কুচকাওয়াজ ও ডিসপ্লেতে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস : 

চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস-২০২৫ এর অনুষ্ঠানে মাধ্যমিক শাখার কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে বিদ্যালয়টির সহকারী শিক্ষক সাজ্জাদ হোসাইন ও রুহুল আমিনের তত্ত্বাবধানে কুচকাওয়াজ এবং সিনিয়র শিক্ষক নরেশ রুদ্র, ইমরানুল ইসলাম ও নার্গিস আক্তারের তত্বাবধানে মনমুগ্ধকর ও নান্দনিক ডিসপ্লে প্রদর্শন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন। 

অতিথিবৃন্দ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় টিমের হাতে পুরস্কার তুলে দেন। 

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এদিকে চ্যাম্পিয়ন টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ। 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: