চকরিয়া টাইমস :
কক্সবাজার জেলার ৯টি উপজেলা নবাগত ওসিদের (অফিসার ইনচার্জ) নিয়ে পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সামীম কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাসসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান- থানার সার্বিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি নবনিযুক্ত অফিসার ইনচার্জদের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
এসময় কক্সবাজারের ৯টি থানায় সদ্য যোগদানকৃত ওসিদের মধ্যে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন, পেকুয়া থানার ওসি মো. খাইরুল আলম, মহেশখালী থানার ওসি মো. মজিবুর রহমান, কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক, কক্সবাজার সদর থানার ওসি মো. ছমি উদ্দিন, ঈদগাঁও থানার ওসি এ.টি.এম শিফাতুল মজুমদার, রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া, উখিয়া থানা ওসি নুর মোহাম্মদ ও টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

0 comments: