চকরিয়া টাইমস :
কক্সবাজার জেলার সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শহরের পাঁচ তারকা হোটেল কক্স টুডে সম্মেলন কক্ষে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। এতে সনদ ও ক্রেস্টসহ পুরস্কার পেয়েছে জেলার ৪শতাধিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার চেয়ারম্যান আবদুর রহিম নূরীর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক মীর মুহাম্মদ আবু তালহা।
বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলার সাবেক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দিন খান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদ, তানজীমুল উম্মাহ কক্সবাজার শাখার পরিচালক হাফেজ সায়েম মুহাম্মদ ফোরকান ও বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম হাসান।
এসময় জেলা মিডিয়া সমন্বয়ক আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, কক্সবাজার সরকারি কলেজ কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান আইয়ুব আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিশ্বকে নেতৃত্ব দিতে হলে; আজকের মেধাবীদের নৈতিকতা ও জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার মাধ্যমে সমৃদ্ধ হতে হবে। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম শরীফ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণীর ট্যালেন্টপুলসহ চার শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ (প্রথম), বাইসাইকেল (দ্বিতীয়) মোবাইল ট্যাব (তৃতীয়)সহ সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য, কক্সবাজার জেলাব্যাপি অনুষ্ঠিত কিশোর কষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রথম হয়েছে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী নুযহাত রহমান ওয়ারিশা, দ্বিতীয় হয়েছে কক্সবাজার মডেল হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ ইসমাম জাবির ও তৃতীয় হয়েছে চকরিয়া গ্রামার স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবদুল ওয়াসি।





0 comments: