Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts
বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়তে শ্রমিক সমাজকে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহজাহান

বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়তে শ্রমিক সমাজকে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ¦ মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, এদেশে সব ধর্মের-বর্ণের মানুষ মিলেমিশে আছি। বাংলাদেশ আমাদের সবার। আমরা সোচ্চারভাবে বলেছি বাংলাদেশে কোনো মেজরিটি এবং মাইনোরিটি মানি না। এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই এদেশের গর্বিত নাগরিক। মাইনোরিটি শব্দটি ব্যবহার করে দেশের বাইরে থেকে একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করতে চায়। আমরা একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে চাই।

তিনি আরও বলেন, সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। আমরা দেশের মানুষের সেবা করার জন্য সবার সহযোগিতা চাই। এই দেশ নতুনভাবে গড়তে হবে। এই দেশ গড়তে হলে সন্ত্রাস, চাঁদাবাজ কলঙ্কমুক্ত কিছু মানুষ দরকার। সংস্কার এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের ত্যাগ এখনও শেষ হয় নাই। আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আরও অনেক পথ পাড়ি দিতে হবে। যে জাতির নেতারা ঘুমিয়ে থাকে সে জাতি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে। তাই জাতির যে কোন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আজকের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।  

জেলা শ্রমিক কল্যাণের সভাপতি শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহসিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজারের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, চট্টগ্রাম মহানগর সভাপতি এসএম লুৎফর রহমান, জেলা উপদেষ্টা এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জাহিদুল ইসলাম, অধ্যাপক আবু তাহের চৌধুরী, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল ফারুক ও উপদেষ্টা জাকির হোসাইন। 

এসময় শ্রমিক কল্যাণের জেলা সহ-সভাপতি সাইদুল আলম, শহিদুল মোস্তফা চৌধুরী, আমিনুল ইসলাম হাসান, শহর সভাপতি সরওয়ার কামাল সিকদার, জেলা সাংগঠনিক সম্পাদক এম.ইউ বাহাদুর, পরিবহন শ্রমিক নেতা মো. শাহজাহান, মো. শাহজাহান ও জসিম উদ্দিন।


দেশের জনগণ দুর্নীতিবাজদের হাতে আর ক্ষমতা ছেড়ে দিবেনা : হামিদুর রহমান আযাদ

দেশের জনগণ দুর্নীতিবাজদের হাতে আর ক্ষমতা ছেড়ে দিবেনা : হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বৈষম্যহীন কাংখিত বাংলাদেশ বিনির্মাণে দেশের জনগণ আর কখনও দুর্নীতিবাজদের হাতে ক্ষমতা ছেড়ে দিবেনা। জনগণের সরকার গঠনের মাধ্যমে প্রত্যেক হত্যাকান্ডের বিচার করা হবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে বাংলাদেশেকে ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত করেছে তারা জাতির বীর মুক্তিযোদ্ধা হিসেবে আজীবন সম্মানের সাথে স্মরনীয় হয়ে থাকবে।

তিনি বলেন, ৫৩ বছর অতিবাহিত হওয়ার পরও সাম্য, সমতার সুফল পায়নি জনগণ। সংবিধানে বলা আছে আইনের দৃষ্টিতে সবাই সমান, অথচ নিরাপদে কেউ বসবাস করতে পারেনি, ব্যবসা বানিজ্য করেতে পারেনি, আইন করে একটি পরিবারের জন্য প্রটোকল দেওয়া হয়েছে নির্লজ্জভাবে,রাস্তা ঘাট,ইজারাদার দখল,হাট বাজার দখল,ভুমি অধিক গ্রহণের টাকা লুটপাট, এসব অপমান আ'লীগের নেতাকর্মীদের জন্য হয়েছে। বাংলাদেশের জনগণ এখন সজাগ এবং সতর্ক, এদেশের জনগণ আর কখনো দূর্নীতিবাজদের হাতে ক্ষমতা ছেড়ে দিবেনা, নেতৃত্ব নির্বাচনে ভুল করবেনা এদেশের জনগণ। ৮৫%সম্পদ গুটি কয়েক লোকের হাতে আর ১৫%সম্পদ দিয়ে সিংহভাগ মানুষ জীবন ধারণ করে, ৬০হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌছে দিতে সকলের ঐক্যের প্রাচীর গড়ে তুলতে হবে।

গতকাল মঙ্গলবার মহেশখালী উপজেলা দক্ষিণ জামায়াতের উদ্যোগে মহেশখালী কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী ও সহযোগি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহেশখালী উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাস্টার শামীম ইকবালের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আব্দুর রহিমের সঞ্চালনায় বিশাল কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারের নামে জাতীকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালিয়ে ১৫টি বছর,জোরজার মুল্লুক তার নীতিতে তারা নির্বাচন করেছে, তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিলনা,তারা জাতীর শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে ক্ষমতা স্থায়ী করতে চেয়েছিলেন।
১৫বছর যারা অন্যায়ভাবে জোরপূর্বক ক্ষমতা দখল করেছিল, বাংলাদেশে রাজনীতি করার নৈতিক কোন অধিকার রাখে না, ৫৭জন সেনা সদস্য হত্যা,২৮ অক্টোবর ট্রাজেডি,৫ই আগষ্ট আলেম হত্যার মাস্টার মাইন্ড, আগস্ট বিপ্লবে গণহত্যার জন্য দায়ী খুনি হাসিনার বিচার বাংলার মাটিতেই করা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন আ'লীগের নেত্রী শেখ হাসিনাকে।

এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা শ্রমিক কল্যাণের সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, মহেশখালী উপজেলা উত্তরের আমীর মাস্টার নজরুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, মহেশখালী দক্ষিণের নায়েবে আমীর আজিজুল হক, কুতুবদিয়া উপজেলা আমীর আ.স.ম শাহরিয়ার চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম প্রমুখ।
জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ উপহার দিতে চায় জামায়াত : জেলা আমীর আবদুচ সালাম

জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ উপহার দিতে চায় জামায়াত : জেলা আমীর আবদুচ সালাম

লামার ফাঁসিয়াখালীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলার পাশ্ববর্তী পার্বত্য ইউনিয়ন লামার ফাসিয়াখালী ইউনিয়ন দক্ষিণ জামায়াতের সহযোগি ও কর্মী সম্মেলন হায়দারনাশী গুলিস্থানবাজারস্থ আশরাফিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০নভেম্বর) ফাঁসিয়াখালী দক্ষিণ জামায়াতের সভাপতি মাওলানা জাকারিয়া হেলালীর সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর এস.এম আবদুচ সালাম আজাদ। 

তিনি বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশকে সত্যিকারর্থে জুলাই বিপ্লবের চেতনায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। তাই একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে জামায়াত কর্মীদের ঐক্যবদ্ধভাবে অগ্রণি ভূমিকা পালন করতে হবে। প্রধান বক্তার আলোচনা পেশ করেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও বান্দরবান জেলা পরিষদের নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্য এডভোকেট মুহাম্মদ আবুল কালাম। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা শ্রমিক কল্যাণের সভাপতি অধ্যাপক ফারুক আহমদ, লামা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু মোনায়েম, সেক্রেটারি মোহাম্মদ শোয়াইব, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, কুতুবদিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আমান উল্লাহ কুতুবী, লামা ফাঁসিয়াখালী ওলামা মাশায়েখ নেতা মাওলানা হোসাইন আহমদ, চকরিয়ার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা জমির উদ্দিন প্রমুখ। 

জামায়াতে ইসলামীকে রাষ্ট্র সাজানোর দায়িত্ব দিতে চায় দেশের জনগণ : শাহজাহান চৌধুরী

জামায়াতে ইসলামীকে রাষ্ট্র সাজানোর দায়িত্ব দিতে চায় দেশের জনগণ : শাহজাহান চৌধুরী

হারবাং জামায়াতের সমাবেশ সদস্য ও সুধী সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক এমপি মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ছাত্রজনতার গনঅভ্যুত্থানের মধ্যদিয়ে মানুষের মুক্তির দ্বার উন্মোচিত হয়েছে। জুলাই বিপ্লবের চেতনায় কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে আমরা বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই। দেশের জনগণ সেই সাজানোর দায়িত্ব মানবতার মুক্তির সংগঠন জামায়াতে ইসলামীকে দিতে চায়। 

তিনি বলেন, সীমাহীন দূর্নীতি ও জুলুম নির্যাতন করে শেখ হাসিনাসহ তাদের অন্তত তিন শতাধিক এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে । সালমান এফ রহমান ও কিছু চিহ্নিত লোক দেশের অধিকাংশ ব্যাংককে দেউলিয়া করেছে। 

তিনি আরো বলেন, কয়েক লক্ষ কোটি টাকা শেখ হাসিনা নিজেই বিভিন্ন দেশে পাচার করেছে । পাচারকৃত এসব টাকা ফেরত আনলে অন্তত চার বছরের বাজেটের সমান টাকা হবে । 
সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত, শ্রমিকরা দুমুঠো ডাল-ভাত খেয়ে শান্তিতে থাকতে চায়। বাংলাদেশের সাধারণ মানুষ বিলাসি নয়, এদেশের রাজনৈতিক ব্যক্তিরা উচ্চাবিলাসী। তাদের কোটি টাকার সম্পদ থাকলেও বিদেশে গিয়ে বাড়ি করতে হয়। 

তিনি আরো বলেন, শেখ মুজিবের সাড়ে তিন বছরের রাজত্বে দেশের সকল গণমাধ্যম বন্ধ, রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করে দেশে দূর্ভিক্ষ এনেছিল । আর শেখ হাসিনা টানা সাড়ে পনের বছরের শাসনে দেশে জোর যার মুল্লুক তার নীতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একের পর এক পরিকল্পিত গণহত্যা সংঘটিত করেছে। শেখ মুজিবের চেয়ে শেখ হাসিনা বিশ গুন অপরাধ বেশি করেছে। শেখ হাসিনা যে অপরাধ করেছে তার জন্য তাকে ফাঁসির মঞ্চ ছাড়া কোথাও জায়গা দেয়া যায় না। 

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেন, ৫আগষ্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানের পর স্বৈরাচার আওয়ামী লীগ কখনো রিকসা লীগ, কখনো আনসারলীগ, কখনো ইসকন লীগসহ বিভিন্ন লীগ হয়ে আবির্ভূত হচ্ছে। তাদের সর্বশেষ ভার্সন হচ্ছে আওয়ামী ইসকন লীগ। এদেশে আর কখনও ফ্যাসিবাদ কায়েমের সুযোগ পাবেনা আওয়ামী লীগ। তিনি আওয়ামী লীগকে সাবধান করে দিয়ে বলেন, সময় থাকতে ভালো হয়ে যান, মসজিদে ঢুকে পড়েন, ওয়াক্ত মতো নামায আদায় করেন, কুরআন পড়েন। দেশের মানুষের ওপর নিজেদের করা জুলুমের ক্ষমা চান, তাওবাহ করেন আল্লাহর কাছে।

তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতীয় ইসকন লীগ প্রকাশ্য দিবালোকে চট্টগ্রাম আদালতে চুনতির কৃতি সন্তান এপিপি এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। কোন উস্কানিতে পা না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এমনকি শহীদের দাফন ও কবর জিয়ারত শেষে ঢাকা ফেরার পথে সেই পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে গাড়ী চাপা দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। স্বৈরাচাররা বিদেশে বসে দেশবিরোধী নানা ধরনের চক্রান্ত করছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তাদের সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে হারবাং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সহযোগী সদস্য ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্যে নগর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।

হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, ৫আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানের মাধ্যমেই স্বৈরাচারি আওয়ামী লীগের পতন হয়েছে। ছাত্রজনতার এই অর্জনকে কোনভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা  জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, সাবেক উপজেলা আমীর মাওলানা ছাবের আহমদ, নায়েবে আমীর মাস্টার মুহাম্মদ মুছা, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, সাবেক উপজেলা সেক্রেটারী মাস্টার রশিদুর রহমান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা জহির উদ্দিন আহমদ বাবর, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা কাইছার প্রমুখ।

পুরো সমাবেশ সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুনাইদ সিকদার ও সাবেক ছাত্রনেতা শাহেদ উদ্দিন রাজু।

কাকারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দের মানবিক সহায়তা

কাকারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দের মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা ৮নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুর রহমান ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভিটেবাড়ি সরেজমিন পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারের দুটি করে শীত নিবারণী কম্বল ও প্রাথমিক খাবারের প্যাকেট তুলে দেন। তাছাড়া উপজেলা প্রশাসনের তরফ থেকে ঢেউটিন প্রদান করা হবে বলেও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আশ্বাস দেন। 

পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ এনামুল হক।

তিনি উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমানকে সঙ্গে নিয়ে তরুণ বিএনপি নেতা মঈনুর রশিদ শামীমের ব্যক্তিগত সহযোগিতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেন। 

এতে প্রতি পরিবারে নগদ ১০ হাজার টাকা করে চার পরিবারের মাঝে ৪০ হাজার টাকা তুলে দেয়া হয়।  

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শোয়াইবুল ইসলাম এম.এ, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নেসার উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, শ্রমিক নেতা আলাউদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইবরাহিম , সিনিয়র সহ-সভাপতি আব্দুল গণি ও ওয়ার্ড ছাত্রদল নেতা শহিদুর রহমান ফরহাদ প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের ঐতিহ্যবাহী আবদুর রহমান মেম্বারের যৌথপরিবারের বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় এবি পার্টির নেতা আনিসুর রহমানসহ পাশাপাশি লাগোয়া চারটি পরিবারের বসতবাড়িসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে : চকরিয়ায় জেলা আমীর

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে : চকরিয়ায় জেলা আমীর

চকরিয়া টাইমস: 

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী বলেছেন, মানুষের ভুলের কারণেই রাষ্ট্রে জালিম সরকারের আবির্ভাব হয়। আর সেই জালিম সরকার মানুষের ওপর জুলুম ও নির্যাতন চালায় । বৈষম্যের কারণে দেশের মানুষ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। যার কারণে সমাজে অস্থিরতা, হানাহানি ও সংঘাতের পথ প্রশস্থ হয়ে পড়ে । এই প্রেক্ষাপটে আজ বেশি প্রয়োজন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর মূলনীতি অনুসরণ, অনুকরণ ও বাস্তবায়ন । সকল ভেদাভেদ ভুলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন। 

শনিবার (২৩ নভেম্বর) চকরিয়া কলেজ মিলনায়তনে চকরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত কথাগুলো বলেন । 

চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় দিনব্যাপী শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিবুল্লাহ, নায়েবে আমীর এ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুক ও চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর পৌর মেয়র পদপ্রার্থী আরিফুল কবির। 

চকরিয়া উপজেলা জামায়াতের ব্যবস্থাপনায় দিনব্যাপী শিক্ষাশিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দেড় শতাধিক বাছাইকৃত কর্মী অংশগ্রহণ করেন।

"জাতীয় ঐক্যের ভিত্তিতে বৈষম্যমুক্ত দেশ গঠনে এগিয়ে আসতে হবে" : মাওলানা মুহাম্মদ শাহজাহান

"জাতীয় ঐক্যের ভিত্তিতে বৈষম্যমুক্ত দেশ গঠনে এগিয়ে আসতে হবে" : মাওলানা মুহাম্মদ শাহজাহান

হ্নীলা জামায়াতের কর্মী সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন,  আ'লীগ পনেরো বছরের শাসনামলে দেশের প্রতিটি সেক্টর কে কলুষিত করে ফেলেছে। দেশের শাসন ব্যবস্থাকে একদলীয় রূপ দিয়ে জনগণের নূন্যতম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছে। সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে জাতীয় ঐক্য কে ভেঙে চুরমার করে ফেলেছিল। এহেন দুঃসহ পরিস্থিতি থেকে দেশের মানুষ কে মুক্তি এনে দিয়েছে তরুণ ছাত্র -জনতা। তাই তরুণ প্রজন্মের বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের ভিত্তিতে সকল দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। 

জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত শুক্রবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী। 

প্রধান অতিথি আরো বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। দেশের মানুষ কে সত্যিকারের বৈষম্য মুক্ত দেশ উপহার দিতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ দেশ গঠন করতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রফিকুল্লাহ, শ্রমিক নেতা সরওয়ার কামাল সিকদার, জামায়াত নেতা মুহাম্মদ আবদুল মজিদ, মাওলানা জামাল হোছাইন, মোখতার হোসাইন প্রমুখ।

চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড খ-শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল

চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড খ-শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া: 

চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড খ-শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল শুক্রবার (১৫নভেম্বর) বিকাল ৩টায় মৌলভীরকুমবাজার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড খ-শাখা বিএনপির সভাপতি ইদ্রীস সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক সফল মেয়র নুরুল ইসলাম হায়দার। এতে প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম. আব্দুর রহীম। 

সম্মেলনে বিশেষ ছিলেন পৌরসভা বিএনপি সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক এম আলী আকবর, পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবেক কমিশনার কুতুব উদ্দিন, পৌরসভা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক  আখতার ফারুক খোকন, পৌরসভা যুবদলের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, চকরিয়া পৌরসভা মহিলাদল সভাপতি হাসনা খানম, পৌরসভা যুবদল যুগ্ম সম্পাদক রায়হানুল হক, পৌরসভা ছাত্রদল আহবায়ক সাইমুল হাসান জামশেদ, ৭নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব আবু ছৈয়দ সওদসগরসহ পৌরসভা বিএনপি সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

"ইসলামকে ক্ষমতায় দেখতে চায় দেশের জনগণ" : চকরিয়ায় চরমোনাই পীর

"ইসলামকে ক্ষমতায় দেখতে চায় দেশের জনগণ" : চকরিয়ায় চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামকে ক্ষমতার আসনে দেখতে চায় দেশের জনগণ। কোনো স্বৈরাচারকে আমরা আর বরদাস্ত করবো না। জনগণকে সাথে নিয়ে অচিরেই আমরা দেশের শাসন ব্যবস্থায় ইসলাম কায়েম করবো। ধর্ম নিরপেক্ষতবাদের ধোয়া তুলে মনগড়া নীতি আদর্শ দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কোনো ধোঁকাবাজকে ক্ষমতায় আসার আর সুযোগ দেয়া হবে না।

তিনি বলেন, আজ আমরা স্বাধীনতার ৫৩ বছরে এসেও প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারছিনা। চব্বিশের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে অর্জিত স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র চলছে। দেশ ও জাতির স্বার্থ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলামপ্রিয় তাওহীদবাদী জনতা রুখে দাঁড়াবে। ইসলাম কখনও অভাবী চোরের হাত কাটার কথা বলেনি, ইসলাম সবসময়ই স্বভাবী চোরের হাত কাটার নির্দেশ দিয়েছে। তাই সাধু সাবধান। 

তিনি আরো বলেন, নীতি আদর্শের একটি রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আবার যদি ইসলামী আন্দোলনের নেতৃত্বে রাস্তায় নামতে হয়, তবে পরিণতি ভয়াবহ হবে বলে তিনি হুঁশিয়ার করেন।

বুধবার (১৩ নভেম্বর) চকরিয়া পৌরসভার থানা রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্স চত্বরে জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মুফতী শামসুল হক কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতী দেলোয়ার হোসাইন সাকী, কক্সবাজার জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শোয়াইব, সেক্রেটারি এ.আর.এম ফরিদুল আলম, সহকারী সেক্রেটারি প্রভাষক রাশেদ আনোয়ার, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মাওলানা মহসিন শরীফসহ উপজেলা-থানা-ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

চকরিয়া পৌর যুবদল থেকে কফিলকে অব্যাহতি

চকরিয়া পৌর যুবদল থেকে কফিলকে অব্যাহতি

 সংবাদ বিজ্ঞপ্তি: 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া পৌরসভা শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কফিল উদ্দিনের বিরুদ্ধে দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার কারণে তাহাকে চকরিয়া পৌরসভা যুবদলসহ সব রকমের পদ পদবী থেকে অব্যাহতি দেওয়া হল এবং তাহাকে স্থায়ী বহিস্কার করার জন্য কেন্দ্রিয় যুবদল বরাবর আবেদন করা হলো।

কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান উক্ত সিদ্ধান্ত অনুমোদন করেন। 

কক্সবাজার জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী কর্তৃক স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে প্রেরিত ৬নভেম্বর তারিখের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

চকরিয়া উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চকরিয়া উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শফিউল করিম সবুজ, চকরিয়া: 

কেন্দ্রীয় নির্দেশনা মেনে এবার ভিন্ন আনুষ্ঠাকিতায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে চকরিয়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা।

বার্ষিক এই বর্ণাঢ্য বৃহৎ কর্মসূচিকে মানবকল্যাণে বিলিয়ে দিতে পেরে নিজেদের আনন্দিত মনে করছেন আয়োজকরা। 

 রবিবার (২৭অক্টোবর) বিকাল ৩টায় চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এম. ওমর আলী। 

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক।

প্রধান বক্তার আলোচনা পেশ করেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক অধ্যক্ষ এস এম মনজুর, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সাবু ও লক্ষ্যচ্যর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক।

এসময় চকরিয়া উপজেলা যুবদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন  

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসা সেবায় ছিলেন ডাঃ নুর মোহাম্মদ, ডাঃ শামীমা সুলতানা, ডাঃ রুবেল শাহাদাত চৌধুরী, ডাঃ সাদ্দাম হোসেনসহ নার্স সেবিকা অসংখ্য স্বাস্থ্য কর্মকর্তা। 

এব্যাপারে চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এম. ওমর আলী জানান, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আমরা এইবার মানবকল্যাণে ভিন্নধরণের উদ্যোগ নিয়েছি; যেখানে ছিল ফ্রি মেডিক্যাল ক্যাম্প, যথাযত ঔষধের ব্যবস্থা। এইদিন সহস্রাধিক সাধারণ মানুষের মাঝে আমরা চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করেছি।

তিনি আরো বলেন স্বাধীনতার স্থপতি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবকদের যুবশক্তিতে রুপান্তরিত করার উদ্দেশ্যে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় ২৭ শে অক্টোবর চকরিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বিশাল এই কর্মসূচিকে কেন্দ্র ঘোষিত অনুযায়ী আমরা মানব কল্যাণে বিনামূল্যে ঔষুধসহ অভিজ্ঞ ডাক্তার দ্বারা সহস্রাধিক অসহায়, গরীব অবহেলিত সাধারণ মানুষকে চিকিৎসা প্রদান করেছি। জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এমন ব্যতিক্রমী মহৎ উদ্যোগকে আশা করছি জনগন ইতিবাচক হিসেবে বিবেচনা করবে।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নুর মোহাম্মদ জানান, আজকের এই চিকিৎসা কর্মসূচিতে আমরা চারজন অভিজ্ঞ ডাক্তারসহ নার্স সেবিকা মিলে রোগীদের নির্ধারিত রোগ পরিক্ষা নিরিক্ষা করে সীমিত সময়ের মধ্যে সেবা প্রধানের যথাসাধ্য চেষ্টা করেছি।

চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে আটাশে অক্টোবর স্মরণে আলোচনা সভা

চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে আটাশে অক্টোবর স্মরণে আলোচনা সভা

“নৃশংস ঘটনার খুনীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে” : এডভোকেট ফরিদ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার পল্টনে ২৮ অক্টোবর আওয়ামী লগি বৈঠার তা-বে নির্মমভাবে শাহাদাত বরণকারীদের স্মরণে চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (২৬অক্টোবর) পৌরশহরের চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াত মনোনীত পৌর মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মো. ফরিদ উদ্দিন ফারুকী। 

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম গেইটে লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে জামায়াত-শিবিরের ছয়জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তিনি নৃশংস ঘটনার বিচার ও খুনীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মো. ফরিদুল আলম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন, ৯নং ওয়ার্ড ইমারতের আমীর  সৈয়দ মুহাম্মদ রাসেল, ৮নং ওয়ার্ড ইমারতের আমীর সৈয়দ আলম, পেশাজীবি ইউনিটের সভাপতি আরিফুল ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি নুরুল হোসাইন, ৯নং ওয়ার্ড সেক্রেটারী এহেছানুল হক প্রমুখ। এসময় বিভিন্ন ওয়ার্ডেন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


অর্জিত স্বাধীনতার চেতনায় বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের শেখড় উপড়ে ফেলতে হবে : মুহাম্মদ শাহজাহান

অর্জিত স্বাধীনতার চেতনায় বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের শেখড় উপড়ে ফেলতে হবে : মুহাম্মদ শাহজাহান

 কক্সবাজারে ২৮অক্টোবর স্মরণে দোয়া মাহফিল 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত “ইতিহাসের কালো অধ্যায় ২৮ অক্টোবর” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (২৬অক্টোবর) কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম, অধ্যাপক আবু তাহের চৌধুরী, শ্রমিক কল্যাণ কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, জামায়াত নেতা এডভোকেট জাফর উল্লাহ ইসলামবাদী, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, জামায়াত নেতা কফিল উদ্দিন, সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, দরবেশ আলী আরমান, শ্রমিক নেতা সরোয়ার কামাল সিকদার, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হত্যাযজ্ঞের ‘মাস্টারমাইন্ড’ হলেন শেখ হাসিনা। তিনিই সেদিন ডাক দিয়েছিলেন সারাদেশ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে ঢাকায় আসতে। বিশ্ববিবেক বিষ্ময় দৃষ্টিতে সেদিন তাকিয়ে দেখেছিল আওয়ামী লীগ কিভাবে মৃত মানুষের লাশের উপর দাঁড়িয়ে নর্তন-কুর্তন করেছিল। 

জামায়াত নেতা মুহাম্মদ শাহজাহান প্রশ্ন তুলেন, একাত্তর সালের মিমাংসিত বিষয় নিয়ে যদি দীর্ঘকাল পর বিচার করতে পারে আওয়ামী লীগ, তাহলে ২০০৬ সালের লগি-বৈঠা হত্যাকা-ের বিচার কেন এতোদিন পর বিশেষ ট্রাইব্যুনালে করা যাবে না?

তিনি বলেন, সেদিন ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা আল্লাহর রাসূলের নেতৃত্বের অনুসারীদের মতো আমাদের নেতাদের সামনে মানবঢাল হয়ে রক্ষা না করতেন, হয়তো আমাদের অনেক নেতাকেই শাহাদতের অমীয়সুধা পান করতে হতো। তিনি মনে করেন, জামায়াত ইসলামী ও ছাত্রশিবির ইসলামী আন্দোলনের কাংখিত একটি কাফেলার নাম। এই কাফেলার পেছনে কাজ করেছে শত শত নেতাকর্মীর খুন। এমনও আছে- তাদের কোথায় মৃত্যু হয়েছে, কোথায় কবরস্থ করা হয়েছে আমাদের জানা নেই। এভাবে অনেক ভাইকে গুম করে ফেলা হয়েছে। 

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে পাঁচই আগস্ট ছাত্রজনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যদিয়ে ইসলাম ও বৈষম্যহীন গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার একটি নতুন বাংলাদেশের সূচনা হয়। সেই অর্জিত সম্ভাবনার বাংলাদেশকে সত্যিকারর্থে স্বাধীনতার চেতনায় গড়ে তুলতে হলে বাংলাদেশ থেকে সবধরনের ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলতে হবে। এদেশে খুনিদের স্বপ্ন বাস্তবায়ন হবে না; শহীদদের স্বপ্নই বাস্তবায়ন হবে।

দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে : জেলা আমীর

দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে : জেলা আমীর

চকরিয়া পৌরসভা জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা এখনো বিভিন্ন সেক্টরে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। 

তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বজায় রাখতে জামায়াতে ইসলামী সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে। ৫ আগস্ট একটি ঐতিহাসিক বিজয় পরবর্তী বাংলাদেশকে নিয়ে আর কোন ছিনিমিনি খেলতে দেয়া হবেনা। সব দল ও মত ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। দেশে কারো একক তালুকদারিত্ব কায়েম করতে দেয়া হবে না। সতেরো কোটি মানুষের আশা আকাঙ্খার আলোকে বাংলাদেশ পরিচালিত হবে। এ জন্য জামায়াতের কর্মীদের সর্বোচ্চ ত্যাগের নজনারা পেশ করতে হবে। 

জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে গত রোববার (১৩ অক্টোবর) দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী উপরোক্ত কথাগুলো বলেন। 

চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবিরের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদী, আখতার আহমদ ও চকরিয়া উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ।


মাতামুহুরি সাংগঠনিক উপজেলা নেজামে ইসলাম পার্টির কমিটি গঠন ও আলোচনা সভা সম্পন্ন

মাতামুহুরি সাংগঠনিক উপজেলা নেজামে ইসলাম পার্টির কমিটি গঠন ও আলোচনা সভা সম্পন্ন

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া: 

বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি চকোরিয়ার মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে কমিটি গঠন ও আলোচনা সভা কোরালখালী মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৩অক্টোবর) মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকোরিয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম নেজাম ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শামসু উদ্দিন আফতাব, চকোরিয়া উপজেলা শাখার সম্পাদক চিকিৎসক মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্বাস মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক চিকিৎসক মুহাম্মদ শেহাব উদ্দিন, চকোরিয়া পৌরসভা নেজাম ইসলাম পার্টি আহবায়ক মাওলানা মুহাম্মদ ইদ্রিস আজিজি, মাওলানা মুহাম্মদ নুরুল আবছার, মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান ও মাওলানা মোহাম্মদ নাজেম উদ্দিন। 

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ শামসু উদ্দিন আফতাব ও মাওলানা মুহাম্মদ নুরুল আবছারকে সাংগঠনিক সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়। এসময় নেজাম ইসলাম পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং সকল মুসলিম উম্মাহ’র জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান। 

কক্সবাজার শহর জামায়াতের সীরাত সেমিনার কাল

কক্সবাজার শহর জামায়াতের সীরাত সেমিনার কাল

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার উদ্যোগে রবিউল আওয়াল মাস উপলক্ষে “বৈষম্যহীন সমাজ গঠনে মহানবী স.-এর শিক্ষা”-শীর্ষক সেমিনার আগামীকাল মঙ্গলবার ১অক্টোবর দুপুর আড়াইটায় কক্সবাজার পাবলিক হলে অনুষ্ঠিত হবে। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর হাসমত আলী। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মোঃ হাবিবুল্লাহ ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী। 

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মমতাজ উদ্দিন কাদেরী, ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিউল হক জিহাদী ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাওলানা মোঃ হামিদুল ইসলাম। 

সীরাত সেমিনারের সভাপতিত্ব করবেন কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুক।

গণমানুষের মুক্তির জন্য জামায়াত কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

গণমানুষের মুক্তির জন্য জামায়াত কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়ায় ৮নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ইমারত শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন পৌরশহরের চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল তিনটায় ওয়ার্ড আমীর মাওলানা সৈয়দ উল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাহফুজুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। 

তিনি বলেন, নিপীড়িত গরীব দুঃখী কৃষক মেহনতিসহ গণমানুষের মুক্তির জন্য জামায়াত কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান আজকে ইসলামী অনুশাসনের ভিত্তিতে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার ডাক দিয়েছে। এই আহ্বানকে বাস্তবায়ন করতে মানবতার মুক্তি আন্দোলনে নিজেকে শামিল করার মাধ্যমে আমাদেরকে মাঠে ময়দানে দুর্বার গতিতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।

অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি জামায়াত নেতা শহিদুল আলম বাহাদুর, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি এস.এম আলী জিন্নাহ, জামায়াত নেতা মাওলানা জামাল হোছাইন নূরী, মকছুদ আহমদ ও ছাত্রনেতা ইবরাহিম ফারুক সিদ্দিকী।

এছাড়া আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা ওসমান গণি, আমিরুল ইসলাম, মুহাম্মদ শাহজাহান কুতুবী, ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা শাকের উল্লাহ, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার মো. রেজাউল করিম, জামায়াত নেতা  নূরে ইলাহী বিন আজাদ, জিয়াউল হক, মাওলানা নুরুল মোস্তফা, মুহাম্মদ ইব্রাহিম, আরিফুল হুদা সজল প্রমুখ নেতৃবৃন্দ। 

এসময় বিশিষ্ট শিক্ষাবিদ আবু নাঈম আজাদ, চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নূরুন্নবী, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মুহাম্মদ এহসানুল হকসহ জামায়াতে ইসলামী এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়ার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চকরিয়ার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শাহরিয়ার মাহমুদ, চকরিয়া প্রতিনিধি: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মালুমঘাট আইডিয়াল স্কুলের মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর। প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। 

মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. জমির উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক নেতা আজিজুল হাকিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, উপজেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ সাঈদ ও উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম।

অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার শহিদুল ইসলাম, মাওলানা নুরুল আমিন ও মাওলানা গিয়াস উদ্দিনসহ সনাতন ধর্মের অনুসারী এবং জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনা হত্যার মাধ্যমে দেশকে ভারতের কাছে তুলে দিয়েছিল। সৎ নেতৃত্বের অভাবে দেশে বার বার দুর্নীতির রেকর্ড করেছিল। বীর ছাত্রজনতা স্বৈরাচার বিতাড়িত করেছে, আবার যেন সেই স্বৈরাচার যাতে ভিন্ন রুপে ফিরে আসতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া বৈষম্যমুক্ত ও কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়।

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন সম্পন্ন

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা অলিউল্লাহ নাজেরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, জামায়াত নেতা আরিফুল ইসলাম ও কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মাস্টার মুহাম্মদ জুনাইদ। 

এসময় বিশিষ্ট সমাজসেবক জামায়াত নেতা রিয়ানুল হক রিয়ান, হারুনুর রশিদ টিপু, জামায়াত নেতা মাহমুদুল করিম, এমইউপি মো. ইলিয়াছ সাঈদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘জনকল্যাণমূখী নতুন বাংলাদেশ বিনির্মাণে চারিত্রিক সংশোধন ও রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য’

‘জনকল্যাণমূখী নতুন বাংলাদেশ বিনির্মাণে চারিত্রিক সংশোধন ও রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য’

হালিশহর থানা জামায়াতের কর্মী সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান বলেছেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। সেই সাথে তাদের দলীয় অঙ্গসংগঠনগুলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলে মত্ত ছিল। বিশ্বের বুকে এ দেশকে এক অনন্য উচ্চতায় নেয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। জনকল্যাণমূখী এক নতুন বাংলাদেশ বিনির্মাণে চারিত্রিক সংশোধন ও রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার উদ্যোগে শনিবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ জামায়াত-শিবির ও জনতার উপর চরম নির্যাতন হামলা মামলা চালিয়েছে। নির্যাতিত নিরীহ জনতার ঘর-বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। খুন, গুম ও অপহরণ চালিয়ে গোটা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। যারা আল্লাহর কাছে শহীদি তামান্না কামনা করে তাদেরকে জেল জুলুম চালিয়ে দমিয়ে রাখা যায় না। একটি আদর্শ আন্দোলনের নেতা-কর্মীকে হত্যা করা যায় কিন্তু আদর্শকে হত্যা করা যায় না। হত্যা জেল জুলুম নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করা যায় না। 

হালিশহর থানা জামায়াতের আমীর মুহাম্মদ ফখরে জাহান সিরাজী সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য সংসদীয় দলের সাবেক হুইপ চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। অনুষ্ঠিত কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক মুহাম্মদ নুর, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, সদরঘাট থানা আমীর আব্দুল গফুর, হালিশহর থানা নায়েবে আমীর ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন, জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ, মঞ্জুরুল হক, শহীদ আবিদ বিন ইসলামের পিতা এডভোকেট মনিরুল ইসলাম, ছাত্রনেতা আবু শাহাদাত সায়েম, আব্দুল ফাত্তাহ উসামা প্রমুখ।

নগর আমীর শাহজাহান চৌধুরী বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক। আমরা সবাইকে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো দরিদ্র থাকবে না, ক্ষুধামুক্ত, ভয়ভীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। বর্তমানে দেশে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শান্তির পরিবেশকে অরাজকতার পরিবেশে সৃষ্টি করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। এই অরাজকতার পরিবেশ যাতে তৈরি করতে না পারে, এ জন্য আমাদের সব কর্মীকে একতাবদ্ধ থেকে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।