চকরিয়া টাইমস:
চকরিয়ার বরইতলী আরাকান রোড সংলগ্ন একতাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণে তারবিয়াতুল উম্মাহ (এমশাদ-মেহেরাব) ইন্টারন্যাশনাল হিফয মাদরাসার দ্বিতীয় বারের মতো হিফয সম্পন্নকারী ৬ হাফেজ শিক্ষার্থীর দস্তারবন্দী ও নতুন সেশনের সবক অনুষ্ঠান-২০২৬ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) মাদরাসা সভাপতি চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন।
মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাওলানা জাহেদুল ইসলাম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন বরইতলীর পাহাড়তলী তা’লিমুল কুরআন মাদরাসার শাইখুল হাদীস মাওলানা রহিমুল্লাহ মিসবাহ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন তাওহীদ ও কক্সবাজার সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ক্বারী রমজান আলী।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে তেলাওয়াত পরিবেশন করেন বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা মো. জাকারিয়া, বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুশফিকুর রহমান ও হাফেজ ক্বারী শাহ তাহসিনুল হাসান জুনায়েদ।
অতিথিদের আলোচনা শেষে ৬ হাফেজ শিক্ষার্থীকে দস্তারবন্দীসহ ক্রেস্ট এবং কৃতিত্বের সাক্ষর রাখা সফল শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

0 comments: