নিজস্ব প্রতিবেদক :
রোববার (১২ মে) এসএসসি পরীক্ষা-২০২৪ এর প্রকাশিত ফলাফলে ১৩৫টি জিপিএ-৫ পেয়ে জেলার শীর্ষ স্থান দখল করে নিয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। এ প্রতিষ্ঠানের পাসের হার ৯৮.৪৫%। তন্মধ্যে ১৩৫জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরাই হচ্ছে বিজ্ঞান বিভাগের। তাছাড়া ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার পরীক্ষার্থীরাও কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়।
এ প্রসঙ্গে চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করে বলেন, প্রতি বছরের ন্যায় আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারও অভাবনীয় সাফল্য অর্জন করেছে। চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে ২০২৪সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে রোববার প্রকাশিত ফলাফলে ১৩৫টি জিপিএ-৫ পেয়ে গোটা কক্সবাজার জেলায় দ্বিতীয় তথা শীর্ষে স্থানে রয়েছে। তিনি প্রতিষ্ঠানের সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেন।
0 comments: