চকরিয়া টাইমস:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আধিপত্যবাদমুক্ত জুলাই চেতনার বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য আজ অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, বিভক্তির রাজনীতি নয়; দেশ গড়ার রাজনীতিই আজ সময়ের দাবি। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এবং ইতিহাস বিকৃত করেছে। তিনি আরও বলেন, জুলাইয়ের সম্মুখ যোদ্ধা হাদির ওপর হত্যাচেষ্টা বাংলাদেশের মানচিত্রের ওপর হামলার শামিল।
মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও পেকুয়া উপজেলা শাখার সমন্বিত উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ২টায় চকরিয়া সরকারি কলেজ ময়দানে এক বর্ণাঢ্য র্যালি ও র্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন।
চকরিয়া সরকারি কলেজ ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল র্যালি কলেজ চত্বর থেকে শুরু হয়ে চকরিয়া বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। র্যালিটি চকরিয়া-পেকুয়া অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে মনে করেন বিশ্লেষকরা।
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদের সভাপতিত্বে র্যালিপূর্ব সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, বৈষম্যের শিকার উন্নয়ন বঞ্চিত চকরিয়া-পেকুয়াকে রাজনৈতিক দখলদারিত্ব মুক্ত করে কাংখিত উন্নয়নে কাজ করে যাবো। আমরা যদি সরকার গঠন করি; আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬লেনে উন্নীত করা হবে এবং শিক্ষাবান্ধব চকরিয়া গড়তে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে আশ্বস্ত করেন উপস্থিত জনসাধারণ ও ছাত্রসমাজকে।
বিজয় র্যালিপূর্ব বিশাল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম। এছাড়া বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহিম নূরী, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, মাওলানা মোজাম্মেল হক, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক ও পেকুয়া উপজেলা জামায়াত নেতা সরফরাজ আল নেওয়াজ।
পুরো সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন ও পেকুয়া উপজেলা সেক্রেটারি ডাঃ নুরুল কবির।
এসময় জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা এইচএম বদিউল আলম জিহাদী, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান, হারবাং ইউপির সাবেক চেয়ারম্যান জহির উদ্দীন আহমদ বাবর, লক্ষ্যারচর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরিফুল আমিন, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আবুল কালাম, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু নাঈম আযাদ, গোলাম কবির, এডভোকেট মোহাম্মদ আলী ও মোহাম্মদ মুছাসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা স্বাধীনতা ও বিজয়ের প্রকৃত চেতনা বাস্তবায়নে ইসলামভিত্তিক রাজনীতি এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।




0 comments: