Showing posts with label সংগঠন. Show all posts
Showing posts with label সংগঠন. Show all posts
হাজার টাকায় রক্ত পরিসঞ্চালন খরচ নির্ধারণের দাবি মানব কল্যাণ ফাউন্ডেশনের

হাজার টাকায় রক্ত পরিসঞ্চালন খরচ নির্ধারণের দাবি মানব কল্যাণ ফাউন্ডেশনের

চকরিয়া টাইমস :

যুবকদের বিনামূল্যে রক্তদানের মত একটি মহৎ মানবিক কাজে প্রাইভেট হাসপাতালের গলাকাটা পরীক্ষা বানিজ্যের অভিযোগ তুলে তাহা বন্ধ করা। রক্ত পরিসঞ্চালনে সকল পরীক্ষা-নিরিক্ষা ও বেড ভাড়াসহ যাবতীয় খরচ সব হাসপাতালে অভিন্ন মূল্য ১ হাজার টাকা নির্ধারণ। রক্তদাতাদের হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন চকরিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশন।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জয়নুল আবেদীনের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সাংবাদিক এইচ এম রুহুল কাদের , সভাপতি সায়েদ হাসান, সাধারণ সম্পাদক ইসফাতুল ইসলাম জিসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হিজবুল্লাহ, অর্থসম্পাদক জাফর ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, সিনিয়র সদস্য সাংবাদিক আরফাত হোছাইন সানিসহ ৭ সদস্যের প্রতিনিধি দল।

এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জয়নুল আবেদীন বলেন, মানব কল্যাণ ফাউন্ডেশনের দাবিগুলো যৌক্তিক।

এ ব্যাপারে দ্রুত সকল হাসপাতাল কর্তৃপক্ষ ও কক্সবাজার জেলা সিভিল সার্জনের সাথে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

জুলাই বিপ্লবের চেতনায় রাষ্ট্রীয় সেক্টরগুলোতে তরুণ নেতৃত্ব নিশ্চিত করতে হবে : মুছা বিপ্লব

জুলাই বিপ্লবের চেতনায় রাষ্ট্রীয় সেক্টরগুলোতে তরুণ নেতৃত্ব নিশ্চিত করতে হবে : মুছা বিপ্লব

চকরিয়া টাইমস: 

চকরিয়া-কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবে ভূমিকা পালনকারী চকরিয়ার বিভিন্ন পর্যায়ের তরুণদের নিয়ে চা আড্ডায় মেতেছেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিভাগের অর্থ সম্পাদক কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল চারটায় চকরিয়া পৌরসভার বিনামারাস্থ নিজ বাসভবনে এ চা আড্ডায় মিলিত হন তিনি।

এতে জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত বিভিন্ন পর্যায়ের তরুণ, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

চা আড্ডার আলোচনায় কক্সবাজার কেন্দ্রিক জুলাই বিপ্লবের অন্যতম শীর্ষ মুখপাত্র মুছা ইবনে হোসাইন বিপ্লব বলেন, জনবান্ধব দেশ পরিচালনায় রাষ্ট্রের প্রতিটি সেক্টরে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমাদেরকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।

তাছাড়া উপস্থিত সকলের আলোচনায়- জুলাই বিপ্লবের চেতনাকে সমৃদ্ধ ও সমুন্নত রাখার মাধ্যমে আগামীদিনে ন্যায় ও ইনসাফের আলোকে উন্নত চকরিয়া বিনির্মাণে সুশৃঙ্খল ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় তরুণ সমাজসেবক হাফেজ এহসানুল হক, সাংস্কৃতিক সংগঠক শোয়াইব বিন হাবিব, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ, সাংবাদিক এইচ.এম রুহুল কাদের, কক্স টিভির প্রতিনিধি কফিল উদ্দিন, জুলাই বিপ্লবে চকরিয়ার ছাত্র প্রতিনিধিদের মধ্যে ইবরাহিম ফারুক সিদ্দিকী, সাঈদ হাসান, মোবারক হোসাইন জিহান, শামসুল আলম সাঈদী, মাহমুদুল হাসান আনাস, সাংস্কৃতিক কর্মী ওয়াহিদুল ইসলাম রানা, আবু তৈয়ব আজাদ, মিফতাহুল মোস্তফা সেজান প্রমুখ ব্যক্তিবর্গ।

চকরিয়ান গ্রুপের কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়ান গ্রুপের কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়া টাইমস: 
বৃহত্তর ফেসবুক গ্রুপ চকরিয়ান'র আয়োজনে চকরিয়ান কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ ফুড টার্মিনাল মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিজয়ী প্রতিনিধি ও সর্বস্তরের অভিভাবকদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের এডমিন মিনহাজ রানা।

তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী মুহাম্মদ আসিফ নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুহাম্মদ ফয়সাল। 
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ম্যাক্স হসপিটালের ডেন্টাল সার্জন ডাঃ দস্তগীর বিল্লাহ সাকিব।

পরে অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে কুরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চকরিয়ার ইসলামনগর সিরাতুল মোস্তাকিম ফাউন্ডেশনের নির্বাহী কমিটি নবায়ন ও শূরা পরিষদ গঠন

চকরিয়ার ইসলামনগর সিরাতুল মোস্তাকিম ফাউন্ডেশনের নির্বাহী কমিটি নবায়ন ও শূরা পরিষদ গঠন

চকরিয়া টাইমস: 

চকরিয়ার ইসলামনগর সিরাতুল মোস্তাকিম ফাউন্ডেশনের ঈদুল ফিতর পরবর্তী সাধারণ সভায় নির্বাহী কমিটি নবায়ন ও শূরা পরিষদ গঠন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল -২০২৫)  ইসলামনগর স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনের সভাপতি মাওলানা জমির উদ্দিন নকীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম ছিদ্দিকীর সঞ্চালনায় পবিত্র ঈদুল ফিতর পরবর্তী এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক পরামর্শক্রমে (২০২৫ ও ২০২৬ ইং) দুই বাৎসরিক সেশনের জন্য কার্যনির্বাহী কমিটি নবায়ন করা হয়। তারই সাথে ২০ সদস্য বিশিষ্ট সংগঠনের সর্বোচ্চ কর্তৃত্ব ও নীতিনির্ধারণী স্থায়ী সংস্থা "শূরা পরিষদ" গঠন করা হয়। 

কমিটিতে  সভপতি মাওলানা জমির উদ্দিন নকীব, সহ-সভপতি মাওলানা আনোয়ার হেসাইন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হারুনুর রশীদ ও মাওলানা মাহমুদুল হাসানকে অর্থ সম্পাদক মনোনীত করা হয়।

উক্ত কমিটি আগামী ৫ দিনের মধ্যে শূরা পরিষদের অবগতিতে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

এদিকে শূরা পরিষদের (পরামর্শ বোর্ড) যথাক্রমে সদস্য রা হলেন - মাওলানা মনির উল্লাহ সা. (শূরা প্রধান), মাওলানা জমির উদ্দিন নকিব, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মাহমুদুল গণি বোখারী, আজিজুল হক (প্রবাসী), মাওলানা শহিদুল ইসলাম ছিদ্দিকী, মাওলানা মহিউদ্দিন নগরী (প্রবাসী), ডা. মুহাম্মদ পারভেজ, মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান, মাওলানা আব্দুর রহমান ইবনে কাছেম, মাওলানা হা. মোহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ হারুনুর রশীদ, মাওলানা মাছুমুর রশীদ (প্রবাসী), মাওলানা মুহাম্মদ রিদুয়ান সাইফী, মাওলানা জমির উদ্দিন ফারুকী, মাওলানা শহিদুল ইসলাম (প্রবাসী), মাওলানা আব্দুর রহিম 

অনুষ্ঠিত সাধারণ সভায় উপদেষ্টা মাওলানা মুনির উল্লাহ, সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান, কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল মাওলানা আব্দুর রহমান ইবনে কাছেম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাফেজ নেজাম উদ্দিন, হারুনুর রশীদ, মাওলানা তাওহীদুল ইসলাম, উপদেষ্টা হেলাল উদ্দিন সওদাগর, হাবিবুর রহমানসহ সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

পরিশেষে দেশবাসী, এলাকাবাসী ও ইসলামনগরের জনসাধারণ ও সর্বস্তরের মানুষের সামগ্রিক কল্যাণ কামনায় মহান রবের দরবারে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে সাধারণ সভা সমাপ্ত হয়।

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির ইফতার পার্টি ও ঈদ উপহার বিতরণ

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির ইফতার পার্টি ও ঈদ উপহার বিতরণ

চকরিয়া টাইমস: 

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির উদ্যোগে বর্তমান প্রবাসী, সাবেক প্রবাসী, প্রবাসী পরিবারসহ সাধারণ দুঃস্হদের মাঝে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ এবং ইফতার পার্টি  অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ মার্চ-২৫) চকরিয়া পৌরশহরের সাম্পান রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার পার্টি ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির ইসহাক।

প্রবাসী ফোরামের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, থানার সহকারী উপ-পরিদর্শক শরিফুল ইসলাম, চকরিয়া প্রবাসী ফোরামের উপদেষ্টা ছাবের আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ঈসা, বৃহত্তর দুবাই দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, শারজাহ শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, প্রবাসী ফোরামের নেতা হেলাল উদ্দিন, নুরুল আমিন মোন্না, মোঃ হাসান প্রমূখ।

অনুষ্ঠান শেষে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী ফোরাম সোসাইটির সহ-সভাপতি হায়দার আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় প্রবাসী ফোরাম সোসাইটির পক্ষ থেকে মানবিক পুলিশ অফিসার হিসেবে ওসি শফিকুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বিশেষ নির্দেশনা ও কার্যক্রমঃ

মহান সৃষ্টিকর্তার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে অবস্থানরত ও সাবেক সকল আমিরাত প্রাবসীদের ঐক্যবদ্ধ করে একই প্লাটফর্মে নিয়ে এসে সবার মাঝে নিরবিচ্ছিন্ন সেতুবন্ধন তৈরির লক্ষ্যে একতা, সততা, মানবতা, জবাবদিহিতা ও সর্বোপরি প্রবাসীদের জীবন মান উন্নয়ন অর্থনৈতিক ভাবে স্বামলম্বী ও সচ্ছলতা নিশ্চিত করতে বিশিষ্ট গণ্যমান্য ব্যাক্তিবর্গের সু-পরামর্শে ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে, একটি সম্পূর্ন অরাজনৈতিক ও প্রবাসী সেবা মূলক সংগঠন চকরিয়ায় প্রবাসী ফােরাম সোসাইটি নামে প্রবাসী সংগঠনটি অগ্রযাত্রা শুরু করে।

প্রবাসী ফোরাম সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য

১. সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে অবস্থানরত ও সাবেক আমিরাত প্রবাসীদের এক্যবন্ধ করে একই প্লাটফর্মে নিয়ে এসে সবার মাঝে নিরবিচ্ছিন্ন সেতুবন্ধন রচনা করা

২. দেশে ও দেশের বাইরে চকরিয়া উপজেলার সকল প্রবাসীদের জীবন মান উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সঠিক দিক নির্দেশনা প্রদান করা।

৩. চকরিয়ান সকল প্রবাসী ও তাদের পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও সব ধরনের বৈধ স্বার্থ সংরক্ষণে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সহযোগিতা প্রদান করা।

৪. গরীর ও অসহায় পরিবারের মাঝে সময় উপযোগী সহায়তা প্রদান করা। (যেমন-শীতবস্ত্র, ইফতার সামগ্রী, ঈদের উপহার ও দূর্যোগপূর্ণ এলাকায় ত্রান বিতরণ ইত্যাদি)

৫. শিক্ষার ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে সমসাময়িক উদ্যোগ গ্রহণ করা। (যেমন: প্রবাসী মর্ডাণ স্কুল, স্কুল, কলেজ, আধুনিক মান সম্পন্ন হাসপাতাল ইত্যাদি)

৬. আধুনিক চকরিয়া বির্ণিমানে অগ্রনী ভূমিকা পালন করা।

৭. প্রবাস ফেরত সদস্যদের জন্য কর্ম সংস্থান সৃষ্ঠির লক্ষ্যে অগ্রনী ভূমিকা পালন করা।

৮. বৈদেশিক যে কোন বৈধ সমস্যা সমাধানে সহায়তা প্রদান করা।

মাহে রমযান আমাদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শিক্ষা দেয় : কামাল হোসেন আজাদ

মাহে রমযান আমাদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শিক্ষা দেয় : কামাল হোসেন আজাদ

চকরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল 

চকরিয়া টাইমস : কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদ বলেছেন, মাহে রমযান আমাদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শিক্ষা দেয়। প্রতিবছর আমরা রমযান পালন করি। আমাদের কাছে রোজাভিত্তিক আমল নাই, নামাযভিত্তিক আমল নাই; আমাদেরকে আমলদার হতে হবে। 

তিনি বলেন, রোজাও রাখি-নামাযও পড়ি, অনিয়মও সাথে সাথে করি। রোজা নামাযের পাশাপাশি অন্যায় ও অনিয়মের সাংবাদিকতাও করে যাচ্ছি। আমরা মিথ্যা ছাড়তে পারছিনা; সুযোগ পেলেই একে অপরের পরনিন্দা ও গীবত চর্চায় ব্যস্ত সময় পার করছি। এসব পরিহার করার মাধ্যমে পরিত্রাণ পেতে নিজের মধ্যে সদা সর্বদা আল্লাহর ভয়কে জাগ্রত করতে হবে। রোজার শিক্ষা হলো আল্লাহকে ভয় করে মিথ্যা, পরনিন্দা ও গীবত চর্চার মতো সকল গর্হিত কাজ হতে বিরত থেকে নিজের জীবনকে পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ জীবনই মুমিম বান্দাকে তাকওয়া অর্জনের পথে ধাবিত করে। পেশাগত জীবনে নৈতিকতা বিবর্জিত সাংবাদিকতা তাকওয়ার অন্তরায়। তাই দেশ ও দশের কল্যাণে দলাদলি পরিহার করে সকলে ঐক্যবদ্ধ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আদর্শ ও সঠিক সাংবাদিকতা চর্চায় মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। 

রোববার (২৩ মার্চ) চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে চকরিয়া থানা রোডস্থ পশু হাসপাতালের সামনে চকরিয়া প্রেসক্লাব মিলনায়তনে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক শাহজালাল শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী ও চকরিয়া থানার ওসির প্রতিনিধি উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ বাবুল মিয়া। 

এসময় চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক লায়ন এম. রায়হান চৌধুরী, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহুর, দৈনিক বাংলাদেশের আলো’র প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ, দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিনিধি এইচ.এম রুহুল কাদের, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি সাঈদী আকবর ফয়সাল, দৈনিক যুগযুগান্তরের প্রতিনিধি ফরিদুল আলম বাবুল, দৈনিক আমাদের সংগ্রামের প্রতিনিধি আরফান উদ্দিন, দৈনিক মুক্তখবরের প্রতিনিধি মো. রিদুয়ানুল হক, দৈনিক বায়েজীদের প্রতিনিধি মো. আরফাত সানি, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি নুরুল ইসলাম সুমন, সাগর রায়হান শরীফসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।


বাংলাদেশ গ্রীণ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

বাংলাদেশ গ্রীণ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস: 

"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এ স্লোগানকে ধারণ করে পথচলা শুরু করা বাংলাদেশ গ্রীণ ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিল চকরিয়া পৌরশহরের ইটালিয়া রুফটপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ. কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সহ- সেক্রেটারি ডাঃ মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, সেক্রেটারি শাহেদুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাবিব উল্লাহ মিসবাহ, অডিট কমিটি তারিকুল ইসলাম বাদশা, মিজানুর রহমান,  এভারগ্রীন হাসপাতালের মেডিকেল অফিসার (মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ) ডাঃ তাহমিদুল ইসলাম, সিনিয়র সদস্য মাস্টার মোহাম্মদ মোকাদ্দেস ও মোহাম্মদ  মিনার।

সভায় বক্তারা- ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আশাব্যঞ্জক তথ্য উপস্থাপনের মাধ্যমে এর কার্যক্রমকে এগিয়ে নিতে ঐক্যমত পোষণ করেন। এছাড়া চলতি বছরের বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৫০হাজার বনজ চারাগাছ রোপণের সিদ্ধান্ত গ্রহণ করেন বাংলাদেশ গ্রীণ ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

এসময় ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে সংগঠনের সফলতা ও সমৃদ্ধি এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সদস্য কাজী মাওলানা জমির উদ্দিন

সম্প্রীতির চকরিয়া গড়তে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই : সাজ্জাদ হোসেন

সম্প্রীতির চকরিয়া গড়তে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই : সাজ্জাদ হোসেন

চকরিয়া টাইমস : 

জাতীয় নাগরিক কমিটি চকরিয়ার প্রতিনিধি মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন, সম্প্রীতির সুন্দর চকরিয়া গড়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই। এ জন্য প্রয়োজন পারস্পারিক সৌহার্দপূর্ণ আচরণ। মাহে রমযান আমাদেরকে দৈনন্দিন জীবনে সেই সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি করার শিক্ষা দেয়।

মঙ্গলবার (১৮ মার্চ) চকরিয়া পৌরসভা বাংলাদেশ গাউছিয়া কমিটির উদ্যোগে পবিত্র বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দীন খালেদ।

বিশেষ অতিথি ছিলেন পালাকাটা দাখিল মাদরাসার সহ-সুপার মুফতি এহসানুল হক নঈমী, গাউছিয়া কমিটি বাংলাদেশ পেকুয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আযম ও চকরিয়া শাহ জোহাদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মুফতি মহিউদ্দিন।

গাউছিয়া কমিটি বাংলাদেশ চকরিয়া পৌরসভা কমিটির সভাপতি মাওলানা হাফেজ নোমান শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবদুল হাকিমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির চকরিয়া থানা প্রতিনিধি খাইরুল হাসান, জয়নব শাকিল সানি ও সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়ার সহ-সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

চকরিয়ায় বদর দিবসে শিবিরের কুরআন বিতরণ

চকরিয়ায় বদর দিবসে শিবিরের কুরআন বিতরণ

চকরিয়া টাইমস :

চকরিয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৮ মার্চ) চকরিয়া আনওয়ারুল কামিল (এম.এ) মাদরাসা মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার ব্যানারে এ কার্যক্রম সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মুহাম্মদ হেদায়েদ উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আনওয়ারুল কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসান ও জেলা ছাত্রশিবিরের কর্মকর্তা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

এসময় মাতামুহুরী ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে : শ্রমিক নেতা রুহুল কাদের

ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে : শ্রমিক নেতা রুহুল কাদের

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক এইচ.এম রুহুল কাদের বলেন, মাহে রমজানের পবিত্রা রক্ষার্থে অধীনস্থ শ্রমিকদের কাজের সময় কমিয়ে দিন। ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে । তিনি আরো বলেন, শ্রমিকদের উপর জুলুম করে পৃথিবীতে কোনো শক্তি সফল হয়নি, বরং চরম লাঞ্ছিত হয়েছে । সুতরাং  শ্রমিকদের জুলুমকারীদের উপর আল্লাহর গজব অনিবার্য বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার ( ১৮ মার্চ) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন সভাপতি তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ এহসানুল হক ও উপদেষ্টা মোহাম্মদ খোবাইব আজম। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

পরে ৫ থেকে ৯নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করেন শ্রমিক কল্যাণ চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক এইচ.এম রুহুল কাদের। 

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (১৩ মার্চ) কক্সবাজার শহরে স্থানীয় অভিজাত হোটেল ফ্রেশইন রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ইলির সঞ্চালনায় বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি দৈনিক সৈকত পত্রিকার সম্পাদক মো. মাহবুবর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদ, এনটিভি জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সিবিসি নিউজের বার্তা প্রধান শাহজাহান চৌধুরী শাহীন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি দেশ টিভির জেলা প্রতিনিধি মো. আব্দুর রহমান, বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, চ্যানেল আই স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশীদ, দৈনিক আপনকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম মাহমুদ, এসএ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমন ও উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম. ইকবাল বাহার চৌধুরী।

এসময় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি আয়াজ রবি, সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক আকাশ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদ, সহ-অর্থ সম্পাদক মাসুম, সহ-দপ্তর সম্পাদক লোকমান ইসলাম রানা, মহিলা সম্পাদিকা শাহনাজ বেগম, সমাজকল্যাণ সম্পাদক নাসিমা আক্তার, রহিমা বেগম, আরফাত সিকদার, প্রচার সম্পাদক মো. হোসেন সুমন, তথ্য প্রযু্ক্তি সম্পাদক জাফর আলম, সহ-তথ্য প্রযু্ক্তি সম্পাদক ইউছুফ আলী, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোছাইন, রামু উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কায়েদ আলম কায়সার, টেকনাফ কমিটির সহ-সভাপতি আজিজুল হক আজিজ, অর্থ সম্পাদক ফরহাদ, মহেশখালীর এস.এম করিম, আবু বক্কর সিদ্দিকী, উখিয়া উপজেলা কমিটির সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক মো. এম.এ আব্দু সাত্তার ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল মোহাম্মদ ইমরানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিতক ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য, গুরুত্ব ও সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে আলোচনা করেন। পরে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

ইফতার মাহফিল শেষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, জাতীয় অর্থনীতি পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মো. ওসমান গণি ইলিসহ বেশ’কজন সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

চকরিয়া পৌরসভার মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া পৌরসভার মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সামাজিক সংগঠন মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে এলাকার সকল কবরবাসীর ইছালে সওয়াব এবং প্রবাসী ভাইদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল-২০২৫ শুক্রবার (১৪মার্চ) মাস্টারপাড়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের সভাপতি এম. তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান। 

এতে মাহে রমযানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা পেশ করেন চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা নূরী। 

বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. কুতুব উদ্দিন, বাঁশ সরবরাহ সমবায় সমিতির সভাপতি সেলিম উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগি মো. শওকত আলম ও মরহুম ইসহাক ফাউন্ডেশনের সভাপতি মো. জিয়াউল করিম। 

এসময় এলাকার মুরব্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্টজনসহ মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে কবরবাসী ও প্রবাসী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাস্টারপাড়া বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আজম জিহাদী।

দেড়শ পরিবারের মাঝে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের রমাদান ফুড প্যাক বিতরণ

দেড়শ পরিবারের মাঝে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের রমাদান ফুড প্যাক বিতরণ

চকরিয়া টাইমস :

চকরিয়ার ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ডুলাহাজারা ইউনিয়নের হতদরিদ্র দেড় শতাধিক পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে মানবিক সহায়তা “রমাদান ফুড প্যাক” বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান।

এতে বিশেষ অতিথি ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, উপদেষ্টা কামাল উদ্দিন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুল ইসলাম খোকা, সাবেক চেয়ারম্যান আবু হানিফ মোহাম্মদ নোমান (আপেল), সাঈদ হোসেন প্রমুখ। এসময় দেশ অবস্থানরত ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে হতদরিদ্র অসহায় দেশড় পরিবারের মাঝে মানবিক সহায়তা “রমাদান ফুড প্যাক” তুলে দেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান মিরাজ।

দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের কুতুবদিয়া শিবিরের সংবর্ধনা

দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের কুতুবদিয়া শিবিরের সংবর্ধনা

চকরিয়া টাইমস : 

কুতুবদিয়ায় দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বুধবার (১২ মার্চ) কুতুবদিয়া হাইস্কুল মাঠে উপজেলা ছাত্রশিবিরের জমকালো আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

ছাত্রশিবিরের কুতুবদিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিমের সভাপতিত্বে ও সেক্রেটরি মো. তানভীরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মো. আবু তালহা, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রশিবিরের সভাপতি আয়ুব আনসারী, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ আবু মুছা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহিম নূরী বলেন, দেশ এখনও দুর্নীতিগ্রস্ত, অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ নানান রাষ্ট্রীয় অসুখের করাল গ্রাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দেশের এমন অবস্থা হতে মুক্তির জন্য বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নীতিবান আদর্শ মানুষ তৈরির জন্যে দেশের ছাত্রসমাজের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে মীর মো. আবু তালহা বলেন, দেশের মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বয়সে ছোট ফুটবল খেলোয়াড়েরা পারফরম্যান্স দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব অর্জন করেছে; তাদেরকে ছাত্রশিবির সংবর্ধনা দিতে পেরে ধন্য মনে করছে। 

সংবর্ধনা অনুষ্ঠানে ১৭জন ক্ষুদে ফুটবলার এবং কোচের হাতে ক্রেস্ট ও ঈদের পানজাবি উপহার তুলে দেন অতিথিবৃন্দ।


মহেশখালীতে আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালি ও আলোচনা সভা

মহেশখালীতে আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : 

মহেশখালী উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন মহেশখালী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস-২৫ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ। তিনি সভাপতির বক্তব্যে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

এসময় মহেশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের প্রতিনিধি, ব্রেকিং দ্যা সাইলেন্স, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়া আলোচনা সভায় বক্তারা- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের নারীদের ক্ষমতায়ন ও তাদের শ্রমকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের বাৎসরিক  অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) ১২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তাদের আলোচনায় নারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পেকুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

পেকুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : 

“অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পেকুয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫।

শনিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পেকুয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি প্রজেক্ট এর সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। 

পেকুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রক্ল্প বাস্তবায়ক কর্মকর্তা আবু তাহের, প্রশিক্ষক জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নারী সংশ্লিষ্ট বিশিষ্টজন।

এসময় ব্র্যাক আইএসইসি প্রজেক্ট পেকুয়ার ফিল্ড টেকনিক্যাল অফিসার বাপ্পী কুমার ঘোষসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের কর্মকর্তাসহ সহযোগি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থী ও নারী সমাজের সর্বস্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুতুবদিয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি প্রজেক্ট এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এতে উপজেলা প্রশাসন ও নারী সংশ্লিষ্ট সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

চকরিয়া টাইমস :

"অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় একাধিক কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চকরিয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি প্রজেক্ট ও ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ।

ব্রেকিং দ্য সাইলেন্স এর ফেমিনিস্ট ক্লাইমেট জাস্টিস অফিসার মিফতা বিনতে ইউছুফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া থানার দায়িত্বপ্রাপ্ত ওসি পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী গোলাম মোস্তফা, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, ব্র্যাক আইএসইসি প্রজেক্ট চকরিয়ার ফিল্ড কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম ও সাংবাদিক কে.এম নাছির উদ্দিন।

এসময় উপজেলা সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম, আইএসইসি প্রজেক্ট জেলা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম, স্বপ্না রাজবংশী ও আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের কর্মকর্তাসহ সহযোগি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থী ও নারী সমাজের সর্বস্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কাহারিয়াঘোনা হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) স্মৃতি সংসদের ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল

কাহারিয়াঘোনা হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) স্মৃতি সংসদের ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া:

চকরিয়া পৌরসভা মগবাজার পূর্বপার্শ্বে পূর্ব কাহারিয়াঘোনা মৌলভী আবুল হোছাইনপাড়া হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র আজিমুশান ২৫ তম ঈদে মিলাদুন্নবী (সঃ) মৌলভীপাড়া এলাকার স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খামারপাড়া জামে মসজিদের খতিব ও ফাঁসিয়াখালী রাজারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শমসের আহমদের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার আলোচনা পেশ করেন আঞ্জুমানে রজবীয়া নুরীয়া ট্রাষ্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবুল কাশেম নূরী।

উক্ত মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদ উদ্দিন এবং চকোরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজি।

পবিত্র ঈদে মিলাদ মাহফিলে বিশেষ বক্তার আলোচনা রাখেন বাকলিয়া আহম্মদিয়া করিমিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুন নূর, হারবাং শাহ সূফী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুফতি মহি উদ্দিন, চন্দনাইশ জাফরাবাদ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের, মগবাজার শাহ জোহাদিয়া সুন্নিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন চন্দনাইশ ইমাম হাশেমি সুন্নিয়া মাদরাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, বিনামারা মসজিদুন নূরাঈন জামে মসজিদের খতিব ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জাফর আলম হামেদি, বিনামারা পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মুহাম্মদ এহসানুল হক সাঈদী, মগবাজার ষ্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন ও চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার মেধাবী ছাত্র মাওলানা মুহাম্মদ শেফায়েত হোসেন।

এসময় চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মুহাম্মদ আব্দুস সালামসহ মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ইসলামি সংগীত পরিবেশন করেন মদিনার সুর ইসলামি সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা।

চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি এডভোকেট শহিদ উল্লাহ : সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন-২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নুরুল হুদা। 

এতে সভাপতি নির্বাচিত হন এডভোকেট এইচ.এম শহিদ উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন এডভোকেট সাইদুর রহমান জিকু। 

এছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন; সহ-সভাপতি পদে এডভোকেট নুরুল আলম মিয়াজী (বিনা প্রতিদ্বন্দ্ধিতায়), এডভোকেট মোকাম্মেল হক মানিক (বিনা প্রতিদ্বন্দ্ধিতায়), সহ-সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্ধিতায়), জেলা প্রতিনিধি এডভোকেট আবু হুজাইব (বিনা প্রতিদ্বন্দ্ধিতায়), পাঠাগার সম্পাদক এডভোকেট মোহাম্মদ আইয়ুব (ভোটে), আপ্যায়ন সম্পাদক এডভোকেট আবছার উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্ধিতায়), সিনিয়র সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্ধিতায়), এডভোকেট শাহরিয়ার ফয়সাল (বিনা প্রতিদ্বন্দ্ধিতায়), ও জুনিয়র সদস্য এডভোকেট ডলি সিদ্দিকী (ভোটে)। 

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট ফয়জুল কবির ও এডভোকেট ও.কে.এম শেখ সাদী।

হালকাকারা মৌলভীরচর একতা সংগঠনের তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন

হালকাকারা মৌলভীরচর একতা সংগঠনের তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড হালকাকারা মৌলভীরচর একতা সংগঠনের উদ্যোগে ২য় তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) মৌলভীরচর ইবতেদায়ী নূরানী মাদরাসার প্রাঙ্গণে মাহফিলে অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মুহাম্মদ রেজাউল করীম ও ভেওলা মানিকচর হাই স্কুলের হেড মাওলানা মুহাম্মদ আজিজুল হক। 

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর  জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আবদুল্লাহ আল ফারুখ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর পৌর মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির। 

এতে আলোচনা পেশ করেন দেশ বরেণ্য আলেমেদ্বীন মাওলানা শাইখ মুহাম্মাদ জামাল উদ্দিন (ঢাকা), মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের জিহাদী (চূয়াডাঙ্গা), মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন এম.এ (চকরিয়া), মাওলানা মুহাম্মদ আজিজুল হক জিহাদী (চকরিয়া), মাওলানা মুহাম্মদ আমান উল্লাহ (চকরিয়া) ও হাফেজ মাওলানা মুহাম্মদ বাকি বিল্লাহ। 

এসময় ওয়ার্ড বিএনপি নেতা একরামুল হক, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ নাজেম উদ্দিন নাজু, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ হারুন কোম্পানি (হারুন মিস্ত্রি), মাহফিল পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি ও সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।