চকরিয়া টাইমস:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে চকরিয়ায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন চকরিয়া পৌরসভার জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন।
বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষক অধ্যাপক মো. শওকত আলী, তরুণ বিএনপি নেতা দিদারুল ইসলাম, ছাত্রপ্রতিনিধি ইবরাহিম ফারুক, মাহমুদুল হাসান ও হোসনে মোবারক।
এসময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। জানাযার সমাবেশ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়। একইসাথে শহীদ হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
.jpg)
.jpg)
0 comments: