শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
চকরিয়া পৌরশহরের সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে তিনি নিজেই চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
একইভাবে চকরিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নারায়ন কান্তি দাশসহ সনাতনী সম্প্রদায়ের নেতারা ফুল দিয়ে জননেতা আবদুল্লাহ আল ফারুককে বরণ করেন।
এসময় অতিথি হিসেবে সঙ্গে ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম।
পরিদর্শকালে এমপি প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক বলেন, জামায়াতে ইসলামী বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। আগামীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। যা হবে আরো বলিষ্ট। সেই লক্ষ্যে বিশ্ববরেণ্য মানবিক রাহবার আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দেশব্যাপি কাজ করে যাচ্ছেন। তিনি সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় বড় দুর্গোৎসবের সার্বিক সফলতা কামনা করেন। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা ম-পে সক্রিয় দায়িত্ব পালনকারী দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ আইনশৃংখলা বাহিনীর কর্তব্য নিয়ে প্রশংসা করেন এবং ধন্যবাদ জানিয়ে পূজা শেষ হওয়া পর্যন্ত; সার্বিক আইন শৃংখলা রক্ষায় তাদের কাছে দায়িত্বশীল ভূমিকা আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল্লাহ আল মামুর, জামায়াত নেতা হারবাং ইউপির সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, লক্ষ্যারচর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, শ্রমিক নেতা শরিফুল আমিন, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি টিটু বশাক, দপ্তর সম্পাদক লিটন, যুব কল্যাণ সমিতির সভাপতি বিন্দু দাশ, মন্দির পূজা কমিটির সভাপতি রুবেল দে, সাধারণ সম্পাদক রিপন বশা ও সাংবাদিক মুকুল কান্তি দাশ উপস্থিত ছিলেন।
0 comments: