চকরিয়া টাইমস:
চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত দিবসটির কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের মধ্যে সম্মাননা প্রদান।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ারের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন।
এসময় উপজেলা সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরুল ইসলাম, নারী সংগঠক দৈনিক দৈনন্দিনের প্রতিনিধি ফরিদা ইয়ামিনসহ সংশ্লিষ্ট বিশিষ্ট নারী সংগঠকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথবৃন্দ মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধন প্রক্রিয়ায় মনোনীত একাধিক অদম্য নারীর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

0 comments: