চকরিয়া টাইমস:
দেশের বিভিন্ন রাষ্ট্রে অবস্থানরত চকরিয়ার প্রবাসীদের সংগঠন চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন হয়েছে।
চকরিয়া টাইমস:
দেশের বিভিন্ন রাষ্ট্রে অবস্থানরত চকরিয়ার প্রবাসীদের সংগঠন চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন হয়েছে।
চকরিয়া টাইমস :
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো- সযত্নে তোমায় রাখবো আগলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় চকরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালিটি চকরিয়া উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলীর সার্বিক তত্ত্বাবধানে র্যালিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোস্তফা কামাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রমিজ উদ্দিন।
এসময় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি শামসুল হক কমিশনার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মাস্টার সালেহ আহমদ, সদস্য মাস্টার আবুল কালাম, মাস্টার রাম প্রসাদ, হাজী রুকুন উদ্দিন, আলহাজ্ব এস.জি.এম আফজাল হোসেন (কাউসার) প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ বিশ্বসেরা গবেষক তালিকা প্রকাশ করেছে। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। যা দেশে সর্বোচ্চ।
গত বছর এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থান পেয়েছিলেন ১০ জন। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ এ, যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।
স্বীকৃত গবেষকরা হলেন- এম. এ. খালেক, মো. মনজুর হাসান, মুহাম্মদ ইব্রাহিম শাহ, মো. আব্দুল মুকতাদির, মো. রাকিবুল হক, মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, নেপাল চন্দ্র রায়, অমিত আবদুল্লাহ খন্দকার, তসলিম উর রশিদ, আব্দুস সালাম, মো. নাজমুল হাসান, কাজী মতিন উদ্দিন আহমেদ, মো. শাদ সালমান, এম. রেজাউল ইসলাম, মোঃ কাওসার আহমেদ, খাদিজা কুবরা, এম. এস. রহমান, তাওসিফুর রহমান, আনিছুর রহমান, সৈকত মিত্র, এম. মঈনুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. আবু বিন হাসান সুসান, মোহাম্মদ মিজানুর রহমান, এম. ফেরদৌস, মো. আব্দুল কুদ্দুস, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, মোহাম্মদ বিল্লাল হোসেন, মো. রবিউল হাসান, আল সাকিব খান পাঠান, মো. আব্দুর রাজ্জাক, অনিমেষ পাল, শেখ এম. এম. ইসলাম এবং মোহাম্মদ আব্দুর রশিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় শিক্ষক ও গবেষকদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই স্বীকৃতি শুধু শিক্ষক ও গবেষকদের অসাধারণ অর্জনকে তুলে ধরে না বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার বিকাশ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটায়। এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য আরো বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষক ও গবেষকদের জন্য একটি টেকসই অনুকূল পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত এক বছর ধরে গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে উৎসাহিত করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক গবেষণা সংস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার মতো নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এবার ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৬৯৬ ডলার ছাড়িয়েছে।
মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা ০.৫ শতাংশ বৃদ্ধি। দিনের শুরুতে দাম ছুঁয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে।
ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভো বলেন, দুর্বল ডলার কিছুটা ভূমিকা রাখছে, তবে মূল বিষয় হলো ফেড এই সপ্তাহে সুদের হার কমাবে এমন প্রত্যাশা।
সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, ব্যবসায়ীরা আগামীকাল বুধবার দুই দিনব্যাপী বৈঠক শেষে ২৫-বেসিস-পয়েন্ট সুদের হার কমানোর ব্যাপারে প্রায় নিশ্চিত এবং ৫০-বেসিস-পয়েন্ট কমানোর সামান্য সম্ভাবনাও রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ার পাওয়েলকে ‘আরও বড়’ সুদের হার কমানোর জন্য আহ্বান জানান।
সুইসকোট ব্যাংকিং গ্রুপের বাহ্যিক বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ব্যবসায়ীরা আশা করছেন, ফেড আগামী বছরও সুদের হার কমানো অব্যাহত রাখবে, যা সোনার বাজারকে আরও সমর্থন করছে।
স্টাউনোভো বলেন, ফেডের বিবৃতি প্রকাশের সময় আমরা আরও বেশি অস্থিরতা দেখতে পাব, বিশেষ করে যদি বাজারের অংশগ্রহণকারীরা সুদের হার কমানোর সঙ্গে একটি কঠোর বিবৃতি আসবে বলে মনে করেন। তবে ট্রাম্পের সুদের হার কমানোর আকাঙ্ক্ষার কারণে আমি মনে করি, আগামী কয়েক মাসে সোনা আরও ওপরের দিকে যাবে। -আরটিভি
চকরিয়া টাইমস :
সংযুক্ত আরব আমিরাত দুবাই আজমানে গলায় রশি দিয়ে মোহাম্মদ আলমগীর (৩০) নামে চকরিয়ার এক যুবক আত্মহত্যা করেছে।
আজ বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারোটায় বাসার পরিত্যক্ত একটি কক্ষে এ ঘটনা ঘটে।
জানা যায়, পারিবারিক নানা কলহের জেরে সে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে। যুবক আলমগীর চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের টোডাপাড়া বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে।
চকরিয়া টাইমস:
সম্প্রতি "দৈনিক সময়ের কথা নিউজ মিডিয়া" ক্রেডিট দিয়ে মোহাম্মদ আবদুল হক নামের একটি ফেসবুক আইডিতে "চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপে বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ" শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে উল্লেখিত তথ্য ও ছবি মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত।
আমার সহধর্মিণী নারী জনপ্রতিনিধি বেবী আক্তারের নাম উল্লেখ করে এবং আমি ও আমার পরিবারকে জড়িয়ে অস্ত্রের ভয়ভীতি, চাঁদাবাজি, নারীর প্রতি অনৈতিক আচরণ, প্রজেক্ট ডাকাতি ও লুটপাটের যে অবান্তর তথ্য উপস্থাপন করা হয়েছে; তা সম্পূর্ণ হাস্যকর। এসব অপকর্মের বিরুদ্ধে আমার সহধর্মিণীর অবস্থান সুস্পষ্ট সোচ্চার ভূমিকা রয়েছে।
মূল বক্তব্য হলো; চিরিংগা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার বেবী আক্তার একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ও সমাজসেবক। তার দৈনন্দিন সমাজসেবামূলক বিভিন্ন প্রশংসনীয় কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহলের ইন্ধনে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে।
সংবাদে একটি এডিটিং টিকটক ভিডিওতে আমার স্কুল পড়ুয়া ছেলের হাতে অস্ত্র রয়েছে মর্মে যে ছবিটি দেখানো হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও কল্পনাপ্রসূত। সেই ছেলেটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর নিয়মিত ছাত্র। তাছাড়া যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার যথোপযুক্ত সুনির্দিষ্ট কোনো ভুক্তভোগির বক্তব্য নেই। অতএব বিভ্রান্তিকর উদ্দেশ্যপ্রণোদিত ফেসবুক সংবাদটি আমি ও আমার পরিবারের সদস্যদের সামাজিকভাবে মানহানি করতে ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করা হয়েছে।
আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মিথ্যা প্রচারিত সংবাদে প্রশাসন ও পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
প্রতিবাদকারী-
মো. শোয়াইব
চিরিংগা ইউনিয়ন, চকরিয়া।
চকরিয়া টাইমস :
৮ জুলাই মঙ্গলবার রাতে ঢাকাস্থ চায়না দূতাবাস চীন সফরের পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মান্যবর মি. ইয়াও ওয়েন এবং বক্তব্য প্রদান করেন।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংবর্ধনায় অংশগ্রহণ করেন নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হোসাইন, সংগঠনের শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, আমীরে জামায়াতের পিএস নজরুল ইসলাম, ওমর হাসিব শফিউল্লাহ ও নওশাদ আলী ফরহাদ প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সরকারের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৫ জুলাই চীন সফর করবে ইনশাআল্লাহ।
শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
চকরিয়ায় অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বমানের চিকিৎসা সেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি।
মঙ্গলবার (২০ মে) কক্সবাজারের চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার এবং একেএস ফার্মেসির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এ. কে. শামসুদ্দিন খান।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেনমার্কের ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ (আইএফইউ) এর প্রতিনিধি মি. ক্লাউস প্রেবেনসেন ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিস. সামানজার এস. খান।
অনুষ্ঠান পরিচালনা করেন একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল এমরান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা চকরিয়া ও তার আশপাশের অঞ্চলের দ্রুত উন্নয়নশীল অবস্থার কথা তুলে ধরে বলেন, সময়ের সাথে সাথে চকরিয়া একটি উদীয়মান এলাকায় রূপান্তরিত হচ্ছে, যেখানে আধুনিক নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সাম্প্রতিক সময়ে এখানকার জনসংখ্যা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখানকার মানুষের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে। তাই এই এলাকায় আধুনিক, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি চকরিয়া, মহেশখালী, মাতারবাড়ি, বদরখালী ও আশেপাশের অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে আরও উন্নত, সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আইএফইউ একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সংস্থা, যারা বাংলাদেশ জুড়ে ১০০টিরও বেশি নতুন ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠায় সহযোগিতা করছে। এই উদ্যোগ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা সরবরাহের পথ উন্মোচন করবে।
আইএফইউ-এর ইনভেস্টমেন্ট ডিরেক্টর মি. ক্লাউস প্রেবেনসেন বলেন, "একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের সাথে আমাদের অংশীদারিত্বের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী ও মানসম্মত ঔষধ এবং ডায়াগনস্টিক সেবা পৌঁছে দেওয়া। আজ চকরিয়ায় উদ্বোধন হওয়া এই ডায়াগনস্টিক সেন্টার আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ। এই যৌথ উদ্যোগের ফলে মানুষের কাছে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা এদেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে চাই।"
বক্তারা আরও বলেন, একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের এই উদ্যোগ চকরিয়ার মহেশখালী, মাতারবাড়ি, বদরখালী ও আশেপাশের অঞ্চলের স্থানীয় জনগণের জন্য উন্নত ডায়াগনস্টিক সেবা, মানসম্মত ঔষধ এবং নির্ভরযোগ্য পরামর্শ সরবরাহ করবে, যা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। তারা আশা প্রকাশ করেন যে, উদ্যোগটি এই সকল অঞ্চলের স্বাস্থ্যসেবা খাতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। অনুষ্ঠান শেষে অতিথিরা একেএস ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
চকরিয়া টাইমস :
চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী কক্সবাজার শহর শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল ফারুক বলেছেন, বিশ্বের বিভিন্ন বিপ্লব ও পরিবর্তনে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছাড়া একটি দেশ কখনো স্বনির্ভর হতে পারে না। মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (১ মে) শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ এর র্যালি বের করা হয়। র্যালি পরবর্তী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শ্রমিক সমাবেশে অন্তর্বতী সরকারের দৃষ্টি আকর্ষণ করে জননেতা আবদুল্লাহ আল ফারুক- লবণের ন্যায্য মূল্য নির্ধারণের মাধ্যমে লবণ শ্রমিকদের মজুরি নিশ্চিত করণ এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে অনতিবিলম্বে ৬ লেনে উন্নীতকরণের জোর দাবি জানান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বর থেকে শুরু করে অনুষ্ঠিত র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসটার্মিনালস্থ ফুড টার্মিনাল রেস্টুরেন্ট চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর, পৌরসভার প্রধান উপদেষ্টা আরিফুল কবির ও পৌর উপদেষ্টা মাওলানা কুতুবউদ্দিন হেলালী।
এছাড়াও র্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ উপদেষ্টা মাস্টার মোহাম্মদ হোছাইন, মাওলানা সিরাজুল ইসলাম, চিরিঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নুরুন্নবী, বরইতলীর শওকত ওসমান প্রমুখ।
উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে ও পৌরসভা সভাপতি আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা সাধারণ সম্পাদক এইচ.এম রুহুল কাদের, পৌরসভা সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদসহ উপজেলা-পৌর শাখার বিভিন্ন স্তরের শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফজলুল কাদের
ভিভো এক্স২০০ পাওয়া যাবে ন্যাচারাল গ্রিন ও কসমস ব্ল্যাক এই দুই রঙে। প্রি অর্ডার করা যাবে স্মার্টফোনটি। এর দাম পড়বে ১,৩৯,৯৯৯ টাকা। এছাড়া স্মার্টফোনটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আকর্ষণীয় নানা ধরনের গিফট ও অফার।
শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া ক্বিরাত সংস্থার উদ্যোগে চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত ক্বিরাত সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক।
এতে আন্তর্জাতিক ক্বারীদের মধ্যে কুরআনের সূরের মূর্চনায় মাঠ মাতিয়ে তোলেন ক্বারী আহমেদ বিন ইউসুফ আল-আজহারী (বাংলাদেশ), ক্বারী ইয়াসির শারকাওয়ী (মিসরের), ক্বারী হামিদ রেজা আহমদী ওয়াফা (ইরান), ক্বারী হাম্মাদ আনোয়ার নাফিসি (পাকিস্তান) ও ক্বারী ইলিয়ান আল-মিহয়াউঈ (মরক্কো)।
এছাড়া চকরিয়ার কৃতী সন্তান ক্বারী হিজবুল্লাহ আল মুজাহিদ ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিশু ক্বারী মুশফিকুর রহমানসহ স্থানীয় প্রসিদ্ধ ক্বারীগণ। চকরিয়ায় অনুষ্ঠিত বিশাল আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।
চকরিয়া আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রধান পরিচালক আবদুস শাকুরের সার্বিক তত্বাবধানে এবং চকরিয়া ক্বিরাত সংস্থার সভাপতি মোহাম্মদ নুরুন্নবীর সার্বিক নির্দেশনায় পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংস্থার সহ-সভাপতি আ.ফ.ম ইকবাল হাসান আনোয়ারী, সহ-সভাপতি হাফেজ এহসানুল হক, ভারপ্রাপ্ত সেক্রেটারি সাংবাদিক এইচ.এম রুহুল কাদের।
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ৪র্থ তলায় জাপান সরকারের আর্থিক অনুদানে নির্মিত “জাপানি ভাষা শ্রেণিকক্ষ উন্নয়ন প্রকল্প”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামাল এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনোরি। এই প্রকল্পে জাপান সরকারের ৭৫ লক্ষ টাকার অনুদানে ৩টি শ্রেণিকক্ষ, ৩টি শিক্ষককক্ষ নির্মাণ করা হয়।
উদ্বোধন পরবর্তী ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধান করেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম।
অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মি. বিপুল চন্দ্র দেবনাথ ও ড. মো. মনির উদ্দিনসহ আভাই’র শিক্ষকবৃন্দ এবং জাপান দূতাবাসের মি. ইয়ামামোতো কিওহেই উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল; “করবো ভূমি পুনরুদ্ধার, মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”।
বুধবার (৫জুন) চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রেকিং দ্যা সাইলেন্স ও কোডেকসহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দিনব্যাপি বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে ছিল- কুইজ, র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদস্থ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাস্টার আনছারুল করিমের সঞ্চালনায় শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের ব্রেকিং দ্যা সাইলেন্স প্রকল্পের ফেমিনিস্ট ক্লাইমেট জাস্টিস অফিসার মিফতা বিনতে ইউসুফ।
অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, বাংলাদেশ বেতারের প্রতিনিধি মাস্টার শাহ মোহাম্মদ জাহেদ, পরিবেশ সংগঠক সাইদুল হক প্রমুখ।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. ইমরানুল ইসলামসহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সকালে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে একাধিক ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সহযোগি সংস্থা ব্রেকিং দ্যা সাইলেন্স ও কোডেকের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌর এলাকার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদের প্রবাসীভিত্তিক কাতার শাখার কমিটি অনুমোদন দিয়েছে প্রধান কমিটি।
গত ২২ডিসেম্বর প্রধান কমিটির সভাপতি মো. হেফাজ উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলাম বায়েজিদ স্বাক্ষরিত একটি সাংগঠনিক প্যাডে আগামী দুই বছরের জন্য ১০সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে মো. আবদুল মুজিবকে সভাপতি ও মোহাম্মদ ইমরানকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন; সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মো. আবু হানিফ, সহ-সভাপতি মো. হায়দার, সহ-সাধারণ সম্পাদক মো. নিশাত, সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিব উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌর এলাকার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদের প্রবাসীভিত্তিক দুবাই শাখা কমিটির অনুমোদন দিয়েছে প্রধান কমিটি।
গত ২২ডিসেম্বর-২০২৩ প্রধান কমিটির সভাপতি মো. হেফাজ উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলাম বায়েজিদ স্বাক্ষরিত একটি সাংগঠনিক প্যাডে আগামী দুই বছরের জন্য ১৪সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে এইচ.এম আবদুল হান্নানকে সভাপতি ও সাইফুল হাসান রিপনকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন; সহ-সভাপতি মো. বাবুল, সহ-সভাপতি মো. মারুফ, সহ-সভাপতি আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. মুজাহিদ, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাফা, সহ-সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিদুয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হোছাইন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন।
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌর এলাকার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আবদুল বারীপাড়া সমাজ কল্যাণ পরিষদের প্রবাসীভিত্তিক সৌদিআরব শাখার কমিটির অনুমোদন দিয়েছে প্রধান কমিটি।
গত ২২ডিসেম্বর প্রধান কমিটির সভাপতি মো. হেফাজ উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলাম বায়েজিদ স্বাক্ষরিত একটি সাংগঠনিক প্যাডে আগামী দুই বছরের জন্য ১১সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে মো. আবু বক্কর জিসানকে সভাপতি ও মোহাম্মদ মিনহাজকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন; সহ-সভাপতি মো. মুসলিম উদ্দিন তৌহা, সহ-সভাপতি মো. নোমান, সহ-সভাপতি মো. মোরশেদ, সহ-সভাপতি মো. মোবারক, সহ-সাধারণ সম্পাদক মো. আজম, সহ-সাধারণ সম্পাদক মো. আরমান, সাংগঠনিক সম্পাদক মো. আবু তৈয়ব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস।
নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের পুরস্কারপ্রাপ্ত চকরিয়ার ডুলাহাজারার ছেলে জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো এবার নিজগ্রামে উৎসবমুখর আয়োজনে সংবর্ধিত হয়েছেন। তাকে বরণ করতে আসা হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন এ ফুটবলার।
রোববার (১৬জুলাই) ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের সার্বিক ব্যবস্থাপনায় ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃতী ফুটবলার জিকোকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এরআগে দুপুর আড়াইটার দিকে জাফর আলম এমপির নেতৃত্বে শতশত মোটর শোভাযাত্রা ও গাড়ি বহরের মাধ্যমে মাতামুহুরী নতুন ব্রিজ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। ফুটবলার জিকোও এর প্রতিদান দিতে হাত উচিয়ে অভিবাদন জানান বিভিন্ন স্টেশনে অপেক্ষমান দর্শক, ভক্ত ও অনুরাগিদের। সেখান থেকে ডুলাহাজারা সংবর্ধনা অনুষ্ঠানে সমবেত হয় বাংলার বাজপাখি খ্যাত গোলরক্ষক জিকোর গাড়ি বহর।
বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নুরুল আমিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরে অতিথিবৃন্দ সাফ সেরা গোলরক্ষকের স্বীকৃতিপ্রাপ্ত ডুলাহাজারার কৃতী সন্তান আনিসুর রহমান জিকোর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মাদরাসা সুপার মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জালাল উদ্দিন কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মুজিবুল হক মুজিব।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার নারী কাউন্সিলর আনজুমান আরা বেগম ও মাস্টার মোঃ রেজাউল করিম। এসময় মাদাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ মুছাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিকসহ মাতৃভাষা দিবসের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণ শেষে দেশের উন্নয়ন, জাতির শান্তি ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুর রহমান হেলালী।