Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts
সৎ নেতৃত্ব ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয় : মুহাম্মদ হেদায়েত উল্লাহ

সৎ নেতৃত্ব ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয় : মুহাম্মদ হেদায়েত উল্লাহ

চকরিয়া টাইমস :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ বলেছেন, দেশে আজকে আইয়ামে জাহিলিয়ার মত পরিস্থিতি বিরাজ করছে। সর্বত্র খুন-গুম অশান্তি বিরাজ করছে। বাস্তবে শান্তির জন্য কোরআনের দিকে ফিরার বিকল্প নেই। জামায়াতে ইসলামী মানুষকে সেই শান্তির পথ ইসলামের দিকে আহবান করছে।

আল্লাহ পবিত্র কোরআনকে পাঠানোর মূল উদ্দেশ্য, সমাজ-রাষ্ট্র থেকে জুলুম নির্যাতন ও যাবতীয় বৈষম্য দূর করার জন্য। বিগত শাসকরা রাষ্ট্রক্ষমতায় গিয়ে ব্যাক্তিগত উন্নয়ন করেছে। স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারেনি। সৎ নেতৃত্ব ছাড়া সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব নয়।

শুক্রবার (২৫এপ্রিল) বাদে আসর উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম। বিশেষ অতিথি ছিলেন কাকারা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আলী।

এসময় জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইনসাফভিত্তিক দেশ গড়তে কুরআন সুন্নাহর রাজ প্রতিষ্ঠার বিকল্প নেই : আবদুল্লাহ আল ফারুক

ইনসাফভিত্তিক দেশ গড়তে কুরআন সুন্নাহর রাজ প্রতিষ্ঠার বিকল্প নেই : আবদুল্লাহ আল ফারুক

পেকুয়ার উজানটিয়া জামায়াতের পথসভা অনুষ্ঠিত


চকরিয়া টাইমস: চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক বলেছেন, কুরআন সুন্নাহর রাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হওয়ার বিকল্প নেই। ধনী গরীব বিভেদ ভুলে বৈষম্যহীন দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী আজ দেশের আনাচে কানাচে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা এ দেশে জুলুমতন্ত্র কায়েম করেছিল। কারো কথা বলার স্বাধীনতা ছিলো না, সকল প্রকার স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে এ দেশের ছাত্র জনতা সকল প্রকার জুলুম নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হয়ে বৈষম্য দূরীকরণে ঐক্যবদ্ধভাবে জীবন দিয়ে রক্ত দিয়ে মাফিয়াতন্ত্রকে হটিয়েছে; একই সঙ্গে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

জননেতা আবদুল্লাহ আল ফারুক বলেন, আজকের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। ৫৪বছরে ক্ষমতা দখলদারদের কাছ থেকে বাংলাদেশ ও দেশের মানুষ নতুন করে কোনো কিছু আর পাওয়ার নেই। জনগণের কাছে তাদের পরীক্ষা হয়ে গিয়েছে। দেশের মানুষ মনে করে চাঁদাবাজমুক্ত, দখলবাজ মুক্ত সুশাসনের বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ কেবলমাত্র জামায়াতে ইসলামীর পক্ষে বিনির্মাণ করা সম্ভব। তাই বৈষম্যহীন ইনসাফভিত্তিক মানবিক মর্যাদা সম্পন্ন সুশাসনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পেকুয়ার উজানটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে এক পথসভা স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু শরীফের সভাপতিত্বে ও সেক্রেটারি ডাঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ জেএম শাহাব উদ্দিন, সেক্রেটারি ডাঃ নুরুল কবির, বিশিষ্ট আলেমদ্বীন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা এইচ.এম বদিউল আলম, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, পেকুয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দিদারুল ইসলাম ও বায়তুলমাল সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন।

এসময় জামায়াত নেতা আলী নওশাদ, মিজানুর রহমান, আবদুল হালিম, নাসির উদ্দিন, ওমর ফারুকসহ জামায়াতের অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে জননেতা আবদুল্লাহ আল ফারুক স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে উজানটিয়া বাজারে গণসংযোগ করেন। তিনি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সালাম পৌঁছে দেয়ার মাধ্যমে সর্বস্তরের জনসাধারণ এবং ব্যবসায়ীদের সাথে সালাম ও কুশলাদি বিনিময় করেন।

পেকুয়া বাজারে জামায়াতের গণসংযোগ পক্ষ

পেকুয়া বাজারে জামায়াতের গণসংযোগ পক্ষ

চকরিয়া টাইমস :

পেকুয়া বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল তিনটায় গণসংযোগ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সর্বস্তরের জনসাধারণ এবং ব্যবসায়ীদের সাথে সালাম ও কুশলাদি বিনিময় করেন।

অনুষ্ঠিত গণসংযোগ পক্ষ কার্যক্রমে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ।

গণসংযোগ শেষে পেকুয়া বাজারস্থ পেকুয়া লাইফ কেয়ার হসপিটালের সামনে প্রধান অতিথি ও প্রধান বক্তা পথসভায় বক্তব্য রাখেন।

এসময় পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, নায়েবে আমীর ডাঃ জেএম শাহাব উদ্দিন, সেক্রেটারি ডাঃ নুরুল কবির, পেকুয়ার বরেণ্য ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা বদিউল আলম, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, শ্রমিক নেতা দিদারুল ইসলাম, জামায়াত নেতা নুর মোহাম্মদ, জামায়াত নেতা মাওলানা রুহুল আমিনসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পৌরসভা জামায়াত নেতৃবৃন্দ

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পৌরসভা জামায়াত নেতৃবৃন্দ

চকরিয়া টাইমস:

চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বায়তুশ শরফ রোড়স্থ মিয়াজীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৩টি বাড়ি পরিদর্শন করেছেন চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবিরের নেতৃত্বে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল আগুনে ভষ্মিভূত বাড়িঘর এবং ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

তিনি ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এসময় পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, ৮নং ওয়ার্ড জামায়াতের আমীর (ইমারত) মো. ছৈয়দ আলম, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, ৪নং ওয়ার্ড সেক্রেটারি মাহমুদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে মহান আল্লাহর দরবারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মানসিক সুস্থতা ও ধৈর্য কামনা করে বিশেষ দোয়া মুনাজাতে অংশ নেন।

আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না: এটিএম আজহারের মুক্তি নিয়ে ছাত্রশিবির সভাপতি

আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না: এটিএম আজহারের মুক্তি নিয়ে ছাত্রশিবির সভাপতি

চকরিয়া টাইমস :

এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম লিখেছেন, আমরা ধৈর্য ধারণ করব এটা যেমন সত্য, ঠিক তেমনি কোনো অন্যায় ও জুলুম মেনে নিতে পারি না। সবশেষে তিনি লিখেছেন, আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না। মাইন্ড ইট ২।

জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই দাবি জানান।

জাহিদুল ইসলাম লিখেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, আমাদের প্রিয় রাহাবার এ টি এম আজহারুল ইসলাম ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

তিনি আরও লিখেছেন, এই মাজলুম ব্যক্তিত্বের ওপর ফ্যাসিস্ট হাসিনা যে নির্মম নির্যাতন চালিয়েছে, তা ৩৬ জুলাই পরবর্তী সময়ে কোনোভাবেই চলতে পারে না। হাইকোর্ট দেখানোর রাজনীতি কি শুধু এমন মাজলুমদের জন্যই চলে?

শিবির সভাপতি লিখেছেন, আমরা ধৈর্য ধারণ করব এটা যেমন সত্য, ঠিক তেমনি কোনো অন্যায় ও জুলুম মেনে নিতে পারি না।

সবশেষে তিনি লিখেছেন, আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না। মাইন্ড ইট ২।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি পিছিয়ে আগামী ৬ মে পুনর্নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।(সংগ্রাম)
চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড জামায়াতের গণসংযোগ পক্ষ

চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড জামায়াতের গণসংযোগ পক্ষ

চকরিয়া টাইমস :


চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ পক্ষ চলছে ওয়ার্ডের বিভিন্ন স্থানে।

সোমবার (২১ এপ্রিল) ১১তম দিবসে চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড এর কমিশনার পাড়ায় দাওয়াতী পক্ষ কার্যক্রমে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চকরিয়া পৌরসভা জামায়াতে নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম। তিনি ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্রসহ বিভিন্ন বই-পুস্তক বিতরণ করেন।

এসময় ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডাঃ জামাল হোসাইন, সেক্রেটারি তৌহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. আতিকুর রহমান, ওলামা বিভাগের প্রতিনিধি মাওলানা আজিজুল হক জিহাদী, ইউনিট সেক্রেটারি মাস্টার মুবিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় জামায়াতের দাওয়াতী পক্ষ

চকরিয়ায় জামায়াতের দাওয়াতী পক্ষ

চকরিয়া টাইমস :

চকরিয়ার ডুলাহাজারা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত দাওয়াতী পক্ষ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে ডুলাহাজারা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সংগঠনটির বিভিন্ন ধরনের প্রচারপত্র বিতরণ করা হয়।

পক্ষব্যাপি এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা দক্ষিণের সাবেক আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা মোজাম্মেল হক। এসময় জামায়াতে ইসলামীসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চকরিয়ার ফাঁসিয়াখালী ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

চকরিয়ার ফাঁসিয়াখালী ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

চকরিয়া টাইমস :


চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা-২০২৫ রোববার (২০ এপ্রিল) ছাইরাখালী প্রিমিয়ার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

ওয়ার্ড বিএনপির সভাপতি আতিক উল্লাহ’র সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. কুতুব উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজ উদ্দিন আহমদ।

এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা দেলোয়ার হোসেন সিরাজী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ছৈয়দ আলম সাইদ, আবু তাহের ছিদ্দিকী, সিনিয়র সদস্য সাইফুল ইসলাম খোকন, গোলাম কুদ্দুস, নুর মোহাম্মদ তারেকী, সাবেক ছাত্রদল নেতা হাবিব উল্লাহ মিছবাহ ও মহিলাদলের শাহিনুর আক্তার মুন্নি।

এসময় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য পরিবর্তনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই :  আব্দুল্লাহ আল ফারুক

দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য পরিবর্তনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই : আব্দুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস :

চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক বলেছেন, বিগত ৫৪ বছরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। কেবলমাত্র যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য পরিবর্তনে বড়ধরনের ভূমিকা রাখতে পারে।

তিনি মাতামুহুরী নদী ভাঙ্গন এই অঞ্চলের বড় সমস্যা উল্লেখ্য করে বলেন, কোনাখালী ইউনিয়ন বন্যাকবলিত একটি এলাকা। এখানে প্রতিবছর বন্যায় রাস্তা-ঘাট, ঘরবাড়ি ও ফসল নষ্ট হয়। কোনাখালী ইউনিয়নের হয়ে এসব সমস্যা সমাধানের জন্য কাজ করবো। আইয়ামে জাহিলিয়াতে নারীদের জীবন্ত কবর দিত, নারীদের কোনো অধিকার ছিল না। মদিনায় ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে নারীরা সবচেয়ে বেশি অধিকার পেয়েছে বলে মন্তব্য করে তিনি আরো বলেন, নারী সংস্কার কমিশনকে আগে সংস্কার করতে হবে, বামপন্থী নারী কমিশন দিয়ে কখনো নারীদের বাস্তব অধিকার প্রতিষ্ঠা হবে না । তাই সেখানে ইসলামের জ্ঞান রাখেন; এমন নারীকে অন্তর্ভুক্ত করতে হবে।

রোববার (২০ এপ্রিল) রাত ১০টায় চকরিয়া উপজেলার কোনাখালী হাশেমিয়া আনোয়ার কাদের সুন্নিয়া মাদরাসার ১ম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ।

মাদরাসা সুপার মাওলানা এম এন মাহবুব আলমের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম চৌধুরী ও কোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ নুরুল কবির।

মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন লোহাগাড়া সুফিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জামাল উদ্দিন।

চট্টগ্রামের বির্জাখাল খনন শুরু করেছে জামায়াত

চট্টগ্রামের বির্জাখাল খনন শুরু করেছে জামায়াত

'জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণের জন্য জামায়াতকে স্বাগত জানাচ্ছি' -ডা. শাহাদাত হোসেন

'হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা ভুলে আমরা মানুষের জন্য কাজ করতে চাই' - শাহজাহান চৌধুরী
চকরিয়া টাইমস: ‘সবার সহযোগিতায় বির্জাখাল পাবে প্রাণ’ এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম নগরবাসীর দুঃখ খ্যাত জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বির্জাখাল খনন কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় চট্টগ্রাম নগরীর বাকলিয়াস্থ ইছহাকের পুল এলাকার অছি মিয়া দোস্ত ভবনের মাঠে এই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, শপথ নেয়ার পর থেকে জলাবদ্ধতা নিরসনে আমি মনে করেছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চট্টগ্রাম নগরী কারো একার শহর নয়। সকলের দেশ ও শহরের প্রতি ভালোবাসা থাকতে হবে, তাহলেই দেশ ও শহর সমৃদ্ধ হবে। জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগের জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে স্বাগত জানাচ্ছি।
তিনি বলেন, গত ১৬ বছরে উন্নয়নের নামে চট্টগ্রাম নগরকে জলাবদ্ধতার নগরীতে পরিণত করা হয়েছে। আইন আইনের জায়গায় থাকবে। এখন থেকে আমরা কঠোর হবো। দুর্ভোগ থেকে রেহাই পেতে হলে আইনের সঠিক বাস্তবায়ন করতে হবে।
সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনসহ সব ধরনের উন্নয়নে সিটি কর্পোরেশনকে আমরা সর্বোচ্চ সহায়তা করব। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা ভুলে আমরা মানুষের জন্য কাজ করতে চাই।
তিনি বলেন, আমাদের কয়েকটা বাজারের দায়িত্ব দিন। সেই বাজারগুলোকে জামায়াতে ইসলামীর কর্মীরা চায়নার শহরের মত সুন্দর বাজার উপহার দিবে। পাশাপাশি ১০টি স্কুলের কাজ করার সুযোগ দিন। সেগুলোর আঙ্গিনাসহ আশেপাশের এলাকা জামায়াতের কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার আই ইউ এ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, বাকলিয়া থানার আমির সুলতান আহমদ, নায়েবে আমির আবুল মনসুর, সেক্রেটারি নুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কাজী হাসান বিন শামস্, ইঞ্জিনিয়ার ফাহমি, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আমির হোসাইন, আবু বকর ছিদ্দিক, বিশিষ্ট ব্যাংকার এয়াকুব আলী, কোতোয়ালী থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ্জাহের, চকবাজার থানার নায়েবে আমির আবদুল হান্নান, কোতোয়ালী থানার সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি শহিদুল্লাহ, কোতোয়ালী থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ।
গণসমাবেশ শেষে প্রধান অতিথি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে ও নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীসহ খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং বাকলিয়া এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের কারণে জনগণের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা দেয়। তারা জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং জামায়াতে ইসলামীর সাথে থাকার ইচ্ছাপোষণ করেন। বির্জাখাল এলাকায় উৎসবের আমেজে পরিণত হয়।
“ইসলামই বিশ্বের নীপিড়িত মানুষের মুক্তির একমাত্র উপায়” : মুহাম্মদ শাহজাহান

“ইসলামই বিশ্বের নীপিড়িত মানুষের মুক্তির একমাত্র উপায়” : মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে কক্সবাজার শহরের প্রধান সড়ক, ৩ ও ১০ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগকালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন,  কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের (১১-২৫ এপ্রিল) প্রত্যেক এলাকার প্রতিটি ঘরে-ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি জামায়াতে ইসলামীর দলীয় দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর নিদের্শিত দায়িত্ব। এই দায়িত্ব পালন করা ঈমানী দায়িত্ব। 

ঈর্ষনীয়ভাবে জামায়াতে ইসলামীর কার্যক্রম এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি  বলেন, জামায়াতে ইসলামীর কার্যক্রমে জনপ্রিয়তা দেখে এক দল এখন আওয়ামী লীগের ভূমিকায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার না চালিয়ে জামায়াতে ইসলামীর জনকল্যাণমুখী কার্যক্রম অনুসরণ করে জনগণের আস্থা, ভালোবাসা ও সমথর্ন অর্জন করতে সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান। 

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ ও মোহাম্মদ শহিদুল্লাহ। 

অপরদিকে শহরের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশ শহর আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  আপোষহীন রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী উল্লেখ করে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী কোন ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের সাথে আপোষ করেনি। যার কারণে জামায়াতে ইসলামীর উপর দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র এবং জুলুম- নির্যাতন ও অপপ্রচার চালানো হয়েছে। জামায়াতে ইসলামীর আমীর, সেক্রেটারী জেনারেল সহ শীর্ষ ১১ জন নেতাকে বিচারিক হত্যা করা হয়েছে। ৫ শতাধিক মামলায় দলের লক্ষাধিক নেতাকর্মী কে সাজিয়ে জুলুম- নির্যাতন জামায়াতকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছে। যারা আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়; যারা মানুষের অধিকার আদায়ে রাজপথে লড়াই করে, তাদের নিঃশেষ করা যায় না, যাবে না। 

দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম। 


 বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ উপলক্ষে দায়িত্বশীল সমাবেশে শহর জামায়াত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদ এতো জুলুম- নির্যাতন করেও যখন জামায়াতে ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, তখন জামায়াতে ইসলামীর নিবন্ধন কেড়ে নিয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ইউনিয়ন এমনকি ওয়ার্ড অফিসও বন্ধ করে দিয়েছিলো। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছে। এমনকি ইসলাম ধর্মকে তারা জঙ্গিবাদ আর মৌলবাদ আজ্ঞা দিয়েছিল। 

কোন কিছুতেই জামায়াতে ইসলামী এক মূহুর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। পরবর্তীতে তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলো। কিন্তু এদেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। জামায়াতে ইসলামী ও জনগণ একই সুতোয় গাঁথা মন্তব্য করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে

বৈষম্যহীন জনবান্ধব সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই : আবদুল্লাহ আল ফারুক

বৈষম্যহীন জনবান্ধব সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । 

শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। 

তিনি বলেন, চকরিয়া উপজেলার ছিটমহল খ্যাত বমুবিলছড়ি একটি অবহেলিত ইউনিয়ন, রাস্তা-ঘাট, অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে। বিশেষ করে শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরো ঢেলে সাজানো দরকার। এভাবে করে পুরো দেশকে সাজানোর কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। তাই বৈষম্যহীন জনবান্ধব সমাজ বিনির্মাণে সকলকে জামায়াতে ইসলামীর পতাকা তলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, লামা উপজেলা আমীর কাজী মোহাম্মদ ইব্রাহিম , উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম। 

ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ হাসানসহ বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

“দুর্ঘটনা রোধে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হোক” : আবদুল্লাহ আল ফারুক

“দুর্ঘটনা রোধে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হোক” : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অব্যাহতভাবে অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধকল্পে মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখা। 

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২টায় মহাসড়কের ইনানী রিসোর্টের সামনে কয়েক হাজার জনসাধারণের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জননেতা কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, দেশের বৃহৎ পর্যটন শিল্পনগরী কক্সবাজারে সারাদেশসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে পর্যটক ও দর্শনার্থীরা প্রতিদিন আনন্দ ও উৎসব করতে আসে। তাছাড়া এ সড়ক দিয়ে রয়েছে কক্সবাজার কেন্দ্রিক দেশের মানুষের যাতায়াত। কিন্ত ঈদের দিন থেকে শুরু করে গত কয়েক দিনে বেশকটি বড় ধরনের সড়ক দুর্ঘটনায় শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ১৪জন মানুষ মারা যাওয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। বিষাদে পরিণত হয়েছে মানুষের ঈদ আনন্দের যাতায়াত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক সম্প্রসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনার শংকায় ম্লান হতে চলেছে ঈদ উৎসব। ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে প্রায় অর্ধশতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় ২৫জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না। অবিলম্বে পর্যটন নগরী কক্সবাজারবাসীর পক্ষ থেকে দুর্ঘটনা রোধকল্পে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কটি ৬লেনে উন্নীত করার জোর দাবি জানাচ্ছি। 

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা সৈয়দ করিমের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহির উদ্দিন আহমদ বাবর, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদ, বরইতলী ইউনিয়ন জামায়াতের সভাপতি জায়েদুল ইসলাম ও ফাঁসিয়াখালী হেল্প সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম চৌধুরী।

এসময় উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি এইচ.এম রুহুল কাদের, হারবাং ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর জুনাইদ সিকদার, বরইতলী ইউনিয়নের সহ-সভাপতি গোলাম হাসিব মোস্তফা সাকি, ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি নবীউল হক মাহিন, এমইউপি বাবুল আহমদসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
"জমিনে আল্লাহর দীন কায়েম হলে ঈদ আনন্দ পূর্ণতা লাভ করবে" : মুহাম্মদ শাহজাহান

"জমিনে আল্লাহর দীন কায়েম হলে ঈদ আনন্দ পূর্ণতা লাভ করবে" : মুহাম্মদ শাহজাহান

উখিয়া জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান 

চকরিয়া টাইমস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েম হলে ঈদ আনন্দ পূর্ণতা লাভ করবে। যে সমাজে এখনো অভাবী মানুষের মিছিল, যে সমাজে এখনো মানুষ অসচ্ছলতার কারণে ভালো খাবার খেতে পারে না, মানসম্মত জামা পড়তে পারে না, সন্তানের মুখে হাসি ফোটাতে পারে না সে সমাজে ঈদের আনন্দ এক নির্মম পরিহাস ছাড়া আর কিছুই নয়। মানব রচিত মতবাদ মানুষ কে সত্যিকারের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি দিতে পারেনি। বরং বিশ্বকে বারংবার ক্ষুধা-দারিদ্র্য, যুদ্ধ-বিগ্রহ দিয়ে বিষিয়ে তুলেছে। এহেন পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে কুরআনের বিধানের দিকে ফিরে আসবে। সমাজের সর্বত্র আল্লাহভীরু নেতৃত্ব কায়েম করতে হবে। আল্লাহর বিধানের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে তাহলেই আল্লাহর ওয়াদা অনুযায়ী জমিনের অধিবাসীর উপর রহমত, বরকত ও উন্নয়নের ফল্গুধারা প্রবাহিত হবে। জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েমের স্বপ্ন দেখে। যেখানে মানুষ সত্যিকারের স্বাধীনতা ভোগ করবে। নির্মল আনন্দ ও অকৃত্রিম ভালোবাসা অন্তরে অন্তরে ছড়িয়ে যাবে। 

বুধবার (২ এপ্রিল) উখিয়া উপজেলা জামায়াতে উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। 

উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দেশের মানুষ সত্যিকারের ঈদ আনন্দ উপভোগ করুক : কক্সবাজার জেলা জামায়াত

দেশের মানুষ সত্যিকারের ঈদ আনন্দ উপভোগ করুক : কক্সবাজার জেলা জামায়াত

চকরিয়া টাইমস :


আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কক্সবাজারবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী ও সেক্রেটারি জাহিদুল ইসলাম। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর খুশির ক্ষণ পবিত্র ঈদুল ফিতর সমাগত। এবারের ঈদুল ফিতর জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদি শাসনের কবলে পড়ে দেশের মানুষ সত্যিকারের ঈদ আনন্দ উপভোগ করতে পারেনি। তাই ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে এবারের প্রথম হোক সকলের জন্য শান্তি -স্বস্তি, নিরাপদ ও আনন্দময়।

নেতৃদ্বয় আরো বলেন, মাহে রমাদান আমাদের কে এক মাস আত্নগঠন, সহমর্মিতা প্রদর্শন, চরিত্র সংশোধন এবং তাকওয়া অর্জনের পথে চালিত করেছে। রমাদানের এই শিক্ষা পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরে প্রতিফলিত হলে বাংলাদেশ একটি শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপসংস্কৃতি চিরতরের জন্য দূরীভূত হবে। বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে ইতিবাচক প্রভাব পড়বে। মহান আল্লাহ আমাদের নেক আমল কবুল করুন। ঈদের অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি বিশ্বাসী হৃদয়ে। ঈদ মোবারক। (প্রেস বিজ্ঞপ্তি, ২৯ মার্চ ২০২৫)
তাকওয়াভিত্তিক সাম্যের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হই : আবদুল্লাহ আল ফারুক

তাকওয়াভিত্তিক সাম্যের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হই : আবদুল্লাহ আল ফারুক

ফাঁসিয়াখালীর ৮নং ওয়ার্ড জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

চকরিয়া টাইমস : চকরিয়ার ফাঁসিয়াখালী ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) গাবতলি স্টেশন চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮নং ওয়ার্ড সভাপতি রুহুল কাদেরের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আতিকুর রহমানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগানোর মাধ্যমে তাকওয়াভিত্তিক সাম্যের বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম।

এতে বিশেষ অতিথি ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুর, ফাঁসিয়াখালী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাষ্টার এনামুল হক, সহ-সভাপতি ফরিদুল আলম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সহ-সভাপতি এইচ এম এরশাদ ও বিশিষ্ট সমাজসেবক ছৈয়দ আহমদ।

এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি নবিউল হোছাইন মাহিন, যুববিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ নোমান, সেক্রেটারী হামিদ হোছাইন, ৭নং ওয়ার্ড সভাপতি প্রফেসর আমিনুল হক , নুরুল কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

ফাঁসিয়াখালী ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

ফাঁসিয়াখালী ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল বুধবার (২৬ মার্চ) ঘুনিয়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ একেরামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. আজিজুল হকের সঞ্চালনা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরও আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ পাই নাই। ফ্যাসিবাদী কায়দায় আওয়ামী লীগসহ সহযোগি রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে জিম্মি করে সামগ্রিক স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করেছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হয়ে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে।

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ হোছাইন।

অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুর, সহ-সভাপতি মাস্টার এনামুল হক, ফরিদুল আলম চৌধুরী, মোহাম্মদ জাকারিয়া ও সেক্রেটারি আতিকুর রহমান।

এসময় ২নং ওয়ার্ডের সভাপতি এ.ইউ.এম শহীদুল্লাহ, ৫নং ওয়ার্ডের বাইতুলমাল সম্পাদক মোঃ ছাবের, ওলামা বিভাগের নেতা মাওলানা কাজী আবুল কাসেম, অধ্যাপক মো. জসিম উদ্দিন, মাওলানা মো. ফরিদ, মোঃ জমির, মো. সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড ইউনিটের সেক্রেটারি নাজেম উদ্দিনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চকরিয়া পৌরসভার হাজিয়ান ইউনিট জামায়াতের ইফতার মাহফিল

চকরিয়া পৌরসভার হাজিয়ান ইউনিট জামায়াতের ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:
বাংলাদেশ জামায়াত ইসলামী চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড এমারত শাখার হাজিয়ান ইউনিটের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশিষ্ট আলেমদ্বীন হাফেজ মাওলানা আবু আইয়ুব আনসারীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শফিউল হক জিহাদী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম।
সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ আবু হুরায়রা'র সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জামায়াত নেতা মোহাম্মদ মকছুদ আহমদ।
এসময় স্থানীয় জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
ফাঁসিয়াখালীর ৯নং ওয়ার্ড জামায়াতের বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

ফাঁসিয়াখালীর ৯নং ওয়ার্ড জামায়াতের বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:

চকরিয়ার ফাঁসিয়াখালীর ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

ওয়ার্ড সভাপতি মাওলানা রায়হান উদ্দিন আল হোছাইনীর সভাপতিত্বে ও সেক্রেটারি কাইছার ছিদ্দিকী রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ সাঈদ।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাস্টার রশিদুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ বাহাদুর, সহ-সভাপতি মো. ফরিদুল আলম চৌধুরী, মুহাম্মদ জকরিয়া, মাস্টার এনামুল হক, এইচ এম এরশাদ, সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মো. আতিকুর রহমান ও ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মনিরুল আলম কুতুবী।

এসময় ফাঁসিয়াখালী ইউনিয়নের যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, সেক্রেটারি ওয়াহেদুল ইসলাম, শ্রমিক কল্যানের সহ-সভাপতি মোহাম্মদ এহেছান, ওলামা বিভাগের মাওলানা মামুনুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি এ.ইউ.এম শহিদুল্লাহ, ইউনিট জামায়াতের সভাপতি মাওলানা মাহাবুব ও সেক্রেটারি মোঃ কাদেরসহ জামায়াতের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে এবং বদর দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর সমৃদ্ধ বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

কোন ষড়যন্ত্র ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না : মাওলানা মোস্তাফিজুর রহমান

কোন ষড়যন্ত্র ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না : মাওলানা মোস্তাফিজুর রহমান

চকরিয়া টাইমস :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য কক্সবাজার জেলার সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান বলেছেন, কোন ষড়যন্ত্র ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করতে পারবে না ইনশা’আল্লাহ। বদরের প্রান্তরে রাসূল (সা:) বিপুল সংখ্যক কাফেরদের মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানে এগিয়ে গেছেন। তারপরই বিজয় এসেছে। তাই প্রত্যেক মু’মিনের আল্লাহর উপর নির্ভর করা উচিত। আমরা আল্লাহর উপর নির্ভর করে ঈমানের দৃঢ়তা নিয়ে ইসলামকে বিজয়ী করবো, কোন পরাশক্তির উপর নির্ভর করে নয়। ইসলামী আন্দোলনকে কখনই পরাজিত করা যাবে না। কারন আল্লাহ আমাদের সাথে আছেন। নানামুখি অপপ্রচার, জুলুম, নির্যাতনের পরও ইসলামী আন্দোলন এগিয়ে যাবে। এ দেশের মাটি ও মানুষের সাথে ইসলাম মিশে আছে। তাই যতই চক্রান্ত ও ষড়যন্ত্র হউক না কেন, কোন শক্তিই ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না।

মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন ইমারত শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা এবং জুলাই ২৪ অভূথানে শহীদদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

খুটাখালী ইউনিয়ন জামায়াতের আমীর ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দীন আরমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী জাহেদুল ইসলাম, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, উপজেলা দক্ষিণের সাবেক আমীর মোজাম্মেল হক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল, অধ্যক্ষ ডাঃ কাজী শওকতুর রহমান, মাস্টার রিদওয়ানুল হক, আবদুল হাকিম, আবদুল আজিজ, মেম্বার আবদুল আওয়াল, মাওলানা সিরাজুল হক, মাওলানা এনামুল হক, মোহাম্মদ নাছির উদ্দীন ও মোহাম্মদ ইব্রাহিম।

এসময় অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যক্ষ মিছবাহ উদ্দীন, মাওলানা রেজাউল করিম আরমান, আরবী প্রভাষক মাওলানা আবু বকর, হাজী আবদুল গফুর, উপাধ্যক্ষ মাওলানা ফিরোজ আহমদ, মাওলানা রহমতুচ্ছালাম, মাওলানা মোফাজ্জল আহমদ, হাফেজ নুরুল আবছার, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ ছৈয়দ হোছাইনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত-শিবির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ আবদুর রহমান বলেন, বদর দিবসের সত্যিকারের শিক্ষা গ্রহণ করতে পারলেই মুমিন জীবনে দুনিয়াবি ও আখেরাতে সফলতা অর্জন করা সম্ভব হবে।

পরে ঐতিহাসিক বদর দিবস, জুলাই বিপ্লবে শহীদ, আহত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা।