Showing posts with label চকরিয়া. Show all posts
Showing posts with label চকরিয়া. Show all posts
চকরিয়ায় সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারে আর্থিক অনুদান

চকরিয়ায় সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারে আর্থিক অনুদান

চকরিয়া টাইমস: 

চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির উদ্যোগে সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান ও সাধারণ সভা এটিএন পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও সম্পাদক রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুছা। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার, চিরিংগা হাইওয়ে থানার ওসি মোঃ আরিফুল আমিন, মালুমঘাট হাইওয়ে থানার ওসি মোঃ মেহেদী হাসান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন কাউন্সিলর, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, কার্যকরী সভাপতি নুরুল কবির, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল আজাদ, চকরিয়া-লামা-আলীকদম জীপ মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদ প্রমুখ। এছাড়াও পরিবহন সেক্টরের বিভিন্ন রোড কমিটির নেতৃবৃন্দ এবং শ্রমিক জনতা উপস্থিত ছিলেন। 

অতিথিবৃন্দ আলোচনা শেষে পরিবহন সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারকে এককালীন আর্থিক অনুদানের চেক তুলে দেন।         


ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চকরিয়া উপজেলা জামায়াতের আলোচনা সভা

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চকরিয়া উপজেলা জামায়াতের আলোচনা সভা

চকরিয়া টাইমস: 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) চকরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় জামায়াতের চকরিয়া উপজেলা সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুর, সাংগঠনিক সেক্রেটারী মাস্টার মোহাম্মদ হোছাইন, প্রশিক্ষণ সম্পাদক মাস্টার রশিদুর রহমান , অর্থ সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা সভাপতি শরিফুল আমিন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাসূল (সা.) মানবজাতির মুক্তির দূত। তাঁর জীবনাদর্শ বিশ্ববাসীর জন্য অনুসরণীয় ও আদর্শিক পথনির্দেশ। তাঁরা আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অবিচার দূর করতে হলে আমাদের প্রিয় নবী করীম (সা.)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করা আবশ্যক। ইসলামের দাওয়াত ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুব সমাজকে রাসূল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে পারলে শান্তিময় সমাজ গঠন সম্ভব হবে।

পরে মহানবী (সা.)-এর উম্মতের ঐক্য, মুসলিম বিশ্বের শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ম্যাক্স হাসপাতাল চকরিয়ার উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সেমিনার

ম্যাক্স হাসপাতাল চকরিয়ার উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সেমিনার

চকরিয়া টাইমস:  

চকরিয়া পৌরশহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ম্যাক্স হাসপাতাল লিঃ চকরিয়া শাখার উদ্যোগে পল্লী চিকিৎসক-ধাত্রীদের দক্ষতা, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা, মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে “স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সেমিনার” হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর দুইটায় হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ জন বাহাদুর ত্রিপুরা’র সভাপতিত্ব অনুষ্ঠিত সেমিনারে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন  হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আক্কাস উদ্দিন ও ইসলামী সংগীত পরিবেশন করেন কম্পিউটার অপারেটর মোহাম্মদ আশেক উল্লাহ। 

হাসপাতাল ম্যানেজার মঈন উদ্দিনের পরিচালনায় এবং এসিস্টেন্ট ম্যানেজার কাম সুপারভাইজার রায়হান মোহাম্মদ পামিরের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এডমিন ডিরেক্টর ডাঃ নুরুল আমিন খান। 

অনুষ্ঠিত সেমিনারে বিশেষজ্ঞ চিকিসৎসক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মেডিকেল ডিরেক্টর ডাঃ আবদুল মান্নান, ডাঃ মামদুহা রহমান ও ডাঃ নয়ন পাল। 

এছাড়া সেমিনারে অংশগ্রহণকারী অর্ধশতাধিক ধাত্রী ও পল্লী চিকিৎসকদের মধ্য থেকেও অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। এসময় হাসপাতাল প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী’র বিদায় সংবর্ধনা সম্পন্ন

উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী’র বিদায় সংবর্ধনা সম্পন্ন

চকরিয়া টাইমস:  

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদীর বিদায় সংবর্ধনা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী আল আযহারী। 

এতে সংবর্ধিত অতিথি ছিলেন মাদরাসার সাবেক উপাধ্যক্ষ সদ্য নিয়োগপ্রাপ্ত কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। 

অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক এস.এম হেলাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা বিদায়ী উপাধ্যক্ষের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষার্থীদের পক্ষে ইবরাহিম ফারুক সিদ্দিকী। এসময় মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মাদরাসা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান ও বিদায়ী সংবর্ধিত অতিথির হাতে বিশেষ সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করা হয়। পরে মাদরাসার সফলতা ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।  

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৫০ হাজার জরিমানা

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৫০ হাজার জরিমানা

চকরিয়া টাইমস:

চকরিয়া পৌর এলাকার মগবাজারস্থ আর-রহমান বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রয়ের অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট বেকারীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।

এদিকে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।
চকরিয়ায় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নতুন ওসি তৌহিদুল আনোয়ার

চকরিয়ায় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নতুন ওসি তৌহিদুল আনোয়ার

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 

চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন চকরিয়া থানার নবাগত ওসি মো. তৌহিদুল আনোয়ার। 

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টায় চকরিয়ার সার্বিক আইন শৃংখলার উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি এ সভার আয়োজন করেন। 

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন তথ্য তুলে ধরে কর্মরত সাংবাদিকেরাও বক্তব্য রাখেন। 

এসময় থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও চকরিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ বাসযোগ্য চকরিয়া উপজেলা গড়তে ঐক্যমত পোষণ করেন।  


ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে চকরিয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে চকরিয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ

চকরিয়া টাইমস: 

ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ এবং অঙ্গ ও সহযোগি সংগঠন চকরিয়ার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) বিকাল চারটায় অনুষ্ঠিত মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আবদুল কাদের প্রাইম। তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

মিছিলটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে চিরিংগা ফুলকলির সামনে এসে শেষ হয়। এরআগে গণঅধিকার পরিষদ চকরিয়া উপজেলা সভাপতি এডভোকেট আমিনুল এহসানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় গণঅধিকার পরিষদ জেলা সভাপতি হেলাল উদ্দিনসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমাবেশ থেকে গণঅধিকার পরিষদের চেয়ারম্যান সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার পরবর্তী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।    

সৎ ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : ড. হামিদ আযাদ

সৎ ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : ড. হামিদ আযাদ

চকরিয়া টাইমস : 

ঢাকাস্থ কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ সহযোগি সংগঠনের জনশক্তিদের নিয়ে এক প্রীতি সমাবেশ শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর সুপ্রীম কোটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

বিশিষ্ট ব্যাংকার সাবেক ছাত্রনেতা মো. জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ৫৩ বছরের বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট রয়েছে কোনোটা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আমরা এ যাবৎকালেও একটি সুন্দর নির্বাচন পায়নি। এখনও আমাদেরকে স্বাধীন দেশে ৫৩ বছর পরেও নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয় যে; ‘আমরা একটি সুষ্ঠু নির্বাচন চায়’। বিপ্লবের পরে আমাদের মাঝে আকংখা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশার জায়গায় আমরা মনে করেছিলাম আমাদের মধ্যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের জেল, জুলুম, নির্যাতন, গুম, খুনের ঘটনা থেকে কিছু মানুষের শুভবুদ্ধির উদয় হবে। কিন্তু দুর্ভাগ্য; আওয়ামী লীগের যেমন মানুষ হত্যা করে কোন অনুসূচনা নাই বলে রাজনীতিতে কথা আছে, আর যারা এতো ধাক্কাধুক্কা পিটুনি খাইয়াও আবারো পুরানো সুরে গান গায় তাদেরও কোনো অনুসূচনা হয়েছে বলে এ জাতি মনে করে না। এ জন্য দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে নীতি নৈতিকতার মূল্যবোধে রাষ্ট্রকে দাঁড় করাতে হবে। পাশাপাশি যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তাদেরকেও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নৈতিকতা বোধ সম্পন্ন নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। তাই একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীর রাষ্ট্র ক্ষমতায় সৎ ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। 


এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, পৌর আমীর মো. আরিফুল কবির ও বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান চৌধুরী মানিক। 

এসময় চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহাম্মদ রিদুয়ান, সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম নোমান, এডভোকেট মুজিবুল হক জামিলসহ ঢাকাস্থ চকরিয়া ও পেকুয়ার জামায়াতে ইসলামীসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


চকরিয়া মহিলা কলেজে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেভিড জেকম্যান

চকরিয়া মহিলা কলেজে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেভিড জেকম্যান

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলার নারী শিক্ষার্থীদের নিরাপদ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অভিভাবকদের আস্থা ও ভরসার ঠিকানা চকরিয়া আবাসিক মহিলা কলেজ পরিদর্শন করেছেন লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেভিড জেকম্যান।

রোববার (২৪আগস্ট) দুপুরে তিনি গবেষণার কাজের জন্য আজ চকরিয়া আবাসিক মহিলা কলেজে পরিদর্শনে আসেন।


এসময় কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জুবাইদুল হক, কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য, তরুণ শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোহাম্মদ আরফাতসহ কলেজ শিক্ষক-শিক্ষিকার সাথে মতবিনিময় করেন এবং কলেজের সার্বিক পরিবেশও পরিদর্শন করে সন্তোষজনক বলে মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য, এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি নানা ক্ষেত্রে অসমান্য অবদান রেখে চলছে।

চকরিয়া সরকারি কলেজে আবারো অধ্যক্ষের দায়িত্ব পেলেন নুসরাত জাহান

চকরিয়া সরকারি কলেজে আবারো অধ্যক্ষের দায়িত্ব পেলেন নুসরাত জাহান

চকরিয়া টাইমস: 

চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নাসির উদ্দীন আহমদের বদলিজনিত  কারণে আবারো ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন অধ্যাপিকা নুসরাত জাহান। 

আজ রোববার (২৪ আগস্ট) কলেজের সিনিয়র শিক্ষক নুসরাত জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পুনরায় দায়িত্বভার বুঝিয়ে দেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ। 

এদিকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান- কলেজের লেখাপড়ার মানোন্নয়ন এবং সার্বিক দায়িত্ব পালনে সম্মানিত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াতের ভূমিকা ইতিবাচক ও প্রশংসনীয় : আবদুল্লাহ আল ফারুক

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াতের ভূমিকা ইতিবাচক ও প্রশংসনীয় : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা কেন্দ্রীয় হরিমন্দিরে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী অনুষ্ঠান পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। 

সোমবার (১৮ আগস্ট) বিকাল ৩টায় তিনি অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। 

পরিদর্শনকালে জননেতা আবদুল্লাহ আল ফারুক বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াতে ইসলামীর ভূমিকা সবসময় ইতিবাচক ও প্রশসংনীয়। দেশের সংকটময় মুহুর্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে মন্দির, গীর্জাসহ ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছিলো জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সনাতনী সম্প্রদায়ের একই পরিবারের ৫জন নিহতের ঘটনায় আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের নির্দেশে সবার আগে সামর্থ অনুযায়ী অর্থ সহায়তা নিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। 

এধরনের অসংখ্য মানবিক সহযোগিতায় জামায়াতের ভূমিকা ছিলো অতন্দ্র প্রহরীর ন্যায়। যা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সুন্দর সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিতসহ সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। 

পরে তিনি হরিমন্দিরের বিভিন্ন স্থান ঘুরেফিরে দেখেন এবং জামায়াতে ইসলামীর তরফ থেকে মন্দির উন্নয়ন কাজে সম্পৃক্ত হবার আশ্বাস প্রদান করেন আয়োজকদের।

এসময় চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, চকরিয়া প্লেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি নারায়ণ কান্তি দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশসহ মন্দির ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

শাহজালাল শাহেদ, চকরিয়া টাইমস: 

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শুরু হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদের অভ্যান্তরীণ প্রদক্ষিণ করে অফিসার্স কোয়ার্টারস্থ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

র‌্যালি ও পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. মোসাদ্দেকুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইফতেখার আহমদ ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. ওমর আলী। 

পরে অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্বাদু পানির মৎস্য উৎপাদনে সাফল্যের স্বীকৃতি হিসেবে মো. আবদুল হামিদ, কাঁকড়া চাষ ও মোটাতাজাকরণে সফলতার স্বীকৃতি হিসেবে মোহাম্মদ কাজল হোছাইন ও চিংড়ি উৎপাদনে সফলতার স্বীকৃতির হিসেবে মাওলানা মো. শহিদুল ইসলামের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলার আওতাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ শনিবার (১৬ আগস্ট) দিগরপানখালি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ এনামুল হক। 

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না। 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব  জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ বদরী ও জেলা শ্রমিকদলের সভাপতি সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম কাউন্সিলর।

প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম. মোবারক আলী। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহামদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মো: ইউনুস, আহ্বায়ক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম মনজুর, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি জালাল আহামদ সিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল কাঁকন ও লক্ষ্যারচর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ মানিক প্রমুখ। 

এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  

এদিকে  ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জেলা ও উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ যারা দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে স্ব-শরীরে উপস্থিত থেকে সফল ও স্বার্থক করেছেন। পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীকে, যারা আমাকে আহবায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে অদ্য পর্যন্ত সাংগঠনিকভাবে সহযোগিতা করেছেন এবং আজকে (১-৯) ওয়ার্ড  থেকে বিশাল বিশাল মিছিল সহকারে সম্মেলন স্থলে এসে সফলতা এনেছেন এবং দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে আমাকে সভাপতি পদ প্রার্থী হিসেবে ব্যাপক ভাবে সমর্থন দিয়ে সম্মানিত করেছেন তাদের কাছে আমি আজীবন ঋণী হয়ে থাকলাম। 

চকরিয়ায় আল্লামা সাঈদী ও শহীদ ফোরকানের স্মরণে দোয়া মাহফিল

চকরিয়ায় আল্লামা সাঈদী ও শহীদ ফোরকানের স্মরণে দোয়া মাহফিল

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও আল্লামা সাঈদীর গায়েবানা জানাযার নামাযে গুলীবর্ষণের ঘটনা নিহত পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা জামায়াত কর্মী শহীদ ফোরকান উদ্দিনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল কাজীরপাড়া স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। 


বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি এস.এম আলী জিন্নাহ ও বায়তুলমাল সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ রাসেল। 

এসময় ৮নং ওয়ার্ড সভাপতি সৈয়দ আলম, সাবেক ছাত্রনেতা মো. জুনাইদসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা- বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও চকরিয়ায় আল্লামা সাঈদীর গায়েবানা জানাযায় নিহত শহীদ ফোরকান উদ্দিনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী শক্তি তথা দাঁড়িপাল্লার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস : 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চকরিয়া  উপজেলা শাখার উদ্যোগে জমকালো আয়োজনে ২০২৫সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫সহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ আল ফারুক। 

তিনি উপস্থিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির দুর্যোগ মুহুর্তে যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে। ক্যারিয়ার গঠনের জন্য স্বপ্নকে বড় করতে হবে; সময় অপচয় করা যাবে না, কঠোর পরিশ্রম করতে হবে। একইসাথে মহান আল্লাহ তাআলার নিকট সাহায্যও চাইতে হবে। 

তিনি আরো বলেন, নৈতিকতা ও জ্ঞান বিজ্ঞানের আলোকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে যোগ্য ও মেধাবি নেতৃত্বের বিকল্প নেই। নৈতিক ও আদর্শিক শিক্ষা ছাড়া সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি সম্ভব নয়। তাই আজকের কৃতি শিক্ষার্থীদের জাতির এই সংকট পূরণে নৈতিক ও মেধার স্বাক্ষর রাখার মাধ্যমে নিজেকে একেক জন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।  

অনুষ্ঠানে প্রধান বক্তার আলোচনা পেশ করেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান ও দুবাই প্রবাসী সাবেক ছাত্রনেতা মো. রেজাউল করিম। 

এছাড়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা এম. ওমর আলী, জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি হাফেজ আসহাব উদ্দিন আসাদ, সাবেক ছাত্রনেতা মো. হেলাল উদ্দিন, জুলাই আন্দোলনে নিহত শহীদ আহসান হাবিব হাসানের গর্বিত পিতা হেলাল উদ্দিন ও কৃতি শিক্ষার্থীদের পক্ষে ফাহিম মুনতাসীর বক্তব্য রাখেন। 

পরে অতিথিবৃন্দ আলোচনা শেষে সংবর্ধিত জিপিএ-৫প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা প্রেরণা ও আহবানমূলক মনমুগ্ধকর সংগীত পরিবেশন করে।


আল্লামা সাঈদী’র স্মরণে চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের দোয়া মাহফিল

আল্লামা সাঈদী’র স্মরণে চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের দোয়া মাহফিল

চকরিয়া টাইমস :

বিশ্ব বরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি:) এর স্মরণে দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ফোরামের সভাপতি শহিদুল ইসলাম আল জায়েদের পরিচালনায় ও মাওলানা হাফেজ রেজাউল করিমের সভাপতিত্বে দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন এম.এ।

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ছাত্রশিবিরের সাবেক কক্সবাজার জেলা সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল মজিদ, চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠীর পরিচালক শিল্পী মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক জহির আলম সাগর ও মাওলানা শাফায়াত হোসাইন।

আলোচনা সভায় বক্তারা আল্লামা সাঈদীর খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েন। মহান আল্লাহর দরবারে মরহুম আল্লামার জন্য জান্নাতের উচ্চ মোকাম কামনা করেছেন।
চকরিয়ায় জামায়াতে ইসলামীর সংসদীয় আসনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় জামায়াতে ইসলামীর সংসদীয় আসনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়া টাইমস: 


 কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনের দায়িত্বশীল সমাবেশ মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় চকরিয়া উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান। 

তিনি বলেন, দেশের মানুষ একটি সামগ্রিক পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। মানুষ তার গণতান্ত্রিক ও ভোটাধিকার ফিরে পেতে চায়। রাজনৈতিক নিপীড়ন ও জুলুম শোষণ থেকে মুক্তি চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের নেতাকর্মীদেরকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে। 

তিনি আরো বলেন, চকরিয়া পেকুয়া জামায়াতের বিজয়ী আসন। এই আসনের সকল জনশক্তিকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে। 

জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান। 

সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

চকরিয়া সরকারি কলেজে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চকরিয়া সরকারি কলেজে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চকরিয়া টাইমস : 

চকরিয়ার সরকারি কলেজে মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়া। 

কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন আহমদ, মুহাম্মদ মাসুদ পারভেজ, আবু সাদেক মোঃ সায়েম, মোঃ জিয়াউল হক, সনাক সদস্যদের ভেতর উপস্থিত ছিলেন বশির আহমদ, বুলবুল জান্নাত, রুনেন্দু বিকাশ দে, মোহাব্বত চৌধুরী, টিআইবি চকরিয়ার এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মেহেদী  হাসান সৌরভ, এসিজি এবং ইয়েস সদস্যরা।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে টিআইবি সারাদেশে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টিআইবির অনুপ্রেরণায় ২০০৫ সালে গঠিত সনাক চকরিয়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চকরিয়াতে পরিচালনা করে আসছে। 

দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। “টেকসই বাংলাদেশ বিনির্মাণে চাই যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষিকা বুলবুল জান্নাত। তিনি বলেন "যুবরাই দেশের প্রধান শক্তি। তাদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তরুণদের দুর্নীতি প্রতিরোধ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ এর ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য নিশিতা শিকদার এবং তাসপিয়া মনি। ধারণাপত্র অনুযায়ী, সম্ভাবনাময় যুব জনগোষ্ঠীকে জাতীয় অর্জনের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে মোট ১০টি সুপারিশ উত্থাপন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মাসুদ পারভেজ এবং সিনিয়র  প্রভাষক আবু সাদেক মোঃ সায়েম, সনাক সদস্য মোঃ বশির আহমেদ এবং অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ। বক্তারা বলেন, যুব সমাজের মাধ্যমে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। যুব দিবসের তাৎপর্য, যুবসমাজের নেতৃত্বের বিকাশ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা তুলে ধরেন বক্তারা। অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ বলেন, “ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান সবক্ষেত্রেই যুবসমাজ ছিলো অগ্রভাগে।” 

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মানে যুব শক্তির কোনো বিকল্প নেই। যে কোনো ধরণের বাঁধা-বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে যুবকদের। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেন কলেজের শিক্ষার্থীরা। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিজি সদস্য রবিউল হাসান এবং পরিচালনা করেন টিআইবি চকরিয়ার এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মেহেদী হাসান সৌরভ। সার্বিক সহযোগিতা করেন সনাক চকরিয়া, ইয়েস এবং এসিজি সদস্যবৃন্দ।

চকরিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চকরিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চকরিয়া টাইমস:

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় এক বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাম্মৎ শামসুন্নাহারের সভাপতিত্বে ও পেকুয়া উপজেলা আইসিটি টেকনেশিয়ান মো. ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজ আহমদ।

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, জাতীয় যুব কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট যুব সংগঠক মাস্টার মো. তানজিনুল ইসলাম ও কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি যুবনেতা মুছা ইবনে হোসাইন বিপ্লব।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্লাবের সভাপতি-সম্পাদকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও বিভিন্ন প্রজাতির গাছের বিতরণ করা হয়।

চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৫ এর জিপি-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ডুলাহাজারা মারুফিয়া সিনিয়র মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।

তিনি জুলাই শহীদ পেকুয়ার ওয়াসিম আকরাম ও চকরিয়ার আহসান হাবিবসহ সকল শহীদদের স্মরণ করে বলেন, আজকের মেধাবিরাই পরিবর্তনের বাংলাদেশ গড়ার কর্ণধার। তারাই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। এ জন্য প্রয়োজন দেশকে পরিবর্তনের আগে নিজেদের পড়াশোনার মানকে উন্নত করা। প্রাতিষ্ঠানিক ক্যারিয়ার গড়ার পাশাপাশি গড়তে হবে পরকালীন মুক্তির জন্য নৈতিক ক্যারিয়ার। তাহলেই সম্ভব সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে দেশকে কিছু উপহার দেয়া।

তিনি বড় বড় গুনী মানুষের কথা উল্লেখ করে সময়কে গুরুত্ব দেয়ার আহবান জানিয়ে বলেন, জাতিকে পথ দেখাবার জন্য নৈতিকতা সম্পন্ন একদল সোনার মানুষ তৈরির কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির।

তিনি শিক্ষা কমিশনের কড়া সমালোচনা করে আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরে কোনো সরকার নৈতিকতার শিক্ষা উপহার দিতে পারেনি। গোটা দেশকে সেক্যুলার শিক্ষাব্যবস্থায় ভরে দিয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতায় সাজাতে ব্যর্থ হয়েছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির ছড়াছড়ি যেনো ক্যান্সারে পরিণত হয়েছে। এর থেকে কেবলমাত্র ইসলাম ও ইসলামী অনুশাসনই জাতিকে পরিত্রাণ দিতে পারে। তাই নৈতিকতা সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে আজকের কৃতি শিক্ষার্থীদের একেকজন সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে এগিয়ে আসতে হবে।

চকরিয়া উপজেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুটাখালী তমিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম আরমান, ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ মিছবাহ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট আবদুল্লাহ গালিব, চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ ও সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম নোমান।


এছাড়া বক্তব্য রাখেন ডুলাহাজারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ডুলাহাজারার বিশিষ্ট সমাজসেবক জামায়াত নেতা মাওলানা গিয়াস উদ্দিন, খুটাখালী জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহাবুদ্দিন আরমান, মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহ আলম মানিক, সাবেক ছাত্রনেতা মিনার উদ্দিন, কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রুবাবা ইসলাম তাহিয়া, হাফেজ মোহাম্মদ ফহিম ও অভিভাবক বাবর চৌধুরী।

পরে অতিথিবৃন্দ আলোচনা শেষে জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।