চকরিয়া টাইমস:
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সেবামূলক সংগঠন ১৯৮৭সালে প্রতিষ্ঠিত নূরানী কাফেলা’র নতুন কার্যালয় শুক্রবার (৪জুলাই) চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ভাঙ্গারমুখ স্টেশনস্থ স্থানীয় বহুতল ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে।
সংগঠনের সভাপতি সৈয়দ মুহাম্মদ রাসেলের সভাপতিত্বে ও সেক্রেটারি এহছানুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূরানী কাফেলার প্রতিষ্ঠাতা সভাপতি উপদেষ্টা হামিদ হোসাইন।
এতে বিশেষ অতিথি ছিলেন নূরানী কাফেলার সাবেক সভাপতি উপদেষ্টা আলহাজ্ব মোজাম্মেল হক (দুবাই) ও প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি সাহেদুল ইসলাম।
এসময় চকরিয়া মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকী, প্রতিষ্ঠাকালীন সদস্য হাফেজ মাওলানা জামাল হোসাইন, মাস্টার সরওয়ার আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নূরানী কাফেলা ধর্মীয় ও সামাজিক সেবায় অনবদ্য ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নতুন কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে সংগঠনের মানিবক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। আলোচনা শেষে সংগঠনের সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।