নিজস্ব প্রতিবেদক:
ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নাছির উদ্দিনের মাতার ইন্তিকাল
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিনের মাতা আনোয়ারা বেগম (৭৮) বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সোয়া দশটার দিকে খুটাখালীস্থ নয়াপাড়া নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। মরহুমা আনোয়ারা বেগম সংসার জীবনে ৩ ছেলে ও ৪ মেয়ে সন্তানের জননী।
এরআগে ২০২৩সালের ৩০ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে মরহুমার স্বামী খুটাখালী নয়াপাড়া নিবাসী হাজী মকতুল হোসাইন (৮৮) ইন্তিকাল করেন।
এদিকে একইদিন আসরের নামাযের পর খুটাখালী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন হয়।
শাহারবিলের মাস্টার আহমদ হোসাইনের ইন্তিকাল : বাদে আসর জানাযা
চকরিয়া টাইমস :
চকরিয়ার শাহারবিল মাইজঘোনা নিবাসী বাটাখালী-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাস্টার আহমদ হোসাইন ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাওলানা নুরুল আলমের ইন্তিকাল : জানাযা বিকাল সাড়ে পাঁচটায়
চকরিয়া টাইমস :
চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা নিবাসী মগবাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিনামারা কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ইসলামী চিন্তাবিদ মাওলানা নুরুল আলম (৮০) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চকরিয়া-পেকুয়ায় পুকুরে ডুবে তিন কন্যা শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া ও পেকুয়া উপজেলায় গত ৩৬ ঘণ্টায় পুকুরের পানিতে ডুবে গিয়ে তিন কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট পরিবারসহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
রোববার (২জুন) দুপুরে চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মোবাশ্বেরা জান্নাত আরুয়া নামে দুই বছরের এক শিশু মারা গেছে।
শিশু আরুয়া চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড ফোরকানিয়া মাদরাসাপাড়ার বাসিন্দা হারবাং হামেদিয়া দাখিল মাদরাসার শিক্ষক মোবারক হোসেনের মেয়ে।
একইদিন রোববার সন্ধ্যায় স্থানীয় মসজিদুন নূরাঈন জামে মসজিদ মিলনায়তনে শিশু আরুয়ার নামাযে জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে লাশ দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
অন্যদিকে আগেরদিন শনিবার (১জুন) পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল মাওয়া (৪) ও সিজাত মনিরা (৩) নামে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালা-ভাগনি। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জান্নাতুল মাওয়া পেকুয়া বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকার জহিরুল আলমের মেয়ে এবং তারই নাতনি সিজাত মনিরা টৈটং ইউনিয়নের মধুখালী গ্রামের বেলাল উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।
খুটাখালীতে চার জামায়াত নেতার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার খুটাখালীতে চার জামায়াত নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্থানীয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে। বুধবার (৮ মে) খুটাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিব উল্লাহ, সহকারী সেক্রেটারি জাহেদুল ইসলাম, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, ইসলামপুর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা দেলোয়ার হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা ওমর হামজা, মাওলানা ছৈয়দ করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাহাবউদ্দিন আরমান। আলোচনা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাদের জন্য উত্তম প্রতিদান চেয়ে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি খুটাখালী জামায়াতের নেতা মাওলানা নুরুচ্ছফা, ৬নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন মেম্বার, একই ওয়ার্ডের সাবেক সেক্রেটারি ছৈয়দুল হক ও ৪নং ওয়ার্ড সেক্রেটারি মাস্টার রমজান আলীর মৃত্যুতে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বড়ভাইয়ের বউ আনা হয়নি হাবিবের!
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার মানিকপুর থেকে বড়ভাইয়ের বউ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মোটরসাইকেল আরোহী এক যুবক। সোমবার (২২এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চকরিয়া ঝিলমিল রেস্টুরেন্ট এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হাবিব। পরিচিতজনরা তার বাড়ি উপজেলা চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ গ্রামে বলে জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়ন থেকে বড়ভাইয়ের বউ আনতে মোটরসাইকেলসহ একাধিক গাড়ি বহর করে হাবিবসহ তার ছোটভাই ও সহকর্মী চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ থেকে রওয়ানা করে। পথিমধ্যে চকরিয়া পৌরশহরের ঝিলমিল রেস্টুরেন্ট এলাকায় পৌঁছালে; একটি তেলবাহী লরির ধাক্কায় হাবিবসহ তিন আরোহীর মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়।
এতে ঘটনাস্থলে হাবিব মারা যায়। অপর দুই আরোহী ছিটকে পড়ে কমবেশি আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার স্বার্থে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজার স্থানান্তর করেন।
বেইলী রোড অগ্নিকাণ্ডে স্ত্রী-কন্যাসহ প্রাণ গেলো কাস্টমস অফিসারের
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে স্ত্রী, কন্যাসন্তানসহ কক্সবাজারের উখিয়ার ছেলে কাস্টমস অফিসার (ইন্সপেক্টর) শাহ জালাল উদ্দিন (৩৫)। পরিবারের অন্য সদস্যরা হলেন- কাস্টমস অফিসারের স্ত্রী মেহেরুন নেসা হেলালী (২৪) ও তাদের মেয়ে ফাইরুজ কাশেম জামিলা (৪)। তিনজনেরই মরদেহ শনাক্ত করেছে পরিবার।
শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মেহেরুনের বাবা ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন হেলালী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে গিয়ে মেয়ে, জামাতা ও নাতনির পোশাক দেখে মরদেহ শনাক্ত করে।
মোক্তার হোসেন হেলালী বলেন, ‘আমার মেয়ের জামাই দক্ষিণ কেরানীগঞ্জের পোর্টে কাস্টম ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিল। দুদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি কক্সবাজার যাওয়ার জন্য সে ঢাকায় আসে এবং গ্রিন লাইন বাসের টিকিটও কাটে। ঢাকায় আসার পর পুরো ফ্যামিলি নিয়ে কাচ্চি বাড়ি রেস্টুরেন্টে খেতে যায়। এরপর তারা আর ফিরে আসেনি। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়ে তিনি।
তিনি আরও জানান, শাহ জালাল উদ্দিন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কাশেমের সন্তান। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের কাস্টমস কোয়াটারে থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া তিনজনের মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের ঘটনায় একই পরিবারের নারী-শিশুসহ তিনজন মারা গেছেন। রাত সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ শনাক্ত করা হয়। শনিবার তাদের মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে শুক্রবার রাতে শাহজালালের বড় ভাই হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সাজুসহ তার পরিবারের লোকজন তাদের মরদেহ রিসিভ করতে ঢাকার পথে রয়েছেন।
তাঁরা ৫ ভাই, এক বোনের মধ্যে শাহজালাল দ্বিতীয়। বাবা-মাও আছেন।
এদিকে বেইলি রোডের আগুনে নিহতদের মধ্যে শুক্রবার রাত পর্যন্ত ৪০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ। নারী-শিশুসহ আরও বেশ কয়েকজনের মরদেহ মর্গে রয়েছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে ওই ভবনটিতে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সাততলা ভবনের সব ফ্লোরে।
চকরিয়ায় শিবির নেতা শহীদ খাইরুল ইসলামের ২৯তম শাহাদাত বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ছাত্রশিবিরের ৭৩তম শহীদ চকরিয়া পৌরসভার ফুলতলা গ্রামের বাসিন্দা শহীদ খাইরুল ইসলামের ২৯তম শাহাদাত বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা ছাত্রশিবির কুরআনখানি, আলোচনা সভা, কবর যিয়ারত, পরিবারের সাথে সাক্ষাৎ ও দোয়া মাহফিল আয়োজন করে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি মুসা ইবনে হোসাইন বিপ্লবের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মীর মু. আবু তালহা ও চকরিয়া শহর সভাপতি ইসমাইল মুনিরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অধ্যাপক মু. শওকত আলী, বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ আবু নঈম, শহীদ খাইরুলের গর্বিত ছোটভাই ডা. সরওয়ার কামাল। পরে শহীদের রুহের মাগফিরাত এবং পরিবারের জীবিত সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম দারুল উলুম আলীয়া মাদরাসার ফাজিল ২য় বর্ষের ছাত্র চকরিয়া পৌরসভার ফুলতলার বাসিন্দা শহীদ খাইরুল ইসলাম সংগঠনের সাথী ছিলেন। ১৯৯৫সালের ২২ ফেব্রুয়ারি একুশে রমাযান ঈদের কেনাকাটা করাকালে চট্টগ্রাম মিমি সুপার মার্কেট থেকে তুলে নিয়ে ব্যাটারি গলি এলাকায় গুরুতর আহত করা হয় এবং সেখানেই দুস্কৃতিকারীদের গুলীতে তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেন।
চকরিয়ার বদরখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোছাইনের ইন্তিকাল
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার বদরখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোছাইন (৫৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে নিজবাড়িতে স্ট্রোক করেন।
পরে পরিবারের লোকজন বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে; সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বদরখালী ৩নং ব্লক বাজারপাড়া নিবাসী মরহুম কবির আহমদ প্রকাশ কবির কেরানী বরো ছেলে মাওলানা শাহাদাত হোছাইন কর্মময় জীবনে বদরখালী ইসলামিয়া মহিউচ্ছুন্নাহ মাদরাসায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) যোহরের নামাযে পর বদরখালী স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এদিকে বদরখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোছাইনের ইন্তিকালে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
চকরিয়ায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ইউসুফ বিন হোছাইন, প্রতিনিধি (চকরিয়া) কক্সবাজার:
চকরিয়ার জামায়াত নেতা নাজেম উদ্দিনের পিতার জানাযা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :
মৃত্যুকালে ৬ ছেলে ও ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন আসরের নামাযের পর পৌর এলাকার পালাকাটা হাসেম মাস্টারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের জামাতা মাওলানা মোহাম্মদ জকরিয়া।
নামাযে জানাযায় চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, জামায়াত নেতা মোহাম্মদ নূরুন্নবী, ৭নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক জামায়াত নেতা মাওলানা এইচ.এম এহসানুল হক, চকরিয়া পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মো. সরওয়ার আলম, চকরিয়া প্রবাসী ইউনিয়নের সাবেক কর্মকর্তা মো. আবদুল হামিদ, নির্বাহী সদস্য মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের লাশ মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
এদিকে জামায়াত নেতা নাজেম উদ্দিনের শতবর্ষী পিতার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর বিশিষ্ট সমাজসেবক মো. আরিফুল কবির। তিনি শোক বিবৃতিতে মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চার যাত্রীর প্রাণহাণি
নিজস্ব প্রতিবেদক :
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সামাজিকপাড়ার বাসিন্দা রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলী গ্রামের মোজাফফর আহমদের ছেলে মো. মহিউদ্দিন ও উত্তর করমহুরীপাড়ার বাসিন্দা মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান মাঝি।
এঘটনায় আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তৎমধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি মাহবুবুল হক জানান, হারবাং এলাকায় গাজীপুর থেকে কক্সবাজারে পিকনিকে আসা জাকির ট্রাভেলস নামে একটি বাস ও চট্টগ্রামমুখী লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনা গাড়ির চার যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারায়। এসময় আহত হয়েছে অন্তত ৮ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার হাসপাতালে প্রেরণ করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়।
চকরিয়ায় জামায়াত নেতা নাসির উদ্দিনের জানাযা সম্পন্ন ॥ পৌর আমীরের শোক
নিজস্ব প্রতিবেদক :
ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় নামাযে জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, স্থানীয় বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ হাাফেজ মাওলানা নুরুল মোস্তফা, মরহুমের মেজোভাই মো. জামাল উদ্দিন ও মরহুমের বড় ছেলে আসমান সিদ্দিকী মনি।
বিশাল নামাযে জানাযায় উপস্থিত ছিলেন চুনতী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু নাঈম আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্য্যাপক চৌধুরী মুহাম্মদ আজম, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, চকরিয়া এশিয়ান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. শামশুল আলম, ওলামা মাশায়েখ নেতা মাওলানা জামাল হোছাইন নূরী, চকরিয়া পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডা. সরওয়ার কামাল, জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, জামায়াত নেতা নাছির উদ্দিন (৫৫) রোববার সকাল ১০টার দিকে চকরিয়া পৌর এলাকার ফুলতলা দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ৪-৫ বছর ধরে প্যারালাইসিস হয়ে বাড়িতে অবস্থানকালীন কিডনী জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এদিকে জামায়াত নাছির উদ্দিনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর বিশিষ্ট সমাজসেবক মো. আরিফুল কবির। তিনি শোক বিবৃতিতে বলেন, নাছির উদ্দিন ইসলামী আন্দোলনের একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলামের জানাযা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ডুলাহাজারার কৃতি সন্তান ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার আরডিএস প্রকল্পের কর্মকর্তা মো. নুরুল ইসলাম ভুট্টোর নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় ডুমখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন মরহুমের ভাতিজা হাফেজ আবদুল্লাহ ফয়েজ আকিল।
এতে ইসলামী ব্যাংকের উর্ধ্বতন ও স্থানীয় শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ইসলামী ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম ভুট্টো (৪৮) মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ঈদগাঁও খোদাইবাড়ি রাশেদ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শিকার হন। একটি মালবাহী কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
পরে স্থানীয় পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে; সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল ইসলাম চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালী নিবাসী জনৈক ইসহাক আহমদের ছেলে। তিনি সংসার জীবনে ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।
পেকুয়ার বর্ষিয়ান আলেমেদ্বীন মাওলানা বশির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :
বিশাল জানাযাপূর্ব সমাবেশে মরহুম মাওলানার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসার শায়খুল হাদীস বরেণ্য শিক্ষাবিদ মাওলানা মকছুদ আহমদ, গারাঙ্গিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল মালেক, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ শাহে আলম, শিলখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হোসাইন, পহরচাঁদা ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ আনসারী, ফাঁসিয়াখালী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, পূর্ব মেহেরনামা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মিছবাহ উদ্দিন, পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে বরইতলী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মোহাম্মদ মোছলেহ উদ্দিন ও কনিষ্ঠ ছেলে চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন।
এসময় চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ নূরী, চুনতী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবু নাঈম আজাদ, চকরিয়া মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, কৈয়ারবিল ইইপি’র সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিনসহ বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বস্তরের শোহাহত জনতার অংশগ্রহণে বিশাল নামাযে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুম মাওলানার লাশ দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, পেকুয়ার বর্ষিয়ান আলেমেদ্বীন বরেণ্য শিক্ষাবিদ মাওলানা বশির আহমদ (৯১) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার (৯ডিসেম্বর) সকাল ৭টার দিকে নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত দুইমাস আগে মরহুমের সহধর্মীনিও ইন্তিকাল করেন। মৃত্যুকালে মাওলানা বশির আহমদ দম্পতি ৩ছেলে, ৪মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এদিকে বর্ষিয়ান আলেমেদ্বীন মাওলানা বশির আহমমের মৃত্যুতে বিভিন্ন মহল শোক সন্তপ্ত পরিবারের প্রতিবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
চকরিয়ার কৈয়ারবিলের ইউপি সদস্য মোজাহের মেম্বারের ইন্তিকাল
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মোজাহের আহমদ প্রকাশ মোজাহার মেম্বার ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। আজ রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পেকুয়ার বর্ষিয়ান আলেমেদ্বীন মাওলানা বশির আহমদের ইন্তিকাল : বিকাল ৩টায় জানাযা
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিনের পিতা পহরচাঁদা ফাজিল মাদরাসার সাবেক শিক্ষক হাজারো আলেমের ওস্তাদ মাওলানা বশির আহমদ (৯১) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ শনিবার (৯ডিসেম্বর) সকাল ৭টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ৩ ছেলে ৪মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গত দুইমাস আগে মরহুমের সহধর্মীনিও ইন্তিকাল করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকাল ৩টায় পেকুয়া উপজেলার পূর্ব মেহেরনামা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম মাওলানার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে লাশ দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।
ট্রেন দেখা হয়নি ভাই-বোনের
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ডুলাহাজারায় ট্রেন দেখতে গিয়ে বাস চাপায় মারা গেছে আবদুর রহমান সামির (৮) ও সুরাইয়া রহমান সাবা (৬) নামে আপন দুই ভাই-বোন। এসময় আহত হয়েছে নুসরাত জাহান নামে নিহতদের চাচাতো বোন। বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকাল পৌঁনে ৯টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ইসলামিয়া দাখিল মাদরাসার সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভাই-বোন ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকার সৌদি প্রবাসী নাছির উদ্দিনের সন্তান। আহত নুসরাত নাছিরের ভাতিজি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেনের হুইসেল শুনে সকালে ট্রেন দেখতে মাইজপাড়া গ্রামের ঘর থেকে বের হয় তিন ভাই-বোন। পথিমধ্যে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় ডুলাহাজারা ইসলামিয়া দাখিল মাদরাসার সামনে কক্সবাজার অভিমুখী শ্যামলী পরিবহনের একটি বাস তিনজনকে চাপা দেয়। এতে আবদুর রহমান সামির ও তার ছোট বোন সুরাইয়া রহমান সাবা ঘটনাস্থলে প্রাণ হারায়। এ ঘটনায় গুরুতর আহত হয় নিহতদের চাচাতো বোন নুসরাত জাহান। তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি (পুলিশ পরিদর্শক) মো. ইকবাল বাহার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ টিম শিশুদ্বয়ের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত শিশুটির চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
নিজগ্রাম বাঁশখালীতেই শায়িত হলেন বারবাকিয়ার জামাতা প্রফেসর ড. রফিকুল আলম
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপি চেয়ারম্যান আধ্যাত্মিক সাধক সর্বজন শ্রদ্ধেয় মাওলানা বদিউল আলমের বড় জামাতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর সাবেক বিভাগীয় প্রধান ডক্টর এস.এম রফিকুল আলমের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩অক্টোবর) দুপুর দুইটায় মরহুম প্রফেসরের নিজ গ্রামেরবাড়ি পেকুয়া উপজেলার পাশ্ববর্তী উপজেলা বাঁশখালীর শীলকূপে খতিমা পুকুরপাড় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের শ্বাশুর বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন মাওলানা বদিউল আলম।
বিশাল নামাযে জানাযায় অংশগ্রহণ করেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, পৌর মেয়র এডভোকেট তোফায়েল বিন হোসেন, বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর প্রফেসর গিয়াস উদ্দিন তালুকদার, মরহুমের কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগসহ বিভিন্ন বিভাগের সহকর্মী-শিক্ষার্থী এবং উপজেলার বিশিষ্টজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রফেসর ডক্টর এস.এম রফিকুল আলম সোমবার (২অক্টোবর) চট্টগ্রামস্থ নিজবাসায় ভোরে ফজরের নামাযরত অবস্থায় হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন। পরে বিষয়টি পরিবারের লোকজন অবগত হলে তাঁকে চট্টগ্রাম শহরের বেসরকারি ক্লিনিক ন্যাশনাল হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নিয়ে যাওয়ার পথে কুমিল্লা ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।