Showing posts with label কক্সবাজার. Show all posts
Showing posts with label কক্সবাজার. Show all posts
উখিয়া-টেকনাফকে নতুন করে সাজাতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে : মুহাম্মদ শাহজাহান

উখিয়া-টেকনাফকে নতুন করে সাজাতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে : মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক : 

উখিয়া-টেকনাফকে নতুন করে সাজাতে হলে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতে ইসলামীর কাছ থেকে ফ্যাসিস্ট সরকার যা কিছু কেঁড়ে নিয়েছিল, সবকিছুই মহান আল্লাহ আবারও ফিরিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনও জামায়াতে ইসলামীর পক্ষে যাবে, ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, আমরা উখিয়া টেকনাফকে নতুন করে সাজাতে চাই। অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ইউনিয়ন পরিষদে বারবার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি মানুষের খেদমত করার চেষ্টা করেছেন। ভোটের নানা অনিয়ম, কারচুপির পরেও উপজেলা নির্বাচনে তিনি সম্মানজনক ভোট পেয়েছিলেন। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনস্রোতের সামনে কালো টাকার স্রোত বিজয়ী হতে পারবে না। উখিয়া-টেকনাফবাসী আগামী নির্বাচনে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীকে বিপুল ভোটে বিজয়ী করবে, ইনশা’আল্লাহ। 

সোমবার (২৮জুলাই) রাতে বিআইএ মিলনায়তনে উখিয়া-টেকনাফ ফোরাম আয়োজিত চট্টগ্রাম উখিয়া-টেকনাফের সাবেক বর্তমান দায়িত্বশীলদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ আমানের সঞ্চালনায় প্রীতি সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার-৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ রফিকুল্লাহ, চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ আনোয়ার হোসেন, এডভোকেট রফিকুল আলম, উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হক, সেক্রেটারি সুলতান আহমদ, আইআইইউসির প্রক্টর মোস্তফা মনির চৌধুরী, সিভাসুর সিনিয়র ডেপুটি ডিরেক্টর খলিলুর রহমান, অধ্যাপক জহির আহমেদ, মুহাম্মদ হানিফ, ছিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার নুরুল আবছার ইব্রাহিম ছিদ্দিক নুর কাশেম, জয়নাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি রুহুল আমিন, নুরুল আবছার প্রমুখ।

গোপালগঞ্জে এনসিপি’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপি’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ

 চকরিয়া টাইমস : 

গোপালগঞ্জে এনসিপি’র উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের হয়। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টায় অনুষ্ঠিত মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার পৌরসভা চত্বরে সমাবেশে মিলিত হয়। 

শহর জামায়াতের আমীর কক্সবাজার-১ আসনের এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর কক্সবাজার-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। 

শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় সমাবেশে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, দেলাওয়ার হোসাইন, অফিস সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইসলামের শাসন প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে : পীর সাহেব চরমোনাই

ইসলামের শাসন প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে : পীর সাহেব চরমোনাই

চকরিয়া টাইমস : 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামের সুমহান আদর্শ ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয়। এজন্য সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যে কোন বিষয়ে শালিনতা বজায় রাখবো। অশালীন ভাষায় কাউকে কটাক্ষ করা যাবেনা। তিনি বলেন শুধু নেতার পরিবর্তন করলে হবে না, সাথে নীতির সংষ্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে। ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্রকারীদের বিষয়ে চোখ কান খোলা রেখে আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। 

পীর সাহেব চরমোনাই বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তার দোসররা অর্জিত বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে এখনো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করতে হবে। 

সমাবেশে জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার এবং গত ১৬ বছরে সংঘটিত রাজনৈতিক, প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার, দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সব সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমার দাবি জানানো হয়। 

সোমবার (১৪ এপ্রিল) বিকালে কক্সবাজার পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

সংস্কার, বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন, ছাত্র- জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা, সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং গণকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। 


ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি এ.আর এম ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় আমেলা সদস্য ইসলামী স্কলার মুফতি রেজাউল করিম আবরার, কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, বিডি মজলিস কক্সবাজার জেলা শাখার আমির নুরুল কবির হেলালী, বাংলাদেশ খেলাফত মজলিসের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জে এইচ এম ইউনুস, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, এবি পার্টি নেতা সাংবাদিক শামসুল হক শারেক, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এএসএম সুজাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মোঃ আলী, দ্বীন কায়েম সংগঠন কক্সবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব বদিউল আলম সওদাগর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজী, জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি ইয়াছিন আরাফাত। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা উত্তরের সভাপতি মাওলানা ইয়াহ্ইয়া সাঈদ, চকরিয়া থানা উত্তরের সভাপতি মাওলানা মনিরুল্লাহ সিকদার, রামু উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা ক্বারী আবু নাছের, টেকনাফ উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা আহমাদ হোসাইন, মহেশখালী উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, পেকুয়া উপজেলা সভাপতি মাওলানা আবুল কাশেম ফারুকী, মাতামুহুরি সাংগঠনিক থানা শাখার সভাপতি মাওলানা নুরুল্লাহ সিকদার, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ, ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল হক আজিজী, টেকনাফ উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আবদুল খালেক নিজামী, কক্সবাজার পৌর শাখার সভাপতি কাউন্সিলর নুর মুহাম্মাদ মাঝু, রামু উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আসাদ উল্লাহ রহমানী, উখিয়া উপজেলা সভাপতি মাওলানা হাফেজ কলিম উল্লাহ, চকরিয়া থানা দক্ষিণের সভাপতি মাওলানা শেখ আহমাদ কবির, কুতুবদিয়া উপজেলা শাখার সহ-সভাপতি ডাক্তার মুহাম্মাদ শরীফসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ।

সংকট মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার আহবান : জেলা প্রশাসকের সভায় জামায়াত নেতৃবৃন্দ

সংকট মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার আহবান : জেলা প্রশাসকের সভায় জামায়াত নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক: 

কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

আজ রোববার (১৩ জুলাই) সকাল ১১টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ শাহজাহান, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক মহল ও বিভিন্ন বাহিনীর উর্ধতন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

সভার এক পর্যায়ে মুক্ত আলোচনায় জামায়াত নেতৃবৃন্দ- সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, রাজনৈতিকদল, ছাত্র প্রতিনিধি ও অন্যান্য স্টেকহোল্ডারদের আরো বলিষ্ঠ ভূমিকা পালনের আহবান জানান। 

নেতৃবৃন্দ বলেন, দেশের যাবতীয় সংকট আমাদেরকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। মব জাস্টিসকে পশ্রয় দিলে দেশের ভবিষ্যত ক্ষতিগ্রস্ত হতে পারে। নেতৃবৃন্দ, জেলা, উপজেলা প্রশাসনের প্রতি শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পূনর্বাসনের দাবি জানান।

ইসলাম প্রতিষ্ঠায় আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : ঈদগাঁওতে ওলামা সমাবেশে বক্তারা

ইসলাম প্রতিষ্ঠায় আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : ঈদগাঁওতে ওলামা সমাবেশে বক্তারা

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১২ জুলাই) ঈদগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম ও আলেম-ওলামাগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি মুহাম্মদ হাবিব উল্লাহ। 

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী, উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলার সেক্রেটারি ক্বারী রমজান আলী, ঈদগাহ আলমাছিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নুরুল আলম ক্বারি মাওলানা আবু বক্কর, মাওলানা বশির উদ্দিন ও মাওলানা এনামুল হক ইসলামাবাদী। 

সমাবেশে বক্তারা বলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ পরিবর্তন ও দ্বীনের দাওয়াত পৌঁছাতে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেদেরকে সর্বাত্মকভাবে দ্বীনি কাজে নিয়োজিত রাখতে হবে।

শহীদ ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেছেন জামায়াত নেতৃবৃন্দ

শহীদ ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেছেন জামায়াত নেতৃবৃন্দ

চকরিয়া টাইমস: 

জুলাই গণআন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জানাতে ছুটে গিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতৃবৃন্দ।

শনিবার (১২ জুলাই) নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতে মিলিত হন এবং তাদের সঙ্গে বেশকিছু সময় অতিবাহিত করেন। পরিবারের বিভিন্ন খোঁজখবর নেন  নেতৃবৃন্দ। 

প্রতিনিধি দলে সঙ্গে ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চকরিয়া-পেকুয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক, পেকুয়ার বরেণ্য আলেমদ্বীন মাওলানা এইচ.এম বদিউল আলম জিহাদী, নগর জামায়াত নেতা আবুহেনা মোস্তফা কামাল, নগর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমান, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, সেক্রেটারি ডাঃ নুরুল কবির ও সাবেক ছাত্রনেতা আ.ন.ম জুবাইরুল ইসলাম প্রমুখ। 

পরে প্রতিনিধিদলটি মেহেরনামার মুড়াপাড়া এলাকায় অবস্থিত শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন। এসময় চট্টগ্রাম মহানগরী, উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, চট্টগ্রাম জামায়াতের ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব অর্পিত হওয়ায় ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে পেকুয়ার ছেলে চট্টগ্রামে জুলাই আন্দোলনে প্রথম নিহত শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সফর করেন।

কক্সবাজারে দিনব্যাপি মিডিয়া কর্মী প্রশিক্ষণ সম্পন্ন

কক্সবাজারে দিনব্যাপি মিডিয়া কর্মী প্রশিক্ষণ সম্পন্ন

চকরিয়া টাইমস:

কক্সবাজার জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের আয়োজনে মিডিয়া কর্মীদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ জুন) জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মাশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

তিনি বলেন, মিডিয়া সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সমাজ ও রাষ্ট্রে জনগণের ইতিবাচক ভূমিকা পালনে মিডিয়ার ভূমিকা অগ্রগণ্য। সমাজ ও রাষ্ট্র কে সঠিক পথে পরিচালিত করতে মিডিয়া কর্মীদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে, নচেৎ সমাজ থেকে মানবতা, সামাজিকতা ও পরমত সহিষ্ণুতার উঠে যাবে। সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হয়ে পড়বে। জামায়াতে ইসলামী মিডিয়া জগতে এক ঝাঁক নির্লোভ ও দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত মিডিয়া কর্মী তৈরি করতে কাজ চালিয়ে যাচ্ছে। ইসলাম ও ইসলামী সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডা মোকাবেলায় নৈতিক ও যৌক্তিক ভূমিকা পালন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনে নিজেদের প্রস্তুত করার জন্য তিনি মিডিয়া কর্মীদের প্রতি আহ্বান জানান।

এতে আলোচনা পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কর্মাশালার প্রদক্ষিক কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক কোর ট্রেইনার অধ্যাপক রফিকুজ্জামান রোমান ও অধ্যাপক মামুন উদ্দিন।

এসময় শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ অন্যান্য মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈদগাহ-ঈদগড় সড়কে অপহরণরোধে জেলা প্রশাসককে আপ বাংলাদেশের স্মারকলিপি

ঈদগাহ-ঈদগড় সড়কে অপহরণরোধে জেলা প্রশাসককে আপ বাংলাদেশের স্মারকলিপি

চকরিয়া টাইমস: 

কক্সবাজারের ঈদগাহ-ঈদগড় সড়কে নিয়মিত সশস্ত্র সন্ত্রাসীদের অপহরণরোধে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ সালাহউদ্দিন এর সাথে জরুরী বৈঠক ও স্মারকলিপি প্রদান করেছেন ‘আপ বাংলাদেশ’ জেলা টিম। অপহৃত দুইজন ভুক্তভোগী বনি ইয়ামিন ও মো. মহসিনও উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার (২৪ জুন) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ফায়াজ শাহেদ ও তানভীর আজমের নেতৃত্বে এ স্মারকলিপি জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সংগঠক কফিল উদ্দিন, নুরুল আমিন, সাইফুল ইসলাম সাইমন, কামরুল হাসান মিনার, আবু হেনা, শফিক, মিনহাজ, হাফেজ কায়সার, সাইফুল ইসলাম প্রমুখ।

সংক্ষিপ্ত মিটিং শেষে স্মারকলিপির রিসিভড কপি গ্রহণ করেন ফায়াজ শাহেদসহ জেলা নেতৃবৃন্দ। এদিকে দ্রুত নিষ্পত্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে বসবেন বলেও ভুক্তভোগীদের আশ্বস্ত করেছেন আপ বাংলাদেশের এ প্রতিনিধিদল।

কক্সবাজারে নিরাপদ খাদ্যের ওপর সেমিনার

কক্সবাজারে নিরাপদ খাদ্যের ওপর সেমিনার

চকরিয়া টাইমস:

কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য সুরক্ষায় বাংলাদেশ সিনাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার (২৪জুন) নিরাপদ খাদ্যের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন- সকলকে সুস্থ থাকার লক্ষ্যে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার আহবান জানান।
এতে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পরিবেশ কর্মকর্তা, প্রেসক্লাব সহ-সভাপতি, ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিসহ স্কাউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছবি-প্রতিকী
“জুলাই ঘোষণাপত্র: কক্সবাজারের জনগণের প্রত্যাশা” শীর্ষক আপ বাংলাদেশের আলোচনা সভা

“জুলাই ঘোষণাপত্র: কক্সবাজারের জনগণের প্রত্যাশা” শীর্ষক আপ বাংলাদেশের আলোচনা সভা

চকরিয়া টাইমস :

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আয়োজনে “জুলাই ঘোষণাপত্র: কক্সবাজারের জনগনের প্রত্যাশা” শীর্ষক তাৎপর্যময় এক আলোচনা সভা শনিবার (২১ জুন) কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আপ বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে ও কক্সবাজারের সংগঠক নুরুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত।

সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট আজিজুল ইসলাম, কক্সবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য সাবেক ভিপি শহিদুল আলম বাহাদুর, আপ বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বিষয়ক কমিটির প্রধান মিনহাজুর রহমান রেজবী, রামু উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহসেন শরীফ, আপ বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য যথাক্রমে শেখ স্বপ্নীল হক আদিবা, ফায়াজ শাহেদ, তানভীর আজম, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা, ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা এম. রুবায়েত আদেল, কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক এনসিপি সংগঠক মোহাম্মদ ওমর ফারুক, কক্সবাজার ছাত্র অধিকার পরিষকের সংগঠক ইউসুফ বিন নূরী, বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ নুরুল হক নুর প্রমুখ।

সভায় মাওলানা মহসিন শরীফ বলেন “জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তরুণরা, নতুন বাংলাদেশ বিনির্মানে তরুণদের সক্রিয় থাকতে হবে। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই আন্দোলনের স্বীকৃতি দিতে হবে এবং দুর্নীতি মুক্ত, ধর্মবিদ্বেষমুক্ত বাংলাদেশ গড়তে হবে।”

এডভোকেট আজিজুল ইসলাম বলেন, “আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে শোষণ থাকবে না, যেখানে প্রতিটি মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তি নিশ্চিত হবে।”

সাবেক ককসু ভিপি শহীদুল আলম বাহাদুর বলেন, “গত ১৭ বছর ফ্যাসিবাদী আমলে আমরা যারা অধিকারের কথা বলেছি, ফ্যাসিস্ট সরকার তাদের ওপর গুম, হত্যাকান্ড চালিয়েছে। জুলাই পরবর্তীতে সেই পরিবেশ এখনো তৈরি হয়নি। সেই পরিবেশ তৈরি করতে, আমাদের এক সাথে কাজ করতে হবে।”

মিনহাজুর রহমান রেজবী বলেন, “জুলাই ঘোষণাপত্রে সকল জুলাই যোদ্ধা ও সকল শ্রেণির মানুষের প্রত্যাশা প্রতিফলন থাকতে হবে।”

তানভীর আজম বলেন, “জুলাই ঘোষণাপত্রই সেই দলিল; যার মাধ্যমে ন্যায়বিচার ও মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠিত হবে।”

ফায়াজ শাহেদ বলেন, “জুলাইকে ‘বিপ্লব’ বলে স্বীকার করে ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে।”

শেখ স্বপ্নীল হক আদিবা বলেন, “নারীদের দৃষ্টিভঙ্গি থেকে জুলাই ঘোষণাপত্রকে দেখা মানে শুধুমাত্র নীতিগত বিবৃতি নয়; এটি দেখার বিষয় যে ঘোষণাপত্রে নারীর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং রাজনৈতিক অংশগ্রহণ কতটা গুরুত্ব পেয়েছে।”

প্রধান অতিথির বক্তব্যে রাফে সালমান রিফাত বলেন, “জুলাই গনঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসক পালিয়ে গেলেও, ফ্যাসিস্ট সংস্কৃতি ও কাঠামো থেকে গেছে। ফলে, এই কাঠামোর মধ্যে যেই আসবে, সেই ফ্যাসিস্ট রুপে আবির্ভূত হবে।জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সেই ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে হবে।”

সভাপতির বক্তব্যে মো: রায়হানুল ইসলাম বলেন, “ইন্টেরিম সরকারকে বলব, কোনো গড়িমসি না করে দ্রুত "জুলাই ঘোষণাপত্র" বাস্তবে রুপ দিতে হবে।”

বক্তারা বলেন, জুলাই ঘোষণাপত্র কেবল একটি রাজনৈতিক বিবৃতি নয়— এটি এক প্রজন্মের রক্ত, শ্রম, এবং ন্যায্যতার দাবি দিয়ে লেখা এক গণ-সংবিধান।এটি বিকেন্দ্রীকরণ, বৈষম্যহীনতা এবং নৈতিক রাষ্ট্রচিন্তার যৌথ খসড়া যার ভিত্তি হচ্ছে ইনসাফ।

বক্তারা ঐক্যমত পোষন করে আরো বলেন, “জুলাই ঘোষণাপত্র কেবল রাজনৈতিক দাবি নয়, এটি একটি বিপ্লবের স্বীকৃতি এবং তা সংবিধানে কার্যকরভাবে প্রতিফলিত করতে হবে।” এই সভা ছিল এক রাজনৈতিক কাব্য, যার প্রতিটি বাক্য ছিল প্রতিরোধের বারুদ। রাষ্ট্র যদি নীরব থাকে, তবে আমরা তার কণ্ঠ হয়ে উঠবো। ইনসাফই হবে আমাদের রাজনীতি। ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, এটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিক আলোচনার ১২ তম পর্ব, যেখানে উঠে আসে অংশীজনের বাস্তব প্রত্যাশা ও রাষ্ট্রচিন্তার সাহসী রূপরেখা। এতে আলেম, শিক্ষক, আইন বিশেষজ্ঞ ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

কক্সবাজারে সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভা

কক্সবাজারে সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভা

চকরিয়া টাইমস :

কক্সবাজারে সংবাদপত্রের কালো দিবস-২০২৫ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে গতকাল সোমবার কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম জাফরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।

বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার এমআর খোকন, দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার বেদারুল আলম, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল।

এসময় দৈনিক বণিক বার্তা'র ছৈয়দ আলম, দৈনিক আজাদীর শাহেদ মিজান, দৈনিক সংবাদের জসিম উদ্দিন ছিদ্দিকী, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, আবদুল মতিন চৌধুরী, জিয়াউল করিম, স.ম ইকবাল বাহার চৌধুরী, বিজয় টিভির এম শাহ আলম, কালেরকন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আরোজ ফারুক, দৈনিক হিমছড়ি'র শহর প্রতিনিধি আমিনুল কবির, সাংবাদিক মোজাম্মেল হক, অন্তর দে বিশাল, ফয়সাল রিয়াদ, প্রবাল নিউজের আলম, দৈনিক নওরোজের কক্সবাজার প্রতিনিধি আব্দুল্লাহ খান, এবাদুল্লাহ, আরিফুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

পেকুয়ায় জুলাই যুদ্ধে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

পেকুয়ায় জুলাই যুদ্ধে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

চকরিয়া টাইমস: 

কক্সবাজারের পেকুয়ায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে আহত পাঁচ বীর যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে দেয়া এ অনুদানের চেক হস্তান্তর করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা দেশের সুপরিচিত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী।

শনিবার (৩১ মে) পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল আমাদের গণতন্ত্র ও অধিকার রক্ষার সংগ্রামের এক অনন্য অধ্যায়। আহত যোদ্ধারা জাতির গর্ব; তাঁদের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।”

তিনি আরও বলেন, “এই আর্থিক অনুদান কেবল সহায়তা নয়, এটি এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি—যেখানে সংস্কৃতি ও সংগ্রাম একে অপরের পরিপূরক।”

সভাপতির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন বলেন, “আন্দোলনের ইতিহাস যারা রচনা করেন, তাঁদের ত্যাগ ও অবদানের মূল্য কখনোই অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। তবে এই আর্থিক সহায়তা তাঁদের প্রতি জাতির সম্মান ও কৃতজ্ঞতার প্রতিফলন। সরকার সবসময় দেশপ্রেমিক নাগরিকদের পাশে থাকবে।”

আর্থিক অনুদানপ্রাপ্ত আহত যোদ্ধারা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।

চেক বিতরণ শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পেকুয়া সদরের মেহেরনামা গ্রামের বাড়িতে যান এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

"আদর্শিকভাবে ব্যর্থ হয়ে জামায়াত নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে হত্যা করেছে" : জেলা আমীর আনোয়ারী

"আদর্শিকভাবে ব্যর্থ হয়ে জামায়াত নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে হত্যা করেছে" : জেলা আমীর আনোয়ারী

 চকরিয়া টাইমস: 

জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জননেতা এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগ কর্তৃক বেকসুর খালাস পেয়ে মুক্তি পাওয়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক শোকরানা সমাবেশ ২৮ মে সন্ধ্যায় জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মহান আল্লাহর একান্ত ইচ্ছায় ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ছিন্ন করে নিরপরাধ মানুষ হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বেকসুর খালাস পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম। ফ্যাসিস্ট আ'লীগ জামায়াতে ইসলামীকে আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে নেতৃবৃন্দ কে হত্যার মিশনে নেমেছিল। এটিএম আজহারুল ইসলামের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ন্যায় ভ্রষ্ট রায়ের মাধ্যমে যাদের কে ফাঁসি দিয়েছে তারা সকলেই ছিল নির্দোষ ও নিরপরাধ। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আ'লীগ আমাদের নেতৃবৃন্দ কে হত্যা করেছে। আমরা দেশবাসীর কাছে জামায়াত নেতৃবৃন্দের প্রতি আ'লীগের অবিচার ও জুলুমের বিচার তুলে দিলাম। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন মোহনায় উপনীত হয়েছে। দেশ ও ইসলাম বিরোধী শক্তি এখনো বাংলাদেশকে পথহারা করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি সকল নেতাকর্মীকে শাহাদাতের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব ও ইসলামী তাহজীব -তামাদ্দুন রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকরানা সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সহকারী সেক্রেটারি দরবেশ আলী মু. আরমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শফিউল হক জিহাদী।

শ্রমিকদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়নকে গতিশীল করতে হবে : এস.এম লুৎফর রহমান

শ্রমিকদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়নকে গতিশীল করতে হবে : এস.এম লুৎফর রহমান

চকরিয়া টাইমস :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, গতিশীল ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায় সম্ভব। তাই ট্রেড ইউনিয়নকে গতিশীল করতে হবে। প্রতিটি পেশায় ট্রেড ইউনিয়ন গঠনের পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে যত পেশা তত ইউনিয়ন এই স্লোগানকে সামনে রেখে ট্রেড ইউনিয়ন গঠনের ভূমিকা রাখা। উপজেলা ও থানা পর্যায়ে পেশাভিত্তিক কমিটি গঠন ও কার্যক্রম মজবুত করার উদ্যোগ গ্রহণ করা।

‘যত পেশা তত কমিটি’ এ স্লোগানকে ধারণ করে তৃণমূল পর্যায়ে পেশা ভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া। প্রত্যেক জনশক্তিকে পেশা ভিত্তিক কাজে নিয়োজিত করা ও দায়িত্ব বণ্টন করে দেওয়া। পেশা ভিত্তিক পরিকল্পিত ভাবে জনশক্তি বৃদ্ধি ও ইউনিট গঠন করা। পেশা ভিত্তিক শ্রমিকদেরকে সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করা। পেশা ভিত্তিক শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে মাঠ পর্যায়ে আন্দোলন গড়ে তোলা ও নেতৃত্ব দেওয়া। সকল পেশায় দাওয়াতি কাজকে জালের মত ছড়িয়ে দেওয়া এবং শ্রমিকদের মাঝে প্রভাব সৃষ্টি করা ইত্যাদি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার উদ্যোগে উদ্যোগে আয়োজিত ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
জেলা সভাপতি শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন এর সঞ্চালনায় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি ও ককসবাজার শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান, সহ-সাধারণ সম্পাদক ও পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি মুহাম্মদ শাহজাহান, জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সরোয়ারুল ইসলাম, শ্রমিক নেতা রিদুয়ানুল হক জিসানসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিনকে নিয়ে অপপ্রচার : কক্সবাজার জেলা শ্রমিকদলের বিক্ষোভ

সালাহউদ্দিনকে নিয়ে অপপ্রচার : কক্সবাজার জেলা শ্রমিকদলের বিক্ষোভ

চকরিয়া টাইমস :

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কক্সবাজার জেলা শ্রমিকদল।

সোমবার (২৬ মে) বিকালে জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে মিছিলটি কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় জেলা শ্রমিকদলসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজারের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজারের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

চকরিয়া টাইমস :

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংস্থা অগ্রযাত্রার সহযোগিতায় কক্সবাজারে প্রিন্ট ও ইলেক্ট্রেনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ সম্পন্ন হয়েছে।

সোমবার (২৬ মে) শহরের হোটেল বীচওয়ের সম্মেলন কক্ষে অনুুষ্ঠিত কর্মশালা সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ।

এতে বিশেষ অতিথি ছিলেন এস.এ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো. জসীম উদ্দিন ও সাংবাদিক আবদুল আলীম নোবেল।

সাংবাদিক সংস্থার জেলা সভাপতি মো. নুরুল আমিন হেলালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওসমান গণি ইলির পরিচালনায় সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল সাংবাদিকদের মাঝে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী

জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী

চকরিয়া টাইমস:

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা শনিবার (১৭মে) জেলা পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

কল্যাণ সভায় এপ্রিল মাসের পারফরম্যান্স বিবেচনায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরীকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী পিপিএম, কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত ‍পুলিশ সুপার আহমেদ পেয়ারসহ এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, সিআইডি ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণ এবং জেলার নয় থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জরা।

কল্যাণ সভায় পুলিশ সুপার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সাহসিকতা, সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।

এছাড়া কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পারফরম্যান্স বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মো. সাইফ উদ্দীন শাহীন।

টেকনাফে সেরা মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ছাত্রশিবিরের

টেকনাফে সেরা মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখা সাবরাং ইউনিয়নের সেরা মেধাবী শিক্ষার্থীদের নিয়ে সেরা মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাবেক জেলা সভাপতি সরওয়ার কামাল সিকদার।

এতে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম নূরী ও বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা সভাপতি মুহাম্মদ রবিউল আলম। 

এসময় টেকনাফ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ তারেক রহমান বেলালীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থীদের মাঝে জেলা ছাত্রশিবিরের কুরআন উপহার

কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থীদের মাঝে জেলা ছাত্রশিবিরের কুরআন উপহার

চকরিয়া টাইমস :

কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থীদের মাঝে ঐতিহাসিক ১১মে কুরআন দিবস উপলক্ষ্যে অর্থসহ কুরআন উপহার দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রশিবির। 

বৃহস্পতিবার (১৫ মে) কুরআন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি আবদুর রহিম নূরী। 

বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা। অতিথিবৃন্দ বেশ’কজন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে অর্থসহ কুরআন শরীফ তুলে দেন। 

এসময় জেলা ছাত্রশিবিরের প্রশিক্ষণ সম্পাদক আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, কক্সবাজার সরকারি কলেজ সভাপতি মোহাম্মদ আইয়ুব আনসারি, সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, জেলা শিক্ষা বিভাগের পরিচালক শেখ মাহমুদুর রহমান ও সাংস্কৃতিক সংগঠক আবদুল গফুর প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পেকুয়ায় কুরআন দিবস পালিত

পেকুয়ায় কুরআন দিবস পালিত

চকরিয়া টাইমস :

পেকুয়ায় ঐতিহাসিক ১১ই মে কুরআন দিবস-২০২৫ নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। রোববার (১১ মে) পেকুয়া উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ দিদারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মো. আবদুল মজিদ।

এসময় পেকুয়া উপজেলা ও ইউনিয়ন ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে অর্থসহ পবিত্র কুরআন শরীফ তুলে দেন অতিথিবৃন্দ।