চকরিয়া টাইমস :
চকরিয়া পৌরসভার সাবেক মেয়র মো. আলমগীর চৌধুরীর পিতা চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাস্টার আলহাজ্ব সিরাজ আহমদের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি) দুপুর দুইটায় মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন মরহুমের ভাগিনা মাওলানা মুহাম্মদ এনাম।
বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক এমপি এ.এইচ সালাহউদ্দিন মাহমুদ, চকরিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দায়, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী ও মেজো ছেলে সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী।
এসময় কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, চকরিয়া ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আখতার আহমদ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুহাম্মদ মোজাম্মেল, বিএনপি নেতা অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইবরাহিম, চকরিয়া পৌরসভা জাতীয় পার্টির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর জসীম উদ্দিন, তরুণ সমাজসেবক আবদুল্লাহ আল হাসান সাকিব, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মরহুমের লাশ নিজগ্রাম চকরিয়া পৌর এলাকার পশ্চিম করাইয়াঘোনা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগি মাস্টার সিরাজ আহমদ (৮০) রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি চকরিয়া পৌরশহরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারসহ অসংখ্য সরকারি-বেসরকারি স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠানের জমিদাতা এবং পৃষ্ঠপোষক মরহুম আবদুল মজিদ সিকদারের বড় ছেলে।
এদিকে বরেণ্য শিক্ষাবিদ মাস্টার সিরাজ আহমদের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।


0 comments: