চকরিয়া টাইমস :
গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ইং কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ। এ আয়োজনের ১২তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশের গণিত টিম।
চকরিয়া টাইমস :
গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ইং কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ। এ আয়োজনের ১২তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশের গণিত টিম।
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার হাসপাতালপাড়াস্থ ইক্বরা নূরানী একাডেমির আয়োজনে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (৩০ নভেম্বর) মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব বশির আহমদ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা সাবেক মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান।
এতে বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মোঃ তৈয়ব, দৈনিক বাংলাদেশের আলো’র চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ ও দৈনিক সংগ্রামের চকরিয়া উপজেলা সংবাদদাতা শাহজালাল শাহেদ।
এসময় মাদরাসা পরিচালনা পর্ষদের পরিচালক মুহাম্মদ জিয়া উদ্দিন জিয়া, মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম রিফাত, সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল সায়েম, মাওলানা মুহাম্মদ রুহুল কুদ্দুস, মাওলানা মুহাম্মদ এনামুল হক, মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম দিদার, মাওলানা মুহাম্মদ শওকত উল্লাহ, মাওলানা এইচ.এম নূরে হাবিব তসলিম, পরিচালক মোঃ সাইফুল, মাওলানা হাফেজ শাহাদাত হোসেন, তৌহিদুল ইসলাম শুক্কুর, মোঃ মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে মাদরাসার সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
চকরিয়া টাইমস:
শনিবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে বারোটায় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনার আয়োজন করে চকরিয়া উপজেলা স্কাউট প্রশাসন।
চকরিয়া উম্মাহাতুল মো'মেনীন মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল হোসাইন আনসারীর সভাপতিত্বে সংবর্ধিত বিদায়ী অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।
নবনির্বাচিত চকরিয়া উপজেলা স্কাউট সম্পাদক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা কমিশনার সেলিনা আক্তার, সাবেক সম্পাদক আনসারুল করিম, সাবেক সম্পাদক নুরুল হুদা, সাবেক উপজেলা সহকারী কমিশনার তসলিম উদ্দিন, সাবেক কাব লিডার নাছির উদ্দিন প্রমুখ।
পরে বিদায়ী ইউএনও মো. ফখরুল ইসলামের সার্বিক সফলতা, সমৃদ্ধি, শারীরিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন কাকারা তাজুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও মো. ফখরুল ইসলাম নবনির্বাচিত উপজেলা স্কাউট কর্মকর্তা ও সাবেক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে চকরিয়া উপজেলা স্কাউটের নতুন কার্যালয় পরিদর্শন করেন। তিনি যাওয়ার আগেই চকরিয়া উপজেলা স্কাউট কার্যালয়ের আসবাবপত্রসহ দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন।
চকরিয়া টাইমস:
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল দশটায় হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আবু আইয়ুব আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়ার কৃতি সন্তান ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমেদ।
এরআগে ধর্ম উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমদ মাদরাসা প্রাঙ্গণে এসে পৌঁছালে; মাদরাসা পরিচালনা কমিটি ও শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
মাদরাসা পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মাওলানা আবু হুরায়রার সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান মেহমান ছিলেন হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম ছাবু। এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক মকছুদ আহমদ ও আলহাজ্ব নুর মোহাম্মদ এমইউপি।
মাদরাসার ভারপ্রাপ্ত সুপার হাফেজ মাওলানা ইব্রাহিম সার্বিক তত্ত্বাবধানে শুরুতে উদ্বোধকের বক্তব্য রাখেন হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন।
এসময় মাদরাসার শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, মাদরাসা পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক:
নিজস্ব প্রতিবেদক:
৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪এর দাবা খেলায় কক্সবাজার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী সৌরভ বড়ুয়া।
সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত খেলায় কক্সবাজার সদর উপজেলাকে হারিয়ে চকরিয়া উপজেলা টিম কোরক বিদ্যাপীঠ এ সাফল্য অর্জন করে।
সৌরভ বড়ুয়া চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির শিক্ষার্থী। তার সার্বিক তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আনছারুল করিম।
কৃতি খেলোয়াড় সৌরভ বড়ুয়া চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর ঘুনিয়া গ্রামের ধনরঞ্জন বড়ুয়া ও রিটু বড়ুয়া দম্পত্তির ছেলে।
এদিকে দাবাতে জেলা চ্যাম্পিয়ন হওয়ায় কৃতি খেলোয়াড় সৌরভ বড়ুয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের। তিনি বিভাগীয় পর্যায়েও তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক :
“শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষাই একটি নতুন সামাজিক অঙ্গীকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে চকরিয়া আবাসিক মহিলা কলেজের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা এবং শিক্ষার্থীদের নিয়ে রচনা, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকাল দশটায় কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জুবাইদুল হকের সভাপতিত্বে ও দর্শন বিভাগের শিক্ষক প্রভাষক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজী। তিনি বলেন- বৈষম্যমুক্ত আদর্শ শিক্ষক সমাজ প্রতিষ্ঠায় জাত, বর্ণ, দলমত নির্বিশেষে নৈতিক ভিত্তি মজবুত করার মাধ্যমে আজকের মানুষ গড়ার কারিগর মহান শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় কলেজের প্রভাষক জমির উদ্দিন, প্রভাষক সায়েম মুনীরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাছির উদ্দিন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বুলবুল জান্নাত, প্রভাষক সুলতানা জারিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে তিনটি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া আবাসিক মহিলা কলেজে শিক্ষার্থীরা এখন দিচ্ছেন স্মার্ট হাজিরা ডিভাইস পদ্ধতিতে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্ণিং বডির সভাপতি মো. ফখরুল ইসলাম।
চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জুবাইদুল হকের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, স্মার্ট হাজিরা ডিভাইস প্রকল্প পরিচালক মো. কুতুব উদ্দিনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জুবাইদুল হক জানান, কলেজে ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করে শিক্ষার মানোন্নয়নের জন্য এই কলেজেই প্রথম স্মার্ট হাজিরা ডিভাইস পদ্ধতি চালু করা হয়েছে।
অন্যদিকে কলেজ গভনিং বডির সভাপতি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধিতিতে স্মার্ট হাজিরা নেয়ার মাধ্যমে ঝড়ে পড়া রোধ হবে। পাশাপাশি শিক্ষার প্রতি মনযোগী হবে, অভিভাবকরা সচেতন হবে, পাশের হার বৃদ্ধি পাবে এবং দক্ষিণ চট্টগ্রামে নারী শিক্ষায় একটি উন্নত কলেজে রূপান্তরিত হবে বলে তিনি মনে করেন। তাছাড়া শিক্ষার্থীদের দৈনন্দিন ক্লাস হাজিরায় অন্তত ১৫-২০ মিনিট সময় সাশ্রয় হবে। তিনি কলেজের শিক্ষা ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেবেন বলে জানান।
নিজস্ব প্রতিবেদক :
শিক্ষাখাতে অবদান রাখায় বেগম রোকেয়া সাখাওয়াত বিশেষ সম্মাননা ক্রেস্ট পেলেন চকরিয়ার রামপুরস্থ আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক এইচ.এম নুরুল হান্নান।
গত ২১ সেপ্টেম্বর শনিবার চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও বাঁশখালীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা-২০২৩ইং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সচিব প্রফেসর আমিরুল মোস্তফা।
এতে অতিথিবৃন্দ আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক এইচ.এম নুরুল হান্নানের হাতে শিক্ষাখাতে অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এদিকে বেগম রোকেয়া সাখাওয়াত সম্মাননা পওেয়ায় আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এইচ.এম নুরুল হান্নান।
নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া পৌরসভার দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়াস্থ প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসাতুস সাহাবা চকরিয়ার শিক্ষার্থীরা বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা-২০২৩ এর ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করছে।
বৃত্তি পরীক্ষায় এ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে একজন স্বর্ণপদকসহ বিভিন্ন গ্রেডে কৃতিত্বের সাথে ২২জন বৃত্তি লাভ করে। তৎমধ্যে স্বর্ণপদক শিক্ষার্থী হলেন জাফরিন আলম রাইসা। সে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড বাটাখালী গ্রামের মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোছাম্মৎ মুন্নি আক্তার দম্পতির কন্যা। অভাবনীয় এ সাফল্য মাদরসার শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্টরা সন্তুষ্ট।
এদিকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বেগম রোকেয়ার বৃত্তির ফলাফলে কৃতিত্বের সাথে উত্তির্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদরাসার পক্ষে সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ ও শিক্ষার্থীদের তত্বাবধানকারী সহকারী শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম। একইসাথে অভিভাবকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। সাফল্যের ধারাবাহিকতায় রক্ষায় সকলের কাছে দোয়া কামনা করেছেন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা এবং নবীজির জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের ভারপ্রা্প্ত অধ্যক্ষ নূসরাত জাহানসহ উপস্থিত অতিথি শিক্ষকগণ।
নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
বেসরকারি শিক্ষাব্যবস্থা (স্কুল, কলেজ,মাদ্রাসা ও কারিগরি) জাতীয়করণের দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের জাতীয় কর্মসূচি ৬৪ জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে “স্মারকলিপি প্রদান” করা হয়েছে।
এ স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিভীষণ কান্তি দাসের হাতে স্মারকলিপি জমা দিয়েছে জেলার সাধারণ শিক্ষকদের প্রতিনিধিবৃন্দ। এতে নেতৃত্ব দেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ কক্সবাজার জেলার সমন্বয়ক মো. আনিসুজ্জামান।
এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক আবু ছালেক আব্বাসী, জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নাছির উদ্দিন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবু ইউসুফ ও মোহাম্মদ শহীদুল্লাহ, চকরিয়া বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আনিসুল ইসলাম সবুজসহ বিভিন্ন উপজেলার সমন্বয়করা।
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিনের মাতা আনোয়ারা বেগম (৭৮) বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সোয়া দশটার দিকে খুটাখালীস্থ নয়াপাড়া নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। মরহুমা আনোয়ারা বেগম সংসার জীবনে ৩ ছেলে ও ৪ মেয়ে সন্তানের জননী।
এরআগে ২০২৩সালের ৩০ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে মরহুমার স্বামী খুটাখালী নয়াপাড়া নিবাসী হাজী মকতুল হোসাইন (৮৮) ইন্তিকাল করেন।
এদিকে একইদিন আসরের নামাযের পর খুটাখালী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে টানা ৩৬ বছর ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালনের পর মাওলানা ক্বারী নুরুল হককে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাজকীয় বিদায় জানিয়েছে খরুলিয়ার গ্রামবাসী, প্রাক্তন ছাত্র পরিষদসহ মসজিদ পরিচালনা কমিটি। বরের বেশে মাওলানাকে গ্রামের বাড়ি পৌঁছে দিতে চড়ানো হয়েছে মোটরসাইকেল বহর সহকারে ফুল সজ্জিত কারগাড়িতে। জমকালো এ অনুষ্ঠানে অকৃত্রিম ভালোবাসার কারণে তাকে পেনশন হিসেবে হাতে তুলে দিয়েছেন নগদ সাড়ে ৮ লাখ টাকার বিরল সম্মাননাসহ অসংখ্য উপহার। বিদায় বেলায় একজন ইমামকে সম্মানিত করার এমন উদ্যোগ বাস্তবায়ন করায় প্রশংসায় ভাসছেন প্রাক্তন ছাত্র পরিষদসহ আয়োজকরা।
শনিবার (১৩ জুলাই) সকালে খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অবসরপ্রাপ্ত ইমাম মাওলানা ক্বারী নুরুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সংবর্ধিত ইমাম মাওলানা নুরুল হক পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের জালিয়ারচাং গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালের দিকে মাওলানা নুরুল হককে মসজিদটিতে ইমামতির দায়িত্ব দেন। এরপর কেটে যায় প্রায় ৩৬টি বছর। কর্মস্থল এ মসজিদটিতে তিনি তার উদ্যোগে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সময় নানান সংস্কার কাজ করেন। পাশাপাশি শিক্ষকতা করেছেন খরুলিয়া তালিমুল কোরআন মাদরাসায়। এছাড়া খরুলিয়া নূরানী এন্ড ক্যাডেট মাদরাসা প্রতিষ্ঠা করতে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। বর্ণাঢ্য কর্মময় জীবন অতিবাহিত করা প্রিয় ইমাম প্রিয় শিক্ষককে স্মরণীয় বিদায় জানাতে গ্রামবাসীসহ তাঁর প্রাক্তন ছাত্ররা ওই মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
মসজিদ পরিচালনায় কমিটির সভাপতি মাস্টার হাবীব আহমদের সভাপতিত্বে ও ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মিজানুল কবিরের পরিচালনায় শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন পেকুয়া এমইউ ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এম. আজিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাসান।
এতে ইমাম মাওলানা নুরুল হকের কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আমিনুল হক, ইসলামী ব্যাংক হেড অফিসের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ হোসাইন, মসজিদ কমিটির সহ-সভাপতি মুস্তফা কামাল, ব্যবসায়ী রহিম উদ্দীন, ইউপি সদস্য শরীফ উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রশিদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ, মাস্টার গোলাম কবির, মাওলানা আবদুল্লাহ, শিক্ষক আলতাফ হোসাইন, সিরাজুল হক নিজামী, ব্যবসায়ী আজিম খান, সমাজকর্মী জাহাঙ্গীর আলম শামস, ইঞ্জিনিয়ার কায়ছার উদ্দিন, মোশারফ হোসাইন, ব্যাংক কর্মকর্তা আনিসুল কবির, ব্যবসায়ী ও যুবনেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এসময় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, আলেমেদ্বীনসহ বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর খরুলিয়ার ৭ গ্রামের বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে পুরো খরুলিয়ায় উৎসবের আমেজ তৈরি হয়। বিশেষ করে খরুলিয়া সিএনজি চালক সমিতি, ফার্নিচার ব্যবসায়ী সমিতি, বাজার ব্যবসায়ী সমিতি, মসজিদ কমিটি, এলাকাবাসী, প্রাক্তন ছাত্র পরিষদ ও নুরানী ক্যাডেট মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট এবং সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি খরুলিয়া তালিমুল কোরআন মাদরাসা অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মাওলানা মোহাম্মদ হোসাইনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
বিদায়ী ইমামের স্মৃতি তুলে ধরতে গিয়ে মুসল্লিা বলেন, আমরা নামাজ কালাম শেখাসহ সামাজিক যাবতীয় সমস্যায় হুজুরের কাছ থেকে সমাধান নিতাম। হুজুর অনেক ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি হয়ে থাকবেন। বার্ধক্যজনিত সমস্যার কারণে আমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছেন; যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
স্থানীয় সমাজ কর্মী জিয়াউল হক জিয়া, আনিসুল কবির, শরিয়ত উল্লাহ, ফয়সাল মাহমুদসহ শত শত যুবক বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৩৬ বছর দ্বিনি শিক্ষায় আমাদের আলোকিত করেছেন।
ইসলামি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মিজানুল কবির বলেন, কক্সবাজার সদরে ইমামের এমন রাজকীয় বিদায় সংবর্ধনা এটাই প্রথম। এরআগে কখনো উপজেলায় এমনভাবে কোনো ইমামকে বিদায় দেওয়া হয়নি। ইমাম সমাজের নেতা। নেতাকে রাজকীয়ভাবে বিদায় দিতে পেরে আমরা মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ।
সংবর্ধিত বিদায়ী ইমাম মাওলানা নুরুল হক আবেগ আপ্লুত হয়ে চোখের পানি মুছতে মুছতে বলেন, ১৯৮৯ সাল থেকে এই মসজিদে ইমামতি করে আসছি। ৩৬ বছরের বিদায় বেলাতে এত ভালোবাসা ও সম্মান দেওয়ায় আমি সত্যিই মুগ্ধ হয়েছি। বিদায়বেলায় তিনি কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গড়া এবং ঈমান ও আমলের ওপর সবাইকে জীবন পরিচালিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা এম. আজিজুল হক বলেন, আজকের এই অনুষ্ঠান সবার চক্ষু খোলে দিয়েছে। সকল মসজিদের দায়িত্বশীলদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে ইমাম-মুয়াজ্জিনদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে সকলকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে বিদায়ী ইমাম ক্বারী মাওলানা নুরুল হককে বরের বেশে ফুল সজ্জিত প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে গ্রামের বাড়িতে পৌঁছে দেন আয়োজকরা। দীর্ঘ ৩৬ বছরের কর্মময় এলাকা খরুলিয়ার হাজারো মুসল্লি ও শিক্ষার্থীসহ পুরো গ্রামবাসী আবেগ আপ্লুত হয়ে ক্বারী নুরুল হক হুজুরকে বিদায় জানান অশ্রুসিক্ত নয়নে।
নিজস্ব প্রতিবেদক :
বঙ্গমাতা শেখ ফজিতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪এর চকরিয়া উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা বৃহস্পতিবার (১১জুলাই) মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বহদ্দারকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মো. আলমগীরের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরে খেলায় বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ৪র্থ তলায় জাপান সরকারের আর্থিক অনুদানে নির্মিত “জাপানি ভাষা শ্রেণিকক্ষ উন্নয়ন প্রকল্প”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামাল এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনোরি। এই প্রকল্পে জাপান সরকারের ৭৫ লক্ষ টাকার অনুদানে ৩টি শ্রেণিকক্ষ, ৩টি শিক্ষককক্ষ নির্মাণ করা হয়।
উদ্বোধন পরবর্তী ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধান করেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম।
অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মি. বিপুল চন্দ্র দেবনাথ ও ড. মো. মনির উদ্দিনসহ আভাই’র শিক্ষকবৃন্দ এবং জাপান দূতাবাসের মি. ইয়ামামোতো কিওহেই উপস্থিত ছিলেন।
চকরিয়া টাইমস :
চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ২০২৪সালের আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
সোমবার (২৪জুন) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাছনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষকগণ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চকরিয়া টাইমস :
চকরিয়ার শাহারবিল মাইজঘোনা নিবাসী বাটাখালী-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাস্টার আহমদ হোসাইন ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিজস্ব প্রতিবেদক :