Showing posts with label পার্বত্য. Show all posts
Showing posts with label পার্বত্য. Show all posts
কাতারে গণিত প্রতিযোগিতায় লামার উছাইওয়াংয়ের সাফল্য

কাতারে গণিত প্রতিযোগিতায় লামার উছাইওয়াংয়ের সাফল্য

চকরিয়া টাইমস :

গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ইং কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ। এ আয়োজনের ১২তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশের গণিত টিম।

এ দলের একজন সদস্য বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মার্মা। এই প্রতিযোগিতায় সে রৌপ্য পদক অর্জন করে। এবছরই কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা প্রথমবার ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণ করে। এতে জাতীয় পর্বে বিজয়ী হয় এই স্কুলের চার জন ছাত্র।

পরবর্তীতে আন্তর্জাতিক আসরের জন্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয় উছাইওয়াং মার্মা। তার এই সাফল্যে স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, উছাইওয়াং ক্লাসের শেষে সুযোগ পেলেই গণিত প্র্যাকটিস করে। আমরা তার আরো সুন্দর ভবিষ্যৎ কামনা করি।
উল্লেখ্য, কোয়ান্টাম কসমো স্কুলে দেশের নানা প্রান্ত থেকে আসা অসহায় অথবা এতিম শিশুরা লেখাপড়া করে। এটি একটি আবাসিক স্কুল। ২০১৬ সালে উছাইওয়াং এই স্কুলে ভর্তি হয় শিশু শ্রেণিতে। বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের পিতৃহীন এই শিশুর অভিভাভক হলেন তার মা এবং নানি। তারা উছাইওয়াং-এর অর্জনের জন্যে স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্কুলে ভর্তি না হলে উছাইওয়াং এ পর্যন্ত আসতে পারত না।
রাঙ্গামাটি লংদুতে বজ্রপাতে নিহত পাঁচ পরিবারে আমীরে জামায়াতের পক্ষ থেকে অর্থ সহায়তা

রাঙ্গামাটি লংদুতে বজ্রপাতে নিহত পাঁচ পরিবারে আমীরে জামায়াতের পক্ষ থেকে অর্থ সহায়তা

বার্তা পরিবেশক : 

পার্বত্য জেলা রাঙ্গামাটির দূর্গম এলাকা লংগদু উপজেলাধীন ভাসান্যাদম ও করল্যাছড়িতে বজ্রপাতে মারা যাওয়া ৫জনের পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মানবিক নেতা ডাঃ শফিকুর রহমানের পক্ষ থেকে অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৯জুন) জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের পক্ষ থেকে প্রতি পরিবারের স্বজনদের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন। 

এতে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আবদুল আলীম। এসময় জেলা সহকারী সেক্রেটারি মনছুরুল হক, জেলা প্রচার সেক্রেটারি এডভোকেট হারুনুর রশীদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা এ.এল.এম সিরাজুল ইসলাম, জামায়াত নেতা খন্দকার মতিউর রহমান, ডা. ছিদ্দিকুর রহমান খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

খাগড়াছড়ি ফুটবল টুর্নামেন্টে সেমিতে শেখ জামাল ক্লাব চকরিয়া

খাগড়াছড়ি ফুটবল টুর্নামেন্টে সেমিতে শেখ জামাল ক্লাব চকরিয়া

নিজস্ব প্রতিবেদক : 

খাগড়াছড়ি শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী খেলা বুধবার (১২ অক্টোবর) স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় খাগড়াছড়ি রামগড় একাদশের মুখোমুখি হয় শেখ জামাল ক্লাব চকরিয়া। 

এতে খাগড়াছড়ি রামগড় একাদশকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে শেখ জামাল ক্লাব চকরিয়া। খেলায় খাগড়াছড়ি উপজেলা প্রশাসনসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সেমিতে উঠা শেখ জামাল ক্লাবের সার্বিক তত্ত্বাবধান করছেন ক্লাবের চেয়ারম্যান কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ)’র সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। তিনি দলটির সফলতা কামনায় সকলের দোয়া চেয়েছেন।   

লামা উপজেলা মহিলাদলের সভাপতি মনোনীত হলেন শারাবান তহুরা

লামা উপজেলা মহিলাদলের সভাপতি মনোনীত হলেন শারাবান তহুরা

নিজস্ব প্রতিবেদক : 

 বান্দরবানের লামা উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি মনোনীত হয়েছেন লামা উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও নারী নেত্রী শারাবান তহুরা।  

বুধবার (৭ সেপ্টেম্বর) বান্দরবান জেলা মহিলাদলেল দপ্তর সম্পাদক এ্যানি সেন স্বাক্ষরিত একটি সাংগঠনিক প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।  

এতে শারাবান তহুরা ত্রিপুরাকে সভাপতি ও মোছাম্মৎ রাবেয়া আক্তারকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা মহিলাদলের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।  

এ কমিটির অনুমোদন করেন বান্দরবান জেলা মহিলাদলের সভাপতি কাজী নিরুতাজ বেগম ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্যাসিং মারমা।  ওই প্রেস বিজ্ঞপ্তিতে লামা উপজেলা মহিলাদলের পূর্ব কমিটি বিলুপ্ত করার কথাও উল্লেখ করা হয়।

লামায় আওয়ামীলীগের বিক্ষোভ

লামায় আওয়ামীলীগের বিক্ষোভ

জাহিদ হাসান, বান্দরবান :
বান্দরবানের লামায় জাতীয় শোক দিবস ও প্রতিবাদ সমাবেশে আওয়ামীলীগ নেতারা বলেন, "বিএনপি'র সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আবারো শেখ হাসিনা তথা জাতীয় উন্নয়নের সরকার গঠনে আমরা ঔক্যবদ্ধ। পার্বত্য জনপদ-বান্দরবানে ব্যপক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বীর বাহাদুরকে আবারো বিপুল ভোটে জয়যুক্ত" করার ঘোষণা দেন বক্তারা। ৩০ আগষ্ট (মঙ্গলবার) সাড়ে ১১ টায় বিক্ষোভ মিছিল শেষে শহরের চৌরঙ্গী মোড়ে শোক সভায় সভপতিত্ব করেন আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা।

লামা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উদীয়মান নেতা প্রদীপ কান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম ও পৌর সভাপতি মোঃ রফিক কাউন্সিলর,এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিকলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মি সমর্থকরা লামা কেন্দ্রীয় পৌর বাস টার্মিনালে খন্ড খন্ড মিছিল নিয়ে এসে জড়ো হন। বেলাপৌনে ১১ টায় কয়েক হাজার কর্মী সমর্থক সম্মিলিত বিক্ষোভ মিছিল করে।

এসময় দীর্ঘ সারির মিছিলে "শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার, মুজিব কন্যার সরকার বারবার দরকার, ৭১'র দালালেরা হুশিয়ার সাবধান, জামায়াত বিএনপি দেশ ছাড়''- ইত্যাদি স্লোগানের শব্দে লামার রাজপথ কেঁপে উঠে। জাতীয় শোক দিবস ও চারদলীয় জামায়াত বিএনপি জোট সরকারামলে ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা, তার আগে ২০০৪ সালে ২১ আগস্ট শহীদ সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যা ও বাংলাদেশ আওয়ামীলীগকে নিচ্ছিন্ন করার উদ্দেশ্যে বর্বোরচিত গ্রেনেড হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ভাদ্রের মেঘ তাতানো রৌদ্রের প্রখরতাকে উপেক্ষা করে কর্মসূচিতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ১০ থেকে বারো হাজার কর্মি সমর্থকরা অংশ নেন।প্রসঙ্গত: পরপর টানা তিনবার ক্ষমতা থাকাকালে এটাই ছিল লামা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বড় কোনো মিছিল-সমাবেশ।
পার্বত্য মন্ত্রীর প্রোগ্রাম ব্যতিত আর কোন সভা সমাবেশে এত কর্মী সমর্থকের উৎসাহ মূলক অংশ গ্রহন লক্ষ্য করা যায়নি বলে অনেকে মন্তব্য করেন।

এর কারন হিসেবে জানাযায়, বিরোধীদলীয়দের কার্যক্রম না থাকায় মূলত: এমন শান্ত ছিল সরকার দল। সাম্প্রতিক সময়ে বিএনপির পরপর দুইটি মিছিল সভা সমাবেশের পরই নড়েচড়ে বসেন আওয়ামীলীগ। এর ফলে সরকার দলের কর্মী সাধারণরা মনে করেন, হালে দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে তাদের কদর বেড়েছে।
বান্দরবান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শেখ জামাল ক্লাব চকরিয়ার উড়ন্ত সূচনা

বান্দরবান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শেখ জামাল ক্লাব চকরিয়ার উড়ন্ত সূচনা

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

বান্দরবান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী খেলায় ফেনী জেলাকে ৩-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে শেখ জামাল ক্লাব চকরিয়া। 

শুক্রবার (২০ মে) বান্দরবান জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদীর হাতে গড়া ফুটবলদল শেখ জামাল ক্লাব চকরিয়া ফুরফুরে মেজাজে জয়লাভ করে। 

বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি এ টুনামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার, ডিজিএফআই ডেট কমান্ডার, বান্দরবান সেনা জোনের কমান্ডার, বান্দরবান পুলিশ সুপার, এনএসআই’র যুগ্ম-পরিচালক, বান্দরবানের অতিরিক্ত জেলাপ্রশাসক এবং অতিরিক্ত  পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বান্দরবান জেলা দলসহ বিভিন্ন জেলা থেকে ৮টি দল অংশগ্রহণ করেছে। 


মাতামুহুরী নদী থেকে ভাসমান টমটম চালকের লাশ উদ্ধার

মাতামুহুরী নদী থেকে ভাসমান টমটম চালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : 

পার্বত্য বান্দরবানের লামায় মাতামুহুরী নদী থেকে ভাসমান সুমন কর্মকার নামে একজন বিদ্যুত চালিত অটো রিকশা (টমটম) চালকের লাশ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৬এপ্রিল) সকালে স্থানীয় জনসাধারণের সংবাদের ভিত্তিতে তাদেরই সহযোগিতায় লামা থানা পুলিশের একটি দল এ লাশ উদ্ধার করে। 

মৃত সুমন লামা পৌরসভার বড় নুনারবিল এলাকার সুরেশ কর্মকারের ছেলে বলে জানা গেছে।

লেবুর হালি ৬০ টাকা!

লেবুর হালি ৬০ টাকা!

নিজস্ব প্রতিবেদক : 

রমজান উপলক্ষে লেবুর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে। নাইক্ষ্যংছড়ি বাজারে কিছু অসাধু ও সুযোগসন্ধানী ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো যখন তখন যে কোনো নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন।

অভিযোগ উঠেছে, প্রশাসনের নাকের ডগায় নাইক্ষ্যংছড়ি বাজারে অসাধু একটি সিন্ডিকেট চড়া মূল্যের কারসাজি করে চলেছে। প্রশাসনের নজরদারি না থাকায় এসব হচ্ছে বলে মনে করেন ভুক্তভোগিরা।

এ সুযোগে এখন এক হালি (চারটি) লেবুর দাম রাখা হচ্ছে তিন কুড়ি ৬০টাকা। প্রচন্ড গরমে লেবুর রসের শরবত আরাম ও স্বস্তিদায়ক। তাও আবার রমজানের ইফতারির পানীয় তালিকায়। 

সেই সুবাধে রোজাদার ক্রেতাদের চাহিদাকে কেন্দ্র করে মুনাফা লোভী অসাধু ব্যবসায়ীরা চারটি লেবুর দামে হাতিয়ে নিচ্ছেন তিন গুণ টাকা।  

তাই নিত্য প্রয়োজনীয় বাজার দর নিয়ন্ত্রণে তড়িৎ হস্তক্ষেপপূর্বক নিত্য পন্য ক্রয় ক্ষমতায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগি ও সচেতন মহল।


হায়দারনাশী আলোর দিশারী ইসলামী সংগঠনের তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

হায়দারনাশী আলোর দিশারী ইসলামী সংগঠনের তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী আলোর দিশারী ইসলামী সংগঠনের উদ্যোগে নবম তাফসীরুল কুরআন মাহফিল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) হায়দারনাশী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেকের সভাপতিত্বে আলোচনা পেশ করেন শাইখ আবদুর রহমানী, মাওলানা দেলাওয়ার বিন দেওয়ান, মাওলানা আহমদুর রহমান আজাদ, মাওলানা আবুল ফজল ও মাওলানা রফিক উদ্দিন। 

এসময় মাহফিল পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লামার লুলাইংয়ে আলীকদম সেনা জোনের শীতবস্ত্র বিতরণ

লামার লুলাইংয়ে আলীকদম সেনা জোনের শীতবস্ত্র বিতরণ

রফিকুল ইসলাম রফিক (চকরিয়া টাইমস) : 


লামা উপজেলার লুলাইংমুখ বাঙ্গালি বাজারে আলীকদম সেনা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত ও শিশুদের  মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার (১২ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে ১০টায় আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর জোবায়ের মোহাম্মদ খালেদ হোসেন (২৩ বীর) এর নেতৃত্বে এসব শীতবস্ত্র বিতরন করা হয়।  

এসময় তিনি অসহায় ৬০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও ৮৫ জন শিশুদের গরম কাপড় বিতরণ করেন।

সেনা প্রশাসন কর্তৃক প্রচণ্ড শীতে গরম কাপড় পেয়ে দুর্গম‌ এলাকার বাসিন্দারা অনেক আনন্দিত ও উৎফুল্ল হতে দেখা গেছে।

ফাইতং ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আনছার উদ্দিনের মনোনয়নপত্র দাখিল

ফাইতং ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আনছার উদ্দিনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : 

আগামী ১১নভেম্বর পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী মো. আনছার উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

শনিবার (১৬নভেম্বর) উপজেলা সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এটি জমা দেন। বুধবার (১৩নভেম্বর) তিনি মেম্বার পদে মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।  

এদিকে মনোনয়নপত্র দাখিল পরবর্তী ফাইতং ইউপি মেম্বার পদপ্রার্থী আনছার উদ্দিন সকলের আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেন। 

অন্যদিকে স্থানীয়রা জানান, বিশিষ্ট সমাজসেবক আনছার উদ্দিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নিকট একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি সুখে-দুঃখে এলাকার সর্বজনের কাছের মানুষ হিসেবেও পরিচিতি লাভ করেন।

আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাফফর মেম্বারের ইন্তিকাল

আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাফফর মেম্বারের ইন্তিকাল

নিজস্ব প্রতিবেদক : 

আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক প্রকাশ মোজাফফর মেম্বার (৬২) আজ শনিবার (৩১জুলাই) পৌঁনে ৭টার দিকে নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। 

উপজেলার বাস স্টেশনপাড়া নিবাসী মোজাফফর মেম্বারের নামাযে জানাযা বিকাল ৫টায় আসরের নামাযের পর আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রীয় মর্যাদায় ফাইতং ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামশুল আলমের জানাযা সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় ফাইতং ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামশুল আলমের জানাযা সম্পন্ন

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

চকরিয়ার সীমান্তবর্তী এলাকা পার্বত্য বান্দরবান লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও  ইউনিয়ন বিএনপির সভাপতি বীর  মুক্তিযোদ্ধা শামশুল আলমের নামাযে জানাযা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭জুলাই) সকাল ১১টায় লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে চৌকস পুলিশ টিম লাল সবুজের পতাকায় আবৃত কফিনের সামনে দাঁড়িয়ে যথাযথ মর্যাদায় সশ্রদ্ধ সালাম প্রদর্শন করেন।  

নির্লোভ নিরংহকারী বর্ষিয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক শামশুল আলমের নামাযে জানাযায় অংশগ্রহণ করেছেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল ও পৌরসভা মেয়র জহিরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান বাড়ির সামনে একেখানের মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। বৈরি আবহাওয়া ও অবিরাম বর্ষণ উপেক্ষা করে বিশাল নামাযে জানাযায় লামা বান্দরবান ও পাশ্ববর্তী উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ এলাকায় সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শামশুল আলমের নিথর দেহ চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, ফাইতং ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  ৬নং ওয়ার্ড নয়াপাড়া বাসিন্দা শামশুল আলম (৭২) সোমবার (২৬জুলাই) রাত পৌঁনে ১২টার দিকে চকরিয়ার জমজম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

লামায় ছাত্রলীগের ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল

লামায় ছাত্রলীগের ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল

নিজস্ব প্রতিবেদক : 

বান্দরবানের লামায় ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ লামা উপজেলা এইকাজে সহযোগীতা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এই বুথ থেকে বিনা মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নেওয়া যাবে। বুথে আছে ব্যবহৃত মাস্ক ফেলার জায়গাও। বুথটি খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

সোমবার (২৬ জুলাই) সকালে লামা উপজেলা ভবনের সামনে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ, উপজেলা আওয়ামিলীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, নবাগত সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান, লামা থানা ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান মিজান, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শাহীন, পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব দাশ, সাধারণ সম্পাদক সুমন মাহমুদ, মাতামুহুরী কলেজ ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সাদ্দাম ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ প্রমূখ।

বুথ উদ্বোধনকালে বক্তারা বলেন, করোনা থেকে সুরক্ষার জন্য সচেতনতার বিকল্প নেই৷ করোনা মহামারি একটি বৈশ্বিক সমস্যা। উন্নত দেশগুলো করোনা পরিস্থিতি সামলাতে যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে জননেত্রী শেখ হাসিনার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, রাজনৈতিক দূরদর্শিতা ও মেধার কারণেই বাংলাদেশ করোনাকে সহনশীল পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে৷ বীর বাহাদুর উশৈসিং এমপি নির্দেশে আমরা নিরলস কাজ করে যাচ্ছি৷

ছাত্রলীগও দেশব্যাপী অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে৷ করোনা প্রতিরোধক বুথ স্থাপনের ব্যতিক্রমী এই কর্মসূচিকে আমি স্বাগত জানাই৷ দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য৷ এই উদ্যোগ অব্যাহত রাখতে হবে৷

বান্দরবানে ২ হাজার কর্মহীন পেল প্রধানমন্ত্রীর উপহার

বান্দরবানে ২ হাজার কর্মহীন পেল প্রধানমন্ত্রীর উপহার

ইসমাইলুল করিম, বান্দরবান :

সারাদেশে ন্যায় করোনা মোকাবেলায় বান্দরবানে কর্মহীন হয়ে পড়া দুস্থ অসহায় পরিবার মাঝে প্রধানমন্ত্রী উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৬ জুলাই২১ইং শুক্রবার সকালে বান্দরবান জিমনেসিয়াম হলে জেলা পরিষদ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এই সময় করোনা ভাইরাসে প্রাদুর্ভাব অসহায় ও কর্মহীন হয়ে পড়া ২ হাজার দুঃস্থ পরিবার মাঝে প্রধানমন্ত্রী উপহার প্রদান করা হয়। এই সময় পার্বত্য মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বান্দরবানে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের মাধ্যমে কর্মহীন মানুষের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উপহারের প্যাকেট ১০ কেজি করে চাল পৌছে দেয়ার ব্যাবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, করোনাকালীন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহনে কর্মসুচী হাতে নিয়ে আসছে। সেই সাথে এই লকডাউনে সরকার থেকে সাধারণ মানুষকে সহায়তা পাঠানো হয়েছে। তিনি সকল জনসাধারনের প্রতি অনুরোধ করেন সরকারি স্বাস্থবিধি মেনে সচেতন হতে এবং শাররীক কোন উপসর্গের ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে।। অনুষ্টানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক পাল, এলা পরিষদ সদস্য মোজাম্মেল হক।বাহাদুর, সদস্য লক্ষিপদ দাশ,রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য তিতিম্যা মারমা, সহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি অফিসের উর্ধতন কর্মকর্তা সাংবাদিক ও প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার গণমান্যব্যক্তি বর্গ উপস্তিত ছিলেন।
লামায় ট্রাক-মাহিন্দ্র-মোটর সাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ : আহত ৪

লামায় ট্রাক-মাহিন্দ্র-মোটর সাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ : আহত ৪

নিজস্ব প্রতিবেদক :

বান্দরবানের লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পশ্চিম লাইনঝিরি এলাকায় ট্রাক, মাহিন্দ্র ও মোটর সাইকেল ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। রবিবার (১১ জুলাই'২১ইং) দুপুর ১টা ৫মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়।

নিহতরা হলেন, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার শুভ দাশ এর স্ত্রী রূপসী দাশ (২২), একই পাড়ার গোবিন্দ দে এর স্ত্রী চিনু দে (৩০) ও লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সিদকার পাড়া এলাকার মসিদিয়া গ্রামের জিয়াবুল হকের ছেলে মুক্তার আহাম্মদ (৫০)। নিহত দুইজনের লাশ ঘটনাস্থলে পড়ে আছে।

আহতরা হলেন, ট্রাকের হেলপার কুমিল্লা জেলার সদর উপজেলার কালিয়াঝুঁড়ি ইউনিয়নের বড়পুকুর উত্তর পাঁড়ের ফেলু মিয়া সর্দ্দার এর ছেলে জাকের হোসেন (৫০), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মো. শহিদুল্লাহ এর ছেলে মো. সাগর (২৫), আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার শুভ দাশ এর মেয়ে অংকিতা দে (৩)। দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার পায়ে গুরুতর আহত হলেও সে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যেক্ষদর্শীরা জানান, আলীকদম থেকে আসা চকরিয়া গামী একটি মাহিন্দ্র লকডাউনের নিয়ম ভেঙ্গে যাত্রী বোঝাই করে যাওয়ার পথে লামা পৌরসভার লাইনঝিরি মোড়ের এক ট্রাফিক পুলিশ মাহিন্দ্রটিকে থামতে বলে। মাহিন্দ্রটি পালিয়ে যেতে চাইলে ট্রাফিক পুলিশের অফিসার একটি মোটর সাইকেল নিয়ে মাহিন্দ্রটিকে ধাওয়া করে। পরে মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বাঁকে মাহিন্দ্রটিকে গতিরোধ করে রাস্তার উপরে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এসময় চকরিয়া হতে আসা আলীকদম গামী সিলেট বালু বোঝাই একটি ট্রাক (লাইসেন্স নং- চট্টমেট্রো-ট ১১-৮৬৮৯) মিরিঞ্জা পাহাড় নামার সময় ঝুঁকিপূর্ণ বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে পড়া মাহিন্দ্র ও মোটর সাইকেলটির উপর তুলে দেয়। ঘটনাস্থলে ১ পুরুষ মুক্তার আহাম্মদ ও ১ নারী চিনু দে এর মৃত্যু হয়। মোটর সাইকেল ও মাহিন্দ্রটি ধুমড়ে মুছড়ে যায়। 

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিন বলেন, আহত ৪ জনকে লামা হাসপাতালে নিয়ে আসলে সেখানে আহত রূপসী দাশের মৃত্যু হয়। বাকী আহতদের মধ্যে শিশু অংকিতা দে এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের লামা হাসপাতালে ভর্তি দেয়া হয়।

সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শুনামাত্র ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত নিহতদের উদ্ধার করি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে রাস্তার যোগাযোগ সচল করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। দোষীদের বিচারের আওতায় আনা হবে।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ামাত্র লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম ও লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ানুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে আসেন।

 লামায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে বনবিভাগের চেক বিতরণ

লামায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে বনবিভাগের চেক বিতরণ

ইসমাইলুল করিম, বান্দরবান :

বান্দরবানের লামা বনবিভাগ কর্তৃক হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত লামা উপজেলার সদর ও ডলুছড়ি রেঞ্জে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে আর্থিক ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে এসব চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ও ডলুছড়ি রেঞ্জে বন্য হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারকে ২০ লক্ষ ৫২ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

কাজী মো. গোলাম ছরোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়সার।

সভায় আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার  মো. রেজা রশীদ, সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ফাতেমা পারুল, সহকারী বন কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম,  সরই ইউনিয়ন চেয়ারম্যান মো.ফরিদুল আলম, সাংবাদিক মুহাম্মদ কামাল উদ্দিন, মো. কামরুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম, বেলাল আহমদ, এসকে খগেশ প্রতি চন্দ্র, নুরুল করিম আরমান, ফরিদ উদ্দিন, আনোয়ার হোসেনসহ প্রমুখ।

বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. কায়সার বলেন, বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। হাতির চলাচল করিডোর নষ্ট হওয়ায় হাতিগুলো লোকালয়ে চলে আসছে। হাতির জন্য অভয়ারণ্য প্রয়োজন।

 সংবাদকর্মী ইসমাইলুল করিম দৈনিক মেহেদী পত্রিকার লামা প্রতিনিধি

সংবাদকর্মী ইসমাইলুল করিম দৈনিক মেহেদী পত্রিকার লামা প্রতিনিধি

লামা (বান্দরবান) প্রতিনিধি :


সরকারি তালিকাভুক্ত কক্সবাজার জেলা থেকে প্রকাশিত দৈনিক মেহেদী'র (লামা উপজেলা) বান্দরবান প্রতিনিধি হয়েছে ইসমাইলুল করিম।  তিনি দীর্ঘ ২ আড়াই বছর ধরে লামায় শিক্ষানবিশ সংবাদকর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন।  তার এ অভিজ্ঞতায় সন্তোষ প্রকাশ করে বহুল পরিচিত দৈনিকটিতে লামা প্রতিনিধি করা হয়।

শনিবার বিকালে (২৬জুন'২১ইং) কক্সবাজার হোটেল জামানে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।  এতে মেহেদী পত্রিকার সম্পাদক স্বাক্ষরিত লামা উপজেলা প্রতিনিধি হিসেবে একটি পরিচয়পত্র প্রদান করা হয় তাকে।  তিনি লামা সাংবাদিক ফোরাম সহ-সাংগঠনিক সম্পাদক, মেঘণা টিভি বান্দরবান জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক গনতদন্ত লামা উপজেলা প্রতিনিধি,ও পাহাড় কন্ঠ স্টাফ রিপোর্টার, দৈনিক সকালের বাংলা জেলা প্রতিনিধি  হিসেবেও বিভিন্ন অনলাইনে কাজ করছেন।  তিনি ইতিপূর্বে চট্টগ্রাম ও ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে লামা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি সংবাদ সংক্রান্ত বিষয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছেন।  এদিকে বিভিন্ন শুভেচ্ছা বার্তায় লামা বান্দরবানের সংবাদকর্মীরা ইসমাইলুল করিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।