চকরিয়া টাইমস:
চকরিয়ার খুটাখালী ইউনিয়ন ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুকের সমর্থনে বিশাল কর্মী সম্মেলন উত্তর ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আটটায় ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সৈয়দ করিম।
তিনি বলেন, একটি ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আবদুল্লাহ আল ফারুক তথা দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এরআগ পর্যন্ত ঘরে ঘরে সর্বত্রে মানুষের কর্ণকুহরে দাঁড়িপাল্লা প্রতীকের কথা ঐক্যবদ্ধভাবে পৌঁছে দিতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন খুটাখালী ইউনিয়ন ইমারত জামায়াতের আমীর ইউপি চেয়ারমান মাওলানা আবদুর রহমান, কক্সবাজার শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক জাহেদুল ইসলাম নোমান, খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ওমর হামযা ও খুটাখালী ইউনিয়ন ইমারত জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন আরমান।
এসময় খুটাখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান জামায়াত নেতা আবদুল আওয়াল, ৭নং ওয়ার্ড সাবেক এমইউপি ডাঃ আবুল বশর, ৭নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মাওলানা নাছির উদ্দীনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার মুরব্বীরা উপস্থিত ছিলেন।
বিশাল কর্মী সম্মেলনে জামায়াত কর্মী ছাড়া সাধারণ জনতাও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় রেকর্ড সংখ্যক ভোট বিপ্লবের মাধ্যমে আবদুল্লাহ আল ফারুককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।


























