বেসরকারি প্রতিযোগিতায় সুরাজপুর তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসার অসাধারণ সাফল্য

চকরিয়া টাইমস: 

বেসরকারি বিভিন্ন নূরানী মেধাবৃত্তি পরীক্ষা এবং হিফজুল কুরআন প্রতিযেগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে চকরিয়া উপজেলার সুরাজপুর তালিমুল কোরআন ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা। এমন সাফল্যে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে ব্যাপক আনন্দের বন্যা বইছে।

বহদ্দারকাটা নূরানী মেধাবৃত্তি পরীক্ষা, নবপ্রজন্ম বৃত্তি পরীক্ষা, বাংলাদেশ হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন, বাংলাদেশ আল-আজহার কুরআন প্রতিযোগিতা, আল হুফ্ফাজ ফাউন্ডেশনসহ একাধিক প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে এ সাফল্য অর্জন করে।

নবপ্রজন্ম নূরানী বৃত্তির ২০২৫সালে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলে প্রথম শ্রেণীতে সর্বোচ্চ নম্বর পেয়ে ৯৮.৫ গোল্ডেন এ প্লাসসহ এ প্লাস ও এ গ্রেডে ৮জন বৃত্তি পেয়েছে। দ্বিতীয় শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, এ প্লাস ও এ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯ জন শিক্ষার্থী। তৃতীয় শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, এ প্লাস ও এ গ্রেডে বৃত্তি পেয়েছে ৮ জন। 

চকরিয়ার বহদ্দারকাটা নুরানী মেধাবৃত্তির ২০২৫সালে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলে প্রথম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, এ প্লাস ও এ গ্রেডে ৭ জন। দ্বিতীয় শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, এ প্লাস ও এ গ্রেডে ৭ জন। তৃতীয় শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, এ প্লাস ও এ গ্রেডে ৫ জন।

অন্যদিকে হিফজ বিভাগের প্রতিযোগিতায় ইয়েসকার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখল করে অসাধারণ সাফল্য অর্জন করেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তন্মধ্যে বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চকরিয়া উপজেলা শাখায় ১০ পারা বিভাগে মাদ্রাসার ৩ জন শিক্ষার্থী দ্বিতীয়, তৃতীয় ও নবম স্থান অর্জন করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। ৫ পারা বিভাগে ১ জন শিক্ষার্থী ‘ইয়েস কার্ড’ লাভ করে। জেলা ও জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় উত্তীর্ণ কক্সবাজার জেলায় বাংলাদেশ আল আজহার কোরআন প্রতিযোগিতায় মাদরাসার ৪জন অংশ নিয়ে ৩ জন পুরস্কারসহ ইয়েসকার্ড পেয়ে ঢাকায় জাতীয় প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়েছে। এছাড়া আল হুফফাজ ফাউন্ডেশনের উপজেলা, জেলা ও বিভাগীয় প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে ২ জন শিক্ষার্থী ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জনসহ জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে।

এদিকে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুল গফুর শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং মাদরাসার শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।” তাই সাফল্যের ধারা অব্যাহত সকলের দোয়া কামনা করছি।  



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: