চকরিয়া টাইমস:
চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই স্মৃতি আন্তঃ কলেজ শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট কলেজ মাঠে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১১ডিসেম্বর) দুপুর বারোটায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় দ্বাদশ মানবিক ক্রিকেট একাদশের মুখোমুখি হয় দ্বাদশ ব্যবসায় শিক্ষা ক্রিকেট একাদশ। এতে ৬২রানে দ্বাদশ ব্যবসায় শিক্ষা একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা গোলাম মোস্তফা কাইছার।
বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান, ছাত্রনেতা নুরুল ইসলাম, তায়েফুল ইসলামসহ আয়োজক সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

0 comments: