চকরিয়া টাইমস :
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার শহর শাখার আয়োজনে আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী। তিনি বর্ণিল বেলুন উড়িয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন ও সাংবাদিক হাসানুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফুলকুঁড়ি আসর-এর মহৎ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “শিশুদের সুস্থ বিকাশ ও আলোকিত আগামী গড়ার এই মহৎ প্রয়াস সমাজ ও জাতিকে করেছে সমৃদ্ধ। প্রতিষ্ঠার এই মহিমান্বিত দিনে আমাদের কামনা— ফুলকুঁড়ি আসর এগিয়ে যাক আরও অনেক দূর, নতুন স্বপ্ন পূরণের পথে হয়ে উঠুক আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল নানা বর্ণিল ও সৃজনশীল প্রতিযোগিতা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালিকা উৎসব এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা (গান, আবৃত্তি, ক্বেরাত)। সকল প্রতিযোগিতায় শিশু-কিশোর বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত সকল শিশুকিশোর বন্ধু তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেয়, যা পুরো আয়োজনটিকে করে তোলে এক আনন্দময় মিলনমেলা।
0 comments: