Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের জাপানি ভাষা শ্রেণিকক্ষ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের জাপানি ভাষা শ্রেণিকক্ষ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ৪র্থ তলায় জাপান সরকারের আর্থিক অনুদানে নির্মিত “জাপানি ভাষা শ্রেণিকক্ষ উন্নয়ন প্রকল্প”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামাল এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনোরি। এই প্রকল্পে জাপান সরকারের ৭৫ লক্ষ টাকার অনুদানে ৩টি শ্রেণিকক্ষ, ৩টি শিক্ষককক্ষ নির্মাণ করা হয়। 

উদ্বোধন পরবর্তী ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধান করেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম।

আলোচনার শুরুতে প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমসমূহ সচিত্র প্রতিবেদনসহ উপস্থাপন করেন। 

এরপর ঢাকাস্থ জাপান দূতাবাসের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনোরি বিশেষ অতিথির বক্তব্যে- নবনির্মিত এই শ্রেণিকক্ষগুলো পাঠদানের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে ব্যবহৃত করে, জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষার মাধ্যমে দু'দেশের সম্পর্ক আরো জোরদার করা হবে বলে আশা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামাল জাপান ও বাংলাদেশকে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে, দু'দেশের সম্পর্ক উন্নয়নে আরো কাজ করে যাওয়ার আহ্বান জানান। 

সবশেষে সভাপতির বক্তৃতায় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমান জাপান সরকারের চলমান সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে অনুরোধ করেন। 

অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মি. বিপুল চন্দ্র দেবনাথ ও ড. মো. মনির উদ্দিনসহ আভাই’র শিক্ষকবৃন্দ এবং জাপান দূতাবাসের মি. ইয়ামামোতো কিওহেই উপস্থিত ছিলেন।

চকরিয়ায় ব্রেকিং দ্যা সাইলেন্সের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

চকরিয়ায় ব্রেকিং দ্যা সাইলেন্সের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ায় নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল; “করবো ভূমি পুনরুদ্ধার, মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”। 

বুধবার (৫জুন) চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রেকিং দ্যা সাইলেন্স ও কোডেকসহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দিনব্যাপি বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে ছিল- কুইজ, র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ। 

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদস্থ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাস্টার আনছারুল করিমের সঞ্চালনায় শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের ব্রেকিং দ্যা সাইলেন্স প্রকল্পের ফেমিনিস্ট ক্লাইমেট জাস্টিস অফিসার মিফতা বিনতে ইউসুফ। 

অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, বাংলাদেশ বেতারের প্রতিনিধি মাস্টার শাহ মোহাম্মদ জাহেদ, পরিবেশ সংগঠক সাইদুল হক প্রমুখ। 

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. ইমরানুল ইসলামসহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে সকালে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে একাধিক ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সহযোগি সংস্থা ব্রেকিং দ্যা সাইলেন্স ও কোডেকের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়। 

চকরিয়া আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদ কাতার শাখার কমিটি অনুমোদন

চকরিয়া আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদ কাতার শাখার কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌর এলাকার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদের প্রবাসীভিত্তিক কাতার শাখার কমিটি অনুমোদন দিয়েছে প্রধান কমিটি।  

গত ২২ডিসেম্বর প্রধান কমিটির সভাপতি মো. হেফাজ উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলাম বায়েজিদ স্বাক্ষরিত একটি সাংগঠনিক প্যাডে আগামী দুই বছরের জন্য ১০সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে মো. আবদুল মুজিবকে সভাপতি ও মোহাম্মদ ইমরানকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন; সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মো. আবু হানিফ, সহ-সভাপতি মো. হায়দার, সহ-সাধারণ সম্পাদক মো. নিশাত, সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিব উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম।

চকরিয়া আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদ দুবাই শাখার কমিটি অনুমোদন

চকরিয়া আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদ দুবাই শাখার কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌর এলাকার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদের প্রবাসীভিত্তিক দুবাই শাখা কমিটির অনুমোদন দিয়েছে প্রধান কমিটি।  

গত ২২ডিসেম্বর-২০২৩ প্রধান কমিটির সভাপতি মো. হেফাজ উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলাম বায়েজিদ স্বাক্ষরিত একটি সাংগঠনিক প্যাডে আগামী দুই বছরের জন্য ১৪সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে এইচ.এম আবদুল হান্নানকে সভাপতি ও সাইফুল হাসান রিপনকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন; সহ-সভাপতি মো. বাবুল, সহ-সভাপতি মো. মারুফ, সহ-সভাপতি আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক  মো. মুজাহিদ, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাফা, সহ-সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিদুয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হোছাইন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন।

চকরিয়া আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদ সৌদি শাখার কমিটি অনুমোদন

চকরিয়া আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদ সৌদি শাখার কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌর এলাকার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদের প্রবাসীভিত্তিক সৌদিআরব শাখার কমিটির অনুমোদন দিয়েছে প্রধান কমিটি।  

গত ২২ডিসেম্বর প্রধান কমিটির সভাপতি মো. হেফাজ উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলাম বায়েজিদ স্বাক্ষরিত একটি সাংগঠনিক প্যাডে আগামী দুই বছরের জন্য ১১সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে মো. আবু বক্কর জিসানকে সভাপতি ও মোহাম্মদ মিনহাজকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন; সহ-সভাপতি মো. মুসলিম উদ্দিন তৌহা, সহ-সভাপতি মো. নোমান, সহ-সভাপতি মো. মোরশেদ, সহ-সভাপতি মো. মোবারক, সহ-সাধারণ সম্পাদক মো. আজম, সহ-সাধারণ সম্পাদক মো. আরমান, সাংগঠনিক সম্পাদক মো. আবু তৈয়ব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস।   

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত সাফ সেরা গোলরক্ষক ডুলাহাজারার জিকো

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত সাফ সেরা গোলরক্ষক ডুলাহাজারার জিকো

নিজস্ব প্রতিবেদক : 

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের পুরস্কারপ্রাপ্ত চকরিয়ার ডুলাহাজারার ছেলে জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো এবার নিজগ্রামে উৎসবমুখর আয়োজনে সংবর্ধিত হয়েছেন। তাকে বরণ করতে আসা হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন এ ফুটবলার। 

রোববার (১৬জুলাই) ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের সার্বিক ব্যবস্থাপনায় ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃতী ফুটবলার জিকোকে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

এরআগে দুপুর আড়াইটার দিকে জাফর আলম এমপির নেতৃত্বে শতশত মোটর শোভাযাত্রা ও গাড়ি বহরের মাধ্যমে মাতামুহুরী নতুন ব্রিজ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। ফুটবলার জিকোও এর প্রতিদান দিতে হাত উচিয়ে অভিবাদন জানান বিভিন্ন স্টেশনে অপেক্ষমান দর্শক, ভক্ত ও অনুরাগিদের। সেখান থেকে ডুলাহাজারা সংবর্ধনা অনুষ্ঠানে সমবেত হয় বাংলার বাজপাখি খ্যাত গোলরক্ষক জিকোর গাড়ি বহর। 

বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নুরুল আমিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

পরে অতিথিবৃন্দ সাফ সেরা গোলরক্ষকের স্বীকৃতিপ্রাপ্ত ডুলাহাজারার কৃতী সন্তান আনিসুর রহমান জিকোর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।


চকরিয়ার মজিদিয়া মাদরাসায় মাতৃভাষা দিবস ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

চকরিয়ার মজিদিয়া মাদরাসায় মাতৃভাষা দিবস ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরসভার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মাদরাসা সুপার মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জালাল উদ্দিন কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মুজিবুল হক মুজিব। 

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার নারী কাউন্সিলর আনজুমান আরা বেগম ও মাস্টার মোঃ রেজাউল করিম। এসময় মাদাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ মুছাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 

পরে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিকসহ মাতৃভাষা দিবসের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণ শেষে দেশের উন্নয়ন, জাতির শান্তি ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুর রহমান হেলালী।

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল দশটায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসানের সঞ্চালনায় সভায় মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবু হানিফ চৌধুরী। 

পরে ভাষা আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং জীবিত ভাষা সৈনিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা ছৈয়দুল আলম। 


চকরিয়ার পালাকাটা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চকরিয়ার পালাকাটা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার পালাকাটা উচ্চ বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল আটটায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাত ফেরীর মাধ্যমে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম ছালাহ উদ্দিন। এসময় অভিভাবক প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির বর্ষপূর্তি ও সাধারণ সভা সম্পন্ন

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির বর্ষপূর্তি ও সাধারণ সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (চকরিয়া প্রবাসী ইউনিয়ন) এর ২য় বর্ষপূর্তি ও বার্ষিক সাধারণ সভা শনিবার (২৮ জানুয়ারি) সায়মা প্লাজা ভবনের ছাদে অনুষ্ঠিত হয়েছে।  

সমিতির সভাপতি মুবিনুল ইসলাম মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। তিনি সমিতির কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে বর্ষপূর্তি অনুষ্ঠানের কেক কাটেন।    


বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বরইতলী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান খ.ম আওরঙ্গজেব বুলেট ও কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আলহাজ্ব হায়দার আলী।

এসময় সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দেশে অবস্থানরত বিভিন্ন রাষ্ট্রের প্রবাসীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে অতিথিদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। 

চকরিয়ায় শীতার্তদের মাঝে লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

চকরিয়ায় শীতার্তদের মাঝে লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

চকরিয়া পৌসভার বিভিন্ন স্থানে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন ইমপ্লিমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী চকরিয়ার কৃতী সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর এম.ডি জামাল চৌধুরী। 

সোমবার (২৩ জানুয়ারি) পৌরসভার ১নং ওয়ার্ড কাজীর পাড়া স্টেশনে ইমপ্লিমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও মুরব্বীরা উপস্থিত ছিলেন। এতে পৌর এলাকার ১, ২, ৩ ও ৮নং ওয়ার্ডের অবহেলিত সমাজের পিছিয়ে পড়া গরীব অসহায়  ৫শতাধিক মানুষদের মাঝে এসব শীত নিবারণী কম্বল বিতরণ করেন তিনি।

লন্ডন প্রবাসী এম.ডি জামাল চৌধুরী বলেন, আমি দীর্ঘসময় ধরে নিজ এলাকার বাইরে স্বপরিবারে সুদুর লন্ডনে বসবাস করলেও; জন্মস্থানের মানুষগুলোর ভালবাসা আমাকে বারবার দেশের মাটিতে নিয়ে আসে। শুনেছি এই তীব্র শীতে হতদরিদ্র সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। তাদের মধ্যে অনেকের শীতবস্ত্র কেনার সামর্থও নেই। 

তাই সামাজিক দায়বদ্ধতা থেকে প্রবাসী জীবন লন্ডন থেকে ছুটে এসে আমার ব্যাক্তিগত তহবিল থেকে এলাকার শীতার্ত অসহায় দুঃস্থ নারী-পুরুষদের জন্য সাধ্যমতো কম্বল নিয়ে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, আমি এলাকার স্কুল, মাদরাসা, মসজিদের উন্নয়ন কার্যক্রমসহ সমাজের পিছিয়ে থাকা মানুষগুলোকে স্বাবলম্বী করতে তাদের পাশে সবসময় ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আমার পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম দেশের যে কোন দুর্যোগ ও সংকট মুহুর্তে অব্যাহত থাকবে।


শপথ নিলেন চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির নির্বাচিত কর্মকর্তারা

শপথ নিলেন চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির নির্বাচিত কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক : 


চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং-২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়নের তিন বছরের জন্য নবনির্বাচিত ১২ কর্মকর্তা শপথ নিয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায়  উপজেলা সমবায় কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। সভাপতি-সম্পাদকসহ নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

এতে শপথ গ্রহণকারী কর্মকর্তারা হলেন- সভাপতি মো. মুবিনুল ইসলাম, সহ-সভাপতি আবদুল খালেক, সাধারণ মো. রিয়াদুল হক নিরব, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল হোসেন, সদস্য মোহাম্মদ ফয়সাল, হাসান মোহাম্মদ রিয়াদ, কাইছার উদ্দিন, মোহাম্মদ সাগরুল ইসলাম, মোহাম্মদ কাজল, মোহাম্মদ নুরুল আমিন, সিরাজুল ইসলাম ও মোহাম্মদ এমরান। 

উল্লেখ্য, গত ৭জানুয়ারি-২০২৩ইং তারিখে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং-২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশে-বিদেশে অবস্থানরত সমিতিভুক্ত সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পদে ১২জন প্রতিনিধি নির্বাচিত হন।

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির নির্বাচনে সিরাজুল ইসলাম সদস্য নির্বাচিত

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির নির্বাচনে সিরাজুল ইসলাম সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং- ২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম। 

শনিবার (৭জানুয়ারি) চকরিয়া পৌরশহরের সায়মাপ্লাজাস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তিনি হাতপাতা প্রতীক নিয়ে ২৬৭ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। 

নবনির্বাচিত সদস্য সিরাজুল ইসলাম চকরিয়া প্রবাসী ইউনিয়ন চকরিয়া শাখার সাবেক আহবায়ক বর্তমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল হামিদের ছোটভাই। 

তিনি নির্বাচন পরবর্তী মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমি চকরিয়া উপজেলার দেশে ও বিভিন্ন রাষ্ট্রে অবস্থানরত রেমিটেন্স যোদ্ধা সকল প্রবাসীদের কাছে কৃতজ্ঞ। যারা নিজেদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করতে নির্বাচিত করেছেন; তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইলো। তিনি অর্পিত এ দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। 


চকরিয়া ট্রাভেলস এজেন্টস এসোসিয়েশনের অফিস উদ্বোধন

চকরিয়া ট্রাভেলস এজেন্টস এসোসিয়েশনের অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় শুভ উদ্বোধন করা হয়েছে চকরিয়া ট্রাভেলস এজেন্টস এসোসিয়েশনের অফিস।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল দশটায় এ উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এম.আর বিশ্ব সংযোগের স্বত্ত্বাধিকারী এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সবুজ বাংলা ট্রাভেলস এজেন্সির মালিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মিজানুর রহমান।
সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন চকরিয়া হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান ও এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আলী জিন্নাহ।
সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুল ইসলাম, আবাহা ওভারসিজ চকরিয়ার ফরিদুল আলম, মোঃ কুতুব উদ্দিন, হেফাজ উদ্দিন, আবদুল খালেক, আবুল কালাম, মুহাম্মদ আবদুর রউফ মনছুর, নেজাম উদ্দিন প্রমুখ।
সভা শেষে যোহরের নামায আদায়ের মাধ্যমে দোয়া মুনাজাত পরিচালনা করেন গালফ ট্রাভেলসের মালিক মুহাম্মদ জাফর আলম। পরে উপস্থিত সকলের মাঝে মধ্যাহ্ন ভোজের খাবার পরিবেশন করা হয়।
চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সম্পাদক পদে রিদুয়ানের মনোনয়নপত্র দাখিল

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সম্পাদক পদে রিদুয়ানের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়ন এর প্রথমবারের মতো আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সফল সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল হক নিরব। 

তিনি বুধবার (৭ডিসেম্বর) সকাল ১১টায় সমিতির নেতৃবৃন্দদের সাথে চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। 

এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি সকল ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।  

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি পদে বাবু মিয়ার মনোনয়নপত্র দাখিল

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি পদে বাবু মিয়ার মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়ন এর প্রথমবারের মতো আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট প্রবাসী সংগঠক মোহাম্মদ বাবু মিয়া। 

বুধবার (৭ডিসেম্বর) সকাল ১১টায় তিনি চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের কাছে মনোনয়নপত্রটি দাখিল করেন। 

এসময় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হেলাল উদদীন কোম্পানি ও মোহাম্মদ নজরুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি সকল ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।  

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সম্পাদক পদে মোস্তাফা আলীমের মনোনয়নপত্র দাখিল

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সম্পাদক পদে মোস্তাফা আলীমের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়ন এর প্রথমবারের মতো আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সফল সাংগঠনিক সম্পাদক মোস্তাফা মোঃ আলীম উল্লাহ। 

বুধবার (৭ডিসেম্বর) সকাল ১১টায় চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় প্রার্থীর পিতা হাবিবুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, মোস্তাফা আলীম সৌদি আরব শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি সকল ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।  

ভারতে হারবালের সফল চিকিৎসকের সম্মাননা ক্রেস্ট পেলেন চকরিয়ার কবিরাজ ফজল করিম

ভারতে হারবালের সফল চিকিৎসকের সম্মাননা ক্রেস্ট পেলেন চকরিয়ার কবিরাজ ফজল করিম

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ায় দীর্ঘদিন ধরে হারবাল চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সফল কবিরাজের স্বীকৃতি স্বরূপ ভারত থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ পেয়েছেন চকরিয়া পৌরশহরের প্রসিদ্ধ ইউনানী প্রতিষ্ঠান চকরিয়া ঔষুধালয় হারবাল সেন্টারের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ ফজল করিম চৌধুরী। 

গত ২৩নভেম্বর (বুধবার) ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশনের ব্যানারে ভারতের বঙ্কিম চ্যাটার্জি স্ট্রীট কোলকাতার মহাবোধি সোসাইটি মিলনায়তনে ইন্ডিয়া-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই বাংলার মিলন মেলা-২০২২ এর বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ সম্মাননা পুরস্কার লাভ করেন। দুই বাংলার অসংখ্য গুণীদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশন ও সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ প্রতিষ্ঠান। এতে সেখানকার পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের মন্ত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা চকরিয়া পৌর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য কবিরাজ ফজল করিম নিজ এলাকায় একজন নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। 

এদিকে ভারতে হারবালের সফল চিকিৎসকের সম্মাননা পুরস্কার লাভ করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা সেবায় সফলতার এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন। 


চকরিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চকরিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

“পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়ায় নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২। 

এ উপলক্ষ্যে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চকরিয়া উপজেলা শাখার আয়োজনে শনিবার (১অক্টোবর) বিকালে চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আমজাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। 

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, প্রবীণ হিতৈষী সংঘের চকরিয়া উপজেলা সভাপতি অধ্যাপক মুজিবুল হক রতন প্রমুখ। এরআগে প্রবীণদের উপস্থিতিতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপরোল্লেখিত আলোচনা সভায় মিলিত হয়।  

সৌদিতে বাংলাদেশী হাফেজ তাকরীমের বিশ্বজয়

সৌদিতে বাংলাদেশী হাফেজ তাকরীমের বিশ্বজয়

চকরিয়া টাইমস : 

সৌদি আরবের পবিত্র মক্কায় ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশী হাফেজ সালেহ আহমাদ তাকরীম। প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ কোরআন তেলোয়াত অংশ নেন।

হাফেজ সালেহ আহমদ তাকরিম মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকা এর কৃতি শিক্ষার্থী। প্রতিযোগিতায় তৃতীয় হওয়ায় তাকরীম পাবেন এক লক্ষ রিয়াল (বাংলাদেশি টাকায় ২৭.৫৪ লক্ষ টাকা)।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গত ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সালেহ আহমাদ তাকরীম (১৫ পারা খ-গ্রুপ) ও ফয়জুল কোরআনের প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

এর আগে লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমাদ তাকরীম ৭ম স্থান অর্জন করেন। এ বৈশিক প্রতিযোগিতায় ৭ম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন তাকরীম।  

গত ২২ মে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন।  

এর আগে তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তাকরীম বিশ্বে ১ম স্থান অর্জন করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্ব দরবারে সমুন্নত করেন।  

২০২০ সালের পবিত্র রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সালেহ। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। সালেহর বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদরাসার শিক্ষক। মা গৃহিণী।

তাকরীম ছাড়াও এই প্রতিষ্ঠানের একাধিক ছাত্র কুয়েত, মিশর ও আলজেরিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েও করোনা প্রাদুর্ভাবের কারণে অংশগ্রহণ করতে পারেনি।

তাকরীমের এ অনন্য কৃতিত্বে মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

তিনি বলেন, আল্লাহ যেন তাকরীমসহ ইলমে দ্বীনের সব শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের আলেম ও দ্বীনের খাদেম হওয়ার তাওফীক দান করেন। আমীন।’