Showing posts with label চকরিয়া. Show all posts
Showing posts with label চকরিয়া. Show all posts
মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে কৃতি শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে কৃতি শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান বদরখালী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৫ জুলাই) বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের মেধানির্ভর রাষ্ট্র গড়ার কারিগর। মেধাবীরাই পারে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে উন্নত রাষ্ট্র তৈরির জন্য আমূল পরিবর্তন ঘটাতে। নৈতিক শিক্ষা ছাড়া কাংখিত সোনার মানুষ গড়া সম্ভব নয়। সেই মেধাবী সোনার মানুষ তৈরির কাজ করছে ইসলামী ছাত্রশিবির। চব্বিশের গণঅভ্যুত্থানে মেধাকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো ছাত্রজনতা জীবন দিয়েছে। তাই বৈষম্যহীন মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে আজকের কৃতি শিক্ষার্থীদের অনন্য ভূমিকা পালন করতে হবে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।  

মাতামুহুরী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মো. মিসবাহুল করিম, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রিমন, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম ও বদরখালী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান।

এসময় সাবেক ছাত্রনেতা ওমর আলী, কুতুব উদ্দিন, হামিদ উল্লহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত। পরে অতিথিবৃন্দ জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়ার হারবাং ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ শুক্রবার (২৫ জুলাই) হারবাং উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। 

তিনি বলেন, “ সামগ্রিক বাস্তবতায় ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে যুবসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।” তিনি বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও সামাজিক বৈষম্য ভয়াবহ আকারে দেখা দিয়েছে উল্লেখ করে বলেন, “আদর্শিক সচেতনতা, নৈতিকতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে আজকের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতের নেতৃত্ব তাদের হাতেই। সুতরাং তাদেরকে কেবল শারীরিক নয়, চিন্তাগতভাবেও প্রস্তুতি নিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর ও কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী। 

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম, উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহফুজুল করিম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুহাম্মদ শেখ, জামায়াত নেতা মাওলানা নুরুল আলম, মোহাম্মদ জুনাইদ প্রমুখ।

চকরিয়ায় শান্তি-সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

চকরিয়ায় শান্তি-সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া: 

চকরিয়া উপজেলায় নানান ধর্মের ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। সকলের মধ্যে সৌহার্দপূর্ণ সম্প্রীতি বজায় রাখতে হলে তরুণ শিক্ষার্থীদের এগিয়ে আসা দরকার। একমাত্র তারুণ্যের আওয়াজই পারবে এলাকায় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, জাতিগত সহিংসতা বন্ধ ও প্রশমন করতে। 

এই উপলব্ধি অনুধাবন করে চকরিয়ায় ১টি কলেজ ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নাটকের মাধ্যমে সম্প্রীতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এই নাটকের মাধ্যমে তরুণরা একত্রতি হয়ে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর সম্প্রীতি সুরক্ষায় আওয়াজ তোলার মনোভাব সৃষ্টি হবে এবং একত্রিত হয়ে প্রাতিষ্ঠানিকভাবে ক্লাব গঠন করবে। 

দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের ইয়ুথ পিস এম্বাসেডর প্রুপের অন্যতম সামাজিক উদ্যোগ শান্তি ও সম্প্রীতি সুরক্ষায় তারুন্যের আওয়াজের আয়োজনে চকরিয়া মঞ্চ নাটক প্রদর্শিত হয়। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়। গত ২৪জুলাই-২০২৫ সকাল ১০টায় চকোরি পৌর আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সমন্বয়কারী শাহ মোহাম্মদ জাহেদ। 

অনুষ্ঠানে চকোরী পৌর আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি মোহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পিএফ জির ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, প্রভাষক সুজাতা চৌধুরী, চকোরি পৌর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ওসমান গণি, ওয়াইপিএজির সমন্বয়কারী ইশফাতুল হাসান, ওয়াইপিএজির সহ-সমন্বয়কারী আবু তৈয়ব আজাদ, সহ-সমন্বয়কারী সাদিয়া সোলতানা সোনিয়া, ওয়াইপিএজির সদস্য, মোবারক করিম ফাহিম, সুমাইয়া সোলতানা, নাজিফা নাহি মনি, রিদুয়ানুল ইসলাম প্রমুখ। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া: 

ছোট্ট পলিব্যাগ। কিংবা ক্ষুদ্র স্ট্র। একবারই ব্যবহারযোগ্য। এমনসব প্লাস্টিক উপকরণ। ব্যবহারও হয় স্বল্প সময়ের জন্য। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে। কিন্তু এসবের দূষণটা মারাত্মক ক্ষতিকর। ক্ষতির প্রভাবটাও দীর্ঘস্থায়ী। সর্বত্রই ঘটছে দূষণ। মাটি, পানি, বায়ু। বাদ যাচ্ছে না কোনোটাই। এতে ক্রমে দূষিত হচ্ছে পরিবেশ। ঝুঁকিতে পড়েছে মানব জীবন। অস্তিত্বের হুমকিতে পৃথিবীর সকল প্রাণবৈচিত্র। 

তবে ক্ষতিকর দূষণ থেকে বাঁচার উপায়টা কঠিন নয়। সহজ। হাতের কাছেই রয়েছে বিকল্প। প্রয়োজন কেবল সদিচ্ছার। ক্ষতিকর প্লাস্টিক পণ্য বর্জন। এর পরিবর্তে নিরাপদ ও দ্রুত পচনশীল কাগজ, কাঠ, বাকল, পাতায় তৈরি পণ্যের ব্যবহার। এতেই সমাধান। এর মাধ্যমে আমরা গড়তে পারি নিরাপদ পরিবেশ। নিরাপদ বসতি। এমন সব উচিত কথা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য। অথবা সত্যকথন। ছড়িয়ে দিলো সচেতনতার আলো। সাবলীল উপস্থাপনায় মন্ত্রমুগ্ধের মতো আত্মস্থ করলো শিক্ষার্থীরা। 

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র আয়োজনে গত বৃহস্পতিবার ২৪ জুলাই-২০২৫ চকরিয়ার বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ বিষয়ক এমন সচেতনতামূলক কার্যক্রম প্রতিষ্ঠানের রতœগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগারের পাঠকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে পরিবেশের জন্য পলিথিনের নানা ক্ষতিকর দিক তুলে ধরে এর ব্যবহার বন্ধের পাশাপাশি বিকল্প উপকরণ ব্যবহারে সচেতনতা তৈরিতে আলোচনা, প্রেজেন্টেশন, ভিডিওচিত্র প্রদর্শন, অভিজ্ঞতা বিনিময়, গল্পবলাসহ নানা কার্যক্রম পরিচালিত হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বেলা এ আয়োজন করে। 

ভার্চু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মহি উদ্দিন কাদের অদুলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস। সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করেন বেলার চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর মনিরা পারভিন রুবা। 

ভার্চু স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবু জুনাইদ, শেফায়েত হোছাইন, তাসমিন আক্তার, তাহিয়া জন্নাত ও কিরণ জন্নাত আয়াত এই অনুষ্ঠানের কার্যক্রমসমূহ বাস্তবায়নে দায়িত্ব পালন করে।


হারবাং উন্নয়ন সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

হারবাং উন্নয়ন সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চকরিয়া টাইমস: 

চকরিয়ার হারবাং থেকে ২০২৪-২৫ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত এবং ২০২৫ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় হারবাং হোটেল কক্স ওয়ে ইন-এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারবাং উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সাখাওয়াত হোসাইন শিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়ার সাংগঠনিক সম্পাদক ও হারবাং উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোহাম্মদ বখতেয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সরকারি কর্মকর্তা আবুল আহমদ বলেন, “শুধু শিক্ষিত হলেই চলবে না, আমাদের পিতা-মাতাকে সম্মান করতে হবে। কৃষক-শ্রমিকের সন্তান হিসেবে হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই। নিজ মেধা ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে এগিয়ে যেতে হবে। একইসঙ্গে আমাদের এলাকার প্রতি দায়বদ্ধতাও স্মরণে রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসাইন শিপন বলেন, আপনাদের মেধার স্বীকৃতি দিতে আজকের এ আয়োজন। আপনারা এগিয়ে যাচ্ছেন এটা অনেকেই দেখতে চায় না। সমাজের তথাকথিত মোড়লদের না চাইলেও আপনাদের থেমে গেলে চলবে না। হারবাংয়ের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বালু উত্তোলনের মতো অন্যায়ের বিরুদ্ধে তরুণ-তরুণীদের সোচ্চার হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, ছাত্রনেতা মোহাম্মদ ইব্রাহিম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নুরুল হক নুর। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব, গয়ালমারা মাদ্রাসার শিক্ষক রুবেলসহ আরও অনেকে।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা পালন করতে হবে : জেলা আমীর নুর আহমদ

জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা পালন করতে হবে : জেলা আমীর নুর আহমদ

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার উদ্যোগে চকরিয়া অঞ্চলের চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলার রুকন (সদস্য) সম্মেলন সম্পন্ন হয়েছে।  

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী। 

তিনি বলেন, আমাদের সামনে বহু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাই সময়োচিত সিদ্ধান্ত গ্রহণ ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এগিয়ে যেতে হবে। কক্সবাজার জেলার প্রতিটি আসনে প্রস্তুতি চলছে, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আগামী নির্বাচন জাতির জন্য একটি যুগান্তকারী সন্ধিক্ষণ। এই নির্বাচনে আমাদের ন্যায়, ইনসাফ ও জনমতের বিজয়ের যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে আমাদের বিজয় অর্জন করতেই হবে। তিনি আরও বলেন, জনগণকে সাহস, ত্যাগ ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে অংশগ্রহণ করতে হবে। 

অধ্যক্ষ আনোয়ারী আশাবাদ ব্যক্ত করে বলেন, “যদি আমরা সুসংগঠিতভাবে অগ্রসর হই, ইনশা’আল্লাহ আগামী নির্বাচনেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে।” 

জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট শাহজাহানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম,সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদী ও কর্মপরিষদ সদস্য আখতার আহমদ। 


এসময় চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভূক্ত করার দাবিতে চকরিয়ায় মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভূক্ত করার দাবিতে চকরিয়ায় মানববন্ধন

চকরিয়া টাইমস: 


চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডার গার্টেনসহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভূক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চকরিয়া আদালত এলাকার প্রধান সড়কে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার অর্ধশতাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ অসংখ্য শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

এসোসিয়েশনের চকরিয়া উপজেলা সভাপতি চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ নুরুল আখেরের সভাপতিত্বে ও সেক্রেটারি সাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ.এম নুরুল হান্নান, অর্থ সম্পাদক মো. শহিদুল আলম, চাইল্ডস মর্ডান স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ শিক্ষক নেতৃবৃন্দ। ন্যায্য এ দাবির সাথে একাত্মতা পোষন করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শেষে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়। যার অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রদান করা হয়।

এদিকে সমাবেশে বক্তারা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঘোষিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় ক্ষোভে ফেটে পড়েন।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘শিক্ষা অধিকার, অনুগ্রহ নয়’ এবং ‘আমার শিশুর বিচার তার মেধায় চাই’ এসব স্লোগান দিতে থাকেন।

বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত সরাসরি সংবিধান পরিপন্থি এবং বৈষম্যের একটি ন্যক্কারজনক উদাহরণ।

তারা বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও জাতীয় শিক্ষাক্রমে পাঠ গ্রহণ করে, বছরজুড়ে প্রস্তুতি নেয়। অথচ প্রতিষ্ঠান সরকারি নয় এই অজুহাতে তাদের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এতে প্রশ্ন উঠছে, ‘শিক্ষা কি প্রতিষ্ঠাননির্ভর, না শিক্ষার্থীর যোগ্যতা ও মেধাভিত্তিক?’

বক্তারা আরও জানান, সরকার যদি সত্যিই বৈষম্যবিরোধী অবস্থানে থাকে, তাহলে এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে সকল বেসরকারি প্রা. বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা রাজপথে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

শহীদ আহসান হাবিবের পরিবারে জেলা প্রশাসক সালাহউদ্দিন : তুলে দেন ৫০হাজার টাকার চেক

শহীদ আহসান হাবিবের পরিবারে জেলা প্রশাসক সালাহউদ্দিন : তুলে দেন ৫০হাজার টাকার চেক

চকরিয়া টাইমস : 

জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারে নিহত চকরিয়ার ফাঁসিয়াখালীস্থ শহীদ আহসান হাবিবের পরিবারে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে এ আর্থিক সহায়তা তুলে দেন।

তিনি বলেন, “শহীদদের ত্যাগ জাতির জন্য অনন্ত অনুপ্রেরণার উৎস। তাঁদের পরিবারের খোঁজ খবর নেয়া আমাদের দায়িত্ব। এই ক্ষুদ্র সহায়তা তাঁদের পাশে দাঁড়ানো একটি প্রয়াস মাত্র।”

এসময় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলাম, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইয়াছিন মিয়াসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে শহীদের রুহের মাহফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাতে অংশ নেন জেলা প্রশাসক, ইউএনওসহ অন্যান্যরা।

এদিকে বিষয়টি নিশ্চিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া প্রতিনিধি শামসুল আলম সাঈদী জানান, আজ দুপুরে একটি এনজিও সংস্থা শহীদ আহসান হাবিবের পরিবারে ৫০ হাজার টাকার এ চেকটি প্রদানের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। 

এতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান চেকটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

চকরিয়ায় গ্রামীণ অবকাঠামো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

চকরিয়ায় গ্রামীণ অবকাঠামো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের টিআর, কাবিখা ও কাবিটার আওতায় উপজেলা প্রশাসনের বরাদ্ধকৃত অর্থের বিপরীতে বাস্তবায়নকৃত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজসমূহ পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

এসময় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউপি সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরাও সাথে ছিলেন।

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্মরণে চকরিয়ায় দোয়া মাহফিল

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্মরণে চকরিয়ায় দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

চকরিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) বিকেলে যুগান্তর চকরিয়া উপজেলা প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন এর উদ্যোগে চকরিয়া হস্তশিল্প কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চকরিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইনকিলাব ও ডেইলি অবজারভার এর সাংবাদিক আলহাজ্ব ইবনে আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মানব কন্ঠের আবদুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিনের জিয়াউদ্দিন ফারুক, দৈনিক যায়যায়দিনের মনজুর আলম, দৈনিক আমার দেশের ইকবাল ফারুক, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর জিয়াবুল হক, দৈনিক কালবেলার মনিরুল আমিন, দৈনিক ভোরের সময়ের নুরুল আমিন টিপু প্রমূখ আলোচনায় অংশ নেন।

আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী নুরুল ইসলাম জাতির বাক স্বাধীনতা অর্জন ও অন্যায়ের বিরুদ্ধে লেখার জন্য দৈনিক যুগান্তর ও যমুনা টিভি প্রতিষ্ঠা করেন। স্বাধীন দেশে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের জন্য যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে অনন্য রেকর্ড স্থাপন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক এর সাঈদী আকবর ফয়সাল, দৈনিক আপন কন্ঠ এর জুলফিকার আলি ভুট্টাে, দৈনিক বাংলাদেশের খবর এর তৌহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের রিদুয়ানুল হক, দৈনিক আমার সংবাদের নুরুল ইসলাম সুমন, কক্স অনলাইন বার্তার সম্পাদক রুবেল খান।

এসময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নেছার উদ্দিন।

অপপ্রচারের প্রতিবাদ

অপপ্রচারের প্রতিবাদ

চকরিয়া টাইমস: 

সম্প্রতি "দৈনিক সময়ের কথা নিউজ মিডিয়া" ক্রেডিট দিয়ে মোহাম্মদ আবদুল হক নামের একটি ফেসবুক আইডিতে "চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপে বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ" শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে উল্লেখিত তথ্য ও ছবি মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত।

আমার সহধর্মিণী নারী জনপ্রতিনিধি বেবী আক্তারের নাম উল্লেখ করে এবং আমি ও আমার পরিবারকে জড়িয়ে অস্ত্রের ভয়ভীতি, চাঁদাবাজি, নারীর প্রতি অনৈতিক আচরণ, প্রজেক্ট ডাকাতি ও লুটপাটের যে অবান্তর তথ্য উপস্থাপন করা হয়েছে; তা সম্পূর্ণ হাস্যকর। এসব অপকর্মের বিরুদ্ধে আমার সহধর্মিণীর অবস্থান সুস্পষ্ট সোচ্চার ভূমিকা রয়েছে।

মূল বক্তব্য হলো; চিরিংগা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার বেবী আক্তার একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ও সমাজসেবক। তার দৈনন্দিন সমাজসেবামূলক বিভিন্ন প্রশংসনীয় কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহলের ইন্ধনে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। 

সংবাদে একটি এডিটিং টিকটক ভিডিওতে আমার স্কুল পড়ুয়া ছেলের হাতে অস্ত্র রয়েছে মর্মে যে ছবিটি দেখানো হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও কল্পনাপ্রসূত। সেই ছেলেটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর নিয়মিত ছাত্র। তাছাড়া যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার যথোপযুক্ত সুনির্দিষ্ট কোনো ভুক্তভোগির বক্তব্য নেই। অতএব বিভ্রান্তিকর উদ্দেশ্যপ্রণোদিত ফেসবুক সংবাদটি আমি ও আমার পরিবারের সদস্যদের সামাজিকভাবে মানহানি করতে ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করা হয়েছে। 

আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মিথ্যা প্রচারিত সংবাদে প্রশাসন ও পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। 


প্রতিবাদকারী- 

মো. শোয়াইব

চিরিংগা ইউনিয়ন, চকরিয়া।

শহীদ আহসান হাবিবদের আত্মত্যাগ জাতি আজীবন স্মরণ রাখবে : আবদুল্লাহ আল ফারুক

শহীদ আহসান হাবিবদের আত্মত্যাগ জাতি আজীবন স্মরণ রাখবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জুলাই আন্দোলন কক্সবাজারে নিহত শহীদ আহসান হাবিব হাসানের ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার (১৮ জুলাই) শহীদের নিজগ্রাম ছড়ারকুল কেন্দ্রীয় জামে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে  দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, শহীদ আহসান হাবিব দেশের জন্য বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য জীবন দিয়েছেন। জাতি তাদের অবদান আজীবন শ্রদ্ধাভরে স্মরণে রাখবে। এই আত্মত্যাগ কখনও বৃথা যেতে পারে না। ইসলামের বিজয় তথা আগামী দিনে বৈষম্যহীন ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শহীদ আহসান হাবিবের গর্বিত পিতা হেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সৈয়দ করিম, চকরিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম ও শহীদ মহিউদ্দিন মাসুমের পিতা ফজলুল কাদের।

এসময় ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাস্টার এনামুল হক, ফরিদুল আলম চৌধুরী, এইচ.এম এরশাদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আতিকুর রহমান, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার এহসান উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুনিরুল আলম কুতুবী, হাফেজ মহিউদ্দিন, হামিদ হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় জুলাই শহীদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়ায় জুলাই শহীদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জুলাই শহীদ দিবস-২০২৫ এর আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ আহসান হাবিবসহ সেদিনের সকল শহীদের। 

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষেদের মোহনা মিলনায়তনে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, চকরিয়া প্রেসক্লাব কর্মকতর্কা ও জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ছাত্রপ্রতিনিধিসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 

এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এরআগে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা আমির হোসেনের সার্বিক তত্বাবধানে জুলাই শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত সম্পন্ন হয়।  


চকরিয়ায় প্রত্যাশির দিনব্যাপি কৈশোর মেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চকরিয়ায় প্রত্যাশির দিনব্যাপি কৈশোর মেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহজালাল শাহেদ, চকরিয়া : 

“তারুণ্য বিনিয়োগ টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যে চকরিয়ায় প্রত্যাশীর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি.কে.এস.এফ)’র সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি কৈশোর কার্যক্রমের আওতায় দিনব্যাপি কৈশোর মেলা-২০২৫ এর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদের সুগন্ধ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইভেন্ট ছিল- কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, চিত্রাংকন, একক ও দলীয় নৃত্য, একক ও দলীয় অভিনয়। এরআগে বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবে সাইকেল র‌্যালি বের করা হয়। 

বিকাল ৩টায় প্রতিযোগিতা শেষে প্রত্যাশীর এরিয়া ম্যানেজার আবদুল মাবুদ সুমনের সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রাম অফিসার মো. সাখাওয়াত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বিএমচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা (বি.এস.সি)। 

অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চকরিয়া শিল্পকলা একাডেমির শিক্ষক রাজিব বড়ুয়া, মোহনা শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক এম.এইচ ইয়াছির আরফাত চৌধুরী ও প্রবাল শিল্পী গোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক আবু তৈয়ব আজাদ। 

পুরস্কার বিতরণ শেষে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান ও বিশেষ অতিথিসহ বিশিষ্টজনদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেলায় ১০টি স্টলে বিভিন্ন উদ্ভাবনী নিয়ে কিশোর কিশোরী ক্লাবের টিম অংশগ্রহণ করে। 

উল্লেখ্য, চকরিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন কেন্দ্রিক ৩৪২টি কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে মেধা ও মননে সুন্দর আগামী গড়ার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন প্রত্যাশী ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি.কে.এস.এফ)।

চকরিয়ায় আ’লীগের দোসর তারেক কর্তৃক নিরীহ লোকজনকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

চকরিয়ায় আ’লীগের দোসর তারেক কর্তৃক নিরীহ লোকজনকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

চকরিয়া টাইমস:

চকরিয়ায় থানা প্রশাসনকে প্রভাবিত করে নিরীহ লোকজনকে বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়িয়ে ব্যাপক হয়রানি করার প্রতিবাদে থানার চিহ্নিত দালাল হিসেবে পরিচিত আওয়ামী লীগের দোসর তারেক আজিজের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগি জনসাধারণ। গতকাল রোববার দুপুর বারোটার দিকে চকরিয়া উপজেলার মিথ্যা মামলায় হয়রানি হওয়া পরিবারবর্গের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সমাবেশে ভুক্তভোগিদের মধ্যে বক্তব্য রাখেন- হাফেজ আমান উল্লাহ, চকরিয়া কোরক বিদ্যাপীঠের সাবেক শিক্ষক আমান উল্লাহ মাস্টার, আইনজীবী সহকারী হেলাল উদ্দিন প্রকাশ হেলাল মুন্সি, মো. নয়ন চৌধুরী, মো. হানিফ, মিজানুর রহমানসহ আরো অনেকে। এসময় দালাল তারেকের হয়রানির শিকার শতশত ভুক্তভোগি জনসাধারণ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ভুক্তভোগিরা মানববন্ধনের সমাবেশে অভিযুক্ত তারেক আজিজকে গ্রেফতার পরবর্তী দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে বলেন, হয়রানির উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করেছে। যার ফলে পরিবার পরিজন থেকে দূরে থেকে পালিয়ে বেড়ানোসহ অন্যায়ভাবে জেলও খাটতে হয়েছে। কোন ঘটনার প্রতিকার চাইতে থানা প্রশাসনের দ্বারস্থ হলে সেখানেও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের বিচার বাণিজ্যে উদ্বুদ্ধ করার মাধ্যমে থানার সোর্স পরিচয়দানকারী দালাল তারেকের প্রভাব বিস্তারের কারণে সুষ্ঠু সমাধানের পথ রুদ্ধ করেছে এসব ঘটনার। এভাবে সুষ্ঠু বিচারের আশ্রয়স্থলকে আস্থাহীন ও প্রশাসন বিমুখ করে রেখেছে ওই যুবক। এমনকি ২০১৮ সালে চকরিয়া থানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদের সহধর্মীনি সাবেক এমপি হাসিনা আহমদের ওপর হামলার ঘটনাও নেতৃত্ব দিয়েছিল এই তারেক।

শিক্ষক আমান উল্লাহ মাস্টার জানান, থানার প্রভাব খাটিয়ে এই তারেক আমি আমার বাড়ি নির্মাণ করতে গিয়ে আমার কাছ থেকে ৩০লক্ষ টাকা চাঁদা চেয়েছিলো। চাঁদা না দেয়ায় আমাকে প্রাণনাশের হুমকিসহ আমার ছেলের গায়ে হাত তুলেছিলো এবং আমি ও আমার পরিবারের সদস্যদের জড়িত করে ১০টি মিথ্যা মামলা দিয়ে সামাজিক ও পারিবারিকভাবে মানক্ষুন্নসহ চরম আর্থিক হয়রানি করেছে। তিনি প্রশাসনের নিকট তারেকের অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

হাফেজ আমান উল্লাহ জানান, বিগত ১৭ বছর বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার উস্কানি দিতেন এই তারেক। আমি বিএনপির নগন্য কর্মী হিসেবে আমাকেও মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছিল। এ ধরনের বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত তারেকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

ভুক্তভোগি নয়ন চৌধুরী জানান, বহু অপকর্মের হুতা তারেক আমাকেও থানা সংলগ্ন এজকজন হিন্দু ভদ্র মহিলার বাড়ি ডাকাতির ঘটনায় ভিত্তিহীন অভিযোগে আসামি করে জেল খাটিয়েছেন। এরকম আমার মতো অসংখ্য নিরীহ মানুষর মিথ্যা মামলার আসামি করে পথে পথে করেছেন এই তারেক। আমি তার গ্রেফতার পরবর্তী উপযুক্ত শাস্তি দাবি করছি। এদিকে এখনও পর্যন্ত আওয়ামী লীগের দোসর তারেক আজিজ থানাকে প্রভাবিত করতে রীতিমতো থানার ওসি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। গড়ে তুলেছে ব্যাপক সখ্যতা। ওই তারেক থানা পুলিশের সাথে সখ্যতার আড়ালে নিরীহি জনসাধারণকে বিভিন্ন ফাঁদ পেতে হয়রানির নুতন নুতন কৌশল রপ্ত করছে।

এসএসসিতে ১২৬৩ নাম্বার পেয়ে কক্সবাজার জেলায় প্রথম চকরিয়ার জয়া খাতুন

এসএসসিতে ১২৬৩ নাম্বার পেয়ে কক্সবাজার জেলায় প্রথম চকরিয়ার জয়া খাতুন

চকরিয়া টাইমস : 

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন জিপিএ-৫সহ সর্বোচ্চ ১২৬৩ নাম্বার পেয়ে কক্সবাজার জেলার প্রথম হয়েছে চকরিয়ার জয়া খাতুন। এরই মধ্যদিয়ে চট্টগ্রাম বোর্ডে মেধা তালিকায় ১৫তম স্থান অর্জন করেছে। সে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ কৃতিত্বের স্বাক্ষর রাখে। কৃতি শিক্ষার্থী জয়া খাতুন পাইকারি কসমেটিকস ব্যবসায়ী হাসানুর রহমান সরকার ও শাহীনা বেগম দম্পতির সুযোগ্য কন্যা। 

সূত্রে জানা গেছে, মেয়ের দাদার বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তপাড়া গ্রামে হলেও নানার বাড়ি চকরিয়া পৌরশহরের ৮নং ওয়ার্ড সোসাইটিপাড়ায়। দীর্ঘদিন ধরে চকরিয়া পৌরশহরে পাইকারি কসমেটিক সামগ্রীর ব্যবসা বাণিজ্য করে আসছিল কৃতি শিক্ষার্থী জয়ার পিতা হাসানুর রহমান সরকার। সেই সুবাধে জয়ার জন্মস্থান ও পৈত্রিক নিজস্ব নিবাস বর্তমানে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সোসাইটিপাড়ায়। 

এদিকে মেধাবি শিক্ষার্থী জয়া খাতুনের এ অসাধারণ সাফল্য পরিবারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বমহলে প্রশংসার জোয়ারে ভাসছে। 

হারবাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংস্কারের দাবিতে স্মারকলিপি

হারবাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংস্কারের দাবিতে স্মারকলিপি

চকরিয়া টাইমস :

চকরিয়ার হারবাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অবকাঠামোগত সংস্কার ও সেবার মানোন্নয়নের দাবিতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন জুলাই আন্দোনের অন্যতম মুখপাত্র সাখাওয়াত হোসাইন শিপনের নেতৃত্বে হারবাংবাসী।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে স্মারকলিপি গ্রহণ শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন, আমি নিজেও কিছুদিন আগে এই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি পরিদর্শন করেছি, আমি দ্রুত সময়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একজন চিকিৎসক নিয়োগ, চিকিৎসক সহকারীকে নিয়মিত রোগী দেখার জন্য অবহিত করবো। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য উদ্যোগ গ্রহন করবো।
স্মারকলিপি প্রদান শেষে জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক ও সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের দাওয়া ও ছাত্রকল্যান সম্পাদক সাখাওয়াত হোসাইন শিপন বলেন, আমরা আগের মতো এই কেন্দ্র থেকে চিকিৎসাস সেবা পেতে চাই। আমাদের ইউনিয়নে ৪৪ হাজার মানুষ বসবাস করেন, কিন্ত চিকিৎসাহ সেবা পাচ্ছে না। যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হয় তাহলে এই সমস্যা সমাধান হবেন বলে আশা ব্যাক্ত করেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক টুটুল বলেন, আমাদেরকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখার সুযোগ নেই। যদি সুন্দর একটা সমাধান পেতে চাই সেক্ষেত্রে সরকার এবং জনগণকে একসাথে কাজ করতে হবে।
চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ইমাম মনোনীত চকরিয়ার মাওলানা জাহিদুল ইসলাম

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ইমাম মনোনীত চকরিয়ার মাওলানা জাহিদুল ইসলাম

চকরিয়া টাইমস: 

জাতীয় হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইমাম মনোনীত হয়েছেন চকরিয়ার কৃতি সন্তান মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম। 

ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে গত রোববার ২৯জুন অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. অধ্যাপক আ.ফ.ম খালিদ হোসেন। এতে তিনি শ্রেষ্ঠ ইমাম জাহিদুল ইসলামসহ সকল বিজয়ীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও চেক প্রদান করেন। 

মাওলানা জাহিদুল ইসলাম পালাকাটার কৃতি সন্তান চকোরিয়া কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং পাশাপাশি তিনি সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কাজে জড়িত আছেন। 

এছাড়া দক্ষিণ পালাকাটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এ সম্মাননায় ভূষিত হওয়ায় মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের আরও বেশি সেবা করার সুযোগ পেতে সকলের কাছে দোয়া চেয়েছেন।

চকরিয়ায় পুলিশের ওপর হামলাকারী সেই যুবক ডিবির হাতে আটক

চকরিয়ায় পুলিশের ওপর হামলাকারী সেই যুবক ডিবির হাতে আটক

চকরিয়া টাইমস: 

কক্সবাজারের চকরিয়ায় গত রোববার (৬ জুলাই) মালুমঘাট বাজার থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়া সাজ্জাদ হোসেন (২০) নামে সেই যুবককে আটক করেছে কক্সবাজারে ডিবি পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত তিনটায় কক্সবাজারের একটি আবাসিক হোটেল (ওয়ার্ল্ড বিচ রিসোর্ট) থেকে আটক হয় পালাতক আসামি সাজ্জাদ হোসেন।

চকরিয়া থানা পুলিশের বিশেষ নজরদারি ও কক্সবাজারের গোয়েন্দা পুলিশের বিশেষ টিম শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আসামি সাজ্জাদ হোসেনকে আটক করতে সক্ষম হয়।
চকরিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সংগঠন নূরানী কাফেলার নতুন কার্যালয় উদ্বোধন

চকরিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সংগঠন নূরানী কাফেলার নতুন কার্যালয় উদ্বোধন

চকরিয়া টাইমস: 

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সেবামূলক সংগঠন ১৯৮৭সালে প্রতিষ্ঠিত নূরানী কাফেলা’র নতুন কার্যালয় শুক্রবার (৪জুলাই) চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ভাঙ্গারমুখ স্টেশনস্থ স্থানীয় বহুতল ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে। 

সংগঠনের সভাপতি সৈয়দ মুহাম্মদ রাসেলের সভাপতিত্বে ও সেক্রেটারি এহছানুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূরানী কাফেলার প্রতিষ্ঠাতা সভাপতি উপদেষ্টা হামিদ হোসাইন। 

এতে বিশেষ অতিথি ছিলেন নূরানী কাফেলার সাবেক সভাপতি উপদেষ্টা আলহাজ্ব মোজাম্মেল হক (দুবাই) ও প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি সাহেদুল ইসলাম। 

এসময় চকরিয়া মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকী, প্রতিষ্ঠাকালীন সদস্য হাফেজ মাওলানা জামাল হোসাইন, মাস্টার সরওয়ার আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নূরানী কাফেলা ধর্মীয় ও সামাজিক সেবায় অনবদ্য ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নতুন কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে সংগঠনের মানিবক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। আলোচনা শেষে সংগঠনের সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।