Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts
চকরিয়া আবাসিক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

চকরিয়া আবাসিক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

চকরিয়া টাইমস: 

চকরিয়া আবাসিক মহিলা কলেজের ২০২৫সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬জুন) কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজীর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জুবাইদুল হক।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরোয়ার আলম। 

এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা চকরিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হাকিম দুলাল, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান মো. নুরুল আখের, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও কলেজের দাতা সদস্য মোহাম্মদ আরাফাত। 

এসময় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা এবং পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ২০২৫সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা ও সুস্বাস্থ্য এবং কলেজের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন কলেজের শিক্ষক মোহাম্মদ সায়েম মনির।  

চকরিয়ার পালাকাটা দাখিল মাদরাসার প্লাটিনাম জয়ন্তী উৎসব বাস্তবায়ন কমিটি গঠন

চকরিয়ার পালাকাটা দাখিল মাদরাসার প্লাটিনাম জয়ন্তী উৎসব বাস্তবায়ন কমিটি গঠন

চকরিয়া টাইমস :

চকরিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পালাকাটা দাখিল মাদরাসার ৭৫বছর পূর্তি উপলক্ষ্যে ১৯ সদস্য বিশিষ্ট প্লাটিনাম জয়ন্তী উৎসব বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা ফরিদুল আলমকে আহবায়ক ও মুহাম্মদ নুরুন্নবীকে সদস্য সচিব করা হয়।

শুক্রবার (১৩জুন) সন্ধ্যায় চকরিয়া শহরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী উৎসব বাস্তবায়ন কর্তৃপক্ষ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

কমিটির অন্যান্য পদের কর্মকর্তারা হলেন; যুগ্ম আহবায়ক যথাক্রমে- মাস্টার মুহাম্মদ নেজাম উদ্দিন, মাস্টার মুহাম্মদ মুজিবুল হক, মাস্টার শহিদুল ইসলাম, আলহাজ্ব আবদুল হাফেজ, মোহাম্মদ শহিদ উদ্দিন সোহেল, মাস্টার ফজলুল কাদের, মুহাম্মদ আবদুস শাকুর এবং সদস্য যথাক্রমে- জামাল উদ্দিন, রেজাউল করিম, কফিল উদ্দিন, মুছা ইবনে হোসাইন বিপ্লব, শোয়াইব বিন হাবিব, নুরুল আহসান রাসেল, আতিকুর রহমান, মিজবাহ উদ্দিন ছোটন, সাজ্জাদুল ইসলাম ও মুহাম্মদ ইমরান। এছাড়া কমিটিতে প্রতি ব্যাচ থেকে একজন করে সদস্য থাকবে।

হারবাং হামেদিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নির্বাচন সম্পন্ন

হারবাং হামেদিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নির্বাচন সম্পন্ন

 চকরিয়া টাইমস: 

চকরিয়ার হারবাং হামেদিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্রদের সংগঠন “প্রাক্তন ছাত্র পরিষদ” এর দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার (৯ জুন) মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অধ্যাপক নিজাম উদ্দিন। প্রাক্তন ছাত্র শেফায়াত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা নুরুল আলম, মাদরাসার প্রাক্তন ছাত্র যথাক্রমে ফরিদুল আলম, হেলাল উদ্দিন, জহিরুল আলম, মাস্টার বেলাল আহমদ, মুজিবুল হক, রুহুল আমিন, রাফিউর রহমান আনাস, মোহাম্মদ ফাহিম ও জুবাইরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট রিদুওয়ানুল করিম ও সেলিম উদ্দিন। পরে নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে নিবন্ধিত সদস্যদের অংশগ্রহণে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে মো. মোরশেদুল আলম সভাপতি, মো. রেজাউল করিম সাধারণ সম্পাদক, নবী হোসাইন সাংগঠনিক সম্পাদক এবং আসলাম ইকবাল খান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

টেকনাফে সেরা মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ছাত্রশিবিরের

টেকনাফে সেরা মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখা সাবরাং ইউনিয়নের সেরা মেধাবী শিক্ষার্থীদের নিয়ে সেরা মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাবেক জেলা সভাপতি সরওয়ার কামাল সিকদার।

এতে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম নূরী ও বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা সভাপতি মুহাম্মদ রবিউল আলম। 

এসময় টেকনাফ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ তারেক রহমান বেলালীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থীদের মাঝে জেলা ছাত্রশিবিরের কুরআন উপহার

কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থীদের মাঝে জেলা ছাত্রশিবিরের কুরআন উপহার

চকরিয়া টাইমস :

কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থীদের মাঝে ঐতিহাসিক ১১মে কুরআন দিবস উপলক্ষ্যে অর্থসহ কুরআন উপহার দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রশিবির। 

বৃহস্পতিবার (১৫ মে) কুরআন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি আবদুর রহিম নূরী। 

বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা। অতিথিবৃন্দ বেশ’কজন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে অর্থসহ কুরআন শরীফ তুলে দেন। 

এসময় জেলা ছাত্রশিবিরের প্রশিক্ষণ সম্পাদক আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, কক্সবাজার সরকারি কলেজ সভাপতি মোহাম্মদ আইয়ুব আনসারি, সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, জেলা শিক্ষা বিভাগের পরিচালক শেখ মাহমুদুর রহমান ও সাংস্কৃতিক সংগঠক আবদুল গফুর প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফাঁসিয়াখালী দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মোস্তফা জামালের পরিচালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী, দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহ আলম সিকদার, রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শাহেদুল মোস্তফা, সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হাসেম সিআইপি, শিক্ষানুরাগী আলহাজ্ব মাস্টার ছৈয়দ আহমদ, শিক্ষানুরাগী আলহাজ্ব মাষ্টার আনোয়ার হোসেন, ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন, দিগরপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আনোয়ার হোসেন, শিক্ষানুরাগী তোফাজ্জল হোসেন বাবু, 
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম খোকন, বাদল কান্তি আর্চয্য, শাহজাহান, কামাল উদ্দিন, জামায়াত নেতা শহিদুল্লাহ, তরুন সমাজসেবক মাওলানা মুহাম্মদ এহেসান, যুবদল নেতা শহিদুল ইসলাম সিকদার, শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম ও রফিক আহমদ। 
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের বাংলা’র স্টাফ রিপোর্টার মুহাম্মদ আরফাতুল ইসলাম সানি, দৈনিক মুক্ত খবর চকরিয়া প্রতিনিধি মুহাম্মদ রিদুয়ানুল হক রিদুয়ান, মোহাম্মদ জমির উদ্দিন এমইউপি, তৌহিদুল ইসলাম তুহিন, রাজারবিল মিরাজ হেফজ খানার পরিচালক মাওলানা শেখ আহমদ কবির ছিদ্দিকী ও বিদ্যালয়ের সকল শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অভিভাবক, অভিভাবিকাসহ শিক্ষার্থীরা।

চকরিয়ার ছেলে স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রের গেটিসবার্গ কলেজে

চকরিয়ার ছেলে স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রের গেটিসবার্গ কলেজে

ফজলুল কাদের



প্রাথমিকের গন্ডি পেরিয়ে ভর্তি হলো চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে। সেখানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শেষ করে এবার সে ঘাড় ঘুরিয়ে বললো আমি এখানে পড়বো না; অর্থাৎ চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় গ্রামের স্কুলে পড়বে না। পড়বে চট্টগ্রাম শহরের নাম করা কোনো স্কুলে। ব্যাস ভর্তি হয়ে গেলো চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে।
সেখান থেকে এসএসসি পাস করে আবার ঘাড় বাকা করে বললো আমি চট্টগ্রাম পড়বো না; পড়বো ঢাকার কোন এক নাম করা কলেজে যেই কথা সেই কাজ ভর্তি হলো ঢাকা সরকারি কলেজে, এইচএসসি দিল; আর বলতে লাগলো আমি মেডিকেল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়বো না।
তার এমন পাগলামিতে তার মা বাবা আত্মীয় স্বজন কেউ বাঁধা দেননি। কারণ সে ছোটকাল থেকে এমন কোন কাজ করেনি যেটিতে তার মা বাবা আত্মীয় স্বজনের মনঃক্ষুন্ন হয়। তার সফলতার ভার বয়সের চেয়েও বেশি। পঞ্চম, অষ্টম, এসএসসি, এইচএসসি সব পরীক্ষায় তার সফলতা আছে।
আমরা ভাই বোন সাত জনের মধ্যে নাহিয়ানে মা পঞ্চম। সে আমরা সবার চেয়ে আলাদা মেধাবী ও সদা হাস্যোজ্জল। সরকারি মুসলিম হাইস্কুলের এসএসসি ২০২২ এবং ঢাকা কলেজ ২০২৪ ব্যাচের শিক্ষার্থী আহসান ফয়েজ নাহিয়ান। পিতা আবু মোহাম্মদ হাসান মাতা ছাবেকুন নাহার গ্রাম করাইয়া ঘোনা ৫নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা কক্সবাজার।
যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রতিষ্ঠান “গেটিসবার্গ কলেজে” শতভাগ স্কলারশিপ পেয়ে পড়াশুনার সুযোগ পেয়েছে। প্রায় ৪ কোটি টাকা সমপরিমাণ সম্পূর্ণ স্কলারশিপ পাওয়া খুব কম শিক্ষার্থীদের মধ্যে সে একজন।
নাহিয়ান মুসলিম হাই স্কুলের বিতর্ক সংগঠন জি.এম.এইচ.এস.ডি.এস এর ভাইস প্রেসিডেন্ট ছিলো। এছাড়া স্কুলের হয়ে জাতীয় বিজ্ঞান উৎসব এবং বিতর্কে থানা ও জেলা পর্যায়ে তার কৃতিত্ব ছিলো।
নাহিয়ান তার ফ্যাশনের প্রতি অনেক ডেডিকেটেড একটা ছেলে। পড়াশুনা থেকে শুরু করে কো-কারিকুলার,সবকিছুতেই সে পরিশ্রমী ছিলো। তবে নাহিয়ানের স্কুল জীবন খুব একটা সহজ ছিলো না, বাড়ি চকরিয়া হওয়াতে স্কুলের হোস্টেলে থেকে পড়াশুনা করতে হয়েছে তাকে। বাবা-মা থেকে দূরে হোস্টেলের কঠিন পরিবেশে নিজের মতো করে সবকিছু গুছানো, কোচিং করা, বিতর্কসহ অন্যান্য প্রতিযোগিতা থেকে শুরু করে পরিক্ষায় ভালো রেজাল্ট করা সবকিছুই সুন্দরভাবে করেছে। যখনই কোন সুযোগ পেয়েছে সেটাকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছে সে। নাহিয়ানের উপর আমার ভরসা ছিলো, জানতাম সে একদিন নিজের স্বপ্নগুলোকে ছাড়িয়ে যাবে। আশা করি একদিন বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে ইনশা’আল্লাহ।

লেখক: নাহিয়ানের মামা
সুরাজপুর তা’লিমুল কোরআন ইসলামিয়া মাদরাসা এতিমখানার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ

সুরাজপুর তা’লিমুল কোরআন ইসলামিয়া মাদরাসা এতিমখানার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ

চকরিয়া টাইমস:

চকরিয়ার মানিকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুরাজপুর কৈয়ারবিলপাড়া সুরাজপুর তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানা মাদরাসার দুই দিনব্যাপী বৃহস্পতিবার ও শুক্রবার ১৭-১৮ এপ্রিল সকাল ১০টায় বার্ষিক সভা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

সভায় অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন চকরিয়া বহদ্দারকাটা মাদরসার পরিচালক মাওলানা মুহাম্মদ হোছাইন, কৈয়ারবিলপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হোছাইন, সুরাজপুর জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মুহাম্মদ বদরু ইসলাম ও সুরাজপুর নতুন কৈয়ারবিলপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আকবর আহমদ।

এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন ঢাকা টঙ্গী জামিয়া আজিয়া মারকাযুল হেদায়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মুহাম্মদ ওবায়দুল্লাহ রফিকী।

অনুষ্ঠানে প্রথম দিনের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী হাফেজ মুহাম্মদ মহিবুল্লাহ এবং দ্বিতীয় দিন প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ শহিদুর রহমান কায়সার উপস্থিত ছিলেন।

এতে আলোচনা পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড: মাওলানা মুহাম্মদ মুফতি হুমায়ুন কবির, আগ্রাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাফেজ মুফতি রিদুয়ানুল কাদেরী, অদুদিয়া জামে মসজিদের খতিব হাফেজ মুহাম্মদ নুরখাঁন উদ্দিন, চকরিয়া রামপুর মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ আসাদ আলমগীর, দারুল ইরফান মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুহাম্মদ নুরুল কাদের, মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, হাফেজ মুহাম্মদ আলা উদ্দিন ইমামি, মাওলানা শেখ আহমদ কবির, মাওলানা মুহাম্মদ আইয়ুব আনসারী, মাওলানা মুহাম্মদ জাহেদ উল্লাহ হোছাইনি, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ শামসুল আলম।

সভায় বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রবাসী ফোরামের সভাপতি মুহাম্মদ হুমায়ুন কবির ইসহাক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ রাকিবুল ইসলাম রকিব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৈয়ারবিলপাড়া সুরাজপুর তা'লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর হুজুর (দুবাই প্রবাসী)।

প্রতি বছরের ন্যায় এবারেও ২০২৫সালে দুইজন হিফয সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদানসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে মোট ৩৫ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

চকরিয়ার মজিদিয়া দাখিল মাদরাসায় বাংলা নববর্ষের আলোচনা সভা

চকরিয়ার মজিদিয়া দাখিল মাদরাসায় বাংলা নববর্ষের আলোচনা সভা

চকরিয়া টাইমস :

চকরিয়ার মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ বর্ষবরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) মাদরাসা সুপার মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদরাসার শিক্ষকরা বাংলা নববর্ষের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এসময় মাদরাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ মুছাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

দারুল আবরার তাহফিজুল কোরআন মাদরাসা ও  এতিমখানার বালিকা শাখা উদ্বোধন

দারুল আবরার তাহফিজুল কোরআন মাদরাসা ও এতিমখানার বালিকা শাখা উদ্বোধন

চকরিয়া টাইমস: 

চকরিয়ার ফাঁসিয়াখালীতে দারুল আবরার তাহফিজুল কোরআন মাদরাসা ও এতিমখানার বালিকা শাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ কুতুব উদ্দিন।

মাদরাসা সভাপতি মাঈনুল হোছাইন চৌধুরী হিরুর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজ উদ্দিন আহমদ।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসা পরিচালকসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিষ্ঠানের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

হযরত ফাতিমা (রা:) বালিকা ফাজিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন

হযরত ফাতিমা (রা:) বালিকা ফাজিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস :

চকরিয়ার বেতুয়াবাজারস্থ হযরত ফাতিমা (রা:) বালিকা ফাজিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল মঙ্গলবার (৮ এপ্রিল) মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কবির হোছাইন। তিনি শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাছান।

এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আবু ওবাইদা, আশরাফুল এহছান, মাহমুদুর রহমান, জসিম উদ্দিন, ইমরান হোছাইন প্রমুখ।

পরে দাখিল পরীক্ষার্থীদের সফলতা ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাফর আলম।

অর্থবহ সংস্কৃতি চর্চা নৈতিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে : মুসা বিপ্লব

অর্থবহ সংস্কৃতি চর্চা নৈতিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে : মুসা বিপ্লব

চকরিয়া টাইমস :

চকরিয়ার মাতামুহুরী দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং দাখিল পরীক্ষার্থী-২০২৫ এর বিদায় সংবর্ধনা মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল চারটায় চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসানের সভাপতিত্বে ও মাদরাসা সুপার মাওলানা নুরুল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)'র কেন্দ্রীয় অর্থ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুসা ইবনে হোসাইন বিপ্লব।

তিনি বলেন, অর্থবহ সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি নৈতিকতা সমৃদ্ধ সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অনন্য ভূমিকা রাখতে পারে। তাই পড়ালেখার পাশাপাশি মানসিক প্রতিভা বিকাশে বিনোদনমূলক সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই।

এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মুহাম্মদ মোস্তফা। এরআগে সকালের অধিবেশনে অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, মাতামুহুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, মাতামুহুরী শ্রমিকদলের সভাপতি মো. বেলাল উদ্দিন, জামায়াত নেতা ডাঃ নুরুল কামাল, তরুণ শিক্ষানুরাগী শোয়াইবুল ইসলাম ও চকরিয়া প্রবাসী ইউনিয়নের সভাপতি মুবিনুল ইসলাম প্রমুখ।

এসময় মাদরাসার সহ-সুপার ক্বারী মাওলানা এহসানুল হকসহ মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ আলোচনা শেষে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

দেশ পরিচালনায় মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : ধর্ম উপদেষ্টা ড. খালেদ হোসেন

দেশ পরিচালনায় মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : ধর্ম উপদেষ্টা ড. খালেদ হোসেন

হারবাং হামেদিয়া দাখিল মাদরাসায় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান

চকরিয়া টাইমস : চকরিয়ার হারবাং হামেদিয়া দাখিল মাদরাসার (৫০ বছর) পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান বৃহস্পতিবার (৩ এপ্রিল) মাদ্রাসার প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। সকালে প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি মাদরাসা প্রাঙ্গন থেকে শুরু করে স্টেশন হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মুহাম্মদ নিজাম উদ্দিন।
বনবিভাগের সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোর্শেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালেদ হোসেন।
তিনি দেশ পরিচালনায় মাদরাসা শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, মাদরাসার শিক্ষা গুণগত মান উন্নত করতে হবে, আরবি, বাংলা-ইংরেজী ভাষায় সমান দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ পরিচালনায় অবদান রাখতে হবে। তিনি হামেদিয়া দাখিল মাদরাসার গরীব ও মেধাবী অন্তত ১৫ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষা বৃত্তি দেয়ার প্রতিশ্রুতি দেন। আগামী অর্থবছরে একটি একাডেমিক ভবন বরাদ্দের চেষ্টা করা হবে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।
এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এরফান উদ্দিন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) রকিব উর রাজা ও চকরিয়া থানার ওসি মোহম্মদ শফিকুল ইসলাম। এরআগে সকালের আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের শীর্ষ মুখপাত্র আবু সাদেক কায়েম। এছাড়া মাদরাসা প্রতিষ্ঠার ১৯৭৫সাল থেকে বিভিন্ন ব্যাচের উল্লেখযোগ্য শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় মাদরাসা সুপার মাওলানা নুরুল আলম, সহ-সুপার মাওলানা আবুল বাশারসহ সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অতিথিদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয় হয়।
চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা আফম ইকবাল হাসান, প্রভাষক মুবিনুল হক, সিনিয়র সহকারী শিক্ষক এস.এম হেলাল উদ্দিন ও সহকারী শিক্ষক মোহাম্মদ আলী।

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাদরাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলে এলাহী বুলু। এসময় মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান।
চকরিয়ায় বদর দিবসে শিবিরের কুরআন বিতরণ

চকরিয়ায় বদর দিবসে শিবিরের কুরআন বিতরণ

চকরিয়া টাইমস :

চকরিয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৮ মার্চ) চকরিয়া আনওয়ারুল কামিল (এম.এ) মাদরাসা মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার ব্যানারে এ কার্যক্রম সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মুহাম্মদ হেদায়েদ উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আনওয়ারুল কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসান ও জেলা ছাত্রশিবিরের কর্মকর্তা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

এসময় মাতামুহুরী ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের কুতুবদিয়া শিবিরের সংবর্ধনা

দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের কুতুবদিয়া শিবিরের সংবর্ধনা

চকরিয়া টাইমস : 

কুতুবদিয়ায় দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বুধবার (১২ মার্চ) কুতুবদিয়া হাইস্কুল মাঠে উপজেলা ছাত্রশিবিরের জমকালো আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

ছাত্রশিবিরের কুতুবদিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিমের সভাপতিত্বে ও সেক্রেটরি মো. তানভীরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মো. আবু তালহা, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রশিবিরের সভাপতি আয়ুব আনসারী, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ আবু মুছা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহিম নূরী বলেন, দেশ এখনও দুর্নীতিগ্রস্ত, অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ নানান রাষ্ট্রীয় অসুখের করাল গ্রাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দেশের এমন অবস্থা হতে মুক্তির জন্য বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নীতিবান আদর্শ মানুষ তৈরির জন্যে দেশের ছাত্রসমাজের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে মীর মো. আবু তালহা বলেন, দেশের মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বয়সে ছোট ফুটবল খেলোয়াড়েরা পারফরম্যান্স দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব অর্জন করেছে; তাদেরকে ছাত্রশিবির সংবর্ধনা দিতে পেরে ধন্য মনে করছে। 

সংবর্ধনা অনুষ্ঠানে ১৭জন ক্ষুদে ফুটবলার এবং কোচের হাতে ক্রেস্ট ও ঈদের পানজাবি উপহার তুলে দেন অতিথিবৃন্দ।


ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসায় স্কিলফো পাইলট প্রকল্পের ওয়ার্কশপ

ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসায় স্কিলফো পাইলট প্রকল্পের ওয়ার্কশপ

চকরিয়া টাইমস:

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও ইউনিসেফের সহযোগিতায় চকরিয়ার ডুলাহাজারায় স্কিলফো পাইলট প্রকল্পের এমসিপিদের রিভিও ওয়ার্কশপ সোমবার (২৪ফেব্রুয়ারী'২০২৫) ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসা সুপার মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদিপ্ত খীসা।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ইন্সট্রাক্টর ও স্কিলফো পাইলট প্রকল্পের কোর্স কো-অডিনেটর রবিউল ইসলাম ও ইউনিসেফ স্কিলফো পাইলট প্রকল্পের ডোনার আসাদুজ্জামান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার প্রতিনিধি সাংবাদিক শাহ মোহাম্মদ জাহেদ, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিনসহ সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য এমসিপি (ব্যাবসায়ী) ও বিভিন্ন ক্যটাগরীর ব্যাক্তিবর্গ।

স্কিলফো পাইলট প্রকল্পের (এফএমএ) ফরহাদ পিয়ারুর সঞ্চালনায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, অত্র প্রকল্পে ঝরে পড়া শিক্ষার্থীদের রোধ, বেকারত্ব দূরীকরণ, মাদক, জুয়া, ইভটিজিং চুরি ও ছিনতাই থেকে বিরত রাখতে এই প্রকল্প যুগান্তকারী ভূমিকা রাখবে।

স্কিলফো পাইলট প্রকল্পের ছয় মাসব্যাপী কারিগরী বিষয়ে বিভিন্ন ধরণের প্রশিক্ষণসহ উপানুষ্ঠানিক ও কারিগরি শিক্ষার মাধ্যমে সুদক্ষ জনশক্তি উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, বাস্তবায়িত প্রকল্পটি চলমান থাকলে আগামী দিনের কিশোর কিশোরীরা অনৈতিক কাজ থেকে বিরত থেকে নিজ নিজ যে দক্ষতা অর্জন করেছে; তা দিয়ে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারবে। তাছাড়া এ প্রকল্পের আওতায় ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোর কিশোরীদের সাক্ষরতা নিশ্চিত ও কারিগরী শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে ছয় মাস ব্যাপী বিনামূল্যে ট্রেনিং শেষে এককালীন তাদেরকে প্রতিজন ১৫ হাজার টাকা এবং পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিশেষ সার্টিফিকেট প্রদান করা হবে।

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

চকরিয়া টাইমস:

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি-২০২৫ এর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ।

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক ড. শামসুদ্দীন শিশির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যসহ মাধ্যমিক ও প্রাথমিক শাখার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নরেশ রুদ্র টিটু ও সহকারী শিক্ষক ইমরানুল ইসলাম। পরে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়ন

কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস : 

প্রাথমিক গোল্ডকাপ ফুটবল-২০২৫ এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলায় সিলেট বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিভাগ। 

খেলায় চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীতে টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।

চকরিয়া আবাসিক মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিকের পুরস্কার বিতরণ

চকরিয়া আবাসিক মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিকের পুরস্কার বিতরণ

চকরিয়া টাইসম: 

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে চকরিয়া আবাসিক মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) কলেজ গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জুবাইদুল হক।

বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

এতে বিশেষ অতিথি চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও দাতা সদস্য শেফায়ত হোসেন আরফাত।

এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে রকমারি আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।