Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts
চকরিয়া মহিলা কলেজে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেভিড জেকম্যান

চকরিয়া মহিলা কলেজে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেভিড জেকম্যান

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলার নারী শিক্ষার্থীদের নিরাপদ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অভিভাবকদের আস্থা ও ভরসার ঠিকানা চকরিয়া আবাসিক মহিলা কলেজ পরিদর্শন করেছেন লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেভিড জেকম্যান।

রোববার (২৪আগস্ট) দুপুরে তিনি গবেষণার কাজের জন্য আজ চকরিয়া আবাসিক মহিলা কলেজে পরিদর্শনে আসেন।


এসময় কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জুবাইদুল হক, কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য, তরুণ শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোহাম্মদ আরফাতসহ কলেজ শিক্ষক-শিক্ষিকার সাথে মতবিনিময় করেন এবং কলেজের সার্বিক পরিবেশও পরিদর্শন করে সন্তোষজনক বলে মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য, এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি নানা ক্ষেত্রে অসমান্য অবদান রেখে চলছে।

চকরিয়া সরকারি কলেজে আবারো অধ্যক্ষের দায়িত্ব পেলেন নুসরাত জাহান

চকরিয়া সরকারি কলেজে আবারো অধ্যক্ষের দায়িত্ব পেলেন নুসরাত জাহান

চকরিয়া টাইমস: 

চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নাসির উদ্দীন আহমদের বদলিজনিত  কারণে আবারো ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন অধ্যাপিকা নুসরাত জাহান। 

আজ রোববার (২৪ আগস্ট) কলেজের সিনিয়র শিক্ষক নুসরাত জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পুনরায় দায়িত্বভার বুঝিয়ে দেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ। 

এদিকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান- কলেজের লেখাপড়ার মানোন্নয়ন এবং সার্বিক দায়িত্ব পালনে সম্মানিত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস : 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চকরিয়া  উপজেলা শাখার উদ্যোগে জমকালো আয়োজনে ২০২৫সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫সহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ আল ফারুক। 

তিনি উপস্থিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির দুর্যোগ মুহুর্তে যোগ্য নেতৃত্বের সংকট পূরণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে। ক্যারিয়ার গঠনের জন্য স্বপ্নকে বড় করতে হবে; সময় অপচয় করা যাবে না, কঠোর পরিশ্রম করতে হবে। একইসাথে মহান আল্লাহ তাআলার নিকট সাহায্যও চাইতে হবে। 

তিনি আরো বলেন, নৈতিকতা ও জ্ঞান বিজ্ঞানের আলোকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে যোগ্য ও মেধাবি নেতৃত্বের বিকল্প নেই। নৈতিক ও আদর্শিক শিক্ষা ছাড়া সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি সম্ভব নয়। তাই আজকের কৃতি শিক্ষার্থীদের জাতির এই সংকট পূরণে নৈতিক ও মেধার স্বাক্ষর রাখার মাধ্যমে নিজেকে একেক জন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।  

অনুষ্ঠানে প্রধান বক্তার আলোচনা পেশ করেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান ও দুবাই প্রবাসী সাবেক ছাত্রনেতা মো. রেজাউল করিম। 

এছাড়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা এম. ওমর আলী, জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি হাফেজ আসহাব উদ্দিন আসাদ, সাবেক ছাত্রনেতা মো. হেলাল উদ্দিন, জুলাই আন্দোলনে নিহত শহীদ আহসান হাবিব হাসানের গর্বিত পিতা হেলাল উদ্দিন ও কৃতি শিক্ষার্থীদের পক্ষে ফাহিম মুনতাসীর বক্তব্য রাখেন। 

পরে অতিথিবৃন্দ আলোচনা শেষে সংবর্ধিত জিপিএ-৫প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা প্রেরণা ও আহবানমূলক মনমুগ্ধকর সংগীত পরিবেশন করে।


চকরিয়া সরকারি কলেজে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চকরিয়া সরকারি কলেজে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চকরিয়া টাইমস : 

চকরিয়ার সরকারি কলেজে মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়া। 

কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন আহমদ, মুহাম্মদ মাসুদ পারভেজ, আবু সাদেক মোঃ সায়েম, মোঃ জিয়াউল হক, সনাক সদস্যদের ভেতর উপস্থিত ছিলেন বশির আহমদ, বুলবুল জান্নাত, রুনেন্দু বিকাশ দে, মোহাব্বত চৌধুরী, টিআইবি চকরিয়ার এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মেহেদী  হাসান সৌরভ, এসিজি এবং ইয়েস সদস্যরা।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে টিআইবি সারাদেশে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টিআইবির অনুপ্রেরণায় ২০০৫ সালে গঠিত সনাক চকরিয়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চকরিয়াতে পরিচালনা করে আসছে। 

দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। “টেকসই বাংলাদেশ বিনির্মাণে চাই যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষিকা বুলবুল জান্নাত। তিনি বলেন "যুবরাই দেশের প্রধান শক্তি। তাদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তরুণদের দুর্নীতি প্রতিরোধ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ এর ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য নিশিতা শিকদার এবং তাসপিয়া মনি। ধারণাপত্র অনুযায়ী, সম্ভাবনাময় যুব জনগোষ্ঠীকে জাতীয় অর্জনের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে মোট ১০টি সুপারিশ উত্থাপন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মাসুদ পারভেজ এবং সিনিয়র  প্রভাষক আবু সাদেক মোঃ সায়েম, সনাক সদস্য মোঃ বশির আহমেদ এবং অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ। বক্তারা বলেন, যুব সমাজের মাধ্যমে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। যুব দিবসের তাৎপর্য, যুবসমাজের নেতৃত্বের বিকাশ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা তুলে ধরেন বক্তারা। অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ বলেন, “ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান সবক্ষেত্রেই যুবসমাজ ছিলো অগ্রভাগে।” 

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মানে যুব শক্তির কোনো বিকল্প নেই। যে কোনো ধরণের বাঁধা-বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে যুবকদের। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেন কলেজের শিক্ষার্থীরা। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিজি সদস্য রবিউল হাসান এবং পরিচালনা করেন টিআইবি চকরিয়ার এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মেহেদী হাসান সৌরভ। সার্বিক সহযোগিতা করেন সনাক চকরিয়া, ইয়েস এবং এসিজি সদস্যবৃন্দ।

বাংলাদেশকে নতুনভাবে সাজাতে মেধাবীদের এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশকে নতুনভাবে সাজাতে মেধাবীদের এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন জ্ঞানভিত্তিক নতুন দেশ ও সমাজ গঠনে মেধাবী প্রজন্মকেই আগামীতে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ আমাদের গর্ব, এটিকে কাংখিত লক্ষ্যে নতুন করে সাজাতে হবে। তাই প্রিয় এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে। 

তিনি কৃতি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, দুনিয়া ও আখিরাত উভয় জগতের সাফল্য ভরা জীবন গঠনের জন্য একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি নিজেদের জীবনকে নৈতিকতার মানদণ্ডে সমৃদ্ধ করতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে কক্সবাজার জেলা ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন। 

জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুর মোহাইমেন, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি চকরিয়া-পেকুয়া আসনের এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদ সাবেক ভিপি সদর-রামু-ঈদগাঁও আসনের এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুহাম্মদ আল হিসাম। 


 তাছাড়া অনুভূতি প্রকাশ করে বর্ণাঢ্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আইয়ুব আনসারি। 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ডা. আজহার উদ্দিন, জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম শরীফ, জেলা এইচআরডি সম্পাদক আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জেলা দাওয়াহ সম্পাদক মোর্শেদুল ইসলাম মাহির, জেলা আইটি ও শিক্ষা সম্পাদক মাহমুদুর রহমান তারেক প্রমুখ। 



চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৫ এর জিপি-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ডুলাহাজারা মারুফিয়া সিনিয়র মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।

তিনি জুলাই শহীদ পেকুয়ার ওয়াসিম আকরাম ও চকরিয়ার আহসান হাবিবসহ সকল শহীদদের স্মরণ করে বলেন, আজকের মেধাবিরাই পরিবর্তনের বাংলাদেশ গড়ার কর্ণধার। তারাই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। এ জন্য প্রয়োজন দেশকে পরিবর্তনের আগে নিজেদের পড়াশোনার মানকে উন্নত করা। প্রাতিষ্ঠানিক ক্যারিয়ার গড়ার পাশাপাশি গড়তে হবে পরকালীন মুক্তির জন্য নৈতিক ক্যারিয়ার। তাহলেই সম্ভব সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে দেশকে কিছু উপহার দেয়া।

তিনি বড় বড় গুনী মানুষের কথা উল্লেখ করে সময়কে গুরুত্ব দেয়ার আহবান জানিয়ে বলেন, জাতিকে পথ দেখাবার জন্য নৈতিকতা সম্পন্ন একদল সোনার মানুষ তৈরির কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির।

তিনি শিক্ষা কমিশনের কড়া সমালোচনা করে আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরে কোনো সরকার নৈতিকতার শিক্ষা উপহার দিতে পারেনি। গোটা দেশকে সেক্যুলার শিক্ষাব্যবস্থায় ভরে দিয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতায় সাজাতে ব্যর্থ হয়েছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির ছড়াছড়ি যেনো ক্যান্সারে পরিণত হয়েছে। এর থেকে কেবলমাত্র ইসলাম ও ইসলামী অনুশাসনই জাতিকে পরিত্রাণ দিতে পারে। তাই নৈতিকতা সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে আজকের কৃতি শিক্ষার্থীদের একেকজন সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে এগিয়ে আসতে হবে।

চকরিয়া উপজেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুটাখালী তমিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম আরমান, ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ মিছবাহ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট আবদুল্লাহ গালিব, চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ ও সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম নোমান।


এছাড়া বক্তব্য রাখেন ডুলাহাজারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ডুলাহাজারার বিশিষ্ট সমাজসেবক জামায়াত নেতা মাওলানা গিয়াস উদ্দিন, খুটাখালী জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহাবুদ্দিন আরমান, মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহ আলম মানিক, সাবেক ছাত্রনেতা মিনার উদ্দিন, কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রুবাবা ইসলাম তাহিয়া, হাফেজ মোহাম্মদ ফহিম ও অভিভাবক বাবর চৌধুরী।

পরে অতিথিবৃন্দ আলোচনা শেষে জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপি অভিভাবক সমাবেশ

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপি অভিভাবক সমাবেশ

চকরিয়া টাইমস: 

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা এবং মডেল টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য গত সোমবার ৪ আগস্ট ও বুধবার ৬আগস্ট দুই দিনব্যাপি অভিভাবক সমাবেশ-২০২৫ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফের সভাপতিত্বে প্রথমদিন অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। 

তিনি বলেন, আলোকিত মানুষ গড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের একটি ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতায় বিদ্যালয়ে মানসম্মত পড়ালেখা নিশ্চিত করতে হলে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। তাই আদরের সন্তানদের নৈতিক দীক্ষা ও মেধার প্রতিযোগিতায় এগিয়ে নিতে সকলকে আন্তরিক হতে হবে। 

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট কক্সবাজারের প্রকৌশলী অমিত নিহা ও উপজেলা একাডেমিক সুভাইজার রতন কুমার বিশ্বাস। 

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক অভিভাবক-অভিভাবিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আতিকুর রহমান ও নরেশ রুদ্র টিটু।

বদরখালী গাউছিয়া মজিদিয়া এতিমখানা ও হেফজখানার দ্বিতীয় একাডেমিক ভবন উদ্বোধন

বদরখালী গাউছিয়া মজিদিয়া এতিমখানা ও হেফজখানার দ্বিতীয় একাডেমিক ভবন উদ্বোধন

চকরিয়া টাইমস : 

চকরিয়ার বদরখালী গাউছিয়া মজিদিয়া এতিমখানা ও হেফজখানার দ্বিতীয় একাডেমিক ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। পরে তিনি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. তৈয়ব আলী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, বদরখালী কৃষি ও উপনিবেশ সমবায় সমিতির সাবেক সম্পাদক মোহাম্মদ আলী। এসময় মাদরাসা পরিচালকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এম. মনছুর আলম, চকরিয়া:

চকরিয়া উপজেলার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়া-লেখার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের হলরুম প্রধান শিক্ষক রুহুল কাদের বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ইমাম উদ্দিন মনির।

বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু নাঈম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ডা: নুরুল কাদের, সহকারী প্রধান শিক্ষক আবুল বশর, মাস্টার তারেকুল ইসলাম, শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মাস্টার মকবুল হোসেন ও শেখ সাহাব উদ্দিন প্রমুখ।

চকরিয়া সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থানের নির্মিত চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী

চকরিয়া সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থানের নির্মিত চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী

চকরিয়া টাইমস :

চকরিয়া সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে আলোচনা সভা, নির্মিত চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার (৩১ জুলাই) সিনিয়র প্রভাষক মো. হারুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নাছির উদ্দিন আহমদ।


এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক প্রণব কুমার দত্ত, প্রভাষক আবু সাদের মো. সায়েম ও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীর প্রধান মুহাম্মদ মাসুদ পারভেজ।

এসময় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় জুলাই গণঅভ্যুত্থানের নির্মিত চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।


মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে কৃতি শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে কৃতি শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান বদরখালী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৫ জুলাই) বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের মেধানির্ভর রাষ্ট্র গড়ার কারিগর। মেধাবীরাই পারে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে উন্নত রাষ্ট্র তৈরির জন্য আমূল পরিবর্তন ঘটাতে। নৈতিক শিক্ষা ছাড়া কাংখিত সোনার মানুষ গড়া সম্ভব নয়। সেই মেধাবী সোনার মানুষ তৈরির কাজ করছে ইসলামী ছাত্রশিবির। চব্বিশের গণঅভ্যুত্থানে মেধাকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো ছাত্রজনতা জীবন দিয়েছে। তাই বৈষম্যহীন মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে আজকের কৃতি শিক্ষার্থীদের অনন্য ভূমিকা পালন করতে হবে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।  

মাতামুহুরী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মো. মিসবাহুল করিম, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রিমন, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম ও বদরখালী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান।

এসময় সাবেক ছাত্রনেতা ওমর আলী, কুতুব উদ্দিন, হামিদ উল্লহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত। পরে অতিথিবৃন্দ জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

চকরিয়ায় শান্তি-সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

চকরিয়ায় শান্তি-সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া: 

চকরিয়া উপজেলায় নানান ধর্মের ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। সকলের মধ্যে সৌহার্দপূর্ণ সম্প্রীতি বজায় রাখতে হলে তরুণ শিক্ষার্থীদের এগিয়ে আসা দরকার। একমাত্র তারুণ্যের আওয়াজই পারবে এলাকায় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, জাতিগত সহিংসতা বন্ধ ও প্রশমন করতে। 

এই উপলব্ধি অনুধাবন করে চকরিয়ায় ১টি কলেজ ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নাটকের মাধ্যমে সম্প্রীতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এই নাটকের মাধ্যমে তরুণরা একত্রতি হয়ে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর সম্প্রীতি সুরক্ষায় আওয়াজ তোলার মনোভাব সৃষ্টি হবে এবং একত্রিত হয়ে প্রাতিষ্ঠানিকভাবে ক্লাব গঠন করবে। 

দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের ইয়ুথ পিস এম্বাসেডর প্রুপের অন্যতম সামাজিক উদ্যোগ শান্তি ও সম্প্রীতি সুরক্ষায় তারুন্যের আওয়াজের আয়োজনে চকরিয়া মঞ্চ নাটক প্রদর্শিত হয়। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়। গত ২৪জুলাই-২০২৫ সকাল ১০টায় চকোরি পৌর আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সমন্বয়কারী শাহ মোহাম্মদ জাহেদ। 

অনুষ্ঠানে চকোরী পৌর আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি মোহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পিএফ জির ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, প্রভাষক সুজাতা চৌধুরী, চকোরি পৌর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ওসমান গণি, ওয়াইপিএজির সমন্বয়কারী ইশফাতুল হাসান, ওয়াইপিএজির সহ-সমন্বয়কারী আবু তৈয়ব আজাদ, সহ-সমন্বয়কারী সাদিয়া সোলতানা সোনিয়া, ওয়াইপিএজির সদস্য, মোবারক করিম ফাহিম, সুমাইয়া সোলতানা, নাজিফা নাহি মনি, রিদুয়ানুল ইসলাম প্রমুখ। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া: 

ছোট্ট পলিব্যাগ। কিংবা ক্ষুদ্র স্ট্র। একবারই ব্যবহারযোগ্য। এমনসব প্লাস্টিক উপকরণ। ব্যবহারও হয় স্বল্প সময়ের জন্য। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে। কিন্তু এসবের দূষণটা মারাত্মক ক্ষতিকর। ক্ষতির প্রভাবটাও দীর্ঘস্থায়ী। সর্বত্রই ঘটছে দূষণ। মাটি, পানি, বায়ু। বাদ যাচ্ছে না কোনোটাই। এতে ক্রমে দূষিত হচ্ছে পরিবেশ। ঝুঁকিতে পড়েছে মানব জীবন। অস্তিত্বের হুমকিতে পৃথিবীর সকল প্রাণবৈচিত্র। 

তবে ক্ষতিকর দূষণ থেকে বাঁচার উপায়টা কঠিন নয়। সহজ। হাতের কাছেই রয়েছে বিকল্প। প্রয়োজন কেবল সদিচ্ছার। ক্ষতিকর প্লাস্টিক পণ্য বর্জন। এর পরিবর্তে নিরাপদ ও দ্রুত পচনশীল কাগজ, কাঠ, বাকল, পাতায় তৈরি পণ্যের ব্যবহার। এতেই সমাধান। এর মাধ্যমে আমরা গড়তে পারি নিরাপদ পরিবেশ। নিরাপদ বসতি। এমন সব উচিত কথা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য। অথবা সত্যকথন। ছড়িয়ে দিলো সচেতনতার আলো। সাবলীল উপস্থাপনায় মন্ত্রমুগ্ধের মতো আত্মস্থ করলো শিক্ষার্থীরা। 

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র আয়োজনে গত বৃহস্পতিবার ২৪ জুলাই-২০২৫ চকরিয়ার বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ বিষয়ক এমন সচেতনতামূলক কার্যক্রম প্রতিষ্ঠানের রতœগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগারের পাঠকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে পরিবেশের জন্য পলিথিনের নানা ক্ষতিকর দিক তুলে ধরে এর ব্যবহার বন্ধের পাশাপাশি বিকল্প উপকরণ ব্যবহারে সচেতনতা তৈরিতে আলোচনা, প্রেজেন্টেশন, ভিডিওচিত্র প্রদর্শন, অভিজ্ঞতা বিনিময়, গল্পবলাসহ নানা কার্যক্রম পরিচালিত হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বেলা এ আয়োজন করে। 

ভার্চু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মহি উদ্দিন কাদের অদুলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস। সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করেন বেলার চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর মনিরা পারভিন রুবা। 

ভার্চু স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবু জুনাইদ, শেফায়েত হোছাইন, তাসমিন আক্তার, তাহিয়া জন্নাত ও কিরণ জন্নাত আয়াত এই অনুষ্ঠানের কার্যক্রমসমূহ বাস্তবায়নে দায়িত্ব পালন করে।


হারবাং উন্নয়ন সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

হারবাং উন্নয়ন সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চকরিয়া টাইমস: 

চকরিয়ার হারবাং থেকে ২০২৪-২৫ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত এবং ২০২৫ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় হারবাং হোটেল কক্স ওয়ে ইন-এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারবাং উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সাখাওয়াত হোসাইন শিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়ার সাংগঠনিক সম্পাদক ও হারবাং উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোহাম্মদ বখতেয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সরকারি কর্মকর্তা আবুল আহমদ বলেন, “শুধু শিক্ষিত হলেই চলবে না, আমাদের পিতা-মাতাকে সম্মান করতে হবে। কৃষক-শ্রমিকের সন্তান হিসেবে হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই। নিজ মেধা ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে এগিয়ে যেতে হবে। একইসঙ্গে আমাদের এলাকার প্রতি দায়বদ্ধতাও স্মরণে রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসাইন শিপন বলেন, আপনাদের মেধার স্বীকৃতি দিতে আজকের এ আয়োজন। আপনারা এগিয়ে যাচ্ছেন এটা অনেকেই দেখতে চায় না। সমাজের তথাকথিত মোড়লদের না চাইলেও আপনাদের থেমে গেলে চলবে না। হারবাংয়ের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বালু উত্তোলনের মতো অন্যায়ের বিরুদ্ধে তরুণ-তরুণীদের সোচ্চার হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, ছাত্রনেতা মোহাম্মদ ইব্রাহিম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নুরুল হক নুর। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব, গয়ালমারা মাদ্রাসার শিক্ষক রুবেলসহ আরও অনেকে।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভূক্ত করার দাবিতে চকরিয়ায় মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভূক্ত করার দাবিতে চকরিয়ায় মানববন্ধন

চকরিয়া টাইমস: 


চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডার গার্টেনসহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভূক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চকরিয়া আদালত এলাকার প্রধান সড়কে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার অর্ধশতাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ অসংখ্য শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

এসোসিয়েশনের চকরিয়া উপজেলা সভাপতি চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ নুরুল আখেরের সভাপতিত্বে ও সেক্রেটারি সাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ.এম নুরুল হান্নান, অর্থ সম্পাদক মো. শহিদুল আলম, চাইল্ডস মর্ডান স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ শিক্ষক নেতৃবৃন্দ। ন্যায্য এ দাবির সাথে একাত্মতা পোষন করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শেষে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়। যার অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রদান করা হয়।

এদিকে সমাবেশে বক্তারা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঘোষিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় ক্ষোভে ফেটে পড়েন।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘শিক্ষা অধিকার, অনুগ্রহ নয়’ এবং ‘আমার শিশুর বিচার তার মেধায় চাই’ এসব স্লোগান দিতে থাকেন।

বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত সরাসরি সংবিধান পরিপন্থি এবং বৈষম্যের একটি ন্যক্কারজনক উদাহরণ।

তারা বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও জাতীয় শিক্ষাক্রমে পাঠ গ্রহণ করে, বছরজুড়ে প্রস্তুতি নেয়। অথচ প্রতিষ্ঠান সরকারি নয় এই অজুহাতে তাদের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এতে প্রশ্ন উঠছে, ‘শিক্ষা কি প্রতিষ্ঠাননির্ভর, না শিক্ষার্থীর যোগ্যতা ও মেধাভিত্তিক?’

বক্তারা আরও জানান, সরকার যদি সত্যিই বৈষম্যবিরোধী অবস্থানে থাকে, তাহলে এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে সকল বেসরকারি প্রা. বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা রাজপথে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

এসএসসিতে ১২৬৩ নাম্বার পেয়ে কক্সবাজার জেলায় প্রথম চকরিয়ার জয়া খাতুন

এসএসসিতে ১২৬৩ নাম্বার পেয়ে কক্সবাজার জেলায় প্রথম চকরিয়ার জয়া খাতুন

চকরিয়া টাইমস : 

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন জিপিএ-৫সহ সর্বোচ্চ ১২৬৩ নাম্বার পেয়ে কক্সবাজার জেলার প্রথম হয়েছে চকরিয়ার জয়া খাতুন। এরই মধ্যদিয়ে চট্টগ্রাম বোর্ডে মেধা তালিকায় ১৫তম স্থান অর্জন করেছে। সে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ কৃতিত্বের স্বাক্ষর রাখে। কৃতি শিক্ষার্থী জয়া খাতুন পাইকারি কসমেটিকস ব্যবসায়ী হাসানুর রহমান সরকার ও শাহীনা বেগম দম্পতির সুযোগ্য কন্যা। 

সূত্রে জানা গেছে, মেয়ের দাদার বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তপাড়া গ্রামে হলেও নানার বাড়ি চকরিয়া পৌরশহরের ৮নং ওয়ার্ড সোসাইটিপাড়ায়। দীর্ঘদিন ধরে চকরিয়া পৌরশহরে পাইকারি কসমেটিক সামগ্রীর ব্যবসা বাণিজ্য করে আসছিল কৃতি শিক্ষার্থী জয়ার পিতা হাসানুর রহমান সরকার। সেই সুবাধে জয়ার জন্মস্থান ও পৈত্রিক নিজস্ব নিবাস বর্তমানে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সোসাইটিপাড়ায়। 

এদিকে মেধাবি শিক্ষার্থী জয়া খাতুনের এ অসাধারণ সাফল্য পরিবারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বমহলে প্রশংসার জোয়ারে ভাসছে। 

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ইমাম মনোনীত চকরিয়ার মাওলানা জাহিদুল ইসলাম

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ইমাম মনোনীত চকরিয়ার মাওলানা জাহিদুল ইসলাম

চকরিয়া টাইমস: 

জাতীয় হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইমাম মনোনীত হয়েছেন চকরিয়ার কৃতি সন্তান মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম। 

ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে গত রোববার ২৯জুন অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. অধ্যাপক আ.ফ.ম খালিদ হোসেন। এতে তিনি শ্রেষ্ঠ ইমাম জাহিদুল ইসলামসহ সকল বিজয়ীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও চেক প্রদান করেন। 

মাওলানা জাহিদুল ইসলাম পালাকাটার কৃতি সন্তান চকোরিয়া কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং পাশাপাশি তিনি সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কাজে জড়িত আছেন। 

এছাড়া দক্ষিণ পালাকাটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এ সম্মাননায় ভূষিত হওয়ায় মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের আরও বেশি সেবা করার সুযোগ পেতে সকলের কাছে দোয়া চেয়েছেন।

চকরিয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপণ

চকরিয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপণ

চকরিয়া টাইমস :

মাসব্যাপী “বৃক্ষরোপণ অভিযান ২০২৫' এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবির।

সোমবার (২৩ জুন) চকরিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুর রহিম নূরী।

এতে বিশেষ অতিথি ছিলেন চুনতি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সাবেক ছাত্রনেতা আবু নাঈম আজাদ, চকরিয়া উপজেলা সভাপতি নূরুল ইসলাম, চকরিয়া উপজেলা সেক্রেটারি এইচ.এম আবু বকর সিদ্দিক।

এসময় উপজেলা ও চকরিয়া কলেজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি আব্দুর রহিম নূরী বলেন, “ছাত্রশিবির বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখে। সে স্বপ্ন হচ্ছে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির মাধ্যমে এমন একটি দেশ বিনির্মান করা, যেখানে দুর্নীতি, বৈষম্য ও পরিবেশ বিপর্যয়ের কোনো ঘটনা ঘটবে না। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি সেই স্বপ্ন বাস্তবায়নেরই অংশ।”

তিনি আরো জানান, এ কর্মসূচির আওতায় সংগঠনের প্রতিটি স্তরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। প্রত্যেক কর্মীকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ওষধি গাছ রোপণ এবং কমপক্ষে দুটি করে চারা বিতরণের কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

চারা বিতরণ শেষে চকরিয়া সরকারি কলেজের বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়।
এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিয়ে মাতামুহুরী শিবিরের দোয়া মাহফিল

এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিয়ে মাতামুহুরী শিবিরের দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) মাতামুহুরী সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে দোয়া অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা ফরিদুল আলম।

এসময় সাবেক ছাত্রনেতা মো. কুতুব উদ্দিন ও হাফেজ মাসুমুল হাকিমসহ স্থানীয় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পরীক্ষার্থীদের সফলতা ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। এরআগে পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।