রাষ্ট্রীয় মর্যাদায় ফাইতং ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামশুল আলমের জানাযা সম্পন্ন

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

চকরিয়ার সীমান্তবর্তী এলাকা পার্বত্য বান্দরবান লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও  ইউনিয়ন বিএনপির সভাপতি বীর  মুক্তিযোদ্ধা শামশুল আলমের নামাযে জানাযা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭জুলাই) সকাল ১১টায় লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে চৌকস পুলিশ টিম লাল সবুজের পতাকায় আবৃত কফিনের সামনে দাঁড়িয়ে যথাযথ মর্যাদায় সশ্রদ্ধ সালাম প্রদর্শন করেন।  

নির্লোভ নিরংহকারী বর্ষিয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক শামশুল আলমের নামাযে জানাযায় অংশগ্রহণ করেছেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল ও পৌরসভা মেয়র জহিরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান বাড়ির সামনে একেখানের মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। বৈরি আবহাওয়া ও অবিরাম বর্ষণ উপেক্ষা করে বিশাল নামাযে জানাযায় লামা বান্দরবান ও পাশ্ববর্তী উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ এলাকায় সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শামশুল আলমের নিথর দেহ চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, ফাইতং ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  ৬নং ওয়ার্ড নয়াপাড়া বাসিন্দা শামশুল আলম (৭২) সোমবার (২৬জুলাই) রাত পৌঁনে ১২টার দিকে চকরিয়ার জমজম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: