব এস.জি.এম আফজাল হোসেন (কাউসার)সহ প্রবীণ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

পরে প্রবীণ পরিচর্যায় ভূমিকা পালন করায় মাস্টার সালেহ আহমদ ও উম্মে হাবিবার হাতে মমতাময়ী সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : আবদুল্লাহ আল ফারুক

অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস : 

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে এক শ্রমিক সমাবেশ শুক্রবার (৩ অক্টোবর) উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে শ্রমিকেরা। অথচ শ্রমিকদের  হাড়ভাঙ্গা পরিশ্রমে দেশের অর্থনীতি সচল থাকে। দেশের উন্নয়নের চাকা ঘুরে। 

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে ইনশা’আল্লাহ। আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই। যেখানে শ্রমিকরা তাদের কাজের যথাযথ মূল্য ও সম্মান পাবেন। তাই শ্রমিকবান্ধব বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার বিকল্প নেই। 

ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মোহাম্মদ মহসিন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, উপদেষ্টা মাস্টার মোহাম্মদ হোছাইন।

এসময় চকরিয়া উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শরিফুল আমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফজল, কাকারা ইউনিয়ন উপদেষ্টা মাওলানা শাহাদাত হোসেন ও মাওলানা মোহাম্মদ আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চকরিয়া টাইমস :

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার শহর শাখার আয়োজনে আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী। তিনি বর্ণিল বেলুন উড়িয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন ও সাংবাদিক হাসানুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফুলকুঁড়ি আসর-এর মহৎ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “শিশুদের সুস্থ বিকাশ ও আলোকিত আগামী গড়ার এই মহৎ প্রয়াস সমাজ ও জাতিকে করেছে সমৃদ্ধ। প্রতিষ্ঠার এই মহিমান্বিত দিনে আমাদের কামনা— ফুলকুঁড়ি আসর এগিয়ে যাক আরও অনেক দূর, নতুন স্বপ্ন পূরণের পথে হয়ে উঠুক আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল নানা বর্ণিল ও সৃজনশীল প্রতিযোগিতা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালিকা উৎসব এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা (গান, আবৃত্তি, ক্বেরাত)। সকল প্রতিযোগিতায় শিশু-কিশোর বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত সকল শিশুকিশোর বন্ধু তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেয়, যা পুরো আয়োজনটিকে করে তোলে এক আনন্দময় মিলনমেলা।

চকরিয়ায় সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারে আর্থিক অনুদান

চকরিয়ায় সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারে আর্থিক অনুদান

চকরিয়া টাইমস: 

চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির উদ্যোগে সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান ও সাধারণ সভা এটিএন পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও সম্পাদক রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুছা। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার, চিরিংগা হাইওয়ে থানার ওসি মোঃ আরিফুল আমিন, মালুমঘাট হাইওয়ে থানার ওসি মোঃ মেহেদী হাসান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন কাউন্সিলর, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, কার্যকরী সভাপতি নুরুল কবির, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল আজাদ, চকরিয়া-লামা-আলীকদম জীপ মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদ প্রমুখ। এছাড়াও পরিবহন সেক্টরের বিভিন্ন রোড কমিটির নেতৃবৃন্দ এবং শ্রমিক জনতা উপস্থিত ছিলেন। 

অতিথিবৃন্দ আলোচনা শেষে পরিবহন সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারকে এককালীন আর্থিক অনুদানের চেক তুলে দেন।         


কক্সবাজার পৌরসভা ছাত্রশিবিরের জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কক্সবাজার পৌরসভা ছাত্রশিবিরের জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চকরিয়া টাইমস: 

কক্সবাজার পৌরসভা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিলসহ সমমান পরীক্ষায় জিপিএ ফাইভসহ উর্ত্তীণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শহরের এক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি সালমান ফারসির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম নুরী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে অতিথিবৃন্দ জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস : 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চকরিয়া  উপজেলা শাখার উদ্যোগে জমকালো আয়োজনে ২০২৫সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫সহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ আল ফারুক। 

তিনি উপস্থিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির দুর্যোগ মুহুর্তে যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে। ক্যারিয়ার গঠনের জন্য স্বপ্নকে বড় করতে হবে; সময় অপচয় করা যাবে না, কঠোর পরিশ্রম করতে হবে। একইসাথে মহান আল্লাহ তাআলার নিকট সাহায্যও চাইতে হবে। 

তিনি আরো বলেন, নৈতিকতা ও জ্ঞান বিজ্ঞানের আলোকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে যোগ্য ও মেধাবি নেতৃত্বের বিকল্প নেই। নৈতিক ও আদর্শিক শিক্ষা ছাড়া সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি সম্ভব নয়। তাই আজকের কৃতি শিক্ষার্থীদের জাতির এই সংকট পূরণে নৈতিক ও মেধার স্বাক্ষর রাখার মাধ্যমে নিজেকে একেক জন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।  

অনুষ্ঠানে প্রধান বক্তার আলোচনা পেশ করেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান ও দুবাই প্রবাসী সাবেক ছাত্রনেতা মো. রেজাউল করিম। 

এছাড়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা এম. ওমর আলী, জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি হাফেজ আসহাব উদ্দিন আসাদ, সাবেক ছাত্রনেতা মো. হেলাল উদ্দিন, জুলাই আন্দোলনে নিহত শহীদ আহসান হাবিব হাসানের গর্বিত পিতা হেলাল উদ্দিন ও কৃতি শিক্ষার্থীদের পক্ষে ফাহিম মুনতাসীর বক্তব্য রাখেন। 

পরে অতিথিবৃন্দ আলোচনা শেষে সংবর্ধিত জিপিএ-৫প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা প্রেরণা ও আহবানমূলক মনমুগ্ধকর সংগীত পরিবেশন করে।


আল্লামা সাঈদী’র স্মরণে চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের দোয়া মাহফিল

আল্লামা সাঈদী’র স্মরণে চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের দোয়া মাহফিল

চকরিয়া টাইমস :

বিশ্ব বরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি:) এর স্মরণে দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ফোরামের সভাপতি শহিদুল ইসলাম আল জায়েদের পরিচালনায় ও মাওলানা হাফেজ রেজাউল করিমের সভাপতিত্বে দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন এম.এ।

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ছাত্রশিবিরের সাবেক কক্সবাজার জেলা সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল মজিদ, চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠীর পরিচালক শিল্পী মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক জহির আলম সাগর ও মাওলানা শাফায়াত হোসাইন।

আলোচনা সভায় বক্তারা আল্লামা সাঈদীর খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েন। মহান আল্লাহর দরবারে মরহুম আল্লামার জন্য জান্নাতের উচ্চ মোকাম কামনা করেছেন।
বাংলাদেশকে নতুনভাবে সাজাতে মেধাবীদের এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশকে নতুনভাবে সাজাতে মেধাবীদের এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন জ্ঞানভিত্তিক নতুন দেশ ও সমাজ গঠনে মেধাবী প্রজন্মকেই আগামীতে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ আমাদের গর্ব, এটিকে কাংখিত লক্ষ্যে নতুন করে সাজাতে হবে। তাই প্রিয় এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে। 

তিনি কৃতি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, দুনিয়া ও আখিরাত উভয় জগতের সাফল্য ভরা জীবন গঠনের জন্য একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি নিজেদের জীবনকে নৈতিকতার মানদণ্ডে সমৃদ্ধ করতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে কক্সবাজার জেলা ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন। 

জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুর মোহাইমেন, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি চকরিয়া-পেকুয়া আসনের এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদ সাবেক ভিপি সদর-রামু-ঈদগাঁও আসনের এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুহাম্মদ আল হিসাম। 


 তাছাড়া অনুভূতি প্রকাশ করে বর্ণাঢ্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আইয়ুব আনসারি। 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ডা. আজহার উদ্দিন, জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম শরীফ, জেলা এইচআরডি সম্পাদক আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জেলা দাওয়াহ সম্পাদক মোর্শেদুল ইসলাম মাহির, জেলা আইটি ও শিক্ষা সম্পাদক মাহমুদুর রহমান তারেক প্রমুখ।