চকরিয়া টাইমস:
চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির উদ্যোগে সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান ও সাধারণ সভা এটিএন পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও সম্পাদক রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুছা।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার, চিরিংগা হাইওয়ে থানার ওসি মোঃ আরিফুল আমিন, মালুমঘাট হাইওয়ে থানার ওসি মোঃ মেহেদী হাসান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন কাউন্সিলর, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, কার্যকরী সভাপতি নুরুল কবির, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল আজাদ, চকরিয়া-লামা-আলীকদম জীপ মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদ প্রমুখ। এছাড়াও পরিবহন সেক্টরের বিভিন্ন রোড কমিটির নেতৃবৃন্দ এবং শ্রমিক জনতা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ আলোচনা শেষে পরিবহন সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারকে এককালীন আর্থিক অনুদানের চেক তুলে দেন।