Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts
চকরিয়ার মাদ্রাসা হযরত ওসমান বিন আফফান (রা.)’র অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ

চকরিয়ার মাদ্রাসা হযরত ওসমান বিন আফফান (রা.)’র অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ

চকরিয়া টাইমস: 

চকরিয়ার কৈয়ারবিল ইসলামনগরস্থ মাদ্রাসা হযরত ওসমান বিন আফফান (রা.) এর অভিভাবক সম্মেলন, মেধাবি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ২০২৫সালের নূরানী তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রউফ মনছুর। মাদ্রাসা শিক্ষক মাওলানা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চীফ সেন্টার ভিজিটর এন্ড ম্যাজিস্ট্রেট বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ ইলিয়াস কোবরা। 

প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম সাতকানিয়া গারাঙ্গিয়া ইসলামিয়া কার্মিল (মাস্টার্স) মাদ্রাসার সহকারী অধ্যাপক মুহাদ্দিস মাওলানা মো. ইরশাদ উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ সাঈদী ও শাহ আবরার হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. জিয়াউল হক। 

এছাড়া বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মহসিন উদ্দিন মিঠু, শিক্ষা পরিচালক মাওলানা শাহাদাত হোসেন, সহকারী পরিচালক মাওলানা আবদুল হামিদ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আনসার উদ্দিন, মাওলানা শাহেদ হোসাইন, মাওলানা মুহাম্মদ হাসান, অভিভাবকদের পক্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. এখলাছুর রহমান, মাওলানা রুহুল আমিন ও মাস্টার মিজানুর  রহমান প্রমুখ। 

আলোচনা শেষে ২০২৪সালের বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের উত্তীর্ণদের মাঝে ক্রেস্টসহ পুরস্কার, ২০২৫সালের নূরানী তৃতীয় শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ফাইল এবং পাঠদানে সফল ভূমিকা পালন করায় চার শিক্ষকের মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। 

পরে মাদ্রাসার সফলতা এবং পরীক্ষার্থীদের শারীরিক সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন শিক্ষা পরিচালক মাওলানা শাহাদাত হোসেন।

বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন নূরানী মাদরাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন নূরানী মাদরাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

চকরিয়া টাইমস: 

চকরিয়ার পূর্ব বড়ভেওলা কাশেম আলী মিয়াজী সিকদারপাড়া বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের দোয়া মাহফিল-২০২৫ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শাহ্ জাহান। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহামুদুল করিম, প্রবাসী নুর মোহাম্মদ ও কফিল উদ্দিন। 

এসময় মাদরাসা শিক্ষক মুহাম্মদ কায়সার, আবদুল মান্নানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ফাইল তুলে দেন মাদরাসা প্রধানসহ অতিথিবৃন্দ। 

মাদরাসার শিক্ষা পরিচালক মহিউদ্দিন হাসান রানার সঞ্চালনায় পরীক্ষার্থীদের সফলতা ও শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা জাহাঙ্গীর হোসাইন। 

উল্লেখ্য, এ প্রতিষ্ঠান থেকে ২০২৫সালের নূরানী তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারীরা হলেন; জামীল হামজাহ, মোহাম্মদ মাহাদি হাসান, মোহাম্মদ ইশমাম, সাহাল রহমান, জাবেদুল ইসলাম, মারিয়াতুল জন্নাত, শাহাজিয়া আফরিন মারওয়া, হালিমা জন্নাত ও ছিদ্রাতুল মুনতাহা তাকওয়া।

উত্তর ফুলছড়ি তা’লীমুল কুরআন নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

উত্তর ফুলছড়ি তা’লীমুল কুরআন নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চকরিয়া টাইমস: 

চকরিয়ার খুটাখালী উত্তর ফুলছড়ি তা’লীমুল কুরআন নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল-২০২৫ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে দশটায় মাদরাসা পরিচালক মাওলানা আবদুল মাবুদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ইমারত জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। তিনি বলেন, কোমলমতি শিশুদের মানসম্মত দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে নূরানী পদ্ধতির পড়ালেখার বিকল্প নেই। তাই পরিবার ও সমাজে নূরানী শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে আজকের উপস্থিত অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুটাখালী আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাহাব উদ্দিন আরমান, খুটাখালী ৭নং ওয়ার্ডের সাবেক এমইউপি আকতার আহমদ, বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা আজিজুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা কাজী এনামুল হক ও তরুণ ছাত্রনেতা আরিফুল ইসলাম জনী চৌধুরী। 

এসময় খুটাখালীর বিশিষ্ট সমাজসেবক আবদুর রহিম নাবিল, বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা মুহাম্মদ জাকারিয়া, মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ তারেকুল ইসলাম, মাওলানা সরোয়ার কামাল তমিজী, মাওলানা জাকারিয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক অভিভাবিকাগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে মাদরাসার পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ফাইল তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। 

পরে মাদরাসার সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন খুটাখালীর সুপরিচিত ইসলামী আলোচক মাওলানা মনছুর আলম জমিরী। 


চকরিয়ার বানিয়ারছড়া দারুল উলুম আল্-ইসলামীয়া মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

চকরিয়ার বানিয়ারছড়া দারুল উলুম আল্-ইসলামীয়া মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

চকরিয়া টাইমস:


চকরিয়া উপজেলা ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বানিয়ারছড়া স্টেশনে দারুল উলুম আল্-ইসলামীয়া মাদরাসা এতিমখানা ও হেফাজখানার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬নভেম্বর) দিনব্যাপী বার্ষিক সভায় জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুর মাদরাসার মুহাদ্দিস মুফতি ওয়ালি উল্লাহ ঢাকা, মাওলানা ছরোয়ার আলম কুতুবীসহ স্থানীয় আলেম উলামাগণ আলোচনা পেশ করেন।

বার্ষিক সভায় জামিয়া দারুণ মা'আরিফ শায়ক সাইফুল্লাহ মাদানী ও চকরিয়া তানজীমে আহলে হকের সভাপতি মুফতি এনামুল হকের সভাপতিত্বে মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন বানিয়ারছড়া দারুল উলুম আল ইসলামীয়া মাদরাসার পরিচালক আলহাজ্ব মোহাম্মদ হাছন আলী। এসময় মাদরাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় নব প্রজন্ম সোসাইটির নূরানী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

চকরিয়ায় নব প্রজন্ম সোসাইটির নূরানী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় নব প্রজন্ম সোসাইটির উদ্যোগে নূরানী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় একই সময়ে দুইটি কেন্দ্রে চকরিয়া গ্রামার স্কুল এবং মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে ১হাজার ৯শ’ ৬৫জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চকরিয়া-পেকুয়া আসনের সংসদ পদপ্রার্থী মাওলানা ছরওয়ার আলম কুতুবী। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসা করেন।

নব প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক মাওলানা শমশুল হক বলেন, “চকরিয়া উপজেলায় দ্বীনি শিক্ষার মান উন্নত করা এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা যাচাইয়ের উদ্দেশ্যে প্রতি বছর এ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। এ বছর অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় আরও বেড়েছে।”

নব প্রজন্ম সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ঈসা বলেন, “ধর্মীয় জ্ঞান ও সাধারণ জ্ঞানে শিক্ষার্থীদের যোগ্যতা পরিমাপের লক্ষ্যে আমরা এই বৃত্তি পরীক্ষা চালু করেছি। শিক্ষার্থীদের আগ্রহ, অভিভাবকদের সহযোগিতা এবং পরিচালকদের সমন্বিত প্রচেষ্টায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।”

পরীক্ষার সার্বিক তদারকিতে ছিলেন আয়োজক কমিটির কর্মকর্তারা। এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিকরাও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পুরো কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষা শেষে আয়োজকরা জানান, মূল্যায়ন শেষে ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে আগামী বছর আরও বিস্তৃত পরিসরে মেধাবৃত্তি আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়।

অন্যদিকে নব প্রজন্ম সোসাইটির এ সফল আয়োজন স্থানীয় শিক্ষাঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে। তাছাড়া অভিভাবকরা এ বৃত্তি দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। 


চকরিয়া সরকারি কলেজে জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

চকরিয়া সরকারি কলেজে জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

চকরিয়া টাইমস: 

ইসলামী ছাত্রশিবির চকরিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট রোববার (৯ নভেম্বর) কলেজ মাঠে শুরু হয়েছে। 

উদ্বোধনী খেলায় মানবিক প্রথমবর্ষ ক্রিকেট একাদশকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে মানবিক দ্বিতীয়বর্ষ ক্রিকেটদল। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মো. আরিফুল কবির। 

টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলাম। 

কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. মোরশেদ ও সেক্রেটারি মো. মনির উল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের ৮টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। 


দুর্নীতি, দারিদ্র্য ও বেকারত্বকে ‘না’ বলুন: কুতুবদিয়ায় নবীন বরণ অনুষ্ঠানে ড. হামিদ আযাদ

দুর্নীতি, দারিদ্র্য ও বেকারত্বকে ‘না’ বলুন: কুতুবদিয়ায় নবীন বরণ অনুষ্ঠানে ড. হামিদ আযাদ

চকরিয়া টাইমস:

কুতুবদিয়া সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক অনুষ্ঠান রোববার (২ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি।

প্রধান অতিথির বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ বলেন, “দুর্নীতি, দারিদ্র্য ও বেকারত্বের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে। বাংলাদেশ দরিদ্র দেশ নয়; আমাদের সম্পদ যদি পরিকল্পিতভাবে ব্যবহৃত হয়, এই দেশও একদিন প্রথম বিশ্বের কাতারে পৌঁছাবে। তরুণদের মেধা, মনন ও সততার সমন্বয়ে গড়ে উঠলে তারাই হবে বাংলাদেশের উন্নয়নের চালিকাশক্তি।”

তিনি আরও বলেন, “পৃথিবীকে গড়তে হলে আগে নিজেকে গড়তে হবে”—এই নীতিবাক্য ধারণ করে প্রতিটি শিক্ষার্থীকে জ্ঞান, দক্ষতা ও চরিত্রে উন্নত মানুষ হয়ে উঠতে হবে।

প্রধান বক্তা চাকসু ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশে সৎ, দক্ষ ও আদর্শ নেতৃত্বের ঘাটতির কারণেই প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও আমরা উন্নত বিশ্বের কাতারে যেতে পারিনি। সরকার বদলেছে, কিন্তু জনগণের ভাগ্য বদলায়নি।”

তিনি উল্লেখ করেন, ইসলামী ছাত্রশিবির সেই ঘাটতি পূরণের লক্ষ্যে আদর্শ নেতৃত্ব তৈরির কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা কোনো মাস্টারমাইন্ডের অপেক্ষা না করেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। শিক্ষার্থীরাই আগামীর উন্নত বাংলাদেশ গঠনে নিয়ামক ভূমিকা পালন করবে।”

কলেজ ছাত্রশিবেরর সভাপতি মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, কুতুবদিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম. এ. মান্নান, উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইব্রাহিম, তরুণ লেখক আলী ওসমান শেফায়েতসহ অন্যান্যরা।
জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিমুক্ত থাকতে শিক্ষার্থীদের শপথ নিতে হবে : জেলা প্রশাসক

জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিমুক্ত থাকতে শিক্ষার্থীদের শপথ নিতে হবে : জেলা প্রশাসক

চকরিয়া টাইমস :

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুর্নীতিবিরোধী প্রচারণার উদ্দেশ্যে স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল আয়োজিত হয়।

সমাপনী বিতর্কের বিষয় ছিলো, “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়”।

বিষয়ের পক্ষে বলেছে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে বক্তব্য রেখেছে কক্সবাজার মডেল হাই স্কুল। দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র ০.৫ মার্কের ব্যবধানে জয়লাভ করে বিপক্ষের বিতর্ক দল কক্সবাজার মডেল হাই স্কুল।

এই আয়োজনের প্রধান অতিথি হয়ে উপস্থিত শিক্ষার্থী ও খুদে বক্তাদের অনুপ্রেরণা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। তিনি তার বক্তব্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানান। এই দুর্নীতিমুক্ত থাকাটা শিক্ষার্থীদের কাজ- তথা পড়াশুনার ক্ষেত্রেও প্রযোজ্য। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাতেই এমন একটি বাংলাদেশ নির্মিত হবে যা বিশ্বব্যাপী সুশাসনের রোলমডেল হিসেবে উপস্থাপিত হবে- তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চকরিয়ায় ছাত্রশিবিরের মানববন্ধন

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চকরিয়ায় ছাত্রশিবিরের মানববন্ধন

চকরিয়া টাইমস: 

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চকরিয়ায় উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৫টায় চিরিংগা ইসলামী ব্যাংকের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রশিবির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। 


উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনের সমাবেশে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সৈয়দ করিম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. শওকত আলী, সাবেক ছাত্রনেতা অধ্যাপক মাহফুজুল করিম, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান ও চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মোরশেদ। 

মানববন্ধনের সমাবেশে বক্তারা বলেন- শিক্ষাদীক্ষার উন্নয়নে কক্সবাজারে একটি মানসম্মত আন্তর্জাতিকমানের পাবলিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা অবহেলিত কক্সবাজারবাসীর প্রাণের দাবি। এটি প্রতিষ্ঠিত হলে কক্সবাজারের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। পাশাপাশি এতদাঞ্চলের বেকার যুবকসহ সর্বসাধারণের কর্মসংস্থানমুখী কল্যাণ সাধিত হবে। তাই অনতিবিলম্বে সচেতন অভিভাবক মহলসহ কক্সবাজারবাসীর প্রাণের দাবি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। এছাড়া মানববন্ধনের সমাবেশ থেকে- একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি মানসম্মত ক্যাডেট কলেজ স্থাপনেরও দাবি জানান বক্তারা।


টাইফয়েড টিকা পেয়েছে মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) এর আড়াই শতাধিক শিক্ষার্থী

টাইফয়েড টিকা পেয়েছে মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) এর আড়াই শতাধিক শিক্ষার্থী

চকরিয়া টাইমস: 

চকরিয়ার কৈয়ারবিল ৭নং ওয়ার্ড ইসলামনগরের অন্যতম শিশু বান্ধব দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) এর আড়াই শতাধিক শিক্ষার্থী পেয়েছে টাইফয়েড ভ্যাকসিন। 

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে আটটায় মাদরাসা মিলনায়তনে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হয়। শিক্ষার্থীরাও সানন্দে স্বেচ্ছায় এ টিকা গ্রহণ করেন। 

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রউফ মনছুরের সার্বিক তত্ত্বাবধানে সকল শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় টিকা কার্যক্রম পরিচালনা করেন চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সালাহউদ্দিন ও রাজিয়া সুলতানা।

চকরিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশনে ইয়েসকার্ডসহ পুরস্কার পেলো ৪৫জন

চকরিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশনে ইয়েসকার্ডসহ পুরস্কার পেলো ৪৫জন

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

“কুরআনের আলোয় আলোকিত হোক বিশ্বময়” এ স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ এর কক্সবাজার জেলা পর্যায়ের অডিশন সম্পন্ন হয়েছে। এতে ইয়েস কার্ড পেয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছে তিনটি গ্রুপের ৪৫জন শিক্ষার্থী। 

রোববার (১৯অক্টোবর) চকরিয়া উপজেলার উত্তর সুরাজপুর কৈয়ারবিলপাড়া তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসা মিলনায়তনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ ছৈয়দ করিম। 

সুরাজপুর তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল গফুরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাকারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মুহাম্মদ মিনহাজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বিভিন্ন মাদরাসার প্রধান, প্রতিনিধি এবং স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ ক্বারী মাওলানা সিব্বির আহমদ, সহকারী বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি মুহাম্মদ আমির হোসেন মিয়াজী, হাফেজ ক্বারী মোহাম্মদ আবু রায়হান ও হাফেজ ক্বারী মাওলানা জুবায়ের আহমদ। 

আলোচনা শেষে অতিথিরা জেলা অডিশনের প্রতিযোগিতায় উত্তীর্ণ ৪৫জন বিজয়ীর হাতে সনদপত্র, ইয়েস কার্ড, ক্রেস্ট ও অ্যাওয়ার্ড তুলে দেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাতের মাধ্যমে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।   

উল্লেখ্য, আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় হুসনে সাওত গ্রপের ৪০জন, ৫পারা গ্রুপের ৭৫জন এবং ১০পারা গ্রুপের ৭০জনসহ জেলার বিভিন্ন হিফজ মাদরাসার ১৮৬জন হাফেজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 


দেশকে নতুন করে সাজাতে আজকের স্বপ্নবাজ তরুনদের এগিয়ে আসতে হবে : চাকসু ভিপি

দেশকে নতুন করে সাজাতে আজকের স্বপ্নবাজ তরুনদের এগিয়ে আসতে হবে : চাকসু ভিপি

চকরিয়া টাইমস: 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুর নবনির্বাচিত ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি বলেছেন, পরিবর্তনের বাংলাদেশকে নতুন করে সাজাতে আজকের স্বপ্নবাজ তরুনদের এগিয়ে আসতে হবে। ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের টার্গেট ঠিক করতে হবে। সেই টার্গেট অনুযায়ী এগুতে হবে। আর সমৃদ্ধ ক্যারিয়ার গঠনের প্রথম সিঁড়ি হলো ইন্টারমিডিয়েট। ছাত্রশিবির দেশব্যাপী স্বপ্নবাজ তরুণ নেতৃত্ব তৈরি করতে চায়, যাদের ছোঁয়ায় একদিন বদলে যাবে এই দেশ।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কলেজ ছাত্রশিবিরের পক্ষ থেকে নবীনদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর ড. কাজী মো. বরকত আলী। তিনি বলেন, “ইন্টারমিডিয়েট ক্যারিয়ার গঠনের অনন্য সুযোগ। তাই অবহেলা না করে এই সুযোগ কে কাজে লাগাতে হবে। পথচলায় প্রতিটি শিক্ষার্থীকে পিতা-মাতাকে শ্রদ্ধা, দেশপ্রেম ও ধর্মের প্রতি আনুগত্য থাকতে হবে। তবেই জীবনের প্রতিটি স্তরে সফলতা আসবে”। 

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আইয়ুব আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, জেলা সভাপতি আবদুর রহিম নূরী, সাবেক জেলা সভাপতি শফিউল আলম খন্দকার ও সাবেক কলেজ সভাপতি মোহাম্মদ শাহজাহান। 

এসময় ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, ছাত্রনেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মনমুগ্ধকর ইসলামী, দেশের ও আহবানমূলক বিভিন্ন সংগীত পরিবেশন করেন শিল্পী আবদুল গফুরের পরিচালনায় অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সদস্যরা। 

চকরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 


“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চকরিয়ায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। 

বুধবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়ার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ.এম ওমর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৈয়ব আলী, মেরিন ফিসারিজ কর্মকর্তা মোহাম্মদ মোসাদ্দেকুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরআগে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে হ্যান্ড স্যানিটাইজেশন, সাবান-পানির দ্বারা হাত ধোয়া কর্মসূচি সম্পন্ন হয়। 

আলোচনা সভায় বক্তারা- সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নানাবিধ রোগ বালাই থেকে নিজেদেরকে বাঁচাতে এবং নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় সকলের মাঝে বিশুদ্ধ হাত ধোয়ার অভ্যাস বাড়াতে জনসচেতনতা তৈরির আহবান জানান।

চকরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি ও আলোচনা সভা

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চকরিয়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৩ অক্টোবর) চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুনীর চৌধুরী এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়্যারহাউস ইন্সপেক্টর দিদারুল হক। 

এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে রেড ক্রিসেন্ট সদস্য এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক শিক্ষনীয় বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়। 


চকরিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

চকরিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

শাহজালাল শাহেদ, চকরিয়া:

সারাদেশের ন্যায় চকরিয়ায় পৌরসভা ও একাধিক ইউনিয়ন কেন্দ্রিক ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি।

রোববার (১২ অক্টোবর) চকরিয়া গ্রামার স্কুলে প্রধান অতিথি হিসেবে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীনের সভাপতিত্বে আয়োজিত টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত ও চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

এসময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, চকরিয়া পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর হায়দার আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাইফুল আলম, চকরিয়া পৌরসভা টিকাদান সুপার ভাইজার মো. নাজেম উদ্দিনসহ সাংবাদিক, বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, অভিভাবকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
চকরিয়া সিটি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

চকরিয়া সিটি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

চকরিয়া টাইমস :

“সবুজে বাঁচি, সবুজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়া চকরিয়া সিটি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৪টায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে ফলদ, বনজ ঔষধিসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়।

এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ গভনিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী।

কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন খালেদের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণকালে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে কলেজ গভনিং বডির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী বলেন, বৃক্ষ আমাদের জীবনের অন্যতম প্রধান উপাদান। আজকের একটি গাছ আগামীর অক্সিজেন, ছায়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে পরিবেশ রক্ষায় সচেতন থাকা।

ক্যাম্পাসে গাছ লাগানোর পাশাপাশি গাছগুলোর যত্ন নেওয়ার অঙ্গীকার করে। বৃক্ষরোপণের পাশাপাশি কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হয়।

উল্লেখ্য, চকরিয়া সিটি কলেজ প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি পালন করে থাকে, যা শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গ্রীষ্মকালীন ক্রীড়ার ফুটবলে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

গ্রীষ্মকালীন ক্রীড়ার ফুটবলে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস :

চকরিয়ায় ৫২তম জাতীয় স্কুল এন্ড মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। এরই মধ্যদিয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ নিশ্চিত করে দলটি। চকেউবি টিমের সার্বিক তত্ত্বাবধান করেন সহকারী শিক্ষক ইমরানুল ইসলাম, সাজ্জাদ হোসাইন ও ওসমান গণি।

সন্ধ্যায় খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাসসহ উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ রকমারি পুরস্কার তুলে দেন।

এদিকে ফুটবলে চ্যাম্পিয়ন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ।

বিশ্বসেরা গবেষকের তালিকায় ঢাবির ৩৫ জন শিক্ষক

বিশ্বসেরা গবেষকের তালিকায় ঢাবির ৩৫ জন শিক্ষক

নিউজ ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ বিশ্বসেরা গবেষক তালিকা প্রকাশ করেছে। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। যা দেশে সর্বোচ্চ।

গত বছর এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থান পেয়েছিলেন ১০ জন। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ এ, যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।

স্বীকৃত গবেষকরা হলেন- এম. এ. খালেক, মো. মনজুর হাসান, মুহাম্মদ ইব্রাহিম শাহ, মো. আব্দুল মুকতাদির, মো. রাকিবুল হক, মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, নেপাল চন্দ্র রায়, অমিত আবদুল্লাহ খন্দকার, তসলিম উর রশিদ, আব্দুস সালাম, মো. নাজমুল হাসান, কাজী মতিন উদ্দিন আহমেদ, মো. শাদ সালমান, এম. রেজাউল ইসলাম, মোঃ কাওসার আহমেদ, খাদিজা কুবরা, এম. এস. রহমান, তাওসিফুর রহমান, আনিছুর রহমান, সৈকত মিত্র, এম. মঈনুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. আবু বিন হাসান সুসান, মোহাম্মদ মিজানুর রহমান, এম. ফেরদৌস, মো. আব্দুল কুদ্দুস, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, মোহাম্মদ বিল্লাল হোসেন, মো. রবিউল হাসান, আল সাকিব খান পাঠান, মো. আব্দুর রাজ্জাক, অনিমেষ পাল, শেখ এম. এম. ইসলাম এবং মোহাম্মদ আব্দুর রশিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় শিক্ষক ও গবেষকদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই স্বীকৃতি শুধু শিক্ষক ও গবেষকদের অসাধারণ অর্জনকে তুলে ধরে না বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার বিকাশ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটায়। এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


উপাচার্য আরো বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষক ও গবেষকদের জন্য একটি টেকসই অনুকূল পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত এক বছর ধরে গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে উৎসাহিত করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক গবেষণা সংস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার মতো নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে।

গ্রীষ্মকালীন ক্রীড়ার নারী হ্যান্ডবল ও দাবাতে চকরিয়া কোরক বিদ্যাপীঠ উপজেলা চ্যাম্পিয়ন

গ্রীষ্মকালীন ক্রীড়ার নারী হ্যান্ডবল ও দাবাতে চকরিয়া কোরক বিদ্যাপীঠ উপজেলা চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস: 

৫২ তম জাতীয় স্কুল -মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ মহিলা হ্যান্ডবল ও দাবাতে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) মালুমঘাট খ্রীস্টান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে মহিলা হ্যান্ডবলে খুটাখালীর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন এবং মহিলা দাবাতে মালুমঘাট খ্রীস্টান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চকরিয়া কোরক বিদ্যাপীঠ মহিলা হ্যান্ডবল ও মহিলা দাবা টিম উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

টিম দুটির সার্বিক তত্ত্বাবধান করছেন বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক জেলা স্কাউট সম্পাদক মাস্টার মো. আনসারুল করিম। 

এদিকে উপজেলা চ্যাম্পিয়ন মহিলা হ্যান্ডবল ও দাবা টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের। তিনি জেলা পর্যায়েও তাদের উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করেন।

চকরিয়া আবাসিক মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া আবাসিক মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া আবাসিক মহিলা কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান কলেজ মিলনায়েতনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

কলেজ এডহক কমিটির সভাপতি অধ্যাপক মু. ফখরুদ্দিন ফরায়েজীর সভাপতিত্বে অধ্যাপক জমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জুবাইদুল হক। 

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন- একুশ শতকের চ্যালেন্জ মোকাবিলা করার উপযোগী করে শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে। এজন্য গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

এছাড়া বক্তব্য রাখেন দাতা সদস্য মো. শেফায়েত হোসেন, কলেজ শিক্ষক অধ্যাপক বুলবুল জান্নাত, অধ্যাপক সায়েম মুনির, শিক্ষার্থীদের পক্ষে একাদশ শ্রেণির ছাত্রী ফারহানা রশিদ কানিশা, দ্বাদশ শ্রেণির শাহরিয়ার জান্নাত সাথী ও আনুওয়াল জয়নাল আনিছা। এসময় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সার্বিক সফলতা এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন অধ্যপক মুজিবুল আনোয়ার।