চকরিয়া টাইমস:
চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সভা শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. আমিনুজ্জামানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, সাবেক নায়েবে আমীর মাস্টার মুহাম্মদ মুছা, জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি শরিফুল আমিন ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম।
এসময় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 comments: