চকরিয়ার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির উদ্যোগে ২৩জন প্রবীণ ব্যবসায়ী সংবর্ধিত
চকরিয়া টাইমস:
চকরিয়ার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির সাধারণ সভা-২০২৫ ও প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠান জমকালো আয়োজনে বাজার ভবন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানে ২৩জন প্রবীণ সফল ব্যবসায়ীকে সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৯টায় সমিতির সভাপতি ডাঃ খাইরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ উল্লাহ।
প্রবীণ ব্যবসায়ীদের মধ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাঃ রতন কুমার চৌধুরী, দয়াল বাবু ও রশিদ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।
আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে সফলতার স্বীকৃতি স্বরূপ সংবর্ধিত প্রবীণ ২৩জন ব্যবসায়ীর মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধিত প্রবীণ ব্যবসায়ীরা হলেন; আলহাজ্ব মৌলভী ইয়াকুব সওদাগর, আলহাজ্ব আব্দুল গণি কোম্পানি, আলহাজ্ব আবুল হাশেম সওদাগর, আলহাজ্ব আব্দুল হাকিম সওদাগর, আলহাজ্ব শাহ আলম সওদাগর, আলহাজ্ব নুর মোহাম্মদ সওদাগর, হায়াতুল ইসলাম সওদাগর, আলহাজ্ব দলিলুর রহমান সওদাগর, আলহাজ্ব শাহ আলম সওদাগর, আলহাজ্ব আবু তাহের সওদাগর, নিবারণ শীল সওদাগর, আলহাজ্ব সিকান্দর সওদাগর, দেলোয়ার হোসেন সওদাগর, আব্বাস আহমদ সওদাগর, আবুল কালাম সওদাগর, আবদুল হাকিম সওদাগর, আবুল কাশেম সওদাগর, শাহজাহান সওদাগর, আলহাজ্ব আকতার আহমদ সওদাগর, ডাঃ রতন কুমার চৌধুরী, ওসমান গণি সওদাগর, মোহাম্মদ নূরু সওদাগর ও হাজী জালাল উদ্দিন সওদাগর।
এসময় সমিতির সহ-সভাপতি মৌলভী এরফান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুহুল কাদের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুবিনুল ইসলাম, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শহীদ, সহ-অর্থ সম্পাদক আবদুল মালেক, স্মার্ট কিচেনের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আতিকুর রহমানসহ সমিতিভুক্ত সর্বস্তরের ব্যবসায়ী সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত র্যাফেল ড্রয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ ২৫জন ভাগ্যবান বিজয়ীর হাতে আকর্ষণীয় উপহার তুলে দেয়া হয়।
গ্লোবাল ইসলামী ব্যাংক চকরিয়া শাখা এখন নতুন ঠিকানায়
চকরিয়া টাইমস :
গ্লোবাল ইসলামী ব্যাংক চকরিয়া শাখা এখন নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)-২০২৫ হতে নতুন ঠিকানা চকরিয়া পৌরশহরের আরাকান সড়কস্থ নূর মজিদ মার্কেটে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ শাহনূর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় শাখার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, পূর্বে এই শাখার কার্যক্রম চকরিয়া সিস্টেম কমপ্লেক্স হতে পরিচালিত হতো।
চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সে “মায়া ফ্যাশন” উদ্বোধন
চকরিয়া টাইমস :
চকরিয়ার উপজেলার একমাত্র বাণিজ্যিক কেন্দ্র পৌরশহরের আনোয়ার শপিং কমপ্লেক্সে এর (১ম) তলা ডি ব্লক দুবাই ফেব্রিক্সের পাশে সরাসরি ঢাকা থেকে আমদানীকৃত শিশু থেকে শুরু করে সব বয়সের ভোক্তাদের চাহিদা ও মানসম্মত কাপড়ের বিপুল সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে “মায়া ফ্যাশন”।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফিতা ও কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামায়ােতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। পরে তিনি প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।
এসময় পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মনছুর আলম, স্থানীয় আলেম-ওলামাসহ আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মায়া ফ্যাশনের সত্ত্বাধিকারী মোহাম্মদ মুফিজুর রহমান বলেন- আজ মায়া ফ্যাশন উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে আজ সারাদিন ডিসকাউন্ট থাকবে। তাছাড়া ছোট-বড় বৃদ্ধ সকলের চাহিদার সর্বোচ্চ কাপড়ের সমাহার পাওয়া পাওয়া যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানে। তাই তিনি চকরিয়ার সকলকে তার নতুন প্রতিষ্ঠান মায়া ফ্যাশন এসে কেনা-কাটা করার আমন্ত্রণ জানান।
সোনার দামে নতুন ইতিহাস
আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এবার ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৬৯৬ ডলার ছাড়িয়েছে।
মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা ০.৫ শতাংশ বৃদ্ধি। দিনের শুরুতে দাম ছুঁয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে।
ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভো বলেন, দুর্বল ডলার কিছুটা ভূমিকা রাখছে, তবে মূল বিষয় হলো ফেড এই সপ্তাহে সুদের হার কমাবে এমন প্রত্যাশা।
সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, ব্যবসায়ীরা আগামীকাল বুধবার দুই দিনব্যাপী বৈঠক শেষে ২৫-বেসিস-পয়েন্ট সুদের হার কমানোর ব্যাপারে প্রায় নিশ্চিত এবং ৫০-বেসিস-পয়েন্ট কমানোর সামান্য সম্ভাবনাও রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ার পাওয়েলকে ‘আরও বড়’ সুদের হার কমানোর জন্য আহ্বান জানান।
সুইসকোট ব্যাংকিং গ্রুপের বাহ্যিক বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ব্যবসায়ীরা আশা করছেন, ফেড আগামী বছরও সুদের হার কমানো অব্যাহত রাখবে, যা সোনার বাজারকে আরও সমর্থন করছে।
স্টাউনোভো বলেন, ফেডের বিবৃতি প্রকাশের সময় আমরা আরও বেশি অস্থিরতা দেখতে পাব, বিশেষ করে যদি বাজারের অংশগ্রহণকারীরা সুদের হার কমানোর সঙ্গে একটি কঠোর বিবৃতি আসবে বলে মনে করেন। তবে ট্রাম্পের সুদের হার কমানোর আকাঙ্ক্ষার কারণে আমি মনে করি, আগামী কয়েক মাসে সোনা আরও ওপরের দিকে যাবে। -আরটিভি
চকরিয়ায় পিউরিয়া প্রিমিয়াম সুইটস এন্ড পিউর ফুডসের শো’রুম উদ্বোধন
চকরিয়া টাইমস :
সুস্থ জীবনের জন্য খাঁটি খাদ্যের নিশ্চয়তার লক্ষ্যে চকরিয়া পৌরশহরের পুরাতন বাস স্টেশনস্থ উত্তরা ব্যাংকের নীচে সেইফ ওশান সিটি মার্কেটে সুবিশাল পরিসরে শুভ উদ্বোধন করা হয়েছে পিউরিয়া প্রিমিয়াম সুইটস এন্ড পিউর ফুডসের শো’রুম।
বৃহস্পতিবার (১৯জুন) খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিউরিয়া ফুডস প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কফিল উদ্দিন।
এতে প্রধান অতিথি ছিলেন পিউরিয়া ফুডস প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনতি হাকিমিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফারুক, চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা এনয়ামুল হক, সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন (এম.এ), পিউরিয়া ফুডস প্রোডাক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মোহাম্মদ শাহ আলম, বেগম শাহিন আকতার, পরিচালক মোহাম্মদ জহির উদ্দিন ও মোহাম্মদ ফাহিম আবরার।
এসময় চকরিয়া শাখার পরিচালক আমিনুল ইসলাম আমিন, মো. আব্বাস উদ্দিন, ক্বারী রবি উল্লাহসহ লোহাগাড়া চুনতী ও চকরিয়ার সুপরিচিত ওলামা মাশায়েখ, পিউরিয়া ফুডস প্রোডাক্টস লিমিটেড পরিবারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
শহর রক্ষাবাঁধ ও নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে চকরিয়ায় মানববন্ধন
চকরিয়া টাইমস :
চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড কোচপাড়াস্থ মজিদিয়া পৌর আলিম মাদরাসা হতে মাতামুহুরী নদীর ভাঙ্গন প্রতিরোধে শহর রক্ষাবাঁধ টেকসই করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন সামাজিক সংগঠন।
মঙ্গলবার (৩ জুন) মানববন্ধন কর্মসূচির সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, মাস্টার গোলাম মাওলা, ৮নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, যুবনেতা নুর মোহাম্মদ সিকদার। এসময় ছাদেকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুম আসলে আতঙ্কে দিন কাটে এ এলাকার হাজারো পরিবার ও ব্যবসায়ীদের। এমনকী বেঁড়িবাধ ভেঙে সর্বস্ব হারানোর ভয়ে স্ত্রী সন্তান নিয়ে নির্ঘুম রাত কাটান অনেক পরিবার। এ অবস্থায় কোচপাড়া থেকে মজিদিয়া আলীম মাদ্রাসা পর্যন্ত এলাকা ও ১নং শহর রক্ষা বাঁধ হয়ে মাতামুহুরি ব্রিজ পর্যন্ত মাতামুহুরি নদীর তীরে আরসিসি ব্লক ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসন, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারসহ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।
অন্যদিকে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকায় বালুর মেশিন বসিয়ে যারা বালু উত্তোলন করছে তাদের কঠোর হুশিয়ারি দেন তরুণ জননেতা শহিদুল ইসলাম ফোরকান। তিনি বলেন, প্রশাসন যদি এসব অবৈধ বালুর মেশিন বন্ধ না করে তাহলে এলাকার মানুষকে সাথে নিয়ে নিজেরাই ভেঙে দিবেন। ৮নং ওয়ার্ডে কোনো ধরনের বালুর মেশিন বসাতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এলাকায় যারা বালুর মেশিন বসিয়ে ব্যবসা করছেন, তারা হাজার হাজার মানুষের জানমালের ক্ষতি করছেন। যার ফলে অসংখ্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই এলাকাবাসীর জানমাল রক্ষার্থে অনতিবিলম্বে নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
স্মার্ট কিচেন এন্ড ক্রোকারিজের উদ্বোধন
চকরিয়া টাইমস:
চকরিয়ায় "ইটালিয়া রুফটপ" রেস্টুরেন্টের উদ্বোধন
চকরিয়া টাইমস:
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জুবাইদুল হক, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী ও ওয়ার্ড জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মুহাম্মদ এহসানুল হক।
এসময় দৈনিক বাংলাদেশের আলো চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, স্বাদঘর রেস্টুরেন্টর স্বত্বাধিকারী মো. কফিল উদ্দিন, কক্স টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মো. বাকী উল্লাহ, ছাত্রনেতা ইবরাহিম ছিদ্দিকী ফারুক, ইটালিয়া রুফটপের অন্যতম পরিচালক সালমান শামিল সাকিবসহ প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা কুতুব উদ্দিন হেলালী।
ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০ এর যাত্রা শুরু
ভিভো এক্স২০০ পাওয়া যাবে ন্যাচারাল গ্রিন ও কসমস ব্ল্যাক এই দুই রঙে। প্রি অর্ডার করা যাবে স্মার্টফোনটি। এর দাম পড়বে ১,৩৯,৯৯৯ টাকা। এছাড়া স্মার্টফোনটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আকর্ষণীয় নানা ধরনের গিফট ও অফার।
ইসলামী ব্যাংক চকরিয়ায় জয়নাল আবেদীন সিআইপি সংবর্ধিত
চকরিয়া টাইমস:
এসময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ব্যাংকের তরফ থেকে সংবর্ধিত অতিথি মাওলানা জয়নাল আবেদীন সিআইপির হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
চকরিয়ায় উত্তরা ব্যাংকের ২৪৮তম শাখা উদ্বোধন
চকরিয়া টাইমস :
চকরিয়া পৌরশহরের পুরাতন এস.আলম কাউন্টারস্থ উসান সেইফ মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে উত্তরা ব্যাংক পিএলসি ২৪৮তম শাখা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উত্তরা ব্যংক পিএলসির জিএম এবং চট্টগ্রামের আঞ্চলিক প্রধান লিটন পাশা খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তরা ব্যাংক পিএলসি প্রধান কার্যলয়ের জেনারেল ম্যানেজার মো. রবিউল হোসাইন।
এতে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রেজাউল করিম ও ব্যাংকের প্রধান কার্যালয়ের জি.এম রবিউল হাসান।
চকরিয়া শাখার নতুন ব্যবস্থাপক এ.কে.এম সাখাওয়াত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ব্যাংকের স্থানীয় শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈদগাঁও গরু বাজারের চাঁদাবাজির টাকা যায় ডাকাতদের পকেটে!
অভিযোগ গরু ব্যবসায়ীদের
বিশেষ প্রতিবেদক: কক্সবাজারে প্রাচীনতম ঈদগাঁও গরুর বাজার থেকে চাঁদাবাজির টাকা ডাকাতদের পকেটে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। গরু ব্যবসায়ীদের কাছ থেকে ইজারার বাইরে অতিরিক্ত মোটা অংকের টাকা জোর আদায় করে সে টাকার বড় অংশ ভাগ-বাটোয়ার করেন ইজারাজার এবং ডুলাহাজারা, খুটাখালী ও চকরিয়ার চিহ্নিত ডাকাতরা।
সম্প্রতি ডুলাহাজারায় সেনা কর্মকর্তা খুনের জড়িত ডাকাতদের নিয়মিত চাঁদার টাকা ভাগ দিতেন বলে ঈদগাঁও গরু বাজারের ইজারাদার রমজান আলমের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে, ইজারাদার রমজানের মাধ্যমে ঈদগাঁও গরু বাজার কেন্দ্রিক চাঁদাবাজিতে জড়িত ছিলেন ডাকাত হেলালের নেতৃত্বাধীন ডুলাহাজারার ওই ডাকাত দল। সেনা কর্মকর্তা হত্যায় হেলাল ও তার দলের সদস্যরা জড়িত বলে জানা গেছে। ইতিমধ্যে তারা অধিকাংশ গ্রেপ্তারও হয়েছেন।
ঈদগাঁও গরুর বাজারে বেচাকেনার সাথে জড়িত অনেকে অভিযোগ করেছেন, পশু ক্রেতা-বিক্রেতার কাছ সরকারি নিয়ম মতে গরু প্রতি বিক্রেতা ৭০০ ও ক্রেতা ৫০০ টাকা করে ১২০০ টাকা হাছিল নেয়ার নিয়ম রয়েছে। কিন্তু দূর-দূরান্ত থেকে গরু-মহিষ কিনতে আসা ব্যবসায়ীদের জিম্মি করে গরু বহনকারী প্রতি গাড়ি থেকে অবৈধভাবে ১১ হাজার ৫০০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে আসছে ইজারাদার রমজান।
এই বিষয়ে ইজারাদার রমজান গরু ব্যবসায়ীদের স্পষ্ট করে জানিয়ে দেন, ডাকাতমুক্ত হয়ে নিরাপদে গরু বহন করে নেয়ার জন্য চকরিয়া, খুটাখালী ও ডুলাহাজার ডাকাতদের দিতে এসব চাঁদা নেয় তিনি ও তার ম্যানেজার ফিরোজ।
গরু ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ডাকাদের ভয় দেখিয়ে চাঁদাবাজির ফাঁদ বসিয়েছে রমজান আলম। ভয় দেখিয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলা থেকে গরু কিনতে আসা ব্যবসায়ীদের জিম্মি করে প্রতি গাড়ি থেকে সাড়ে ১১ থেকে ১৫ হাজার টাকা চাঁদা আদায় করছে। এই টাকা থেকে দিয়ে অস্ত্র ও ডাকাতির নানা রসদ কিনেন ডাকাতরা।
খোঁজ নিয়ে জানা গেছে, কোনো ব্যবসায়ী টাকা দিতে না চাইলে বা গড়িমসি করলে তাদের গরুবহনকারী গাড়িতে ডাকাত লাগিয়ে দেয়া হয়। চাঁদা না দেয়ায় ২০২২ সালের ৫ মার্চ ঈদগাঁও বাজার থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে ডুলাহাজারা মালুমঘাট থেকে অস্ত্রধারী ডাকাতরা অস্ত্রের মুখে গাড়িসহ গরুর লুট করে। এই ঘটনায় গরুর মালিক রামুর আবু তাহেরের ম্যানেজার মোস্তাক বাদি হয়ে ইজারাদার রমজানকে প্রধান আসামী করে ডাকাতদের বিরুদ্ধে চকরিয়া থানা ডাকাতির মামলা করেছিলেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
উক্ত মামলার পর বহুদিন আত্মগোপনে ছিলেন তিনি। পরে পরিস্থিতি হালকা হলে ফিরে এসে আবারো অবৈধ চাঁদাবাজি শুরু করেন।
অভিযোগের বিষয়ে জানতে ইজারাদার রমজানুল আলম সিকদারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। একাধিক মাধ্যমে জানা গেছে, তিনি রহস্যজনক কারণে দেশের বাইরে রয়েছেন!
চকরিয়ায় ওলামা মাশায়েখদের নিয়ে ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক :
“গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” এ স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক চকরিয়া শাখার আয়োজনে ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) ব্যাংকের চকরিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সুলতানুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আখতার আহমদ।
তিনি বলেন, সমাজে নিজেকে ইসলামী নেতৃত্বের মডেল হিসেবে উপস্থাপন করতে সামাজিক নেতৃত্বদানে আজকের ওলামা মাশায়েখদের এগিয়ে আসতে হবে।
মতবিনিময় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মাওলানা ছাবের আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ আবু নাঈম আজাদ, মাওলানা কফিল উদ্দিন প্রমুখ।
পরে ব্যাংকের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার।
গ্লোবাল ইসলামী ব্যাংকের বেনাপোল শাখা উদ্বোধন
চকরিয়া টাইমস :
বিশ্বস্ত ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে যশোরের বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের বেনাপোল শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) প্রধান অতিথি হিসেবে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, বেনাপোল পৌরসভা মেয়র মোঃ নাসির উদ্দীন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বজলুর রহমান, ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বকীয়তা বজায় রেখে দ্রুততার সাথে ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
রবি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদক :
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে রবি আজিয়াটা লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। এবারের এজিএম হাইব্রিড পদ্ধতিতে স্বশরীরে এবং অনলাইনে অনুষ্ঠিত হয়।
সভায় রবি আজিয়াটা লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বিবেক সুদ; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, রাজীব শেঠি, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম. রিয়াজ রাশিদ,অন্যান্য বোর্ড সদস্য ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এজিএম পরিচালনা করেন কোম্পানি সচিব, সাহেদ আলম।
শেয়ারহোল্ডারদের উদ্দেশে রবি’র চেয়ারম্যান বিবেক সুদ বলেন, ‘২০২৩ সালে অসাধারণ কিছু উদ্যোগের মাধ্যমে রবি'র গুণগত সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও এর প্রমাণ মিলেছে। ডিজিটাল ট্রান্সফর্মেশনের এই যাত্রায় গ্রাহকেরা রবিকে আপন করে নিয়েছে। তবে টেলিযোগাযোগ খাতে একটি বড় প্রতিবন্ধকতা হচ্ছে কর ব্যবস্থা। কর ব্যবস্থা যৌক্তিক না হলে শেয়ারহোল্ডারদের প্রত্যাশা পূরণ কষ্টসাধ্য হয়। এর বাইরে দেশের বিধি বিধান অনুসরণ করে আমরা ব্যবসার প্রবৃদ্ধিতে যা যা করার সবই করছি। আমাদের সম্মানিত সব শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানাই তারা তাঁদের মূল্যবান বিনিয়োগের কাঙ্খিত ফলাফল পেতে আমাদের সক্ষমতার ওপর আস্থা রেখেছেন।"
২০২৩ সালে রবি'র শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল দশমিক ৬১ টাকা। এ সময়ে বিনিয়োগকারীদের জন্য কোম্পানি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রবি সম্পর্কে রবি আজিয়াটা লিমিটেড (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।
চকরিয়া হজ্ব কাফেলা’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া পৌরশহরের পবিত্র হজ্ব ও উমরাহ যাত্রী এবং প্রবাসী সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চকরিয়া হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলসের আয়োজনে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল রোববার (৭ এপ্রিল) বিকাল ৫টায় হজ্ব কাফেলার নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
চকরিয়া হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে ও চকরিয়া হজ্ব কাফেলার পরিচালক ছৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দিন টিটু’র সার্বিক ব্যবস্থাপনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম.আর বিশ্ব সংযোগের পরিচালক চকরিয়া ট্রাভেলস এজেন্ট এসোসিয়েশন প্রধান উপদেষ্টা মো. জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া ট্রাভেলস এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মো: জাফর আলম, সহ-সেক্রেটারি হাফেজ ওমার ফারুক, মা ট্রাভেলসের পরিচালক মিজানুর রহমান, আফিফা ট্রাভেলসের পরিচালক আব্দুল খালেক, আল-মনোয়ারা ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ, বাংলাদেশ ট্রাভেলসের পরিচালক মিজবাহ উদ্দিন, শাহ আবরার হজ্ব কাফেলার পরিচালক শহিদুল ইসলাম, নুসাইফা ট্রাভেলসের পরিচালক শহিদুল ইসলাম ছোটন, নাছির ট্রাভেলের পরিচালক মক্কী নাছির উদ্দীন, এয়ার ইন্টারন্যাশনালের পরিচালক হাবিবুর রহমান, চকরিয়া প্রবাসী ট্রাভেসের পরিচালক সাইফুল ইসলাম শাওন, চকরিয়া সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমীর হোসাইন, সিনিয়র সহ-সভাপতি শোয়াইবুল ইসলাম, ওসমান গণি, সোহেল প্রমুখ।
পরে প্রতিষ্ঠানের সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ নুরখান উদ্দিন।
চকরিয়া জনতা শপিং সেন্টারে শৈশবের শাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় বাচ্চাদের রুচিসম্মত পছন্দের জামা কালেকশনের রকমারি পোষাকের সমাহার নিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে স্মার্ট গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান “শৈশব” এর ৫২তম শাখা।
শনিবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে পৌরশহরের জনতা শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ফিতা ও কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব জাফর আলম। তিনি এ প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
শৈশব চকরিয়া শাখার স্বত্ত্বাধিকারী ফখরউদ্দিন রাজির সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, শৈশব প্রধান কার্যালয়ের মার্কেটিং অফিসার মো. মাহাদী হাসান রাজু, কমার্শিয়াল ম্যানেজার জিয়াউল করিম ও চট্টগ্রাম বিভাগের ইনচার্জ কলিম উল্লাহ আজাদ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, চকরিয়া শেখ রাসেল স্কুলের সভাপতি তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ রুবেলসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে শৈশবের মার্কেটিং অফিসার মোহাম্মদ মাহাদী হাসান রাজু বলেন, স্মার্ট গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান শৈশব ফ্যাশন্স বাংলাদেশ লিমিটেডই দেশের শিশু-কিশোরদের জন্য একমাত্র ব্র্যান্ড। শুধুমাত্র এ প্রতিষ্ঠানটিই শূন্য তথা নবজাতক থেকে শুরু করে ১২ থেকে ১৩ বছর বয়সী শিশু কিশোরদের জন্য সব ধরনের রুচিসম্মত পণ্য উৎপাদন করে দেশব্যাপি সাড়া ব্যাপক জাগিয়েছে। দেশের অন্যান্য এলাকার শো’রুমগুলোর মতো শৈশব ফ্যাশনের চকরিয়া শো’রুমও গ্রাহকদের চাহিদা পুরণে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চকরিয়া জনতা শপিং সেন্টারে হজ্জ ও উমরাহ প্রতিষ্ঠান “আদ-দোহা ইন্টারন্যাশনাল” উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরশহরের ঐতিহ্যবাহী জনতা শপিং সেন্টারের তৃতীয় তলায় শুভ উদ্বোধন করা হয়েছে হজ্জ ও উমরাহ’র বিশ্বস্ত প্রতিষ্ঠান আদ-দোহা ইন্টারন্যাশনালের কর্পোরেট অফিস।
বৃহস্পতিবার (৭মার্চ) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আছহাব উদ্দিন আছাদ ও সহকারী পরিচালক মুহাম্মদ হাছান মুনিরীর সার্বিক তত্ত্বাবধানে পবিত্র খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে ফিতা কেটে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাফেলার প্রধান পৃষ্ঠপোষক চকরিয়া সোসাইটি বায়তুল মাওয়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মাওলানা বশির আহমদ, কাফেলা প্রধান উপদেষ্টা সাতকানিয়া ছদাহা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ মাওলানা গিয়াস উদ্দিন, কাফেলার উপদেষ্টা চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ড. এনামুল হক, কাফেলার উপদেষ্টা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.ক.ম ছাদেক ও কাফেলার উপদেষ্টা বাস স্টেশন জামে মসজিদের খতিব সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন এম.এ। এসময় বিভিন্ন মসজিদ মাদরাসার আলেম-ওলামা ও শিক্ষকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিষ্ঠানের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন কাফেলার প্রধান পৃষ্ঠপোষক চকরিয়া সোসাইটি বায়তুল মাওয়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মাওলানা বশির আহমদ।
চকরিয়ায় চারদিনের হস্তশিল্প ও দেশীয় পণ্য মেলা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় হস্তশিল্প নিয়ে কাজ করা নারী উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে মেলার আয়োজন করছেন নারী উদ্যোক্তাদের সংগঠন চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতি। অনুষ্ঠিত চার দিনব্যাপী মেলা সুষ্ঠু, সুন্দরভাবে জমকালো আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পৌরশহরে কোরক বিদ্যাপীঠের সামনে বিজয় মঞ্চ মাঠে এ মেলার আয়োজন করা হয়। শুরু হওয়া চার দিনব্যাপী হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মেলা রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টায় শেষ হয়।
মেলা আয়োজক কমিটির সভাপতি শারমিন জন্নাত ফেন্সি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাত হোছাইন এলি'র সঞ্চালনায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক।



