Showing posts with label সংগঠন. Show all posts
Showing posts with label সংগঠন. Show all posts
নিরাপদ সড়ক আন্দোলন চকরিয়া পৌরসভার ১১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

নিরাপদ সড়ক আন্দোলন চকরিয়া পৌরসভার ১১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

চকরিয়া টাইমস :

নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) চকরিয়া পৌরসভা শাখার ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২নভেম্বর) চকরিয়া উপজেলা কমিটির সভাপতি মোস্তফা আনজুম ফাহিম ও সাধারণ সম্পাদক জাওয়াতা আফনান সাংগঠনিক প্যাডে এ কমিটির অনুমোদন করেন।

এতে সাইয়্যেদুল আবরারকে সভাপতি ও মোফাচ্ছের আহমেদ নাঈমকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন; সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার সম্পাদক হাফেজ মো: আবু আনছারী জিসাদ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ইয়াছিন আরফাত, সমাজসেবা ও জনসম্পদ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আরফাত, সদস্য ইউসুফ আলী, সদস্য আরমান হোসেন নবী ও সদস্য মোশাররফ হোসেন।

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চকরিয়ায় ছাত্রশিবিরের মানববন্ধন

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চকরিয়ায় ছাত্রশিবিরের মানববন্ধন

চকরিয়া টাইমস: 

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চকরিয়ায় উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৫টায় চিরিংগা ইসলামী ব্যাংকের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রশিবির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। 


উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনের সমাবেশে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সৈয়দ করিম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. শওকত আলী, সাবেক ছাত্রনেতা অধ্যাপক মাহফুজুল করিম, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান ও চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মোরশেদ। 

মানববন্ধনের সমাবেশে বক্তারা বলেন- শিক্ষাদীক্ষার উন্নয়নে কক্সবাজারে একটি মানসম্মত আন্তর্জাতিকমানের পাবলিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা অবহেলিত কক্সবাজারবাসীর প্রাণের দাবি। এটি প্রতিষ্ঠিত হলে কক্সবাজারের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। পাশাপাশি এতদাঞ্চলের বেকার যুবকসহ সর্বসাধারণের কর্মসংস্থানমুখী কল্যাণ সাধিত হবে। তাই অনতিবিলম্বে সচেতন অভিভাবক মহলসহ কক্সবাজারবাসীর প্রাণের দাবি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। এছাড়া মানববন্ধনের সমাবেশ থেকে- একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি মানসম্মত ক্যাডেট কলেজ স্থাপনেরও দাবি জানান বক্তারা।


চকরিয়ায় “প্রবীণ পরিচর্যা ও সুরক্ষায় সামাজিক অঙ্গীকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চকরিয়ায় “প্রবীণ পরিচর্যা ও সুরক্ষায় সামাজিক অঙ্গীকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চকরিয়া টাইমস:

চকরিয়ায় “প্রবীণ পরিচর্যা ও সুরক্ষায় সামাজিক অঙ্গীকার” শীর্ষক এক সেমিনার-২০২৫ উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল পাঁচটায় চকরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলীর সার্বিক তত্ত্বাবধানে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুজিবুল হক বিএসসি ও চকরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মুজিবুল হক রতন।

এসময় চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. জুবাইদুল হক, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মাস্টার সালেহ আহমদ, সদস্য মাস্টার আবুল কালাম, মাস্টার রাম প্রসাদ, হাজী রুকুন উদ্দিন, আলহাজ্ব এস.জি.এম আফজাল হোসেন (কাউসার)সহ প্রবীণ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

পরে প্রবীণ পরিচর্যায় ভূমিকা পালন করায় মাস্টার সালেহ আহমদ ও উম্মে হাবিবার হাতে মমতাময়ী সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : আবদুল্লাহ আল ফারুক

অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস : 

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে এক শ্রমিক সমাবেশ শুক্রবার (৩ অক্টোবর) উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে শ্রমিকেরা। অথচ শ্রমিকদের  হাড়ভাঙ্গা পরিশ্রমে দেশের অর্থনীতি সচল থাকে। দেশের উন্নয়নের চাকা ঘুরে। 

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে ইনশা’আল্লাহ। আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই। যেখানে শ্রমিকরা তাদের কাজের যথাযথ মূল্য ও সম্মান পাবেন। তাই শ্রমিকবান্ধব বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার বিকল্প নেই। 

ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মোহাম্মদ মহসিন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, উপদেষ্টা মাস্টার মোহাম্মদ হোছাইন।

এসময় চকরিয়া উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শরিফুল আমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফজল, কাকারা ইউনিয়ন উপদেষ্টা মাওলানা শাহাদাত হোসেন ও মাওলানা মোহাম্মদ আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চকরিয়া টাইমস :

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার শহর শাখার আয়োজনে আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী। তিনি বর্ণিল বেলুন উড়িয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন ও সাংবাদিক হাসানুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফুলকুঁড়ি আসর-এর মহৎ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “শিশুদের সুস্থ বিকাশ ও আলোকিত আগামী গড়ার এই মহৎ প্রয়াস সমাজ ও জাতিকে করেছে সমৃদ্ধ। প্রতিষ্ঠার এই মহিমান্বিত দিনে আমাদের কামনা— ফুলকুঁড়ি আসর এগিয়ে যাক আরও অনেক দূর, নতুন স্বপ্ন পূরণের পথে হয়ে উঠুক আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল নানা বর্ণিল ও সৃজনশীল প্রতিযোগিতা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালিকা উৎসব এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা (গান, আবৃত্তি, ক্বেরাত)। সকল প্রতিযোগিতায় শিশু-কিশোর বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত সকল শিশুকিশোর বন্ধু তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেয়, যা পুরো আয়োজনটিকে করে তোলে এক আনন্দময় মিলনমেলা।

চকরিয়ায় সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারে আর্থিক অনুদান

চকরিয়ায় সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারে আর্থিক অনুদান

চকরিয়া টাইমস: 

চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির উদ্যোগে সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান ও সাধারণ সভা এটিএন পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও সম্পাদক রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুছা। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার, চিরিংগা হাইওয়ে থানার ওসি মোঃ আরিফুল আমিন, মালুমঘাট হাইওয়ে থানার ওসি মোঃ মেহেদী হাসান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন কাউন্সিলর, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, কার্যকরী সভাপতি নুরুল কবির, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল আজাদ, চকরিয়া-লামা-আলীকদম জীপ মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদ প্রমুখ। এছাড়াও পরিবহন সেক্টরের বিভিন্ন রোড কমিটির নেতৃবৃন্দ এবং শ্রমিক জনতা উপস্থিত ছিলেন। 

অতিথিবৃন্দ আলোচনা শেষে পরিবহন সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারকে এককালীন আর্থিক অনুদানের চেক তুলে দেন।         


কক্সবাজার পৌরসভা ছাত্রশিবিরের জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কক্সবাজার পৌরসভা ছাত্রশিবিরের জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চকরিয়া টাইমস: 

কক্সবাজার পৌরসভা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিলসহ সমমান পরীক্ষায় জিপিএ ফাইভসহ উর্ত্তীণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শহরের এক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি সালমান ফারসির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম নুরী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে অতিথিবৃন্দ জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস : 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চকরিয়া  উপজেলা শাখার উদ্যোগে জমকালো আয়োজনে ২০২৫সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫সহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ আল ফারুক। 

তিনি উপস্থিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির দুর্যোগ মুহুর্তে যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে। ক্যারিয়ার গঠনের জন্য স্বপ্নকে বড় করতে হবে; সময় অপচয় করা যাবে না, কঠোর পরিশ্রম করতে হবে। একইসাথে মহান আল্লাহ তাআলার নিকট সাহায্যও চাইতে হবে। 

তিনি আরো বলেন, নৈতিকতা ও জ্ঞান বিজ্ঞানের আলোকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে যোগ্য ও মেধাবি নেতৃত্বের বিকল্প নেই। নৈতিক ও আদর্শিক শিক্ষা ছাড়া সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি সম্ভব নয়। তাই আজকের কৃতি শিক্ষার্থীদের জাতির এই সংকট পূরণে নৈতিক ও মেধার স্বাক্ষর রাখার মাধ্যমে নিজেকে একেক জন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।  

অনুষ্ঠানে প্রধান বক্তার আলোচনা পেশ করেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান ও দুবাই প্রবাসী সাবেক ছাত্রনেতা মো. রেজাউল করিম। 

এছাড়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা এম. ওমর আলী, জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি হাফেজ আসহাব উদ্দিন আসাদ, সাবেক ছাত্রনেতা মো. হেলাল উদ্দিন, জুলাই আন্দোলনে নিহত শহীদ আহসান হাবিব হাসানের গর্বিত পিতা হেলাল উদ্দিন ও কৃতি শিক্ষার্থীদের পক্ষে ফাহিম মুনতাসীর বক্তব্য রাখেন। 

পরে অতিথিবৃন্দ আলোচনা শেষে সংবর্ধিত জিপিএ-৫প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা প্রেরণা ও আহবানমূলক মনমুগ্ধকর সংগীত পরিবেশন করে।


আল্লামা সাঈদী’র স্মরণে চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের দোয়া মাহফিল

আল্লামা সাঈদী’র স্মরণে চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের দোয়া মাহফিল

চকরিয়া টাইমস :

বিশ্ব বরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি:) এর স্মরণে দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ফোরামের সভাপতি শহিদুল ইসলাম আল জায়েদের পরিচালনায় ও মাওলানা হাফেজ রেজাউল করিমের সভাপতিত্বে দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন এম.এ।

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ছাত্রশিবিরের সাবেক কক্সবাজার জেলা সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল মজিদ, চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠীর পরিচালক শিল্পী মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক জহির আলম সাগর ও মাওলানা শাফায়াত হোসাইন।

আলোচনা সভায় বক্তারা আল্লামা সাঈদীর খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েন। মহান আল্লাহর দরবারে মরহুম আল্লামার জন্য জান্নাতের উচ্চ মোকাম কামনা করেছেন।
বাংলাদেশকে নতুনভাবে সাজাতে মেধাবীদের এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশকে নতুনভাবে সাজাতে মেধাবীদের এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন জ্ঞানভিত্তিক নতুন দেশ ও সমাজ গঠনে মেধাবী প্রজন্মকেই আগামীতে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ আমাদের গর্ব, এটিকে কাংখিত লক্ষ্যে নতুন করে সাজাতে হবে। তাই প্রিয় এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে। 

তিনি কৃতি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, দুনিয়া ও আখিরাত উভয় জগতের সাফল্য ভরা জীবন গঠনের জন্য একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি নিজেদের জীবনকে নৈতিকতার মানদণ্ডে সমৃদ্ধ করতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে কক্সবাজার জেলা ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন। 

জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুর মোহাইমেন, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি চকরিয়া-পেকুয়া আসনের এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদ সাবেক ভিপি সদর-রামু-ঈদগাঁও আসনের এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুহাম্মদ আল হিসাম। 


 তাছাড়া অনুভূতি প্রকাশ করে বর্ণাঢ্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আইয়ুব আনসারি। 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ডা. আজহার উদ্দিন, জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম শরীফ, জেলা এইচআরডি সম্পাদক আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জেলা দাওয়াহ সম্পাদক মোর্শেদুল ইসলাম মাহির, জেলা আইটি ও শিক্ষা সম্পাদক মাহমুদুর রহমান তারেক প্রমুখ। 



চকরিয়ায় শান্তি-সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

চকরিয়ায় শান্তি-সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া: 

চকরিয়া উপজেলায় নানান ধর্মের ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। সকলের মধ্যে সৌহার্দপূর্ণ সম্প্রীতি বজায় রাখতে হলে তরুণ শিক্ষার্থীদের এগিয়ে আসা দরকার। একমাত্র তারুণ্যের আওয়াজই পারবে এলাকায় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, জাতিগত সহিংসতা বন্ধ ও প্রশমন করতে। 

এই উপলব্ধি অনুধাবন করে চকরিয়ায় ১টি কলেজ ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নাটকের মাধ্যমে সম্প্রীতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এই নাটকের মাধ্যমে তরুণরা একত্রতি হয়ে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর সম্প্রীতি সুরক্ষায় আওয়াজ তোলার মনোভাব সৃষ্টি হবে এবং একত্রিত হয়ে প্রাতিষ্ঠানিকভাবে ক্লাব গঠন করবে। 

দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের ইয়ুথ পিস এম্বাসেডর প্রুপের অন্যতম সামাজিক উদ্যোগ শান্তি ও সম্প্রীতি সুরক্ষায় তারুন্যের আওয়াজের আয়োজনে চকরিয়া মঞ্চ নাটক প্রদর্শিত হয়। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়। গত ২৪জুলাই-২০২৫ সকাল ১০টায় চকোরি পৌর আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সমন্বয়কারী শাহ মোহাম্মদ জাহেদ। 

অনুষ্ঠানে চকোরী পৌর আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি মোহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পিএফ জির ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, প্রভাষক সুজাতা চৌধুরী, চকোরি পৌর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ওসমান গণি, ওয়াইপিএজির সমন্বয়কারী ইশফাতুল হাসান, ওয়াইপিএজির সহ-সমন্বয়কারী আবু তৈয়ব আজাদ, সহ-সমন্বয়কারী সাদিয়া সোলতানা সোনিয়া, ওয়াইপিএজির সদস্য, মোবারক করিম ফাহিম, সুমাইয়া সোলতানা, নাজিফা নাহি মনি, রিদুয়ানুল ইসলাম প্রমুখ। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্মরণে চকরিয়ায় দোয়া মাহফিল

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্মরণে চকরিয়ায় দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

চকরিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) বিকেলে যুগান্তর চকরিয়া উপজেলা প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন এর উদ্যোগে চকরিয়া হস্তশিল্প কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চকরিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইনকিলাব ও ডেইলি অবজারভার এর সাংবাদিক আলহাজ্ব ইবনে আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মানব কন্ঠের আবদুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিনের জিয়াউদ্দিন ফারুক, দৈনিক যায়যায়দিনের মনজুর আলম, দৈনিক আমার দেশের ইকবাল ফারুক, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর জিয়াবুল হক, দৈনিক কালবেলার মনিরুল আমিন, দৈনিক ভোরের সময়ের নুরুল আমিন টিপু প্রমূখ আলোচনায় অংশ নেন।

আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী নুরুল ইসলাম জাতির বাক স্বাধীনতা অর্জন ও অন্যায়ের বিরুদ্ধে লেখার জন্য দৈনিক যুগান্তর ও যমুনা টিভি প্রতিষ্ঠা করেন। স্বাধীন দেশে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের জন্য যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে অনন্য রেকর্ড স্থাপন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক এর সাঈদী আকবর ফয়সাল, দৈনিক আপন কন্ঠ এর জুলফিকার আলি ভুট্টাে, দৈনিক বাংলাদেশের খবর এর তৌহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের রিদুয়ানুল হক, দৈনিক আমার সংবাদের নুরুল ইসলাম সুমন, কক্স অনলাইন বার্তার সম্পাদক রুবেল খান।

এসময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নেছার উদ্দিন।

চকরিয়ায় প্রত্যাশির দিনব্যাপি কৈশোর মেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চকরিয়ায় প্রত্যাশির দিনব্যাপি কৈশোর মেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহজালাল শাহেদ, চকরিয়া : 

“তারুণ্য বিনিয়োগ টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যে চকরিয়ায় প্রত্যাশীর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি.কে.এস.এফ)’র সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি কৈশোর কার্যক্রমের আওতায় দিনব্যাপি কৈশোর মেলা-২০২৫ এর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদের সুগন্ধ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইভেন্ট ছিল- কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, চিত্রাংকন, একক ও দলীয় নৃত্য, একক ও দলীয় অভিনয়। এরআগে বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবে সাইকেল র‌্যালি বের করা হয়। 

বিকাল ৩টায় প্রতিযোগিতা শেষে প্রত্যাশীর এরিয়া ম্যানেজার আবদুল মাবুদ সুমনের সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রাম অফিসার মো. সাখাওয়াত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বিএমচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা (বি.এস.সি)। 

অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চকরিয়া শিল্পকলা একাডেমির শিক্ষক রাজিব বড়ুয়া, মোহনা শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক এম.এইচ ইয়াছির আরফাত চৌধুরী ও প্রবাল শিল্পী গোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক আবু তৈয়ব আজাদ। 

পুরস্কার বিতরণ শেষে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান ও বিশেষ অতিথিসহ বিশিষ্টজনদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেলায় ১০টি স্টলে বিভিন্ন উদ্ভাবনী নিয়ে কিশোর কিশোরী ক্লাবের টিম অংশগ্রহণ করে। 

উল্লেখ্য, চকরিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন কেন্দ্রিক ৩৪২টি কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে মেধা ও মননে সুন্দর আগামী গড়ার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন প্রত্যাশী ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি.কে.এস.এফ)।

চকরিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সংগঠন নূরানী কাফেলার নতুন কার্যালয় উদ্বোধন

চকরিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সংগঠন নূরানী কাফেলার নতুন কার্যালয় উদ্বোধন

চকরিয়া টাইমস: 

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সেবামূলক সংগঠন ১৯৮৭সালে প্রতিষ্ঠিত নূরানী কাফেলা’র নতুন কার্যালয় শুক্রবার (৪জুলাই) চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ভাঙ্গারমুখ স্টেশনস্থ স্থানীয় বহুতল ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে। 

সংগঠনের সভাপতি সৈয়দ মুহাম্মদ রাসেলের সভাপতিত্বে ও সেক্রেটারি এহছানুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূরানী কাফেলার প্রতিষ্ঠাতা সভাপতি উপদেষ্টা হামিদ হোসাইন। 

এতে বিশেষ অতিথি ছিলেন নূরানী কাফেলার সাবেক সভাপতি উপদেষ্টা আলহাজ্ব মোজাম্মেল হক (দুবাই) ও প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি সাহেদুল ইসলাম। 

এসময় চকরিয়া মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকী, প্রতিষ্ঠাকালীন সদস্য হাফেজ মাওলানা জামাল হোসাইন, মাস্টার সরওয়ার আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নূরানী কাফেলা ধর্মীয় ও সামাজিক সেবায় অনবদ্য ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নতুন কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে সংগঠনের মানিবক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। আলোচনা শেষে সংগঠনের সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

প্রবাল শিল্পী গোষ্ঠীর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন

প্রবাল শিল্পী গোষ্ঠীর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন

চকরিয়া টাইমস:

চকরিয়ায় সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশে প্রতিষ্ঠিত প্রবাল শিল্পী গোষ্ঠীর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়নে নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

তিনি বলেন।“ইসলামী সংস্কৃতি জাতির আত্মার খোরাক দেয়। এই ধরনের অনুষ্ঠান তরুণ প্রজন্মকে নৈতিকতায় উদ্বুদ্ধ করে।” “ইসলামী সংস্কৃতি কেবল বিনোদনের মাধ্যম নয় বরং এটি একটি আদর্শিক ও মূল্যবোধভিত্তিক পথনির্দেশনা দেয়। সমাজকে কল্যাণমুখী করতে এ ধরনের সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।”

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক শিল্পী মিনার উদ্দিন।

প্রবালের পরিচালক আবু হুরায়রা বিপ্লবের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক, আবাসিক মহিলা কলেজের অধ্যাপক মুহাম্মদ শওকত আলী, বিশিষ্ট সুরকার ও গীতিকার শিল্পী শোয়াইব বিন হাবিব, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, অনির্বানের পরিচালক মো. আব্দুল গফুর, প্রবালের সাবেক পরিচালক আরমান মাহমুদ, ছাত্র প্রতিনিধি সাঈদ হাসান প্রমুখ।

এসময় সাংবাদিক জহিরুল আলম সাগর, দৈনিক সংগ্রামের প্রতিনিধি শাহজালাল শাহেদ, সাবেক ছাত্রনেতা আসহাব উদ্দিন আছাদ, কক্স টিভির প্রতিনিধি কফিল উদ্দিন, থিয়েটার বিভাগের প্রশিক্ষক আবু তৈয়ব আজাদসহ শিল্পীদের বিভিন্ন পর্যায়ের অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরআগে বিকাল চারটায় প্রবালের থিমসং পরিবেশনের মধ্যদিয়ে শিশু-কিশোর শিল্পী ও অতিথিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রবাল ও অতিথি শিল্পী গোষ্ঠীর মোহনার শিশু-কিশোর শিল্পীদের পরিবেশনায় মনমুগন্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ইসলামনগরের মামুনুর রশিদ গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত

ইসলামনগরের মামুনুর রশিদ গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত

চকরিয়া টাইমস: 

চকরিয়ার কৈয়ারবিল ইসলামনগরের তরুণ সমাজসেবক মামুনুর রশিদ মামুন প্রদত্ত ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা হাজার হাজার দর্শকের উপস্থিতিতে চরম উত্তেজনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) বিকাল পৌঁনে পাঁচটায় স্থানীয় শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ইসলামনগর ফুটবল একাডেমিকে ৩-২ গোলে হারিয়ে ইউনিভার্সাল ফ্রেন্ডস ক্লাব ফাইনালে খেলার সুযোগ নিশ্চিত করে। 

এইদিন অতিথি হিসেবে খেলা উপভোগ করেন খেলার উদ্বোধক চকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, তথ্য ও গবেষণা সম্পাদক একরামুল হক, চকরিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক সাইমুল হক জামশেদ ও সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাধীন। 

টুর্নামেন্টের আয়োজক ইসলামনগরের তরুণ সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় উপস্থিত অতিথিদের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। 

খেলার সার্বিক তত্ত্বাবধান করেন টুর্নামেন্ট পরিচালক কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব, ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারেক ও শওকত উসমান। 

রেফারির দায়িত্ব পালন করেন মো. এরফান উদ্দিন ও মো. রমিজ উদ্দিন। টুর্নামেন্টে ধারা ভাষ্যকার ছিলেন পেকুয়ার মুহাম্মদ জিয়া ও কৈয়ারবিল ইসলামনগরের মো. ইসমাঈল।

ইসলামনগর মামুনুর রশিদ ফুটবল টুর্নামেন্টে টাইগার স্পোর্টিং ক্লাব ফাইনালে

ইসলামনগর মামুনুর রশিদ ফুটবল টুর্নামেন্টে টাইগার স্পোর্টিং ক্লাব ফাইনালে

চকরিয়া টাইমস:

চকরিয়ার কৈয়ারবিল ইসলামনগরের তরুণ সমাজসেবক মামুনুর রশিদ মামুন প্রদত্ত ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর প্রথম সেমি ফাইনাল খেলা হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

রোববার (২৯ জুন) স্থানীয় শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার নির্দিষ্ট সময়ে গোল সমতায় ফেরায় টাইব্রেকারে বানিয়ারকুম ইয়ং স্টার ক্লাবকে হারিয়ে হামিদুল্লাহ সিকদাপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব ফাইনালে উঠে।

এইদিন খেলা উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস.এম মনজুর। প্রধান মেহমান ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সিকদার।

উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি সাবেক চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান।

টুর্নামেন্টের আয়োজক ইসলামনগরের তরুণ সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিদের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

খেলার সার্বিক তত্ত্বাবধান করেন টুর্নামেন্ট পরিচালক কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারেক।

টুর্নামেন্টে ধারা ভাষ্যকার ছিলেন পেকুয়ার মুহাম্মদ জিয়া ও কৈয়ারবিল ইসলামনগরের মো. ইসমাঈল।

কক্সবাজারে দিনব্যাপি মিডিয়া কর্মী প্রশিক্ষণ সম্পন্ন

কক্সবাজারে দিনব্যাপি মিডিয়া কর্মী প্রশিক্ষণ সম্পন্ন

চকরিয়া টাইমস:

কক্সবাজার জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের আয়োজনে মিডিয়া কর্মীদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ জুন) জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মাশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

তিনি বলেন, মিডিয়া সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সমাজ ও রাষ্ট্রে জনগণের ইতিবাচক ভূমিকা পালনে মিডিয়ার ভূমিকা অগ্রগণ্য। সমাজ ও রাষ্ট্র কে সঠিক পথে পরিচালিত করতে মিডিয়া কর্মীদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে, নচেৎ সমাজ থেকে মানবতা, সামাজিকতা ও পরমত সহিষ্ণুতার উঠে যাবে। সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হয়ে পড়বে। জামায়াতে ইসলামী মিডিয়া জগতে এক ঝাঁক নির্লোভ ও দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত মিডিয়া কর্মী তৈরি করতে কাজ চালিয়ে যাচ্ছে। ইসলাম ও ইসলামী সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডা মোকাবেলায় নৈতিক ও যৌক্তিক ভূমিকা পালন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনে নিজেদের প্রস্তুত করার জন্য তিনি মিডিয়া কর্মীদের প্রতি আহ্বান জানান।

এতে আলোচনা পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কর্মাশালার প্রদক্ষিক কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক কোর ট্রেইনার অধ্যাপক রফিকুজ্জামান রোমান ও অধ্যাপক মামুন উদ্দিন।

এসময় শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ অন্যান্য মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশে ফিরেছেন শিবির সভাপতি

দেশে ফিরেছেন শিবির সভাপতি

 চকরিয়া টাইমস :

মালয়েশিয়ায় অনুষ্ঠিত 'Echo of Palestine' International Youth Summit শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। এ সময় কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সফরে মালয়েশিয়ার কেলান্তান প্রদেশে অনুষ্ঠিত International Muslim Youth Summit-এ অংশগ্রহণের পাশাপাশি মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, সিনেটর, সংসদ সদস্য, শীর্ষস্থানীয় ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, গবেষক, সাংবাদিকসহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
ইসলামনগর মামুনুর রশিদ ফুটবলে এফসিকে ৩-২ গোলে হারিয়ে ইউনিভার্সাল ফেন্ডস ক্লাবের জয়

ইসলামনগর মামুনুর রশিদ ফুটবলে এফসিকে ৩-২ গোলে হারিয়ে ইউনিভার্সাল ফেন্ডস ক্লাবের জয়

চকরিয়া টাইমস:

চকরিয়ার ইসলামনগরের তরুণ সমাজসেবক মামুনুর রশিদ মামুন প্রদত্ত ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) স্থানীয় শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ইসলামনগর এফসিকে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করেছে ইউনিভার্সাল ফেন্ডস ক্লাব।

খেলায় ম্যান অফ ম্যাচ মনোনীত হন ইউনিভার্সাল ফেন্ডস ক্লাবের খেলোয়াড় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তরুণ ক্রীড়াবিদ মোহাম্মদ ইলয়াছ সাঈদী।

টুর্নামেন্টের আয়োজক ইসলামনগরের তরুণ সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা কৃষকদলের সভাপতি মহিউদ্দিন পুতু। প্রধান মেহমান ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবদুল্লাহ আল ফাহিম ও কৈয়ারবিল ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোয়াইবুল ইসলাম লালুসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিদের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

খেলার সার্বিক তত্ত্বাবধান করেনে টুর্নামেন্ট পরিচালক কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারেক।