Showing posts with label প্রবাসী. Show all posts
Showing posts with label প্রবাসী. Show all posts
প্রবাসীদের অবদান ও করণীয় শীর্ষক চকরিয়ায় প্রবাসী সোসাইটির সেমিনার

প্রবাসীদের অবদান ও করণীয় শীর্ষক চকরিয়ায় প্রবাসী সোসাইটির সেমিনার

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া প্রবাসী সোসাইটির উদ্যোগে প্রবাসীদের অবদান ও করণীয় শীর্ষক সচেতনতামূলক বিশেষ সেমিনার বৃহস্পতিবার (৫ডিসেম্বর) চকরিয়া উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

চকরিয়া প্রবাসী সোসাইটির সভাপতি হুমায়ুন কবির ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রমিজ উদ্দিন, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন মিয়া, ইসলামী ব্যাংক চকরিয়া শাখার সহ-ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, প্রবাসী ফোরামের উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান ও ছাবের আহমদ। এসময় প্রবাসী সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

আরিফুল ইসলাম খোকার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন

আরিফুল ইসলাম খোকার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক : 

প্রবাসী আরিফুল ইসলাম খোকার নেতৃত্বে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন মানবিক সংগঠনে পরিণত হয়েছে। এগিয়ে যাচ্ছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। প্রশংসনীয় সফলতা পাচ্ছে মাবনিক এ প্রতিষ্ঠানটি। চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বালুরচর ষোলহিচ্ছা গ্রামের জনৈক মঞ্জুর আলমের ছেলে আরিফুল ইসলাম খোকা এ সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম খোকা জীবিকার তাকিদে পরিবার পরিজন ছেড়ে ২০১২ সাল থেকে দুবাইতে রয়েছেন প্রবাসী হিসেবে। নিজ কর্মের পাশাপাশি সমাজ তথা নিজ এলাকার অবহেলিত মানুষের কল্যাণে কিভাবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার যায়; তার জন্য প্রতিষ্ঠা করেন ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন নামে মানবিক সংগঠন। তিনি ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ডুলাহাজারার প্রবাসী বন্ধু ও বড়ভাইয়ের নিয়ে তাদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে এই সংগঠনের ব্যানারে থেকে পরিচালনা করে আসছেন কল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম। সেই সুবাধে সংগঠনটির দীর্ঘদিন প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা সভাপতি তরুণ উদ্যোক্তা আরিফুল ইসলাম খোকার আহবানে সাড়া দিয়ে মানবিক কার্যক্রমের সারথি হতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তসহ রয়েছে অর্ধশতাধিক সদস্য।

এ ব্যাপারে জানতে চাইলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম খোকা বলেন, একটি মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু করি। এই সংগঠন নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি।

সাংগঠনিক কার্যক্রম তথা লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য রাতদিন নিরলস সময় দিয়েছি। বিভিন্ন মানুষের সাথে কথা বলে পরামর্শও নিয়েছি।

আজ নিজেকে গর্বিত মনে হয় যে; আমার হাতে গড়া একটি সংগঠন অত্র ইউনিয়নের গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে পারতেছি এই সংগঠনের মাধ্যমে। এই সংগঠনের মূল কাজই হচ্ছে অসহায়দের পাশে থেকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।

তিনি জানান, গরিব মানুষের মেয়ে যে গুলো বিয়ে দিতে পারছেন না; তাদেরকে আমরা অর্থ দিয়ে সহযোগিতা করার মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা। আমাদের ইউনিয়নের অন্তর্ভুক্ত যে সমস্ত গরিব অসহায় মানুষ রয়েছেন তন্মধ্যে অসুস্থ হলে অর্থ সহযোগিতা দিয়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা। পবিত্র রমজান মাসে ইউনিয়নের যে সমস্ত অবহেলিত মানুষ রয়েছেন তাদের মাঝে প্রত্যেক বছর রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা। এভাবে অন্যান্য আরো সামাজিক যেগুলো ভালো কাজ আছে প্রত্যেক কাজে আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করে থাকি।

তিনি বলেন, আমাদের ইউনিয়নের অন্তর্ভুক্ত যে সকল প্রবাসী ভাইয়েরা রয়েছেন; আপনারাও চাইলে আমাদের এই ফাউন্ডেশনের সদস্য হতে পারবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, সকলকে সঙ্গে নিয়ে এই ফাউন্ডেশন একদিন বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, নতুন করে কেউ যদি সদস্য হতে চান আপনারা বর্তমান যে কমিটি রয়েছে; তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সভাপতি- মোঃ শাহজাহান (+971 55 789 0327), সাধারণ সম্পাদক- নজরুল ইসলাম (+971 56 744 2562) ও সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম (+966550852162)।

ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি অনুমোদন

ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : 

ডুলাহাজারা ইউনিয়নের সর্বস্তরের প্রবাসীদের স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের ২০২৪-২০২৫ সেশনে এক বছরের জন্য নতুন পরিচালনা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (২২এপ্রিল) ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হায়দার মোস্তফা লাভলু ও প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম খোকা’র যৌথ সাক্ষরিত সাংগঠনিক প্যাডে ৭সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটি ঘোষণা করা হয়। 

এতে মোহাম্মদ শাহজাহানকে সভাপতি এবং নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। অন্যান্য পদে মনোনীত কর্মকর্তারা হলেন; সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলমাস, সহ-সভাপতি মোহাম্মদ এরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান মিরাজ, অর্থ সম্পাদক শেখ আলী আকবর ও সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম। 

উল্লেখ্য, ডুলাহাজারার প্রবাসীদের সমন্বয়ে মানব কল্যাণমূলক সংগঠনটি তরুণ উদ্যোক্তা আরিফুল ইসলাম খোকা’র হাত ধরে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ সংগঠন এলাকার হতদরিদ্র অসহায় মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দক্ষ উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতির নির্দেশনায় সকল সদস্যদের ঐক্যবদ্ধ সহযোগিতায় ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনটি সমাজে অবহেলিত জনগোষ্ঠির পাশে থেকে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

চকরিয়া হজ্ব কাফেলা’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

চকরিয়া হজ্ব কাফেলা’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়া পৌরশহরের পবিত্র হজ্ব ও উমরাহ যাত্রী এবং প্রবাসী সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চকরিয়া হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলসের আয়োজনে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল রোববার (৭ এপ্রিল) বিকাল ৫টায় হজ্ব কাফেলা নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। 

চকরিয়া হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে ও চকরিয়া হজ্ব কাফেলার পরিচালক ছৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দিন টিটু’র সার্বিক ব্যবস্থাপনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম.আর বিশ্ব সংযোগের পরিচালক চকরিয়া ট্রাভেলস এজেন্ট এসোসিয়েশন প্রধান উপদেষ্টা মো. জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া ট্রাভেলস এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মো: জাফর আলম, সহ-সেক্রেটারি হাফেজ ওমার ফারুক, মা ট্রাভেলসের পরিচালক মিজানুর রহমান, আফিফা ট্রাভেলসের পরিচালক আব্দুল খালেক, আল-মনোয়ারা ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ, বাংলাদেশ ট্রাভেলসের পরিচালক মিজবাহ উদ্দিন, শাহ আবরার হজ্ব কাফেলার পরিচালক শহিদুল ইসলাম, নুসাইফা ট্রাভেলসের পরিচালক শহিদুল ইসলাম ছোটন, নাছির ট্রাভেলের পরিচালক মক্কী নাছির উদ্দীন, এয়ার ইন্টারন্যাশনালের পরিচালক হাবিবুর রহমান, চকরিয়া প্রবাসী ট্রাভেসের পরিচালক সাইফুল ইসলাম শাওন, চকরিয়া সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমীর হোসাইন, সিনিয়র সহ-সভাপতি শোয়াইবুল ইসলাম, ওসমান গণি, সোহেল প্রমুখ। 

পরে প্রতিষ্ঠানের সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ নুরখান উদ্দিন।

চকরিয়া আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদ কাতার শাখার কমিটি অনুমোদন

চকরিয়া আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদ কাতার শাখার কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌর এলাকার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদের প্রবাসীভিত্তিক কাতার শাখার কমিটি অনুমোদন দিয়েছে প্রধান কমিটি।  

গত ২২ডিসেম্বর প্রধান কমিটির সভাপতি মো. হেফাজ উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলাম বায়েজিদ স্বাক্ষরিত একটি সাংগঠনিক প্যাডে আগামী দুই বছরের জন্য ১০সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে মো. আবদুল মুজিবকে সভাপতি ও মোহাম্মদ ইমরানকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন; সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মো. আবু হানিফ, সহ-সভাপতি মো. হায়দার, সহ-সাধারণ সম্পাদক মো. নিশাত, সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিব উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম।

চকরিয়া আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদ দুবাই শাখার কমিটি অনুমোদন

চকরিয়া আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদ দুবাই শাখার কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌর এলাকার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদের প্রবাসীভিত্তিক দুবাই শাখা কমিটির অনুমোদন দিয়েছে প্রধান কমিটি।  

গত ২২ডিসেম্বর-২০২৩ প্রধান কমিটির সভাপতি মো. হেফাজ উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলাম বায়েজিদ স্বাক্ষরিত একটি সাংগঠনিক প্যাডে আগামী দুই বছরের জন্য ১৪সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে এইচ.এম আবদুল হান্নানকে সভাপতি ও সাইফুল হাসান রিপনকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন; সহ-সভাপতি মো. বাবুল, সহ-সভাপতি মো. মারুফ, সহ-সভাপতি আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক  মো. মুজাহিদ, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাফা, সহ-সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিদুয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হোছাইন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন।

চকরিয়া আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদ সৌদি শাখার কমিটি অনুমোদন

চকরিয়া আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদ সৌদি শাখার কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌর এলাকার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদের প্রবাসীভিত্তিক সৌদিআরব শাখার কমিটির অনুমোদন দিয়েছে প্রধান কমিটি।  

গত ২২ডিসেম্বর প্রধান কমিটির সভাপতি মো. হেফাজ উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলাম বায়েজিদ স্বাক্ষরিত একটি সাংগঠনিক প্যাডে আগামী দুই বছরের জন্য ১১সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে মো. আবু বক্কর জিসানকে সভাপতি ও মোহাম্মদ মিনহাজকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন; সহ-সভাপতি মো. মুসলিম উদ্দিন তৌহা, সহ-সভাপতি মো. নোমান, সহ-সভাপতি মো. মোরশেদ, সহ-সভাপতি মো. মোবারক, সহ-সাধারণ সম্পাদক মো. আজম, সহ-সাধারণ সম্পাদক মো. আরমান, সাংগঠনিক সম্পাদক মো. আবু তৈয়ব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস।   

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির বর্ষপূর্তি ও সাধারণ সভা সম্পন্ন

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির বর্ষপূর্তি ও সাধারণ সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (চকরিয়া প্রবাসী ইউনিয়ন) এর ২য় বর্ষপূর্তি ও বার্ষিক সাধারণ সভা শনিবার (২৮ জানুয়ারি) সায়মা প্লাজা ভবনের ছাদে অনুষ্ঠিত হয়েছে।  

সমিতির সভাপতি মুবিনুল ইসলাম মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। তিনি সমিতির কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে বর্ষপূর্তি অনুষ্ঠানের কেক কাটেন।    


বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বরইতলী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান খ.ম আওরঙ্গজেব বুলেট ও কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আলহাজ্ব হায়দার আলী।

এসময় সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দেশে অবস্থানরত বিভিন্ন রাষ্ট্রের প্রবাসীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে অতিথিদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। 

শপথ নিলেন চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির নির্বাচিত কর্মকর্তারা

শপথ নিলেন চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির নির্বাচিত কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক : 


চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং-২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়নের তিন বছরের জন্য নবনির্বাচিত ১২ কর্মকর্তা শপথ নিয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায়  উপজেলা সমবায় কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। সভাপতি-সম্পাদকসহ নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

এতে শপথ গ্রহণকারী কর্মকর্তারা হলেন- সভাপতি মো. মুবিনুল ইসলাম, সহ-সভাপতি আবদুল খালেক, সাধারণ মো. রিয়াদুল হক নিরব, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল হোসেন, সদস্য মোহাম্মদ ফয়সাল, হাসান মোহাম্মদ রিয়াদ, কাইছার উদ্দিন, মোহাম্মদ সাগরুল ইসলাম, মোহাম্মদ কাজল, মোহাম্মদ নুরুল আমিন, সিরাজুল ইসলাম ও মোহাম্মদ এমরান। 

উল্লেখ্য, গত ৭জানুয়ারি-২০২৩ইং তারিখে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং-২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশে-বিদেশে অবস্থানরত সমিতিভুক্ত সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পদে ১২জন প্রতিনিধি নির্বাচিত হন।

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির নির্বাচনে সিরাজুল ইসলাম সদস্য নির্বাচিত

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির নির্বাচনে সিরাজুল ইসলাম সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং- ২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম। 

শনিবার (৭জানুয়ারি) চকরিয়া পৌরশহরের সায়মাপ্লাজাস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তিনি হাতপাতা প্রতীক নিয়ে ২৬৭ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। 

নবনির্বাচিত সদস্য সিরাজুল ইসলাম চকরিয়া প্রবাসী ইউনিয়ন চকরিয়া শাখার সাবেক আহবায়ক বর্তমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল হামিদের ছোটভাই। 

তিনি নির্বাচন পরবর্তী মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমি চকরিয়া উপজেলার দেশে ও বিভিন্ন রাষ্ট্রে অবস্থানরত রেমিটেন্স যোদ্ধা সকল প্রবাসীদের কাছে কৃতজ্ঞ। যারা নিজেদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করতে নির্বাচিত করেছেন; তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইলো। তিনি অর্পিত এ দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। 


চকরিয়া ট্রাভেলস এজেন্টস এসোসিয়েশনের অফিস উদ্বোধন

চকরিয়া ট্রাভেলস এজেন্টস এসোসিয়েশনের অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় শুভ উদ্বোধন করা হয়েছে চকরিয়া ট্রাভেলস এজেন্টস এসোসিয়েশনের অফিস।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল দশটায় এ উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এম.আর বিশ্ব সংযোগের স্বত্ত্বাধিকারী এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সবুজ বাংলা ট্রাভেলস এজেন্সির মালিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মিজানুর রহমান।
সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন চকরিয়া হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান ও এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আলী জিন্নাহ।
সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুল ইসলাম, আবাহা ওভারসিজ চকরিয়ার ফরিদুল আলম, মোঃ কুতুব উদ্দিন, হেফাজ উদ্দিন, আবদুল খালেক, আবুল কালাম, মুহাম্মদ আবদুর রউফ মনছুর, নেজাম উদ্দিন প্রমুখ।
সভা শেষে যোহরের নামায আদায়ের মাধ্যমে দোয়া মুনাজাত পরিচালনা করেন গালফ ট্রাভেলসের মালিক মুহাম্মদ জাফর আলম। পরে উপস্থিত সকলের মাঝে মধ্যাহ্ন ভোজের খাবার পরিবেশন করা হয়।
চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সম্পাদক পদে রিদুয়ানের মনোনয়নপত্র দাখিল

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সম্পাদক পদে রিদুয়ানের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়ন এর প্রথমবারের মতো আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সফল সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল হক নিরব। 

তিনি বুধবার (৭ডিসেম্বর) সকাল ১১টায় সমিতির নেতৃবৃন্দদের সাথে চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। 

এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি সকল ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।  

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি পদে বাবু মিয়ার মনোনয়নপত্র দাখিল

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি পদে বাবু মিয়ার মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়ন এর প্রথমবারের মতো আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট প্রবাসী সংগঠক মোহাম্মদ বাবু মিয়া। 

বুধবার (৭ডিসেম্বর) সকাল ১১টায় তিনি চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের কাছে মনোনয়নপত্রটি দাখিল করেন। 

এসময় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হেলাল উদদীন কোম্পানি ও মোহাম্মদ নজরুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি সকল ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।  

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সম্পাদক পদে মোস্তাফা আলীমের মনোনয়নপত্র দাখিল

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সম্পাদক পদে মোস্তাফা আলীমের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়ন এর প্রথমবারের মতো আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সফল সাংগঠনিক সম্পাদক মোস্তাফা মোঃ আলীম উল্লাহ। 

বুধবার (৭ডিসেম্বর) সকাল ১১টায় চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় প্রার্থীর পিতা হাবিবুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, মোস্তাফা আলীম সৌদি আরব শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি সকল ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।  

চকরিয়া প্রবাসী ইউনিয়নের সদস্যদের বরণ ও স্মার্ট কার্ড বিতরণ

চকরিয়া প্রবাসী ইউনিয়নের সদস্যদের বরণ ও স্মার্ট কার্ড বিতরণ

এম. নুরুদ্দোজা, চকরিয়া প্রতিনিধি : 

চকরিয়া প্রবাসী ইউনিয়ন তথা চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং: ২৫৪৪) এর বিভিন্ন রাষ্ট্র থেকে নিজ দেশে আগত সদস্যদের বরণ ও সমিতির সকল সদস্যদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (১২ আগস্ট) বিকাল চারটায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত প্রবাসী সদস্য বরণ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চকরিয়া প্রবাসী ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুবিনুল ইসলাম মুবিন। 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল হক নিরবের সার্বিক তত্ত্বাবধানে ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের আবদুল খালেক, ফোরকান আহমদ, আবদুর রহমান দুলাল, মোহাম্মদ আবু হেনা, রিয়াজ উদ্দিন মিন্টু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল প্রমুখ ব্যক্তিবর্গ। 

এসময় বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে সদস্য হিসেবে স্বীকৃতি স্বরূপ সাংগঠনিক স্মার্ট কার্ড তুলে দেন চকরিয়া প্রবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক নিরবসহ অতিথিবৃন্দ।

চকরিয়া দুবাই ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যদের প্রতি সভাপতি মোজাম্মেল হকের জরুরী বার্তা

চকরিয়া দুবাই ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যদের প্রতি সভাপতি মোজাম্মেল হকের জরুরী বার্তা

সংবাদ বিজ্ঞপ্তি :

চকরিয়া দুবাই ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং ১৩০৯/০৯) এর সম্মানীত সকল সদস্যদের জানানো যাচ্ছে যে, আপনারা আগামী ১৫/০৮/২০২২ইং তারিখের মধ্যে সদস্যদের (দেশে এবং বিদেশে অবস্থানরত) জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) এর ফটোকপি নিয়ে সরাসরি অথবা মনোনীত ব্যক্তির মাধ্যমে সভাপতি ও সম্পাদক বরাবর জমা দেওয়ার জন্য আহবান করা যাচ্ছে। সমিতির প্রত্যেক সদস্যকে সমিতির জমি বিক্রয় বাবদ টাকা হস্তান্তর করা হবে। বিষয়টি অতীব জরুরী। 


নিবেদক-


সভাপতি- আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক 

সাধারণ সম্পাদক- মোঃ ওসমান গনি

চকরিয়া দুবাই ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ 

চকরিয়া, কক্সবাজার।

চকরিয়া প্রবাসী ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া প্রবাসী ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

 নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে আমিরাতে অবস্থানরত সর্বস্তরের চকরিয়ার প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী-২০২২ শুক্রবার (৬ মে) দেরা দুবাই আল মামজার পার্কে অনুষ্ঠিত হয়েছে। 

কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসহাক হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিনারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

চকরিয়াবাসীকে লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

চকরিয়াবাসীকে লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

চকরিয়া টাইমস :

চকরিয়ার কৃতি সন্তান লন্ডন-বাংলাদেশ ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ইমপ্লিমেন্ট এর কর্ণধার এমডি জামাল চৌধুরী চকরিয়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- ঈদুল ফিতর সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের সেতু বন্ধন। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় প্রতিটি মানুষের হৃদয় ভরে উঠুক-পবিত্র ঈদের ছোঁয়ায়।দুর হউক হিংসা-বিদ্বেষ।


শুভেচ্ছান্তে, 

এমডি জামাল চৌধুরী 

কর্ণধার 

লন্ডন-বাংলাদেশ ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ‍“ইমপ্লিমেন্ট”

চকরিয়া প্রবাসী ইউনিয়নের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া প্রবাসী ইউনিয়নের ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি (রেজি: নং- ২৫৪৪) চকরিয়া প্রবাসী ইউনিয়নের আয়োজনে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার (২২এপ্রিল) বিকাল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সৌদিআরব শাখার সহ-ধর্ম বিষয়ক বিষয়ক সম্পাদক হানিফ সংকেত সোহেল। 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুবিনুল ইসলাম মুবিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল হক নিরব। এতে মাহে রমযানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা পেশ করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবী প্রভাষক মাওলানা কফিল উদ্দিন এম.এ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ রেজাউল করিম। 

এসময় উপদেষ্টা জাফর আলম, আবদুল খালেক, ফোরকান উদ্দিন, মোহাম্মদ আমিন, জাফর আলম চৌধুরী, রিয়াজ উদ্দিন মিন্টু, আবদুর রহমান দুলাল, নুুরুল হুদা, আহমদ শফি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আনোয়ার, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল হোসেনসহ চকরিয়া প্রবাসী ইউনিয়নের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এদিকে ইফতার মাহফিলপূর্ব অনুষ্ঠানে মালয়েশিয়ায় প্রবাসে থাকাকালীন মর্মান্তিক এক বৈদ্যুতিক দুর্ঘটনায় মারা যাওয়া মালয়েশিয়া শাখার সদস্য মোহাম্মদ আবদুল মজিদের মরণোত্তর ১লাখ ২হাজার টাকার আর্থিক অনুদান তার পরিবারের পক্ষে স্ত্রী ও মরহুমের ছোটভাই এবং দুই সন্তানের হাতে তুলে দেয়া হয়। 

এ আর্থিক অনুদানটি তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুবিনুল ইসলাম মুবিন, সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক নিরব, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল হোসেনসহ উপস্থিত উপদেষ্টা ও নেতৃবৃন্দ। পরে সংগঠনের সমৃদ্ধি দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের সুস্থতাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।


চকরিয়া প্রবাসী ইউনিয়নের প্রীতি ফুটবল ম্যাচ

চকরিয়া প্রবাসী ইউনিয়নের প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি (রেজিঃ নং ২৫৪৫) চকরিয়া প্রবাসী ইউনিয়নের বার্ষিক বনভোজন ও প্রীতি ফুটবল ম্যাচ বৃহস্পতিবার ১০) কক্সবাজার সমুদ্র সৈকতের চরে সম্পন্ন হয়েছে।

 এতে মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বাধীন অর্থ সম্পাদক টিমকে টাইব্রেকারে হারিয়ে রিদুয়ানুল হক নিরবের নেতৃত্বে সেক্রেটারির টিম জয়লাভ করে। 

পরে বিজয়ী ও বিজীতদলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।