শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চকরিয়া পৌরসভা শাখার উদ্যোগে মহান আন্তর্জাতিক মে দিবস ও শ্রমিকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
শুক্রবার ২মে বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুব উদ্দিন ও পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন।
র্যালিপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে বর্ণাঢ্য র্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে চকরিয়া পৌরশহরের থানার রাস্তার মাথা এলাকায় গিয়ে সমাপ্ত হয়। এসময় চকরিয়া পৌরসভা শ্রমিকদলসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
0 comments: