চকরিয়া টাইমস:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, উখিয়া-টেকনাফে পরিবর্তনের বার্তা নিয়ে জেগে উঠেছে তরুণরা। সর্বত্রে একটি নতুনত্বের হাওয়া লেগেছে। ছাত্র-তরুণরা ফ্যাসিবাদ, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে যেভাবে ভূমিকা পালন করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তারুণ্য শক্তিই দাঁড়ি পাল্লা মার্কা বিজয়ের জন্য ভূমিকা পালন করবে। তরুণরাই এ বিজয় ছিনিয়ে আনবে ইনশা’আল্লাহ। হার না মানা তারুণ্য শক্তি আমাদের সাহসের বাতিঘর। আগামী দিনে তরুণদের হাত ধরে আমরা বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী ও উন্নত জনপদে পরিণত করবো ইনশাআল্লাহ।
শনিবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখা আয়োজিত উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ছাত্র-তরুণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত চাকসু ভিপি মুহাম্মদ ইবরাহিম হোসেন রনি।
প্রধান অতিথি আরো বলেন, এখানে যুবকেরা জেগে উঠলে কারও পক্ষেই ভোট ছিনতাই করা সম্ভব নয়। চাঁদাবাজুসন্ত্রাসমুক্ত উখিয়াুটেকনাফ গড়তে নুর আহমদ আনোয়ারীর বিকল্প নেই। মাঠে যে গণজোয়ার দেখা যাচ্ছে—সেটিই বিরোধী শক্তিকে আতঙ্কিত করেছে, তাই পেশিশক্তির হুমকি-ধমকির অভিযোগ উঠছে।
তিনি বলেন, স্বাধীনতার জন্য আবু সাঈদ ও মুগ্ধদের প্রজন্ম যেমন স্বৈরাচারের মসনদ ভেঙে দেশকে মুক্ত করেছিল, তেমনিভাবেই আজকের যুবকদের দায়িত্ব এই জনপদ ও জনপদের অধিবাসীদের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো।
মুহাম্মদ শাহজাহান বলেন, টেকনাফের সীমান্ত বাণিজ্য শুধু অর্থনীতিকেই এগিয়ে নিতে পারে না; এটি সামাজিক স্থিতি, কর্মসংস্থান এবং সামগ্রিক উন্নয়নেরও সুযোগ তৈরি করবে।
তাই আগামী দিনে উখিয়া -টেকনাফের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে মাওলানা নূর আহমদ আনোয়ারী কে দাঁড়ি পাল্লা মার্কায় বিজয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
কক্সবাজার ৪ সংসদীয় উখিয়া-টেকনাফ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আমরা সকল প্রকার দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবো। উখিয়া -টেকনাফ কে শান্তি ও নিরাপদ জনপদে পরিণত করতে আমার প্রাণপণ প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি নিজেকে কখনো শাসক নয়, সবসময় জনগণের সেবক হিসেবে উপস্থাপন করেছি। ভবিষ্যতে জনগণের সমর্থন ও আল্লাহর রহমতে সংসদ সদস্য নির্বাচিত হলে এই জনপদের সকল শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের কল্যাণ ও অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবো। সমৃদ্ধ উখিয়া -টেকনাফের সকল সম্ভাবনা কে কাজে লাগিয়ে ছাত্র ও তারুণ্য শক্তির হাত ধরে এগিয়ে যাবো। কোন নির্দিষ্ট দলের নয় আমরা উখিয়া -টেকনাফের সকল মানুষের কথা বলবো। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ কে ন্যায় ও ইনসাফভিত্তিক এবং বৈষম্যমুক্ত করে গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরী সরাসরি ঘোষণা দেন, “আগামী নির্বাচনে উখিয়াুটেকনাফে সংসদ সদস্য হবেন "মাওলানা নুর আহমদ আনোয়ারি।” এরপর তিনি আনোয়ারিকে সামনে এনে হাত তুলে ধরে জনগণকে পরিচয় করিয়ে দেন। এসময়—সমাবেশস্থলে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত।
ছাত্র-যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি ছাত্রনেতা আব্দুর রহিম নুরী, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক এডভোকেট মোহাম্মদ শাহজাহান, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক, জেলা শ্রমিক কল্যাণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, জেলা শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক শফিউল আলম খোন্দকার, জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক সভাপতি মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম সোহরাওয়ার্দী প্রমুখ।

0 comments: