চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরসভার জামায়াতের তিন মহিলা রুকনের অভিভাবক করাইয়াঘোনা নিবাসী চকরিয়া উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক প্রবীণ শিক্ষক মাস্টার গোলাম কাদেরের তিন দফা নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল দশটায় চকরিয়া পৌরসভার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় নামাযে জানাযার ইমামতি করেন মরহুমের বড়ভাইয়ের নাতি মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী।
প্রভাষক মাহফুজুল করিমের সঞ্চালনায় জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, মরহুমের ভাতিজা মাওলানা ফজলুল কাদের ও মরহুমের একমাত্র ছেলে মাস্টার নুরুল মোমেন।
এরআগে প্রথম জানাযা অনুষ্ঠিত হয় মাস্টার গোলাম কাদেরের শিক্ষকতা জীবনের দীর্ঘ ৪০বছর কাটিয়ে দেয়া এলাকা হারবাং হাইস্কুল মাঠে। পরে নিজগ্রাম করাইয়াঘোনা জামে মসজিদে সর্বশেষ নামাযে জানাযা শেষে; পরিবার সংশ্লিষ্ট কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত জানাযায় ৯নং ওয়ার্ড জামায়াত ইমারত শাখার আমীর মুহাম্মদ এহেসানুল হক, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, চকরিয়া উপজেলা স্কাউট সম্পাদক মাস্টার মোহাম্মদ আতিকুর রহমানসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার গোলাম কাদের বার্ধক্যজনিত কারণে সোমবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বর্ণাঢ্য সংসার জীবনে ১ ছেলে ও ৩ কন্যা সন্তানের জনক।
জামায়াতের ইসলামী একনিষ্ঠ শুভাকাংখি মাস্টার গোলাম কাদেরের সহধর্মীনি, এক মেয়ে ও পুত্রবধু সাংগঠনিক শপথের (রুকন) কর্মী।
এদিকে প্রবীণ শিক্ষাবিদ মাস্টার গোলাম কাদেরের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ। মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।