চকরিয়া টাইমস:
জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক বলেছেন, মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে ন্যায় বিচার কায়েম করা সম্ভব নয়। ন্যায় বিচার ছাড়া একটা দেশ কখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনা। ন্যায় ইনসাফের শাসন প্রতিষ্ঠিত করতে হলে সমাজে ইসলামী জীবন বিধান চালু করার বিকল্প নেই। তাই দ্বীনকে বিজয়ী কতে হলে আজকের আলেম ওলামাকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বুনছেন। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠনটি দেশের সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নিরলস কাজ চালিয়ে যাচ্ছেন। জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে সকলকে সাথে নিয়ে ইসলামকে বিজয়ী করার মাধ্যমে গরীব দুঃখি মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনে জন্য একটি কাংখিত বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামার নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। ভুলতে হবে বিভেদ। এখন সময় ঐক্য গড়ার। একটি পরিবর্তনের বাংলাদেশ গড়তে ক্বওমী-আলিয়া বিভেদ ভুলে সর্বস্তরের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল আলেম-ওলামাকে ঐক্যবদ্ধ করে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।
শনিবার (৮ নভেম্বর) মাতামুহুরী লালব্রিজ সংলগ্ন ঈদমনি কাদের আলী দাখিল মাদরাসা মিলনায়তনে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জননেতা আবদুল্লাহ আল ফারুক উপরোক্ত কথাগুলো বলেন।
মাতামুহুরী উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মওলানা আবুল বশরের সভাপতিত্বে ও সেক্রেটারি মওলানা শিব্বির আহমদের সঞ্চালনায় বিশাল ওলামা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মাতামুহুরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ইমতিয়াজ উদ্দিন, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এইচ.এম মাওলানা বদিউল আলম জিহাদী, বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যাপক মাওলানা ফেরদৌস আলম বদরী, অধ্যাপক মাওলানা নাজেম উদ্দিন বদরী, মাতামুহুরী উপজেলা জামায়াতের সেক্রেটারি হোসনে মোবারক, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা ওমর আলী, ইসলামী আন্দোলনের অর্থ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ ও উপাধ্যক্ষ মাওলানা জাফর আহমদ।
এসময় কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জাহেদুল ইসলাম নোমান, তরুণ ইসলামী আলোচক মাওলানা আশরাফুল মোস্তফা বিন নূরী, হাফেজ মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













