Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts
দেশকে নতুন করে সাজাতে আজকের স্বপ্নবাজ তরুনদের এগিয়ে আসতে হবে : চাকসু ভিপি

দেশকে নতুন করে সাজাতে আজকের স্বপ্নবাজ তরুনদের এগিয়ে আসতে হবে : চাকসু ভিপি

চকরিয়া টাইমস: 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুর নবনির্বাচিত ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি বলেছেন, পরিবর্তনের বাংলাদেশকে নতুন করে সাজাতে আজকের স্বপ্নবাজ তরুনদের এগিয়ে আসতে হবে। ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের টার্গেট ঠিক করতে হবে। সেই টার্গেট অনুযায়ী এগুতে হবে। আর সমৃদ্ধ ক্যারিয়ার গঠনের প্রথম সিঁড়ি হলো ইন্টারমিডিয়েট। ছাত্রশিবির দেশব্যাপী স্বপ্নবাজ তরুণ নেতৃত্ব তৈরি করতে চায়, যাদের ছোঁয়ায় একদিন বদলে যাবে এই দেশ।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কলেজ ছাত্রশিবিরের পক্ষ থেকে নবীনদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর ড. কাজী মো. বরকত আলী। তিনি বলেন, “ইন্টারমিডিয়েট ক্যারিয়ার গঠনের অনন্য সুযোগ। তাই অবহেলা না করে এই সুযোগ কে কাজে লাগাতে হবে। পথচলায় প্রতিটি শিক্ষার্থীকে পিতা-মাতাকে শ্রদ্ধা, দেশপ্রেম ও ধর্মের প্রতি আনুগত্য থাকতে হবে। তবেই জীবনের প্রতিটি স্তরে সফলতা আসবে”। 

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আইয়ুব আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, জেলা সভাপতি আবদুর রহিম নূরী, সাবেক জেলা সভাপতি শফিউল আলম খন্দকার ও সাবেক কলেজ সভাপতি মোহাম্মদ শাহজাহান। 

এসময় ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, ছাত্রনেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মনমুগ্ধকর ইসলামী, দেশের ও আহবানমূলক বিভিন্ন সংগীত পরিবেশন করেন শিল্পী আবদুল গফুরের পরিচালনায় অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সদস্যরা। 

চকরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 


“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চকরিয়ায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। 

বুধবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়ার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ.এম ওমর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৈয়ব আলী, মেরিন ফিসারিজ কর্মকর্তা মোহাম্মদ মোসাদ্দেকুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরআগে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে হ্যান্ড স্যানিটাইজেশন, সাবান-পানির দ্বারা হাত ধোয়া কর্মসূচি সম্পন্ন হয়। 

আলোচনা সভায় বক্তারা- সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নানাবিধ রোগ বালাই থেকে নিজেদেরকে বাঁচাতে এবং নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় সকলের মাঝে বিশুদ্ধ হাত ধোয়ার অভ্যাস বাড়াতে জনসচেতনতা তৈরির আহবান জানান।

চকরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি ও আলোচনা সভা

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চকরিয়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৩ অক্টোবর) চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুনীর চৌধুরী এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়্যারহাউস ইন্সপেক্টর দিদারুল হক। 

এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে রেড ক্রিসেন্ট সদস্য এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক শিক্ষনীয় বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়। 


চকরিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

চকরিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

শাহজালাল শাহেদ, চকরিয়া:

সারাদেশের ন্যায় চকরিয়ায় পৌরসভা ও একাধিক ইউনিয়ন কেন্দ্রিক ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি।

রোববার (১২ অক্টোবর) চকরিয়া গ্রামার স্কুলে প্রধান অতিথি হিসেবে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীনের সভাপতিত্বে আয়োজিত টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত ও চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

এসময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, চকরিয়া পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর হায়দার আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাইফুল আলম, চকরিয়া পৌরসভা টিকাদান সুপার ভাইজার মো. নাজেম উদ্দিনসহ সাংবাদিক, বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, অভিভাবকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
চকরিয়া সিটি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

চকরিয়া সিটি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

চকরিয়া টাইমস :

“সবুজে বাঁচি, সবুজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়া চকরিয়া সিটি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৪টায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে ফলদ, বনজ ঔষধিসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়।

এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ গভনিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী।

কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন খালেদের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণকালে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে কলেজ গভনিং বডির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী বলেন, বৃক্ষ আমাদের জীবনের অন্যতম প্রধান উপাদান। আজকের একটি গাছ আগামীর অক্সিজেন, ছায়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে পরিবেশ রক্ষায় সচেতন থাকা।

ক্যাম্পাসে গাছ লাগানোর পাশাপাশি গাছগুলোর যত্ন নেওয়ার অঙ্গীকার করে। বৃক্ষরোপণের পাশাপাশি কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হয়।

উল্লেখ্য, চকরিয়া সিটি কলেজ প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি পালন করে থাকে, যা শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গ্রীষ্মকালীন ক্রীড়ার ফুটবলে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

গ্রীষ্মকালীন ক্রীড়ার ফুটবলে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস :

চকরিয়ায় ৫২তম জাতীয় স্কুল এন্ড মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। এরই মধ্যদিয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ নিশ্চিত করে দলটি। চকেউবি টিমের সার্বিক তত্ত্বাবধান করেন সহকারী শিক্ষক ইমরানুল ইসলাম, সাজ্জাদ হোসাইন ও ওসমান গণি।

সন্ধ্যায় খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাসসহ উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ রকমারি পুরস্কার তুলে দেন।

এদিকে ফুটবলে চ্যাম্পিয়ন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ।

বিশ্বসেরা গবেষকের তালিকায় ঢাবির ৩৫ জন শিক্ষক

বিশ্বসেরা গবেষকের তালিকায় ঢাবির ৩৫ জন শিক্ষক

নিউজ ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ বিশ্বসেরা গবেষক তালিকা প্রকাশ করেছে। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। যা দেশে সর্বোচ্চ।

গত বছর এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থান পেয়েছিলেন ১০ জন। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ এ, যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।

স্বীকৃত গবেষকরা হলেন- এম. এ. খালেক, মো. মনজুর হাসান, মুহাম্মদ ইব্রাহিম শাহ, মো. আব্দুল মুকতাদির, মো. রাকিবুল হক, মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, নেপাল চন্দ্র রায়, অমিত আবদুল্লাহ খন্দকার, তসলিম উর রশিদ, আব্দুস সালাম, মো. নাজমুল হাসান, কাজী মতিন উদ্দিন আহমেদ, মো. শাদ সালমান, এম. রেজাউল ইসলাম, মোঃ কাওসার আহমেদ, খাদিজা কুবরা, এম. এস. রহমান, তাওসিফুর রহমান, আনিছুর রহমান, সৈকত মিত্র, এম. মঈনুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. আবু বিন হাসান সুসান, মোহাম্মদ মিজানুর রহমান, এম. ফেরদৌস, মো. আব্দুল কুদ্দুস, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, মোহাম্মদ বিল্লাল হোসেন, মো. রবিউল হাসান, আল সাকিব খান পাঠান, মো. আব্দুর রাজ্জাক, অনিমেষ পাল, শেখ এম. এম. ইসলাম এবং মোহাম্মদ আব্দুর রশিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় শিক্ষক ও গবেষকদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই স্বীকৃতি শুধু শিক্ষক ও গবেষকদের অসাধারণ অর্জনকে তুলে ধরে না বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার বিকাশ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটায়। এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


উপাচার্য আরো বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষক ও গবেষকদের জন্য একটি টেকসই অনুকূল পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত এক বছর ধরে গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে উৎসাহিত করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক গবেষণা সংস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার মতো নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে।

গ্রীষ্মকালীন ক্রীড়ার নারী হ্যান্ডবল ও দাবাতে চকরিয়া কোরক বিদ্যাপীঠ উপজেলা চ্যাম্পিয়ন

গ্রীষ্মকালীন ক্রীড়ার নারী হ্যান্ডবল ও দাবাতে চকরিয়া কোরক বিদ্যাপীঠ উপজেলা চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস: 

৫২ তম জাতীয় স্কুল -মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ মহিলা হ্যান্ডবল ও দাবাতে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) মালুমঘাট খ্রীস্টান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে মহিলা হ্যান্ডবলে খুটাখালীর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন এবং মহিলা দাবাতে মালুমঘাট খ্রীস্টান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চকরিয়া কোরক বিদ্যাপীঠ মহিলা হ্যান্ডবল ও মহিলা দাবা টিম উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

টিম দুটির সার্বিক তত্ত্বাবধান করছেন বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক জেলা স্কাউট সম্পাদক মাস্টার মো. আনসারুল করিম। 

এদিকে উপজেলা চ্যাম্পিয়ন মহিলা হ্যান্ডবল ও দাবা টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের। তিনি জেলা পর্যায়েও তাদের উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করেন।

চকরিয়া আবাসিক মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া আবাসিক মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া আবাসিক মহিলা কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান কলেজ মিলনায়েতনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

কলেজ এডহক কমিটির সভাপতি অধ্যাপক মু. ফখরুদ্দিন ফরায়েজীর সভাপতিত্বে অধ্যাপক জমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জুবাইদুল হক। 

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন- একুশ শতকের চ্যালেন্জ মোকাবিলা করার উপযোগী করে শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে। এজন্য গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

এছাড়া বক্তব্য রাখেন দাতা সদস্য মো. শেফায়েত হোসেন, কলেজ শিক্ষক অধ্যাপক বুলবুল জান্নাত, অধ্যাপক সায়েম মুনির, শিক্ষার্থীদের পক্ষে একাদশ শ্রেণির ছাত্রী ফারহানা রশিদ কানিশা, দ্বাদশ শ্রেণির শাহরিয়ার জান্নাত সাথী ও আনুওয়াল জয়নাল আনিছা। এসময় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সার্বিক সফলতা এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন অধ্যপক মুজিবুল আনোয়ার।

চকরিয়া সিটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

চকরিয়া সিটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

চকরিয়া টাইমস : 

চকরিয়া পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া সিটি কলেজের উদ্যোগে ২০২৫সালের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ সালাহউদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ এডহক কমিটির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরী করতে হবে, এজন্য শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনোযোগী হতে হবে। শিক্ষকদেরকে প্রযুক্তিনির্ভর মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আগামীর চ্যালেন্জ মোকাবেলার উপযোগী মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাসের বিভাগের প্রভাষক হারুন সরওয়ার বাদল, ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি অধ্যাপক নন্দ দুলাল পাল, ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মুহাম্মদ মনজুর আলম, ইসলামের ইতিহাসের বিভাগের শিক্ষক জহির আহমদ ও অভিভাবক প্রতিনিধি আমিনুল ইসলাম আশেক। 

প্রভাষক মো. আবদুল মালেকের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রথম বর্ষেক ছাত্র মুহাম্মদ ইমাম হোছাইন ও গীতা পাঠ করেন রিয়া শীল। আলোচনা শেষে গান পরিবেশন করেন একাদশ শ্রেণির নাঈমা সুলতানা মেরী ও দ্বাদশ শ্রেণির তানিমুল ইসলাম ফায়েদ। 

এসময় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহজালাল শাহেদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ প্রতিনিধি মুহাম্মদ নজরুল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মচারি এবং নবীন ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কক্সবাজারে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

কক্সবাজারে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক : 

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার আয়োজনে গোটা কক্সবাজার জেলায় ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলা চেয়ারম্যান আবদুর রহিম নূরী। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কক্সবাজার জেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নাসির উদ্দিন ও কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কক্সবাজার শহর শাখার সাবেক পরিচালক সাংবাদিক ইমাম খাইর। 

এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ আবু তালহা ও মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম শরীফ। 


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার সর্ববৃহৎ মেধাবৃত্তি কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন সরাসরি বা অনলাইনে করা যাবে। স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ফরম সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ ০৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর’২০২৫। অসম্পূর্ণ অথবা ভুল তথ্যসংবলিত রেজিস্ট্রেশন ফরম বাতিল বলে গণ্য হবে। বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফিঃ ২০০/- (দুইশত টাকা মাত্র)। পরীক্ষা মানবণ্টন অনুযায়ী এমসিকিউ পদ্ধতিতে হবে। পরীক্ষা প্রবেশপত্রে নির্দেশিত স্থানে সরাসরি অনুষ্ঠিত হবে। 

পরীক্ষার সময়: ১ ঘণ্টা। পূর্ণমান: ১০০ নম্বর। ৪র্থ ও ৫ম শ্রেণিতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে, প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.২০ নম্বর কর্তন করা হবে। প্রতিটি বিষয়ে আলাদা আলাদা পাশ করতে হবে। এক্ষেত্রে পাশ নম্বর ৪০%। পরীক্ষার অন্তত তিনদিন পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার কেন্দ্র, চূড়ান্ত তারিখ ও সময় জেনে নিতে হবে। প্রত্যেক শ্রেণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ এই তিনটি গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এককালীন শিক্ষা বৃত্তি বাবদ নগদ অর্থ, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। সর্বমোট ৫ লক্ষ টাকার মেধাবৃত্তি প্রদান করা হবে বলে সূত্র নিশ্চিত করেন।


কক্সবাজার পৌরসভা ছাত্রশিবিরের জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কক্সবাজার পৌরসভা ছাত্রশিবিরের জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চকরিয়া টাইমস: 

কক্সবাজার পৌরসভা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিলসহ সমমান পরীক্ষায় জিপিএ ফাইভসহ উর্ত্তীণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শহরের এক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি সালমান ফারসির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম নুরী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে অতিথিবৃন্দ জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী’র বিদায় সংবর্ধনা সম্পন্ন

উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী’র বিদায় সংবর্ধনা সম্পন্ন

চকরিয়া টাইমস:  

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদীর বিদায় সংবর্ধনা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী আল আযহারী। 

এতে সংবর্ধিত অতিথি ছিলেন মাদরাসার সাবেক উপাধ্যক্ষ সদ্য নিয়োগপ্রাপ্ত কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। 

অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক এস.এম হেলাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা বিদায়ী উপাধ্যক্ষের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষার্থীদের পক্ষে ইবরাহিম ফারুক সিদ্দিকী। এসময় মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মাদরাসা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান ও বিদায়ী সংবর্ধিত অতিথির হাতে বিশেষ সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করা হয়। পরে মাদরাসার সফলতা ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।  

চকরিয়া মহিলা কলেজে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেভিড জেকম্যান

চকরিয়া মহিলা কলেজে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেভিড জেকম্যান

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলার নারী শিক্ষার্থীদের নিরাপদ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অভিভাবকদের আস্থা ও ভরসার ঠিকানা চকরিয়া আবাসিক মহিলা কলেজ পরিদর্শন করেছেন লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেভিড জেকম্যান।

রোববার (২৪আগস্ট) দুপুরে তিনি গবেষণার কাজের জন্য আজ চকরিয়া আবাসিক মহিলা কলেজে পরিদর্শনে আসেন।


এসময় কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জুবাইদুল হক, কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য, তরুণ শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোহাম্মদ আরফাতসহ কলেজ শিক্ষক-শিক্ষিকার সাথে মতবিনিময় করেন এবং কলেজের সার্বিক পরিবেশও পরিদর্শন করে সন্তোষজনক বলে মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য, এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি নানা ক্ষেত্রে অসমান্য অবদান রেখে চলছে।

চকরিয়া সরকারি কলেজে আবারো অধ্যক্ষের দায়িত্ব পেলেন নুসরাত জাহান

চকরিয়া সরকারি কলেজে আবারো অধ্যক্ষের দায়িত্ব পেলেন নুসরাত জাহান

চকরিয়া টাইমস: 

চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নাসির উদ্দীন আহমদের বদলিজনিত  কারণে আবারো ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন অধ্যাপিকা নুসরাত জাহান। 

আজ রোববার (২৪ আগস্ট) কলেজের সিনিয়র শিক্ষক নুসরাত জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পুনরায় দায়িত্বভার বুঝিয়ে দেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ। 

এদিকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান- কলেজের লেখাপড়ার মানোন্নয়ন এবং সার্বিক দায়িত্ব পালনে সম্মানিত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস : 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চকরিয়া  উপজেলা শাখার উদ্যোগে জমকালো আয়োজনে ২০২৫সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫সহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ আল ফারুক। 

তিনি উপস্থিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির দুর্যোগ মুহুর্তে যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে। ক্যারিয়ার গঠনের জন্য স্বপ্নকে বড় করতে হবে; সময় অপচয় করা যাবে না, কঠোর পরিশ্রম করতে হবে। একইসাথে মহান আল্লাহ তাআলার নিকট সাহায্যও চাইতে হবে। 

তিনি আরো বলেন, নৈতিকতা ও জ্ঞান বিজ্ঞানের আলোকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে যোগ্য ও মেধাবি নেতৃত্বের বিকল্প নেই। নৈতিক ও আদর্শিক শিক্ষা ছাড়া সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি সম্ভব নয়। তাই আজকের কৃতি শিক্ষার্থীদের জাতির এই সংকট পূরণে নৈতিক ও মেধার স্বাক্ষর রাখার মাধ্যমে নিজেকে একেক জন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।  

অনুষ্ঠানে প্রধান বক্তার আলোচনা পেশ করেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান ও দুবাই প্রবাসী সাবেক ছাত্রনেতা মো. রেজাউল করিম। 

এছাড়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা এম. ওমর আলী, জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি হাফেজ আসহাব উদ্দিন আসাদ, সাবেক ছাত্রনেতা মো. হেলাল উদ্দিন, জুলাই আন্দোলনে নিহত শহীদ আহসান হাবিব হাসানের গর্বিত পিতা হেলাল উদ্দিন ও কৃতি শিক্ষার্থীদের পক্ষে ফাহিম মুনতাসীর বক্তব্য রাখেন। 

পরে অতিথিবৃন্দ আলোচনা শেষে সংবর্ধিত জিপিএ-৫প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা প্রেরণা ও আহবানমূলক মনমুগ্ধকর সংগীত পরিবেশন করে।


চকরিয়া সরকারি কলেজে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চকরিয়া সরকারি কলেজে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চকরিয়া টাইমস : 

চকরিয়ার সরকারি কলেজে মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়া। 

কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন আহমদ, মুহাম্মদ মাসুদ পারভেজ, আবু সাদেক মোঃ সায়েম, মোঃ জিয়াউল হক, সনাক সদস্যদের ভেতর উপস্থিত ছিলেন বশির আহমদ, বুলবুল জান্নাত, রুনেন্দু বিকাশ দে, মোহাব্বত চৌধুরী, টিআইবি চকরিয়ার এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মেহেদী  হাসান সৌরভ, এসিজি এবং ইয়েস সদস্যরা।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে টিআইবি সারাদেশে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টিআইবির অনুপ্রেরণায় ২০০৫ সালে গঠিত সনাক চকরিয়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চকরিয়াতে পরিচালনা করে আসছে। 

দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। “টেকসই বাংলাদেশ বিনির্মাণে চাই যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষিকা বুলবুল জান্নাত। তিনি বলেন "যুবরাই দেশের প্রধান শক্তি। তাদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তরুণদের দুর্নীতি প্রতিরোধ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ এর ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য নিশিতা শিকদার এবং তাসপিয়া মনি। ধারণাপত্র অনুযায়ী, সম্ভাবনাময় যুব জনগোষ্ঠীকে জাতীয় অর্জনের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে মোট ১০টি সুপারিশ উত্থাপন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মাসুদ পারভেজ এবং সিনিয়র  প্রভাষক আবু সাদেক মোঃ সায়েম, সনাক সদস্য মোঃ বশির আহমেদ এবং অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ। বক্তারা বলেন, যুব সমাজের মাধ্যমে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। যুব দিবসের তাৎপর্য, যুবসমাজের নেতৃত্বের বিকাশ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা তুলে ধরেন বক্তারা। অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ বলেন, “ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান সবক্ষেত্রেই যুবসমাজ ছিলো অগ্রভাগে।” 

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মানে যুব শক্তির কোনো বিকল্প নেই। যে কোনো ধরণের বাঁধা-বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে যুবকদের। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেন কলেজের শিক্ষার্থীরা। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিজি সদস্য রবিউল হাসান এবং পরিচালনা করেন টিআইবি চকরিয়ার এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মেহেদী হাসান সৌরভ। সার্বিক সহযোগিতা করেন সনাক চকরিয়া, ইয়েস এবং এসিজি সদস্যবৃন্দ।

বাংলাদেশকে নতুনভাবে সাজাতে মেধাবীদের এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশকে নতুনভাবে সাজাতে মেধাবীদের এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন জ্ঞানভিত্তিক নতুন দেশ ও সমাজ গঠনে মেধাবী প্রজন্মকেই আগামীতে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ আমাদের গর্ব, এটিকে কাংখিত লক্ষ্যে নতুন করে সাজাতে হবে। তাই প্রিয় এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে। 

তিনি কৃতি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, দুনিয়া ও আখিরাত উভয় জগতের সাফল্য ভরা জীবন গঠনের জন্য একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি নিজেদের জীবনকে নৈতিকতার মানদণ্ডে সমৃদ্ধ করতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে কক্সবাজার জেলা ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন। 

জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুর মোহাইমেন, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি চকরিয়া-পেকুয়া আসনের এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদ সাবেক ভিপি সদর-রামু-ঈদগাঁও আসনের এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুহাম্মদ আল হিসাম। 


 তাছাড়া অনুভূতি প্রকাশ করে বর্ণাঢ্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আইয়ুব আনসারি। 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ডা. আজহার উদ্দিন, জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম শরীফ, জেলা এইচআরডি সম্পাদক আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জেলা দাওয়াহ সম্পাদক মোর্শেদুল ইসলাম মাহির, জেলা আইটি ও শিক্ষা সম্পাদক মাহমুদুর রহমান তারেক প্রমুখ।