Showing posts with label ধর্ম. Show all posts
Showing posts with label ধর্ম. Show all posts
চকরিয়ায় সড়ক উপ-বিভাগীয় কার্যালয় শ্রমিক কর্মচারীদের ইছালে সাওয়াব মাহফিল

চকরিয়ায় সড়ক উপ-বিভাগীয় কার্যালয় শ্রমিক কর্মচারীদের ইছালে সাওয়াব মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া সড়ক উপ-বিভাগীয় কার্যালয়ের শ্রমিক কর্মচারীদের উদ্যোগে কর্তব্যরত অবস্থায় ও অবসরকালীন মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে ৭ম পবিত্র ইছালে সাওয়াব মাহফিল শনিবার (১১জানুয়ারি) সড়ক ও জনপথ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

কক্সবাজার জেলা সড়ক ও জনপথ বিভাগ কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইবরাহিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিশাল ইছালে সাওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মুহাম্মদ রেজাউল করীম। 

এতে অধিবেশনভিত্তিক আলোচনা পেশ করেন শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ (লোহাগাড়া), মাওলানা মুফতি আবু হানিফা মুহাম্মদ নোমান (চট্টগ্রাম), মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন এম.এ (চকরিয়া), মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন হেলালী (চকরিয়া), মাওলানা মুহাম্মদ আশরাফুল মোস্তফা বিন নূরী (সাহারবিল), আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী খাঁন (কাকারা) ও মাওলানা হাফেজ মুহাম্মদ সাইফুল আলম (স্টেশনপাড়া)। 

এসময় কর্তব্যরত অবস্থায় ও অবসরকালীন মৃত্যুবরণকারী পরিবারবর্গের পক্ষে মোহাম্মদ ইমরানুল হক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চকরিয়া মালুমঘাট বাজার ব্যবসায়ীর উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল

চকরিয়া মালুমঘাট বাজার ব্যবসায়ীর উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া:

চকরিয়া উপজেলাস্থ ডুলাহাজারা ইউনিয়ন মালুমঘাট বাজার ব্যবসায়ীর উদ্যোগে (৪র্থতম) ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে।
রোববার ২৯ডিসেম্বর মালুমঘাট ষ্টেশন চত্বরে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আ.ক.ম ছাদেকের সভাপতিত্বে প্রধান বক্তা ইসলামী মূল্যবোধের নিরিখে ভেজাল, মজুতদারি ও মূল্যবৃদ্ধি সম্পর্কে আলোচনা করেন চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম (কামিল) মাদরাসার উপাদক্ষ মাওলানা মুহাম্মদ শফিউল হক জিহাদী (কক্সবাজার)।
এতে বিশেষ বক্তা মদ, জুয়া ও নেশা জাতীয় দ্রব্য সম্পর্কে ইসলামের বিধান নিয়ে আলোচনা পেশ করেন চকরিয়া খুটাখালী তমিজিয়া ইসলামীয়া মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ আবুল ফজল (চকরিয়া), দ্বীন প্রতিষ্ঠায় সাহাবায়ে কিরাম (রা:) এর অনুসৃত পথ ও আজকের মুসলিম বিশ্ব নিয়ে আলোচনা পেশ করেন মাওলানা হাফেজ মুহাম্মদ মুফতি আব্দুল লতিফ ফারুকী (চট্টগ্রাম), মালুমঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মুহাম্মদ নুরুল আমিন (চকরিয়া) এবং মাওলানা মোহাম্মদ ওসমান গনী (ডুমখালী)।
বিশাল তাফসীর মাহফিলে প্রধান অতিথির উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া।
এসময় মাহফিলে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইসলামীয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মালুমঘাট চা-বাগান মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক ইকবাল, সহ-সভাপতি মোহাম্মদ ছাদেকুল আলম নয়ন, সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ নুরুল কাদের, ক্যাশিয়ার মোহাম্মদ মুহাম্মদ জুলহাস উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল হক (মদু), সদস্য মুহাম্মদ মুজিবুল হক, মুহাম্মদ সামসুল আলম, মুহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ রেজাউল করীম ও মোহাম্মদ ইলিয়াস।
পুরো দিনব্যাপী ইসলামি সংগীত পরিবেশন করেন মালুমঘাট চা-বাগান মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মদ শাহনেওয়াজ সিকদার ও হাফেজ মুহাম্মদ রফিকুল ইসলাম সায়েম।
মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের জন্য শান্তি আসতে পারেনা : শামীম সাঈদী

মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের জন্য শান্তি আসতে পারেনা : শামীম সাঈদী

নূরানী কাফেলার ২দিনব্যাপী ৩১তম ঐতিহাসিক সীরাত মাহফিল 

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখস্থ ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নূরানী কাফেলার উদ্যোগে দুই দিনব্যাপী ৩১তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল নূরানী সীরাত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব হাফেজ আমান উল্লাহ (দ্বিতীয়দিন) এবং প্রথমদিন অধিবেশনভিত্তিক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক ও আলহাজ্ব মাওলানা মোক্তার আহমদ। 

নূরানী কাফেলার সভাপতি সৈয়দ মুহাম্মদ রাসেল ও সেক্রেটারি মো. এহসানুল হকের সার্বিক তত্ত্বাবধানে সকল সদস্যদের সহযোগিতায় বিশাল মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র ছেলে মাওলানা শামীম সাঈদী। তিনি বলেন, সবখানে আজ অশান্তির দাবানল দাউ দাউ করে জ¦লছে। কোনখানে শান্তি নেই। মানুষের মাঝে ভালো না থাকার হতাশা বিরাজ করছে। শুধুমাত্র একটাই কারণ; আল্লাহর আইন দিয়ে বিচার কার্য পরিচালনা না করা। তাই আল্লাহর বিধান ছাড়া মানবরচিত আইন দিয়ে সমাজ ও রাষ্ট্রে কোনোভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি উপস্থিত সকলকে সমাজ ও রাষ্ট্রে আল্লাহ ও রাসুলের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য ও নৈতিকতা সম্পন্ন আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। 


মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির। 

দুই দিনব্যাপি সীরাত মাহফিলে আলোচনা পেশ করেন দ্বিতীয়দিন মাওলানা আবুল কালাম আজাদ আজাহারী, মাওলানা ড. ফয়জুল হক, মাওলানা কুতুব উদ্দিন হেলালী এবং প্রথমদিন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, মাওলানা আবদুল্লাহ আল নোমানী, মাওলানা হাফেজ মোজাহিদুল ইসলাম ও মাওলানা হাফেজ বশির আহমদসহ স্থানীয় সুপরিচিত ওলামায়ে কেরামগণ।

আয়োজক কমিটি নূরানী কাফেলার ব্যবস্থাপনায় শনিবার সকাল ৯টায় প্রথমবারের মতো মা-বোনদের নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিউল হক জিহাদী।

মাহফিলে আলোচনার ফাঁকে ফাঁকে ইসলামী সংগীত পরিবেশন করেন দেশের বরেণ্য কণ্ঠশিল্পী গীতিকার ও সুরকার শোয়াইব বিন হাবিবসহ প্রবাল শিল্পী গোষ্ঠীর সদস্যরা।

পেকুয়ার জনসমুদ্রে জাতীয় ঐক্যের আহবান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজাহারীর

পেকুয়ার জনসমুদ্রে জাতীয় ঐক্যের আহবান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজাহারীর

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজারের পেকুয়ায় জনসমুদ্রে জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজাহারী। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) পেকুয়া উপজেলার সাবেক নামে পরিচিত এলাকা সংলগ্ন উম্মুক্ত বিলে দিনব্যাপি তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। 

তরুণ সমাজসেবক স্মার্ট পানজাবি কোম্পানির চেয়ারম্যান নিয়ামত উল্লাহ নিজামীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত ইছালে সওয়াব ও তাফসির মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আলেমে ওলামাদের সম্মিলিত প্রচেষ্টায় এ ঐক্য গড়ে তোলার আহবান জানান তিনি। 

মাহফিল ঘিরে চতুরপাশের দুই কিলোমিটার এলাকা জুড়ে শুধু মানুষ আর মানুষ। ভিড় আর জন¯্রােত সামাল দিতে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয় মঞ্চের আশপাশে। 

মাহফিলে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী পেকুয়ার কৃতী সন্তান আলহাজ¦ সালাহউদ্দিন আহমদ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। 

এসময় পেকুয়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ইমতিয়াহ উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এতে ড. মিজানুর রহমান ছাড়াও দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেন। উল্লেখ্য, দীর্ঘ ৫বছর পর ড. মিজানুর রহমান আজাহারী দেশের মাটিতে আলোচনা করবেন এমন খবরে কয়েকদিন আগে থেকেই অনলাইনভিত্তিক বিভিন্ন মাধ্যমের সহ¯্রাধিক মিডিয়া প্রতিনিধি সমবেত হয় মাহফিল স্থলে। 

দিনব্যাপি এ মাহফিল বাস্তবায়নে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পেকুয়া উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পেকুয়া থানা পুলিশসহ বিভিন্ন স্থরের আইন শৃংখলা বাহিনী দায়িত্ব পালন করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন  বিশেষ দোয়া মুনাজাতের মধ্যদিয়ে বিশাল এ তাফসিরুল কুরআন মাহফিলের সমাপ্তি ঘটে।

চকরিয়া ইসলামী তরুণ কাফেলার ৫ম তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

চকরিয়া ইসলামী তরুণ কাফেলার ৫ম তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস :

চকরিয়া ইসলামী তরুণ কাফেলার ৫ম তাফসীরুল কুরআন মাহফিল রোববার (২২ ডিসেম্বর) হযরত ওমর ফারুক (রাঃ) ইবতেদায়ী মাদরাসা সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনভিত্তিক মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক ও মাওলানা ওমর ফারুক সোলতান।
এতে আলোচনা পেশ করেন দেশের সুপরিচিত ইসলামী চিন্তাবিদ ও আলোচক শাহজাদা ফানাফিল্লাহ বিন আযাদ, মাওলানা আবদুল্লাহ আল নোমানী, মাওলানা শফিউল হক জিহাদী, মাওলানা মাহমুদুল হক এরশাদ, মাওলানা মনজুর আলম জিহাদী, মাওলানা জুবাইরুল ইসলাম ও হাফেজ মাওলানা আবদুল্লাহ।
এসময় ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, ছাত্রনেতা ইবরাহিম সিদ্দিকী ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিল আয়োজক সংগঠন চকরিয়া ইসলামী তরুণ কাফেলার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেফায়েত হোসেন, অর্থ সম্পাদক নুরুল ইসলামসহ সকল সদস্যদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠিত মাহফিল সমাপনী মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
মাহফিলের আলোচনার ফাঁকে ফাঁকে ইসলামী সংগীত পরিবেশন করে প্রবাল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
মহান বিজয় দিবসে চকরিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল

মহান বিজয় দিবসে চকরিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল

চকরিয়া টাইমস :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলা আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধা ও ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় চকরিয়া পৌরশহরের চিরিংগা মাস্টারপাড়া বায়তুল মাওয়া জামে মসজিদ মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলা ছাত্রপ্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়ার সাধারণ সম্পাদক জয়নব শাকিল সানির সঞ্চালনায় দোয়া ও মোনাজাত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলার অন্যতম সম্মুখ যোদ্ধা ছাত্রপ্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়ার সভাপতি খাইরুল ইসলাম ইমরুল।
পরে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধা ও ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোঃ বেলাল উদ্দীন।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রপ্রতিনিধি জিল্লুর রহমান ফয়সাল, শাহেদুল ইসলাম, মোঃ হাসান, রিদয়, আসিফ, সাকিব, সাজ্জাদ, তাসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
চকরিয়ায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সম্পন্ন

চকরিয়ায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া ক্বিরাত সংস্থার উদ্যোগে চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত ক্বিরাত সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক। 

এতে আন্তর্জাতিক ক্বারীদের মধ্যে কুরআনের সূরের মূর্চনায় মাঠ মাতিয়ে তোলেন ক্বারী আহমেদ বিন ইউসুফ আল-আজহারী (বাংলাদেশ), ক্বারী ইয়াসির শারকাওয়ী (মিসরের), ক্বারী হামিদ রেজা আহমদী ওয়াফা (ইরান), ক্বারী হাম্মাদ আনোয়ার নাফিসি (পাকিস্তান) ও ক্বারী ইলিয়ান আল-মিহয়াউঈ (মরক্কো)। 

এছাড়া চকরিয়ার কৃতী সন্তান ক্বারী হিজবুল্লাহ আল মুজাহিদ ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিশু ক্বারী মুশফিকুর রহমানসহ স্থানীয় প্রসিদ্ধ ক্বারীগণ। চকরিয়ায় অনুষ্ঠিত বিশাল আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির। 

চকরিয়া আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রধান পরিচালক আবদুস শাকুরের সার্বিক তত্বাবধানে এবং চকরিয়া ক্বিরাত সংস্থার সভাপতি মোহাম্মদ নুরুন্নবীর সার্বিক নির্দেশনায় পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংস্থার সহ-সভাপতি আ.ফ.ম ইকবাল হাসান আনোয়ারী, সহ-সভাপতি হাফেজ এহসানুল হক, ভারপ্রাপ্ত সেক্রেটারি সাংবাদিক এইচ.এম রুহুল কাদের। 

চকরিয়ায় শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা অনুষ্ঠিত

চকরিয়ায় শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা অনুষ্ঠিত

চকরিয়া টাইমস: 

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা চকরিয়া সরকারি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২৭ নভেম্বর) বাদে আসর অনুষ্ঠিত গায়েবানা জানাযা নামাযের ইমামতি করেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী। তিনি গায়েবানা জানাযা শেষে শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণসহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুক্তি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন। 
বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, চকরিয়া পৌরসভা বিএনপি নেতা এম. আলী আকবর, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, তরুণ সমাজসেবক ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা হাফেজ এহসানুল হকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। 

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আইন পেশার লোকজনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

চকরিয়ার হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক আহমদ

চকরিয়ার হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক আহমদ

চকরিয়া টাইমস: 

চকরিয়ার ফাঁসিয়াখালীস্থ হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসায় বিশাল অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল দশটায় হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আবু আইয়ুব আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়ার কৃতি সন্তান ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমেদ। 

এরআগে ধর্ম উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমদ মাদরাসা প্রাঙ্গণে এসে পৌঁছালে; মাদরাসা পরিচালনা কমিটি ও শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

মাদরাসা পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য  মাওলানা আবু হুরায়রার সঞ্চালনায় অনুষ্ঠানে 

প্রধান মেহমান ছিলেন হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম ছাবু। এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল। 

বিশেষ অতিথি ছিলেন হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক মকছুদ আহমদ ও আলহাজ্ব নুর মোহাম্মদ এমইউপি। 

মাদরাসার ভারপ্রাপ্ত সুপার হাফেজ মাওলানা ইব্রাহিম সার্বিক তত্ত্বাবধানে শুরুতে উদ্বোধকের বক্তব্য রাখেন হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন। 

এসময় মাদরাসার শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, মাদরাসা পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন : মাসুদ সাঈদী

ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন : মাসুদ সাঈদী

চকরিয়ায় ছাত্রকল্যাণ ফোরামের মাহফিল 

নিজস্ব প্রতিবেদক : 

পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, মানবরচিত কোনো মতবাদই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। একমাত্র ইনসাফ ও ভারসাম্যপূর্ণ আল্লাহর আইন দ্বারাই আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আর এজন্য প্রয়োজন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রিয় জন্মভূমি বাংলাদেশে সৎ, যোগ্য, দক্ষ ও আমানতদার লোক হিসেবে তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াত হচ্ছে নীতি-নৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ গড়ার কারখানা। দুনিয়া বাদ দিয়ে আখিরাতে সফল হওয়া সম্ভব নয়। আর আখিরাত বাদ দিলে দুনিয়ার জীবন ব্যার্থ। তাই জামায়াতের সকল কর্মসূচি দুনিয়া ও আখিরাতমুখী। দুনিয়া চাষ করেই আমাদেরকে আখিরাতের সফলতা অর্জন করতে হবে। 

শুক্রবার (১৫ নভেম্বর) চকরিয়া পৌরশহরের চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ৫ম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে মাসুদ সাঈদী উপরোক্ত কথাগুলো বলেন। 
বিশিষ্ট আলেমদ্বীন হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুসা ইবনে হোসাইন বিপ্লব। 
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। 
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াত মনোনীত পৌর মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক আরিফুল কবির ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন। 
চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি শহিদুল ইসলাম আল জায়েদ ও সেক্রেটারি মাজেদ বিন মুনীরের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান আনাসের সঞ্চালনায় বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে আলোচনা পেশ করেন তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশের আমীর জৈনপুরী দরবার শরীফের পীর মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নাসির উদ্দিন হেলালী, চিরিংগা জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আলাউদ্দিন ইমামী, পূর্বনলুয়া উত্তরপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মিনারুল ইসলাম ও চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার প্রভাষক ওয়াজেদুল আকবর। 

আল্লামা সাঈদী পুত্র পিরোজপুর জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা মাসুদ সাঈদী আরো বলেন, যুগে যুগে নবী-রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়ে প্রতিষ্ঠিত সমাজব্যবস্থার তীব্র বাঁধার সম্মুখীন হয়েছেন। কিন্তু কোনো বাঁধাই তাদেরকে দ্বীনের দাওয়াত থেকে বিরত রাখতে পারেনি। আমাদেরকে সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে দ্বীনের দাওয়াত চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমাদেরকেও জান ও মালের কুরবানি পেশ করতে হবে। যেমন করে জান ও মাল কুরবানির এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন আমাদের শহিদেরা। 

ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আগে নিজেদের ঘরে দাওয়াতী কাজ করতে হবে উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য সবার আগে আমাদের নিজেদের ঘরকে ইসলামী আন্দোলনের উর্বর ক্ষেত্রে পরিণত করতে হবে। পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনকে ইসলামী আন্দোলনে অন্তর্ভূক্ত করতে হবে। আল্লাহই আমাদের একমাত্র রব। তিনিই আমাদের একমাত্র পালনকর্তা, হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা। এই কথাগুলো বিশ্বাস করার সাথে সাথে তা বাস্তবায়নে পরিবারের সকল সদস্যকে নিয়ে নিজেও তা আমলের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।

যুবকদের উদ্দেশ্যে মাসুদ সাঈদী বলেন, যুবকরাই ইসলামের প্রাণশক্তি। ইসলাম যেখানে যৌবনকালকে এত গুরুত্ব দিয়েছে, মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ সন্তানদের যৌবনকালকে ভালো কাজে ব্যয় করার জন্য উদ্বুদ্ধ করেছে, সেখানে আমাদের দেশে অপশক্তিগুলো তরুণ-যুবকদেরদের নেশা, সন্ত্রাস অপকর্মের দিকে ঠেলে দিচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। আর পৃথিবীর প্রতিটি বিভাগেই যুবসমাজের ভূমিকা উল্লেখযোগ্য। তাই আল্লাহর দেওয়া পবিত্র আমানত যৌবনের প্রতিটি ধাপ, মেধা, শ্রম ও প্রতি ফোঁটা রক্ত মানুষ সত্যিকার অর্থে আল্লাহর পথে ব্যয় করলে পরিবার, সমাজ ও রাষ্ট্র কল্যাণে ভরে যাবে এবং পরকালের ভয়াবহ দিনে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় লাভের সৌভাগ্য অর্জন করবে। অন্যথায় জাহান্নামের লেলিহান শিখায় অগ্নিদগ্ধ হতে হবে। আজ দেশের এই ক্রান্তিকালে আমরা চাই তরুণ-যুবকরা গড্ডলিকা প্রবাহে না ভেসে ইসলাম সম্পর্কে জানবে, ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করবে এবং সে অনুযায়ী জীবনযাপনে অভ্যস্ত হবে। 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, জৈনপুরী দরবার শরীফের পীর মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী বলেন, মহাগ্রন্থ আল কুরআন হলো মহান আল্লাহর মহাদান, রাসূল (সা)-এর শ্রেষ্ঠ মোজেজা, বান্দার জন্য রহমতের ভান্ডার। সর্বোপরি বিশ্বমানবতার মুক্তির মহাসনদ। কুরআন এমন একটি কিতাব যা তিলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব, শিখলেও সওয়াব, শেখালেও সওয়াব, আমল করলেও সওয়াব, কাউকে আমল করতে উৎসাহিত করলেও সওয়াব। কুরআনি সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শহিদ হলেও সওয়াব, গাজী হলেও সওয়াব। পৃথিবীতে কুরআন ছাড়া এমন কোনো গ্রন্থ নেই যা তার অনুসারীদেরকে এভাবে উজ্জীবিত করে। তিনি ইসলাম ও মুসলমানদের ঈমান আকিদা নিয়ে ফাসাদ সৃষ্টিকারী কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে সজাগ ও সতর্ক হওয়ার আহবান জানান উপস্থিত তৌহিদী জনতাকে।

চকরিয়া সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে প্রতিযোগিতা

চকরিয়া সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা এবং নবীজির জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের ভারপ্রা্প্ত অধ্যক্ষ নূসরাত জাহানসহ উপস্থিত অতিথি শিক্ষকগণ।

লক্ষ্যারচরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা

লক্ষ্যারচরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার লক্ষ্যারচরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন ইসলামী চিন্তাবিদ সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ছিকলঘাট স্টেশন চত্বরে সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (১৪আগস্ট) লক্ষ্যারচর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া আল ইয়ামিন মডেল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জয়নাল আবেদীন। 

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান শ্রমিক নেতা গোলাম মোস্তফা কাইছার, বিএনপি নেতা আবু তালেব চৌধুরী প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে আল্লামা সাঈদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুুহাম্মদ ইয়াকুব। পরে উপস্থিত সকলের মাঝে রাতের খাবার হিসেবে তবারুক বিতরণ করা হয়। 

এদিকে এরআগে আসরের নামাযের পর ছিকলঘাট স্টেশন জামে মসজিদে লক্ষ্যারচরের সাবেক ইউপি চেয়ারম্যান জননেতা গোলাম মোস্তফা কাইছারের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় ওলামা মাশায়েখ, মাদরাসা শিক্ষক ও হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে খতমে কুরআন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। 

এতে লক্ষ্যারচরের সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নুরুল কবির চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আলী আহমদ, জামায়াত নেতা আবদুল্লাহ আল মামুর, শ্রমিক নেতা শরিফুল আমিনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 


চকরিয়ায় জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধুর ৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়ায় জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধুর ৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় পার্টি চকরিয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও পৌরসভা শাখার যৌথ আয়োজনে সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল চকরিয়া নতুন বাস স্টেশনস্থ অভিজাত রেস্টুরেন্ট ফুড টার্মিনাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৪ জুলাই) দুপুর ১২টায় অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল আমিন। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বি.এ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. টিপু সুলতান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন জাপা।

এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি জুবাইরুল ইসলাম, চকরিয়া পৌরসভা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, বিএমচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বদিউল আলম, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেমসহ জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে পল্লীবন্ধু মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত এবং দীর্ঘদিন ধরে অসুস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাজ্বী মুহাম্মদ ইলিয়াছের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।  


বরের বেশে ইমামের বিদায়!

বরের বেশে ইমামের বিদায়!

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে টানা ৩৬ বছর ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালনের পর মাওলানা ক্বারী নুরুল হককে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাজকীয় বিদায় জানিয়েছে খরুলিয়ার গ্রামবাসী, প্রাক্তন ছাত্র পরিষদসহ মসজিদ পরিচালনা কমিটি। বরের বেশে মাওলানাকে গ্রামের বাড়ি পৌঁছে দিতে চড়ানো হয়েছে মোটরসাইকেল বহর সহকারে ফুল সজ্জিত কারগাড়িতে। জমকালো এ অনুষ্ঠানে অকৃত্রিম ভালোবাসার কারণে তাকে পেনশন হিসেবে হাতে তুলে দিয়েছেন নগদ সাড়ে ৮ লাখ টাকার বিরল সম্মাননাসহ অসংখ্য উপহার। বিদায় বেলায় একজন ইমামকে সম্মানিত করার এমন উদ্যোগ বাস্তবায়ন করায় প্রশংসায় ভাসছেন প্রাক্তন ছাত্র পরিষদসহ আয়োজকরা।

শনিবার (১৩ জুলাই) সকালে খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অবসরপ্রাপ্ত ইমাম মাওলানা ক্বারী নুরুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সংবর্ধিত ইমাম মাওলানা নুরুল হক পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের জালিয়ারচাং গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালের দিকে মাওলানা নুরুল হককে মসজিদটিতে ইমামতির দায়িত্ব দেন। এরপর কেটে যায় প্রায় ৩৬টি বছর। কর্মস্থল এ মসজিদটিতে তিনি তার উদ্যোগে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সময় নানান সংস্কার কাজ করেন। পাশাপাশি শিক্ষকতা করেছেন খরুলিয়া তালিমুল কোরআন মাদরাসায়। এছাড়া খরুলিয়া নূরানী এন্ড ক্যাডেট মাদরাসা প্রতিষ্ঠা করতে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। বর্ণাঢ্য কর্মময় জীবন অতিবাহিত করা প্রিয় ইমাম প্রিয় শিক্ষককে স্মরণীয় বিদায় জানাতে গ্রামবাসীসহ তাঁর প্রাক্তন ছাত্ররা ওই মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

মসজিদ পরিচালনায় কমিটির সভাপতি মাস্টার হাবীব আহমদের সভাপতিত্বে ও ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মিজানুল কবিরের পরিচালনায় শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন পেকুয়া এমইউ ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এম. আজিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাসান।

এতে ইমাম মাওলানা নুরুল হকের কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আমিনুল হক, ইসলামী ব্যাংক হেড অফিসের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ হোসাইন, মসজিদ কমিটির সহ-সভাপতি মুস্তফা কামাল, ব্যবসায়ী রহিম উদ্দীন, ইউপি সদস্য শরীফ উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রশিদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ, মাস্টার গোলাম কবির, মাওলানা আবদুল্লাহ, শিক্ষক আলতাফ হোসাইন, সিরাজুল হক নিজামী, ব্যবসায়ী আজিম খান, সমাজকর্মী জাহাঙ্গীর আলম শামস, ইঞ্জিনিয়ার কায়ছার উদ্দিন, মোশারফ হোসাইন, ব্যাংক কর্মকর্তা আনিসুল কবির, ব্যবসায়ী ও যুবনেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এসময় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, আলেমেদ্বীনসহ বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর খরুলিয়ার ৭ গ্রামের বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে পুরো খরুলিয়ায় উৎসবের আমেজ তৈরি হয়। বিশেষ করে খরুলিয়া সিএনজি চালক সমিতি, ফার্নিচার ব্যবসায়ী সমিতি, বাজার ব্যবসায়ী সমিতি, মসজিদ কমিটি, এলাকাবাসী, প্রাক্তন ছাত্র পরিষদ ও নুরানী ক্যাডেট মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট এবং সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি খরুলিয়া তালিমুল কোরআন মাদরাসা অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মাওলানা মোহাম্মদ হোসাইনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

বিদায়ী ইমামের স্মৃতি তুলে ধরতে গিয়ে মুসল্লিা বলেন, আমরা নামাজ কালাম শেখাসহ সামাজিক যাবতীয় সমস্যায় হুজুরের কাছ থেকে সমাধান নিতাম। হুজুর অনেক ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি হয়ে থাকবেন। বার্ধক্যজনিত সমস্যার কারণে আমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছেন; যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

স্থানীয় সমাজ কর্মী জিয়াউল হক জিয়া, আনিসুল কবির, শরিয়ত উল্লাহ, ফয়সাল মাহমুদসহ শত শত যুবক বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৩৬ বছর দ্বিনি শিক্ষায় আমাদের আলোকিত করেছেন।

ইসলামি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মিজানুল কবির বলেন, কক্সবাজার সদরে ইমামের এমন রাজকীয় বিদায় সংবর্ধনা এটাই প্রথম। এরআগে কখনো উপজেলায় এমনভাবে কোনো ইমামকে বিদায় দেওয়া হয়নি। ইমাম সমাজের নেতা। নেতাকে রাজকীয়ভাবে বিদায় দিতে পেরে আমরা মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ।

সংবর্ধিত বিদায়ী ইমাম মাওলানা নুরুল হক আবেগ আপ্লুত হয়ে চোখের পানি মুছতে মুছতে বলেন, ১৯৮৯ সাল থেকে এই মসজিদে ইমামতি করে আসছি। ৩৬ বছরের বিদায় বেলাতে এত ভালোবাসা ও সম্মান দেওয়ায় আমি সত্যিই মুগ্ধ হয়েছি। বিদায়বেলায় তিনি কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গড়া এবং ঈমান ও আমলের ওপর সবাইকে জীবন পরিচালিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা এম. আজিজুল হক বলেন, আজকের এই অনুষ্ঠান সবার চক্ষু খোলে দিয়েছে। সকল মসজিদের দায়িত্বশীলদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে ইমাম-মুয়াজ্জিনদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে সকলকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার আহবান জানান। 

অনুষ্ঠান শেষে বিদায়ী ইমাম ক্বারী মাওলানা নুরুল হককে বরের বেশে ফুল সজ্জিত প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে গ্রামের বাড়িতে পৌঁছে দেন আয়োজকরা। দীর্ঘ ৩৬ বছরের কর্মময় এলাকা খরুলিয়ার হাজারো মুসল্লি ও শিক্ষার্থীসহ পুরো গ্রামবাসী আবেগ আপ্লুত হয়ে ক্বারী নুরুল হক হুজুরকে বিদায় জানান অশ্রুসিক্ত নয়নে।


ভয়াল ২৯শে এপ্রিল ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে ধলঘাটা এসোসিয়েশনের দোয়া মাহফিল

ভয়াল ২৯শে এপ্রিল ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে ধলঘাটা এসোসিয়েশনের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানী ঢাকাস্থ মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের বাসিন্দাদের সংগঠন ধলঘাটা এসোসিয়েশনের উদ্যোগে ১৯৯১সালে ভয়াল ২৯শে এপ্রিল প্রলংয়করী ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল দি রয়েল পাবলিকেশন্স মসজিদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯এপ্রিল) মাগবিবের নামাযের পরে ধলঘাটা মোহাম্মদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

তরুণ সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ সেলিম উদ্দিন।

আলোচনা সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ‍দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্সের ম্যানেজিং ডিরেক্টর সাঈদ মুহাম্মদ দিদার, ইসলামী ব্যাংক মিরপুর শাখার কর্মকর্তা মুহাম্মদ আয়াত উল্লাহ ও শিল্পী মুহাম্মদ শামসুল আলম টিটু।

পরে প্রলয়ংকরী ঘুর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফিরাত একং জীবিত সকল আত্মীয় স্বজনদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন দোয়া অনুষ্ঠানের সভাপতি মাওলানা সিরাজুল হক।

চকরিয়ায় সালাতুল ইসতিশকারে বৃষ্টির জন্য কেঁদেছে শতশত মানুষ!

চকরিয়ায় সালাতুল ইসতিশকারে বৃষ্টির জন্য কেঁদেছে শতশত মানুষ!

নিজস্ব প্রতিবেদক : 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজনে সালাতুল ইসতিশকার ও বৃষ্টির জন্য প্রার্থনা অনুষ্ঠান শতশত ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে বৃহস্পতিবার (২৫এপ্রিল) চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর বিশিষ্ট সমাজসেবক মো. আরিফুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে ইসতিশকার নামাযে ইমামতি ও খুতবা পাঠ করেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী। 

পরে তিনি বৃষ্টির জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে বৃষ্টির জন্য কান্না করেন উপস্থিত শতশত মানুষ। 

এসময় জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা জামাল হোছাইন নূরী, মাওলানা জসিম উদ্দিন হেলালী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল হাসান সাকিব, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম ফোরকান, তরুণ সমাজসেবক এইচ.এম এহসানুল হকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় শহীদ মহিউদ্দিন মাসুম স্মরণে জামায়াতের ইফতার মাহফিল

চকরিয়ায় শহীদ মহিউদ্দিন মাসুম স্মরণে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ৬নং ওয়ার্ডে শহীদ মহিউদ্দিন মাসুমের স্মরণে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল সোমবার (৮এপ্রিল) স্থানীয় হেফজখানা মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে এবং জামায়াত নেতা নবিউল হাসান মাহিন ও মো. কাশেমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবুল বশর। 

প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কুতুব উদ্দিন হেলালী। 

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মো. মুসা ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম। 

এসময় ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ফরিদুল আলম চৌধুরী, চকরিয়া মা-শিশু ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জামায়াত নেতা মোহাম্মদ জাকারিয়া, বিশিষ্ট সমাজসেবক শহীদুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন জামায়াত নেতা এইচ.এম এরশাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ মহিউদ্দিন মাসুমের অপরাধ ছিল তিনি টুপি মাথায় দিয়ে চলতেন, নিয়মিত নামাজ পড়তেন এবং দ্বীন কায়েমের পথে অবিচল ছিলেন। তাই তার হত্যার বদলা নিতে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।   

পরে শহীদ মাসুমের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত পরিচালনা করেন ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল মান্নান।

চকরিয়ায় মাওলানা ঈমাম উদ্দিন ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়ায় মাওলানা ঈমাম উদ্দিন ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড পালাকাটার লালমিয়া সওদাগরপাড়াস্থ স্বেচ্ছসেবী ও সমাজসেবামূলক সংগঠন মাওলানা ঈমাম উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার (৮এপ্রিল) স্থানীয় মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল হাসান সাকিবের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া শেখ রাসেল স্কুলের সভাপতি তরুণ রাজনীতিবিদ তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগি হাফেজ মাওলানা এহসানুল হক, বিশিষ্ট সমাজসেবক প্রবাসী জাহেদুল ইসলাম ও ছাত্রনেতা আবদুল আজিজ। 

এসময় ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শাহজালাল শাহেদ, দৈনিক বাংলাদেশের আলো চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক অগ্নিশিখা প্রতিনিধি মো. এরফান চৌধুরী, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মুছা ইবনে হোসাইন বিপ্লব ও বিজয় বাংলাদেশের প্রতিনিধি মো. আরফাতুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন এলাকার কৃতি সন্তান ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী। 

আলোচনা সভায় বক্তারা বলেন, মাওলানা ঈমাম উদ্দিন ছিলেন একজন সফল সমাজসেবক ও সমাজ সংস্কারক। ছিলেন আলোকিত মানুষ। তিনি এতদাঞ্চলে ইসলাম তথা দ্বীন চর্চার মাধ্যমে ইনসাফভিত্তিক ন্যায়নীতির সমাজ প্রতিষ্ঠার জন্য অনন্য ভূমিকা রাখেন। যার ফলশ্রুতিতে তার রেখে যাওয়া আদর্শিক চিন্তা-চেতনা ও কর্মজজ্ঞ বাস্তবায়নের ধারা অব্যাহত রাখার মাধ্যমে মাওলানা ঈমাম উদ্দিনের উত্তরসুরীরা সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে একটি আলোকিত সমাজ বিনির্মাণে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা। তাছাড়া বক্তারা- একটি মানসম্মত পাঠাগার স্থাপন এবং শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া এলাকার অনগ্রসর ছেলে-মেয়েদের পড়ালেখায় মনোনিবেশের মাধ্যমে তাদেরকে সামাজিক অবস্থানে প্রতিষ্ঠিত করতে; সেই ধরনের উপযোগি পরিবেশ নিশ্চিত করার ওপর জোর মতামত দেন। 

পরে মাওলানা ঈমাম উদ্দিন ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

চকরিয়ার কৈয়ারবিল জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চকরিয়ার কৈয়ারবিল জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল রোববার (৭ এপ্রিল) পৌরশহরের সাম্পান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিয়ন জামায়াত নেতা মো. অলি উল্লাহ নাজেরির সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ। 

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবুল বশর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল্লাহ আল মামুর, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মো. জুনায়েদ ও বিশিষ্ট সমাজসেবক রিয়ানুল হক। 

এসময় জামায়াত নেতা হারুনুর রশিদ, মাস্টার মসি উল্লাহ, প্রফেসর জামাল সাকিব, বিশিষ্ট সামাজসেবক বাবুল হোসাইনসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। 

চকরিয়ার ফাঁসিয়াখালী জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চকরিয়ার ফাঁসিয়াখালী জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : 

জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল বুধবার (৩ এপ্রিল) স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইবরাহিমের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবুল বাশার। 

এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াত নেতা মাস্টার মোহাম্মদ হোছাইন, মাওলানা নুরুল আলম ও স্থানীয় ওলামা মাশায়েখ পরিষদের নেতা মাওলানা মনিরুল আলম কুতুবী। 

এসময় ইউনিয়ন জামায়াত নেতা এইচ.এম এরশাদ, ৪নং ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।