Showing posts with label চকরিয়া. Show all posts
Showing posts with label চকরিয়া. Show all posts
ন্যায় ইনসাফের সমাজ বিনির্মাণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে : অধ্যাপক সৈয়দ করিম

ন্যায় ইনসাফের সমাজ বিনির্মাণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে : অধ্যাপক সৈয়দ করিম

চকরিয়া টাইমস: 

চকরিয়ার খুটাখালী ইউনিয়ন ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুকের সমর্থনে বিশাল কর্মী সম্মেলন উত্তর ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আটটায় ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের  সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সৈয়দ করিম। 

তিনি বলেন, একটি ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আবদুল্লাহ আল ফারুক তথা দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এরআগ পর্যন্ত ঘরে ঘরে সর্বত্রে মানুষের কর্ণকুহরে দাঁড়িপাল্লা প্রতীকের কথা ঐক্যবদ্ধভাবে পৌঁছে দিতে হবে। 

এতে বিশেষ অতিথি ছিলেন খুটাখালী ইউনিয়ন ইমারত জামায়াতের আমীর ইউপি চেয়ারমান মাওলানা আবদুর রহমান, কক্সবাজার শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক জাহেদুল ইসলাম নোমান, খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ওমর হামযা ও খুটাখালী ইউনিয়ন ইমারত জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন আরমান। 

এসময় খুটাখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান জামায়াত নেতা আবদুল আওয়াল, ৭নং ওয়ার্ড সাবেক এমইউপি ডাঃ আবুল বশর, ৭নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মাওলানা নাছির উদ্দীনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার মুরব্বীরা উপস্থিত ছিলেন। 

বিশাল কর্মী সম্মেলনে জামায়াত কর্মী ছাড়া সাধারণ জনতাও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। 

সম্মেলনে বক্তারা- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় রেকর্ড সংখ্যক ভোট বিপ্লবের মাধ্যমে আবদুল্লাহ আল ফারুককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।


পল্টন ট্রাজেডি স্মরণে চকরিয়া উপজেলা জামায়াতের আলোচনা সভা

পল্টন ট্রাজেডি স্মরণে চকরিয়া উপজেলা জামায়াতের আলোচনা সভা

চকরিয়া টাইমস : 

চকরিয়া উপজেলা জামায়াতে উদ্যোগে ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর।

এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম ও উপজেলা অর্থ সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম ।

উপজেলা অফিস সেক্রেটারী মাস্টার মোহাম্মদ জুনায়েদের পরিচালনায় অনুষ্ঠানে কাকারা ইউনিয়নের প্রবীণ দায়িত্বশীল মাওলানা মোহাম্মদ আলীসহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন । আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাকারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা কামরুল হাসান।

এসময় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। ওইদিন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে। বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের ওপর নির্মম আঘাত। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের চলমান পরিস্থিতিতে গণমানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বক্তারা আরও বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না; ইনশাআল্লাহ, ইসলামী আন্দোলনের বিজয় হবেই। পল্টনের সেই নির্মম হত্যাযজ্ঞ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা জোগায়।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শহীদদের রূহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে পল্টন ট্রাজেডীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে পল্টন ট্রাজেডীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়া টাইমস: 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস-২০২৫ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৫টায় চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবিরের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন নূরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা মো. ফখরুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী। 

এছাড়া বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি রেজাউল করিম, ৬নং ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক মাহফুজুল করিম, সাবেক ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ জুনায়েদ ও তায়েফুল ইসলাম শাওয়াল। সমাবেশ থেকে বক্তারা- ২০০৬সালে লগিবৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত শহীদদের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

পরে শহীদের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

চকরিয়ায় গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চকরিয়ায় গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলায় নানান আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৫। রোববার (২৬ অক্টোবর) চকরিয়া থানা সেন্টারস্থ নতুন কার্যালয় থেকে এক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চকরিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

কৈয়ারবিল ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহবায়ক মোহাম্মদ সাকের উল্লাহর সঞ্চালনায় ও যুগ্ম আহবায়ক মাস্টার আরাফাত চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও চকরিয়ার নতুন কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কেন্দ্রীয় সহ-সম্পাদক দলীয় মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল কাদের প্রাইম।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান।

এতে অতিথির বক্তব্য রাখেন এবি পার্টি মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক এবি ওয়াহেদ, এবি পার্টির চকরিয়া উপজেলা সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম সিকদার, এবি পার্টি চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক আনিছুর রহমান বি.কম ও চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এহেছানুল হক।

এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শাহেদ, চকরিয়া শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জিয়াবুল হক, চকরিয়া যুবঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ মোশাররফ, ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আদিত মোহাম্মদ আকরাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ চকরিয়া উপজেলায় গনজোয়ার সৃষ্টি করেছে। ট্রাক মার্কার জনগণ প্রাইম কাদেরের জন্য অপেক্ষা করছে। ১৮ সালের কোটা সংস্কারের আন্দোলনের থেকে ২৪ সালে গণঅভ্যুত্থানের মহানায়ক সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর ভাইয়ের হাতে গড়া রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ কক্সবাজার -১ আসনের মাটিতে ট্রাক মার্কার সবুজ সংকেত দেখিয়ে দিয়েছে। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবমুখর জণগনের উপস্থিতি তা প্রমাণ করে। বক্তারা তারুণ্যের হাতকে শক্তিশালী করতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত চকরিয়া-পেকুয়া গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় চকরিয়া গণঅধিকার পরিষদের সদস্য মোহাম্মদ মুফিজুর রহমান, মোহাম্মদ মানিক এমইউপিসহ শ্রমিক, যুব, ছাত্রঅধিকার পরিষদ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। একইসাথে প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

চকরিয়ার খুটাখালীতে গণসংযোগ করেছেন এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক

চকরিয়ার খুটাখালীতে গণসংযোগ করেছেন এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস :

চকরিয়ার খুটাখালীতে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে খুটাখালী স্টেশন থেকে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন। এরআগে মোটর শোভাযাত্রার মাধ্যমে খুটাখালী স্টেশন থেকে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন।

জামায়াত নেতা দাঁড়িপাল্লার মার্কার এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক খুটাখালীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে সর্বস্তরের মানুষের সাথে সালাম ও কুশলাদি বিনিময় এবং তাদের সুখ-দুঃখের কথা জানার চেষ্টা করেন। তিনি ইউনিয়নের বিভিন্নস্থানে অনুষ্ঠিত পথসভায় দাঁড়িপাল্লার মার্কায় ভোট সমর্থন ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন।

এসময় উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা সৈয়দ করিম, খুটাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমানসহ স্থানীয় জামায়াত-শিবির ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চকরিয়ায় ছাত্রশিবিরের মানববন্ধন

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চকরিয়ায় ছাত্রশিবিরের মানববন্ধন

চকরিয়া টাইমস: 

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চকরিয়ায় উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৫টায় চিরিংগা ইসলামী ব্যাংকের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রশিবির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। 


উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনের সমাবেশে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সৈয়দ করিম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. শওকত আলী, সাবেক ছাত্রনেতা অধ্যাপক মাহফুজুল করিম, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান ও চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মোরশেদ। 

মানববন্ধনের সমাবেশে বক্তারা বলেন- শিক্ষাদীক্ষার উন্নয়নে কক্সবাজারে একটি মানসম্মত আন্তর্জাতিকমানের পাবলিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা অবহেলিত কক্সবাজারবাসীর প্রাণের দাবি। এটি প্রতিষ্ঠিত হলে কক্সবাজারের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। পাশাপাশি এতদাঞ্চলের বেকার যুবকসহ সর্বসাধারণের কর্মসংস্থানমুখী কল্যাণ সাধিত হবে। তাই অনতিবিলম্বে সচেতন অভিভাবক মহলসহ কক্সবাজারবাসীর প্রাণের দাবি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। এছাড়া মানববন্ধনের সমাবেশ থেকে- একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি মানসম্মত ক্যাডেট কলেজ স্থাপনেরও দাবি জানান বক্তারা।


ফেসবুকে অপপ্রচার: মামুনুর রশিদ নূরীর প্রতিবাদ

ফেসবুকে অপপ্রচার: মামুনুর রশিদ নূরীর প্রতিবাদ

চকরিয়া টাইমস:

বিগত ১৯/১০/২০২৫ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম Malumghat Barta নামের ফেইসবুক আইডি থেকে প্রকাশিত কুরুচিপূর্ণ, মানহানিকর স্ট্যাটাসটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত স্ট্যাটাসটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

পোস্টকৃত স্ট্যাস্টাসে আমি ও আমার ভাইসহ ১৪ জন ব্যক্তির নাম উল্লেখ করে ছবি দিয়ে মানহানিকর পোস্ট করেন। উক্ত স্ট্যাস্টাসে প্রদত্ত যাবতীয় বক্তব্য মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষ বিষয় হলো, লোভের বশবর্তী আসাদুল কবির রানা ও তাঁর সহযোগী দরবেশকাটা নিবাসী রেজাউল করিম পরস্পর যোগসাজশক্রমে শঠ, প্রতারণা, আত্মসাৎ ও জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে আমিসহ ১৪ জনের প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা আত্মসাৎ করে ফেলে। উক্ত টাকার বিষয়ে চেকের মামলা হয়।

বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত কক্সবাজার এস.টি- ১৪৭১/২০১৯ইং মামলায় বিগত ০৬/০৬/২০২৫ইং তারিখ প্রতারক আসাদুল কবির রানাকে দোষী সাব্যস্থ করিয়া সমমূল্যের অর্থদন্ড এবং ০১ বছরের সশ্রম কারাদন্ড দণ্ডিত আদেশ প্রচার করেন।

বর্তমানে উক্ত প্রতারক, অর্থ আত্মসাৎকারী আসাদুল কবির রানা সাজাপ্রাপ্ত হয়ে জেল হাজতে রয়েছে এবং তার পার্টনার অপর জালিয়তকারী ও প্রতারক ব্যক্তি রেজাউল করিম পলাতক রয়েছে। উক্ত বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করে আমি ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে জালিয়ত চক্রটি Malumghat Barta নামের ফেইসবুক আইডিতে ভুয়া ও মানহানিকর বক্তব্য সম্বলিত স্ট্যাস্টাস প্রদান করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পাশাপাশি আমার পরিবার, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। তাছাড়া অপপ্রচারকারীদের এধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান করছি। অন্যথায় মানহানিকর মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর দায়ে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হবো।

প্রতিবাদকারী
মামুনুর রশিদ নূরী
বাসিন্দা
চকরিয়া পৌরসভা।
টাইফয়েড টিকা পেয়েছে মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) এর আড়াই শতাধিক শিক্ষার্থী

টাইফয়েড টিকা পেয়েছে মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) এর আড়াই শতাধিক শিক্ষার্থী

চকরিয়া টাইমস: 

চকরিয়ার কৈয়ারবিল ৭নং ওয়ার্ড ইসলামনগরের অন্যতম শিশু বান্ধব দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) এর আড়াই শতাধিক শিক্ষার্থী পেয়েছে টাইফয়েড ভ্যাকসিন। 

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে আটটায় মাদরাসা মিলনায়তনে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হয়। শিক্ষার্থীরাও সানন্দে স্বেচ্ছায় এ টিকা গ্রহণ করেন। 

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রউফ মনছুরের সার্বিক তত্ত্বাবধানে সকল শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় টিকা কার্যক্রম পরিচালনা করেন চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সালাহউদ্দিন ও রাজিয়া সুলতানা।

চকরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালি ও আলোচনা সভা

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। 

বুধবার (২২ অক্টোবর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা কমিটির সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে ও প্রোগ্রাম উপস্থাপক ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। 


এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার, মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান, চকরিয়া সিটি কলেজের সভাপতি অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন ও বিশিষ্ট সমাজসেবক সরোয়ার আলম। 

এসময় নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা কমিটির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান, উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।   


চকরিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশনে ইয়েসকার্ডসহ পুরস্কার পেলো ৪৫জন

চকরিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশনে ইয়েসকার্ডসহ পুরস্কার পেলো ৪৫জন

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

“কুরআনের আলোয় আলোকিত হোক বিশ্বময়” এ স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ এর কক্সবাজার জেলা পর্যায়ের অডিশন সম্পন্ন হয়েছে। এতে ইয়েস কার্ড পেয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছে তিনটি গ্রুপের ৪৫জন শিক্ষার্থী। 

রোববার (১৯অক্টোবর) চকরিয়া উপজেলার উত্তর সুরাজপুর কৈয়ারবিলপাড়া তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসা মিলনায়তনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ ছৈয়দ করিম। 

সুরাজপুর তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল গফুরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাকারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মুহাম্মদ মিনহাজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বিভিন্ন মাদরাসার প্রধান, প্রতিনিধি এবং স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ ক্বারী মাওলানা সিব্বির আহমদ, সহকারী বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি মুহাম্মদ আমির হোসেন মিয়াজী, হাফেজ ক্বারী মোহাম্মদ আবু রায়হান ও হাফেজ ক্বারী মাওলানা জুবায়ের আহমদ। 

আলোচনা শেষে অতিথিরা জেলা অডিশনের প্রতিযোগিতায় উত্তীর্ণ ৪৫জন বিজয়ীর হাতে সনদপত্র, ইয়েস কার্ড, ক্রেস্ট ও অ্যাওয়ার্ড তুলে দেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাতের মাধ্যমে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।   

উল্লেখ্য, আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় হুসনে সাওত গ্রপের ৪০জন, ৫পারা গ্রুপের ৭৫জন এবং ১০পারা গ্রুপের ৭০জনসহ জেলার বিভিন্ন হিফজ মাদরাসার ১৮৬জন হাফেজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 


জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে সমুচিত জবাব দেবে : চকরিয়ায় ড. হামিদ আযাদ

জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে সমুচিত জবাব দেবে : চকরিয়ায় ড. হামিদ আযাদ

চকরিয়া টাইমস:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এ.এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, একটি অর্থবহ সংস্কার ও সু্ষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত সবসময় গঠনমূলক ভুমিকা পালন করেছে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য অনতিবিলম্বে আদেশজারী ও গণভোটের ব্যবস্থা করতে হবে। সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সাথে নিয়ে দাবী পূরণে বাধ্য করা হবে।

তিনি আরো বলেন, জনগণ দূর্নীতি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ছাত্র-যুব সমাজ জেগে উঠেছে। আগামী নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে জবাব দিতে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গঠন করবে ইনশাআল্লাহ।

সোমবার (২০ অক্টোবর) কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে চকরিয়া অঞ্চলের বিশেষ রুকন পৌরশহরের গ্রীণভ্যালি কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ উপরোক্ত কথাগুলো বলেন।

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

শুরুতে দারসুল কোরআন পেশ করেন কক্সবাজার জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা অফিস সম্পাদক এডভোকেট শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর ফরিদুল আলম প্রমুখ।

দেশের মানুষ চাঁদাবাজি ও জুলুমবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে : আবদুল্লাহ আল ফারুক

দেশের মানুষ চাঁদাবাজি ও জুলুমবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ শুক্রবার (১৭ অক্টোবর) ছিকলঘাট স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমিনুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি  মামুনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। 

তিনি বলেন, চাঁদাবাজি ও জুলমবাজমুক্ত সমাজ বিনির্মাণে আজকের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। দেশের মানুষ অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তারা একটি পরিবর্তন চায়। পরিবর্তনের বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ।

তিনি অন্তর্বর্তী সরকারের কাছে সংশ্লিষ্ট এলাকার সমস্যা ও সামগ্রিক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, চকরিয়া কলেজ এবং আমজাদিয়া মাদরাসার একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। নতুন নতুন বিষয়ে অনার্স এবং মাস্টার্স কোর্স চালু করতে হবে। তিনি বলেন, বন্যাকবলিত লক্ষ্যারচর ইউনিয়নের নদী ভাঙন রোধ ও বন্যা থেকে জনগণকে রক্ষার জন্য কার্যকর টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। মরণফাঁদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করতে হবে। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, সাবেক উপজেলা আমীর ছাবের আহমদ ফারুকী ও জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক। 

এছাড়া বক্তব্য রাখেন বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ও লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা কাইছার, জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আসহাব উদ্দিন আসাদ ও ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি তারেকুর রহমান। 

এসময় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুল্লাহ আল মামুর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি শরিফুল আমিন, চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিবের সভাপতি মোহাম্মদ মোরশেদ ও সেক্রেটারি মো. মনির খানসহ স্থানীয় জামায়াতে ইসলামী এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়ার শাহারবিলে চুরি-ছিনতাই রোধে এলাকাবাসীর মানববন্ধন

চকরিয়ার শাহারবিলে চুরি-ছিনতাই রোধে এলাকাবাসীর মানববন্ধন

চকরিয়া টাইমস: 

চকরিয়ার শাহারবিলে রেললাইনসহ সংশ্লিষ্ট এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কাজলি বাপেরচর এলাকায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। 

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর আয়োজিত মানববন্ধনে শতশত বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। 

মানববন্ধনের সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী হামলাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এতে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় ভুক্তভোগি জনসাধারণ দ্রুত এসব অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। 

মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন শাহারবিলের সাবেক এমইউপি আলহাজ্ব মোজাহের আহমদ, রামপুর দারুল হিকমাহ একাডেমির সুপার মো. টিপু সুলতান, স্থানীয় বাসিন্দা সরওয়ার কামাল, রুহুল কাদের, মৌলভী নুরুল আমিন, শহিদুল ইসলাম ও মিজবাহ।

সমাবেশে ভুক্তভোগিরা আরো বলেন, শান্তিপূর্ণ এই এলাকাকে অশান্ত করতে একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে আসছে। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিরাজ করছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা। প্রশাসন যদি এসব বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এলাকার সাধারণ মানুষ এহেন পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছেনা। তাই শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে অপরাধীদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 


কাকারা ৫-৬-৭-৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

কাকারা ৫-৬-৭-৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

চকরিয়া টাইমস :

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন বিএনপি’র ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ মাঝেরফাঁড়ি স্টেশন চত্বরে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) কাকারা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জয়নুল আবদীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এনামুল হক।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম. মহিউদ্দিন।

এসময় সম্মেলনে বিএনপি নেতা ডাক্তার ফেরদৌস আহমদসহ চকরিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 


“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চকরিয়ায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। 

বুধবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়ার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ.এম ওমর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৈয়ব আলী, মেরিন ফিসারিজ কর্মকর্তা মোহাম্মদ মোসাদ্দেকুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরআগে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে হ্যান্ড স্যানিটাইজেশন, সাবান-পানির দ্বারা হাত ধোয়া কর্মসূচি সম্পন্ন হয়। 

আলোচনা সভায় বক্তারা- সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নানাবিধ রোগ বালাই থেকে নিজেদেরকে বাঁচাতে এবং নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় সকলের মাঝে বিশুদ্ধ হাত ধোয়ার অভ্যাস বাড়াতে জনসচেতনতা তৈরির আহবান জানান।

ন্যায় ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে আলেম সমাজকে ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

ন্যায় ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে আলেম সমাজকে ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলাম মাশায়েখদের নিয়ে এক মতবিনিময় সভা শুক্রবার (১০ অক্টোবর) জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

চকরিয়া পৌরসভা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জামাল হোসাইন নূরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে সুযোগ এসেছে। আজকে ক্বওমী, আলিয়া, জামায়াতে ইসলামীসহ একই ঘরনার আলেম ওলামাদের মধ্যে একটি ঐক্য তৈরি হয়েছে। এটির জাতির জন্য বিশাল সুসংবাদ ও সম্ভাবনা। গুটি কয়েক মানুষ ব্যতিক্রম থাকবে; এটি নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই। তাই স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী আলেম সমাজকে সেই সুযোগকে কাজে লাগিয়ে ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। 

এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন কক্সবাজার জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির। 

এসময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ ও চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে দারসুল কুরআন পেশ করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এনয়ামুল হক। মতবিনিময় সভায় পৌর এলাকার বিভিন্ন মসজিদ-মাদরাসার শতাধিক সুপরিচিত ওলামায়ে কেরামগণ অংশগ্রহণ করেন। 


চকরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি ও আলোচনা সভা

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চকরিয়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৩ অক্টোবর) চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুনীর চৌধুরী এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়্যারহাউস ইন্সপেক্টর দিদারুল হক। 

এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে রেড ক্রিসেন্ট সদস্য এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক শিক্ষনীয় বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়। 


চকরিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

চকরিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

শাহজালাল শাহেদ, চকরিয়া:

সারাদেশের ন্যায় চকরিয়ায় পৌরসভা ও একাধিক ইউনিয়ন কেন্দ্রিক ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি।

রোববার (১২ অক্টোবর) চকরিয়া গ্রামার স্কুলে প্রধান অতিথি হিসেবে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীনের সভাপতিত্বে আয়োজিত টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত ও চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

এসময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, চকরিয়া পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর হায়দার আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাইফুল আলম, চকরিয়া পৌরসভা টিকাদান সুপার ভাইজার মো. নাজেম উদ্দিনসহ সাংবাদিক, বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, অভিভাবকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
চকরিয়ায় “প্রবীণ পরিচর্যা ও সুরক্ষায় সামাজিক অঙ্গীকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চকরিয়ায় “প্রবীণ পরিচর্যা ও সুরক্ষায় সামাজিক অঙ্গীকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চকরিয়া টাইমস:

চকরিয়ায় “প্রবীণ পরিচর্যা ও সুরক্ষায় সামাজিক অঙ্গীকার” শীর্ষক এক সেমিনার-২০২৫ উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল পাঁচটায় চকরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলীর সার্বিক তত্ত্বাবধানে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুজিবুল হক বিএসসি ও চকরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মুজিবুল হক রতন।

এসময় চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. জুবাইদুল হক, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মাস্টার সালেহ আহমদ, সদস্য মাস্টার আবুল কালাম, মাস্টার রাম প্রসাদ, হাজী রুকুন উদ্দিন, আলহাজ্ব এস.জি.এম আফজাল হোসেন (কাউসার)সহ প্রবীণ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

পরে প্রবীণ পরিচর্যায় ভূমিকা পালন করায় মাস্টার সালেহ আহমদ ও উম্মে হাবিবার হাতে মমতাময়ী সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

চকরিয়ায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

চকরিয়ায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

চকরিয়া টাইমস :

চকরিয়ায় সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩লাখ ৩৭হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালকের হাতে অনুদানের চেক তুলে দেন।

পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলী। এসময় সমাজসেবা অধিদফতর সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।