চকরিয়া টাইমস:
চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান বদরখালী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের মেধানির্ভর রাষ্ট্র গড়ার কারিগর। মেধাবীরাই পারে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে উন্নত রাষ্ট্র তৈরির জন্য আমূল পরিবর্তন ঘটাতে। নৈতিক শিক্ষা ছাড়া কাংখিত সোনার মানুষ গড়া সম্ভব নয়। সেই মেধাবী সোনার মানুষ তৈরির কাজ করছে ইসলামী ছাত্রশিবির। চব্বিশের গণঅভ্যুত্থানে মেধাকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো ছাত্রজনতা জীবন দিয়েছে। তাই বৈষম্যহীন মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে আজকের কৃতি শিক্ষার্থীদের অনন্য ভূমিকা পালন করতে হবে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।
মাতামুহুরী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মো. মিসবাহুল করিম, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রিমন, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম ও বদরখালী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান।
এসময় সাবেক ছাত্রনেতা ওমর আলী, কুতুব উদ্দিন, হামিদ উল্লহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত। পরে অতিথিবৃন্দ জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।