শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস :

চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী কক্সবাজার শহর শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল ফারুক বলেছেন, বিশ্বের বিভিন্ন বিপ্লব ও পরিবর্তনে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছাড়া একটি দেশ কখনো স্বনির্ভর হতে পারে না। মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (১ মে) শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ এর র‍্যালি বের করা হয়। র‍্যালি পরবর্তী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শ্রমিক সমাবেশে অন্তর্বতী সরকারের দৃষ্টি আকর্ষণ করে জননেতা আবদুল্লাহ আল ফারুক- লবণের ন্যায্য মূল্য নির্ধারণের মাধ্যমে লবণ শ্রমিকদের মজুরি নিশ্চিত করণ এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে অনতিবিলম্বে ৬ লেনে উন্নীতকরণের জোর দাবি জানান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বর থেকে শুরু করে অনুষ্ঠিত র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসটার্মিনালস্থ ফুড টার্মিনাল রেস্টুরেন্ট চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর, পৌরসভার প্রধান উপদেষ্টা আরিফুল কবির ও পৌর উপদেষ্টা মাওলানা কুতুবউদ্দিন হেলালী।

এছাড়াও র‍্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ উপদেষ্টা মাস্টার মোহাম্মদ হোছাইন, মাওলানা সিরাজুল ইসলাম, চিরিঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নুরুন্নবী, বরইতলীর শওকত ওসমান প্রমুখ।

উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে ও পৌরসভা সভাপতি আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা সাধারণ সম্পাদক এইচ.এম রুহুল কাদের, পৌরসভা সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদসহ উপজেলা-পৌর শাখার বিভিন্ন স্তরের শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: