Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts
চকরিয়ার তারবিয়াতুল উম্মাহ (এমশাদ-মেহেরাব) হিফয মাদরাসায় দস্তারবন্দী ও সবক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ার তারবিয়াতুল উম্মাহ (এমশাদ-মেহেরাব) হিফয মাদরাসায় দস্তারবন্দী ও সবক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়ার বরইতলী আরাকান রোড সংলগ্ন একতাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণে তারবিয়াতুল উম্মাহ (এমশাদ-মেহেরাব) ইন্টারন্যাশনাল হিফয মাদরাসার দ্বিতীয় বারের মতো হিফয সম্পন্নকারী ৬ হাফেজ শিক্ষার্থীর দস্তারবন্দী ও নতুন সেশনের সবক অনুষ্ঠান-২০২৬ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১১ জানুয়ারি) মাদরাসা সভাপতি চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন। 

মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাওলানা জাহেদুল ইসলাম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন বরইতলীর পাহাড়তলী তা’লিমুল কুরআন মাদরাসার শাইখুল হাদীস মাওলানা রহিমুল্লাহ মিসবাহ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন তাওহীদ ও কক্সবাজার সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ক্বারী রমজান আলী। 

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে তেলাওয়াত পরিবেশন করেন বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা মো. জাকারিয়া, বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুশফিকুর রহমান ও হাফেজ ক্বারী শাহ তাহসিনুল হাসান জুনায়েদ। 

অতিথিদের আলোচনা শেষে ৬ হাফেজ শিক্ষার্থীকে দস্তারবন্দীসহ ক্রেস্ট এবং কৃতিত্বের সাক্ষর রাখা সফল শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।  

চকরিয়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া টাইমস:  

চকরিয়ায় ৫৪ তম জাতীয় স্কুল এন্ড মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার ৮জানুয়ারি উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার রতন কুমার বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও  শিক্ষাপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল, ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।  


চকরিয়ার কাটাখালী মজিদিয়া ছিদ্দিকীয়া হেফজখানা এতিমখানার ২৯তম বার্ষিক সভা সম্পন্ন

চকরিয়ার কাটাখালী মজিদিয়া ছিদ্দিকীয়া হেফজখানা এতিমখানার ২৯তম বার্ষিক সভা সম্পন্ন

চকরিয়া টাইমস:   

চকরিয়ার ডুলাহাজারা কাটাখালী মজিদিয়া ছিদ্দিকীয়া হেফজখানা এতিমখানা ও নূরানী মাদরাসার দুই দিনব্যাপী ২৯তম বার্ষিক সভা-২০২৬ মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। এতে প্রথমদিন হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং দ্বিতীয়দিন হিফজ সম্পন্নকারী ৬২জন হাফেজ শিক্ষার্থীকে দস্তারবন্দী (পাগড়ি) করা হয়।

বৃহস্পতিবার ও শুক্রবার (৮ ও ৯ জানুয়ারি) অনুষ্ঠিত বার্ষিক সভায় অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা আ.ক.ম সাদেক, মাওলানা আবদুল মান্নান ও মাওলানা আবদুল্লাহ।

বর্ণাঢ্য অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মকছুদ আহমদ ও জামেয়া ইসলামিয়া ঝিরি মাদরাসার প্রধান পরিচালক মাওলানা খোবাইব বিন তৈয়ব।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ মাছুমের সার্বিক তত্ত্বাবধানে দুই দিনব্যাপী বার্ষিক সভায় আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা ক্বারী নুরুছ সুলতান, মাওলানা শওকত ওসমান কাসেমী, হাফেজ মাওলানা মুহাম্মদ আজিজ, মাওলানা আবদুর রহমান, মাওলানা মুফতি আবরারুল হক, মাওলানা হাফেজ সাইফুল ইসলাম ও মাওলানা গিয়াস উদ্দিন নূরী।

এদিকে সবার সমাপনী অধিবেশনে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ মাছুমের তৃতীয় ছেলে মুফতি আবরারের বিবাহের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। আকদ অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মকছুদ আহমদ। পরে মাদরাসার সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

 ইসলামনগর মাদরাসাতুল আবরারের ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ইসলামনগর মাদরাসাতুল আবরারের ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়ার কৈয়ারিবল ইউনিয়ন ইসলামনগরে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসাতুল আবরারের উদ্যোগে ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার ১জানুয়ারি মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন আবরারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। 

মাহফিলে শ্রোতাদের মাঝে কুরআন হাদীসের আলোকে দেশ বরেণ্য ও স্থানীয় আলেম-ওলামাগণ আলোচনা পেশ করেন। 

পরে ওয়াজ মাহফিল শেষে এ-প্লাসসহ ৩০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

চকরিয়া টাইমস:

চকরিয়া পৌরশহরের মগবাজারস্থ অন্যতম দ্বীন শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষ নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মাদরাসা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে এ বই বিতরণ করা হয়।

মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ আব্বাস উদ্দিনের সার্বিক তত্বাবধানে নতুন বই বিতরণ অনুষ্ঠানে মাদরাসা শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসা হযরত ওসমান বিন আফফান (রা.) এর শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ

মাদ্রাসা হযরত ওসমান বিন আফফান (রা.) এর শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ

চকরিয়া টাইমস:

চকরিয়ার ইসলামনগরস্থ মাদ্রাসা হযরত ওসমান বিন আফফান (রা.) এর শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বছরের নতুন বই।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আবদুর রউফ মনছুরের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাওলানা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শিক্ষা পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষকদের মধ্যে মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আনসারুল করিম, মাওলানা শাহেদ হোসাইন, মাওলানা শাকের, অভিভাবকদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা সদস্য এখলাছুর রহমান ও বিশিষ্ট সমাজসেবক আবদুল আলীমসহ অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষার্থীরা।

পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের নতুন বই তুলে দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকসহ উপস্থিত অতিথি ও শিক্ষকবৃন্দ।
পাগড়ী পেলো দীঘিরপাড় বাবুল জান্নাত মুত্তাকি হিফযখানা মাদরাসার ১০ হাফেজ শিক্ষার্থী

পাগড়ী পেলো দীঘিরপাড় বাবুল জান্নাত মুত্তাকি হিফযখানা মাদরাসার ১০ হাফেজ শিক্ষার্থী

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নস্থ সুপরিচিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দীঘিরপাড় বাবুল জান্নাত মুত্তাকি হিফযখানা মাদরাসার ২০২৫সালের বিদায়ী হিফয সম্পন্নকারীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান শনিবার ২৭ডিসেম্বর রাত ১০টায় মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। 

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত পাপড়ি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দীঘিরপাড় বাবুল জান্নাত মুত্তাকি হিফযখানা মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মুহাম্মদ আজিজুর রহমান। 

মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাঈলের পরিচালনায় হিফয সম্পন্ন ১০জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পড়িয়ে দেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.ক.ম সাদেক। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিরপাড় বাবুল জান্নাত মুত্তাকি হিফযখানা মাদরাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এখলাস। 

এসময় হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন; হাফেজ মুহাম্মদ মাহমুদুর রহমান উজাইর, হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল রিগান, হাফেজ মুহাম্মদ রাইয়ানুল ইসলাম, হাফেজ হোসাইন মুহাম্মদ নাহিন, হাফেজ মুহাম্মদ তামজিদুল ইসলাম, হাফেজ নূরশেদ মুহাম্মদ মাহিম, হাফেজ মুহাম্মদ রাকিব হাসান নাদিব, হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, হাফেজ মুহাম্মদ মুস্তাকিম ও হাফেজ মুহাম্মদ সাখাওয়াত হোসাইন।


কক্সবাজারে কিশোর কণ্ঠ মেধাবৃত্তির পুরস্কার পেলো ৪ শতাধিক শিক্ষার্থী

কক্সবাজারে কিশোর কণ্ঠ মেধাবৃত্তির পুরস্কার পেলো ৪ শতাধিক শিক্ষার্থী

চকরিয়া টাইমস : 

কক্সবাজার জেলার সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শহরের পাঁচ তারকা হোটেল কক্স টুডে সম্মেলন কক্ষে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। এতে সনদ ও ক্রেস্টসহ পুরস্কার পেয়েছে জেলার ৪শতাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার চেয়ারম্যান আবদুর রহিম নূরীর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক মীর মুহাম্মদ আবু তালহা। 

বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলার সাবেক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দিন খান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদ, তানজীমুল উম্মাহ কক্সবাজার শাখার পরিচালক হাফেজ সায়েম মুহাম্মদ ফোরকান ও বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম হাসান। 

এসময় জেলা মিডিয়া সমন্বয়ক আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, কক্সবাজার সরকারি কলেজ কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান আইয়ুব আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, বিশ্বকে নেতৃত্ব দিতে হলে; আজকের মেধাবীদের নৈতিকতা ও জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার মাধ্যমে সমৃদ্ধ হতে হবে। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম শরীফ। 

আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণীর ট্যালেন্টপুলসহ চার শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ (প্রথম), বাইসাইকেল (দ্বিতীয়) মোবাইল ট্যাব (তৃতীয়)সহ সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। 

উল্লেখ্য, কক্সবাজার জেলাব্যাপি অনুষ্ঠিত কিশোর কষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রথম হয়েছে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী নুযহাত রহমান ওয়ারিশা, দ্বিতীয় হয়েছে কক্সবাজার মডেল হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ ইসমাম জাবির ও তৃতীয় হয়েছে চকরিয়া গ্রামার স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবদুল ওয়াসি। 

চকরিয়ার রহমানিয়া বালক-বালিকা হাফেজখানার দস্তারবন্দী হলো ১২ হাফেজ শিক্ষার্থী

চকরিয়ার রহমানিয়া বালক-বালিকা হাফেজখানার দস্তারবন্দী হলো ১২ হাফেজ শিক্ষার্থী

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার সুপরিচিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রহমানিয়া বালক-বালিকা হাফেজখানা ও এতিমখানা মাদরাসার দস্তারে ফজিলত ও ইছালে ছাওয়াব মাহফিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

এতে ৮জন ছাত্রী ও ৪জন ছাত্রসহ ১২জন হাফেজ শিক্ষার্থী দস্তারবন্দী ও ক্রেস্ট এবং প্রাক্তন হাফেজ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। 

রোববার (২১ ডিসেম্বর) বর্ণাঢ্য  দস্তারবন্দী অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক হাফেজ মাওলানা বশির আহমদ। 

কাকারা তাজুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও তরুণ ইসলামী আলোচক মাওলানা আলাউদ্দিন ইমামীর সঞ্চালনায় মাহফিলে আলোচনা পেশ করেন চকরিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন ফারুক, টেকনাফ জাহাজপুরা মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জাকের হোসাইন, ইয়াংছা মাদরাসার শিক্ষাপরিচালক মুফতি মাহবুবুর রহমান, মাওলানা শেখ আহমদ ও মাওলানা হেলাল উদ্দিন। 

এসময় মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরে মাদরাসার সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

কুচকাওয়াজ ও ডিসপ্লেতে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

কুচকাওয়াজ ও ডিসপ্লেতে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস : 

চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস-২০২৫ এর অনুষ্ঠানে মাধ্যমিক শাখার কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে বিদ্যালয়টির সহকারী শিক্ষক সাজ্জাদ হোসাইন ও রুহুল আমিনের তত্ত্বাবধানে কুচকাওয়াজ এবং সিনিয়র শিক্ষক নরেশ রুদ্র, ইমরানুল ইসলাম ও নার্গিস আক্তারের তত্বাবধানে মনমুগ্ধকর ও নান্দনিক ডিসপ্লে প্রদর্শন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন। 

অতিথিবৃন্দ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় টিমের হাতে পুরস্কার তুলে দেন। 

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এদিকে চ্যাম্পিয়ন টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ। 


চকরিয়া দারুস সুফফাহ তাহফিজুল কুরআন মাদরাসায় পাগড়ি পেলো ১২হিফজ সমাপ্তকারী

চকরিয়া দারুস সুফফাহ তাহফিজুল কুরআন মাদরাসায় পাগড়ি পেলো ১২হিফজ সমাপ্তকারী

চকরিয়া টাইমস : 

চকরিয়া পৌরশহরের বাসটার্মিনালস্থ চকরিয়া দারুস সুফফাহ তাহফিজুল কুরআন মাদরাসার ২০২৫সালের ১২জন হিফজ সমাপ্তকারী হাফেজ শিক্ষার্থী পেয়েছে পাগড়িসহ বিশেষ সম্মাননা ক্রেস্ট। বুধবার (১০ডিসেম্বর) এ উপলক্ষে মাদরাসা ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হয় পাগড়ি প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

বর্ণাঢ্য অনুষ্ঠানে পাগড়িপ্রাপ্ত (দস্তারবন্দী) শিক্ষার্থীরা হলেন; হাফেজ মোহাম্মদ সা'আদ, হাফেজ মোহাম্মদ আবদুল আজিজ, হাফেজ মোহাম্মদ মিজবাহ উদ্দীন, হাফেজ মোহাম্মদ সিফাত, হাফেজ মোহাম্মদ তানভীর হোছাইন, হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন মারুফ, হাফেজ মোহাম্মদ শেফায়েত আজিজ রাজু, হাফেজ মোহাম্মদ তাহসিন আজিজ ওয়াকি, হাফেজ মোহাম্মদ সাদমানুর রহমান লাবিব, হাফেজ মোহাম্মদ ইশতিয়াক হোসেন ও হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম আবিদ। 

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা হাবিবুল করিমের সার্বিক পরিচালনায় এবং সহকারী শিক্ষক মো. দিদারুল ইসলাম ও মো. এমরান হোসাইনের সহযোগিতায় অধিবেশনভিত্তিক মাহফিলে সভাপতিত্ব করেন চকরিয়া কেন্দ্রীয় মারকাজের তাবলীগ আমীর মাওলানা মো. হানিফ ও চকরিয়া বাসটার্মিনালস্থ চাঁদ মিয়া হোসেন কমপ্লেক্সের স্বত্বাধিকারী আলহাজ্ব বশির আহমদ সওদাগর। 

এতে আলোচনা পেশ করেন চট্টগ্রাম পটিয়া জামিয়া ইসলামিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা পরিচালক আল্লামা হাফেজ মুফতি জসিম উদ্দিন কাসেমী, চকরিয়ার দরবেশকাটা মাদরাসার মুহাদ্দিস আল্লামা নুরুল আবছার, চট্টগ্রাম দোহাজারী মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল-মারুফ ও চট্টগ্রাম রাঙ্গুনিয়া মহিউচ্ছুন্নাহ মাদরাসার শিক্ষক ইসলামী আলোচক মাওলানা আজিজুল হাসান। 

পরে মাদরাসার উন্নতি ও সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।


চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই স্মৃতি আন্তঃ কলেজ শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (১১ডিসেম্বর) দুপুর বারোটায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় দ্বাদশ মানবিক ক্রিকেট একাদশের মুখোমুখি হয় দ্বাদশ ব্যবসায় শিক্ষা ক্রিকেট একাদশ। এতে ৬২রানে দ্বাদশ ব্যবসায় শিক্ষা একাদশ চ্যাম্পিয়ন হয়। 

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা গোলাম মোস্তফা কাইছার। 

বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান, ছাত্রনেতা নুরুল ইসলাম, তায়েফুল ইসলামসহ আয়োজক সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।            


বেসরকারি প্রতিযোগিতায় সুরাজপুর তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসার অসাধারণ সাফল্য

বেসরকারি প্রতিযোগিতায় সুরাজপুর তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসার অসাধারণ সাফল্য

চকরিয়া টাইমস: 

বেসরকারি বিভিন্ন নূরানী মেধাবৃত্তি পরীক্ষা এবং হিফজুল কুরআন প্রতিযেগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে চকরিয়া উপজেলার সুরাজপুর তালিমুল কোরআন ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা। এমন সাফল্যে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে ব্যাপক আনন্দের বন্যা বইছে।

বহদ্দারকাটা নূরানী মেধাবৃত্তি পরীক্ষা, নবপ্রজন্ম বৃত্তি পরীক্ষা, বাংলাদেশ হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন, বাংলাদেশ আল-আজহার কুরআন প্রতিযোগিতা, আল হুফ্ফাজ ফাউন্ডেশনসহ একাধিক প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে এ সাফল্য অর্জন করে।

নবপ্রজন্ম নূরানী বৃত্তির ২০২৫সালে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলে প্রথম শ্রেণীতে সর্বোচ্চ নম্বর পেয়ে ৯৮.৫ গোল্ডেন এ প্লাসসহ এ প্লাস ও এ গ্রেডে ৮জন বৃত্তি পেয়েছে। দ্বিতীয় শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, এ প্লাস ও এ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯ জন শিক্ষার্থী। তৃতীয় শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, এ প্লাস ও এ গ্রেডে বৃত্তি পেয়েছে ৮ জন। 

চকরিয়ার বহদ্দারকাটা নুরানী মেধাবৃত্তির ২০২৫সালে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলে প্রথম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, এ প্লাস ও এ গ্রেডে ৭ জন। দ্বিতীয় শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, এ প্লাস ও এ গ্রেডে ৭ জন। তৃতীয় শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, এ প্লাস ও এ গ্রেডে ৫ জন।

অন্যদিকে হিফজ বিভাগের প্রতিযোগিতায় ইয়েসকার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখল করে অসাধারণ সাফল্য অর্জন করেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তন্মধ্যে বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চকরিয়া উপজেলা শাখায় ১০ পারা বিভাগে মাদ্রাসার ৩ জন শিক্ষার্থী দ্বিতীয়, তৃতীয় ও নবম স্থান অর্জন করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। ৫ পারা বিভাগে ১ জন শিক্ষার্থী ‘ইয়েস কার্ড’ লাভ করে। জেলা ও জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় উত্তীর্ণ কক্সবাজার জেলায় বাংলাদেশ আল আজহার কোরআন প্রতিযোগিতায় মাদরাসার ৪জন অংশ নিয়ে ৩ জন পুরস্কারসহ ইয়েসকার্ড পেয়ে ঢাকায় জাতীয় প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়েছে। এছাড়া আল হুফফাজ ফাউন্ডেশনের উপজেলা, জেলা ও বিভাগীয় প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে ২ জন শিক্ষার্থী ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জনসহ জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে।

এদিকে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুল গফুর শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং মাদরাসার শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।” তাই সাফল্যের ধারা অব্যাহত সকলের দোয়া কামনা করছি।  


চকরিয়ার মাদ্রাসা হযরত ওসমান বিন আফফান (রা.)’র অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ

চকরিয়ার মাদ্রাসা হযরত ওসমান বিন আফফান (রা.)’র অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ

চকরিয়া টাইমস: 

চকরিয়ার কৈয়ারবিল ইসলামনগরস্থ মাদ্রাসা হযরত ওসমান বিন আফফান (রা.) এর অভিভাবক সম্মেলন, মেধাবি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ২০২৫সালের নূরানী তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রউফ মনছুর। মাদ্রাসা শিক্ষক মাওলানা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চীফ সেন্টার ভিজিটর এন্ড ম্যাজিস্ট্রেট বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ ইলিয়াস কোবরা। 

প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম সাতকানিয়া গারাঙ্গিয়া ইসলামিয়া কার্মিল (মাস্টার্স) মাদ্রাসার সহকারী অধ্যাপক মুহাদ্দিস মাওলানা মো. ইরশাদ উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ সাঈদী ও শাহ আবরার হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. জিয়াউল হক। 

এছাড়া বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মহসিন উদ্দিন মিঠু, শিক্ষা পরিচালক মাওলানা শাহাদাত হোসেন, সহকারী পরিচালক মাওলানা আবদুল হামিদ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আনসার উদ্দিন, মাওলানা শাহেদ হোসাইন, মাওলানা মুহাম্মদ হাসান, অভিভাবকদের পক্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. এখলাছুর রহমান, মাওলানা রুহুল আমিন ও মাস্টার মিজানুর  রহমান প্রমুখ। 

আলোচনা শেষে ২০২৪সালের বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের উত্তীর্ণদের মাঝে ক্রেস্টসহ পুরস্কার, ২০২৫সালের নূরানী তৃতীয় শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ফাইল এবং পাঠদানে সফল ভূমিকা পালন করায় চার শিক্ষকের মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। 

পরে মাদ্রাসার সফলতা এবং পরীক্ষার্থীদের শারীরিক সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন শিক্ষা পরিচালক মাওলানা শাহাদাত হোসেন।

বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন নূরানী মাদরাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন নূরানী মাদরাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

চকরিয়া টাইমস: 

চকরিয়ার পূর্ব বড়ভেওলা কাশেম আলী মিয়াজী সিকদারপাড়া বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের দোয়া মাহফিল-২০২৫ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শাহ্ জাহান। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহামুদুল করিম, প্রবাসী নুর মোহাম্মদ ও কফিল উদ্দিন। 

এসময় মাদরাসা শিক্ষক মুহাম্মদ কায়সার, আবদুল মান্নানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ফাইল তুলে দেন মাদরাসা প্রধানসহ অতিথিবৃন্দ। 

মাদরাসার শিক্ষা পরিচালক মহিউদ্দিন হাসান রানার সঞ্চালনায় পরীক্ষার্থীদের সফলতা ও শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা জাহাঙ্গীর হোসাইন। 

উল্লেখ্য, এ প্রতিষ্ঠান থেকে ২০২৫সালের নূরানী তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারীরা হলেন; জামীল হামজাহ, মোহাম্মদ মাহাদি হাসান, মোহাম্মদ ইশমাম, সাহাল রহমান, জাবেদুল ইসলাম, মারিয়াতুল জন্নাত, শাহাজিয়া আফরিন মারওয়া, হালিমা জন্নাত ও ছিদ্রাতুল মুনতাহা তাকওয়া।

উত্তর ফুলছড়ি তা’লীমুল কুরআন নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

উত্তর ফুলছড়ি তা’লীমুল কুরআন নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চকরিয়া টাইমস: 

চকরিয়ার খুটাখালী উত্তর ফুলছড়ি তা’লীমুল কুরআন নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল-২০২৫ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে দশটায় মাদরাসা পরিচালক মাওলানা আবদুল মাবুদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ইমারত জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। তিনি বলেন, কোমলমতি শিশুদের মানসম্মত দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে নূরানী পদ্ধতির পড়ালেখার বিকল্প নেই। তাই পরিবার ও সমাজে নূরানী শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে আজকের উপস্থিত অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুটাখালী আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাহাব উদ্দিন আরমান, খুটাখালী ৭নং ওয়ার্ডের সাবেক এমইউপি আকতার আহমদ, বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা আজিজুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা কাজী এনামুল হক ও তরুণ ছাত্রনেতা আরিফুল ইসলাম জনী চৌধুরী। 

এসময় খুটাখালীর বিশিষ্ট সমাজসেবক আবদুর রহিম নাবিল, বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা মুহাম্মদ জাকারিয়া, মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ তারেকুল ইসলাম, মাওলানা সরোয়ার কামাল তমিজী, মাওলানা জাকারিয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক অভিভাবিকাগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে মাদরাসার পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ফাইল তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। 

পরে মাদরাসার সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন খুটাখালীর সুপরিচিত ইসলামী আলোচক মাওলানা মনছুর আলম জমিরী। 


চকরিয়ার বানিয়ারছড়া দারুল উলুম আল্-ইসলামীয়া মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

চকরিয়ার বানিয়ারছড়া দারুল উলুম আল্-ইসলামীয়া মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

চকরিয়া টাইমস:


চকরিয়া উপজেলা ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বানিয়ারছড়া স্টেশনে দারুল উলুম আল্-ইসলামীয়া মাদরাসা এতিমখানা ও হেফাজখানার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬নভেম্বর) দিনব্যাপী বার্ষিক সভায় জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুর মাদরাসার মুহাদ্দিস মুফতি ওয়ালি উল্লাহ ঢাকা, মাওলানা ছরোয়ার আলম কুতুবীসহ স্থানীয় আলেম উলামাগণ আলোচনা পেশ করেন।

বার্ষিক সভায় জামিয়া দারুণ মা'আরিফ শায়ক সাইফুল্লাহ মাদানী ও চকরিয়া তানজীমে আহলে হকের সভাপতি মুফতি এনামুল হকের সভাপতিত্বে মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন বানিয়ারছড়া দারুল উলুম আল ইসলামীয়া মাদরাসার পরিচালক আলহাজ্ব মোহাম্মদ হাছন আলী। এসময় মাদরাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় নব প্রজন্ম সোসাইটির নূরানী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

চকরিয়ায় নব প্রজন্ম সোসাইটির নূরানী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় নব প্রজন্ম সোসাইটির উদ্যোগে নূরানী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় একই সময়ে দুইটি কেন্দ্রে চকরিয়া গ্রামার স্কুল এবং মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে ১হাজার ৯শ’ ৬৫জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চকরিয়া-পেকুয়া আসনের সংসদ পদপ্রার্থী মাওলানা ছরওয়ার আলম কুতুবী। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসা করেন।

নব প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক মাওলানা শমশুল হক বলেন, “চকরিয়া উপজেলায় দ্বীনি শিক্ষার মান উন্নত করা এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা যাচাইয়ের উদ্দেশ্যে প্রতি বছর এ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। এ বছর অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় আরও বেড়েছে।”

নব প্রজন্ম সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ঈসা বলেন, “ধর্মীয় জ্ঞান ও সাধারণ জ্ঞানে শিক্ষার্থীদের যোগ্যতা পরিমাপের লক্ষ্যে আমরা এই বৃত্তি পরীক্ষা চালু করেছি। শিক্ষার্থীদের আগ্রহ, অভিভাবকদের সহযোগিতা এবং পরিচালকদের সমন্বিত প্রচেষ্টায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।”

পরীক্ষার সার্বিক তদারকিতে ছিলেন আয়োজক কমিটির কর্মকর্তারা। এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিকরাও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পুরো কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষা শেষে আয়োজকরা জানান, মূল্যায়ন শেষে ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে আগামী বছর আরও বিস্তৃত পরিসরে মেধাবৃত্তি আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়।

অন্যদিকে নব প্রজন্ম সোসাইটির এ সফল আয়োজন স্থানীয় শিক্ষাঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে। তাছাড়া অভিভাবকরা এ বৃত্তি দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। 


চকরিয়া সরকারি কলেজে জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

চকরিয়া সরকারি কলেজে জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

চকরিয়া টাইমস: 

ইসলামী ছাত্রশিবির চকরিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট রোববার (৯ নভেম্বর) কলেজ মাঠে শুরু হয়েছে। 

উদ্বোধনী খেলায় মানবিক প্রথমবর্ষ ক্রিকেট একাদশকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে মানবিক দ্বিতীয়বর্ষ ক্রিকেটদল। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মো. আরিফুল কবির। 

টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলাম। 

কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. মোরশেদ ও সেক্রেটারি মো. মনির উল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের ৮টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। 


দুর্নীতি, দারিদ্র্য ও বেকারত্বকে ‘না’ বলুন: কুতুবদিয়ায় নবীন বরণ অনুষ্ঠানে ড. হামিদ আযাদ

দুর্নীতি, দারিদ্র্য ও বেকারত্বকে ‘না’ বলুন: কুতুবদিয়ায় নবীন বরণ অনুষ্ঠানে ড. হামিদ আযাদ

চকরিয়া টাইমস:

কুতুবদিয়া সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক অনুষ্ঠান রোববার (২ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি।

প্রধান অতিথির বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ বলেন, “দুর্নীতি, দারিদ্র্য ও বেকারত্বের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে। বাংলাদেশ দরিদ্র দেশ নয়; আমাদের সম্পদ যদি পরিকল্পিতভাবে ব্যবহৃত হয়, এই দেশও একদিন প্রথম বিশ্বের কাতারে পৌঁছাবে। তরুণদের মেধা, মনন ও সততার সমন্বয়ে গড়ে উঠলে তারাই হবে বাংলাদেশের উন্নয়নের চালিকাশক্তি।”

তিনি আরও বলেন, “পৃথিবীকে গড়তে হলে আগে নিজেকে গড়তে হবে”—এই নীতিবাক্য ধারণ করে প্রতিটি শিক্ষার্থীকে জ্ঞান, দক্ষতা ও চরিত্রে উন্নত মানুষ হয়ে উঠতে হবে।

প্রধান বক্তা চাকসু ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশে সৎ, দক্ষ ও আদর্শ নেতৃত্বের ঘাটতির কারণেই প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও আমরা উন্নত বিশ্বের কাতারে যেতে পারিনি। সরকার বদলেছে, কিন্তু জনগণের ভাগ্য বদলায়নি।”

তিনি উল্লেখ করেন, ইসলামী ছাত্রশিবির সেই ঘাটতি পূরণের লক্ষ্যে আদর্শ নেতৃত্ব তৈরির কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা কোনো মাস্টারমাইন্ডের অপেক্ষা না করেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। শিক্ষার্থীরাই আগামীর উন্নত বাংলাদেশ গঠনে নিয়ামক ভূমিকা পালন করবে।”

কলেজ ছাত্রশিবেরর সভাপতি মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, কুতুবদিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম. এ. মান্নান, উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইব্রাহিম, তরুণ লেখক আলী ওসমান শেফায়েতসহ অন্যান্যরা।