মাহে রমযান আমাদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শিক্ষা দেয় : কামাল হোসেন আজাদ
চকরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল
চকরিয়া টাইমস : কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদ বলেছেন, মাহে রমযান আমাদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শিক্ষা দেয়। প্রতিবছর আমরা রমযান পালন করি। আমাদের কাছে রোজাভিত্তিক আমল নাই, নামাযভিত্তিক আমল নাই; আমাদেরকে আমলদার হতে হবে।
তিনি বলেন, রোজাও রাখি-নামাযও পড়ি, অনিয়মও সাথে সাথে করি। রোজা নামাযের পাশাপাশি অন্যায় ও অনিয়মের সাংবাদিকতাও করে যাচ্ছি। আমরা মিথ্যা ছাড়তে পারছিনা; সুযোগ পেলেই একে অপরের পরনিন্দা ও গীবত চর্চায় ব্যস্ত সময় পার করছি। এসব পরিহার করার মাধ্যমে পরিত্রাণ পেতে নিজের মধ্যে সদা সর্বদা আল্লাহর ভয়কে জাগ্রত করতে হবে। রোজার শিক্ষা হলো আল্লাহকে ভয় করে মিথ্যা, পরনিন্দা ও গীবত চর্চার মতো সকল গর্হিত কাজ হতে বিরত থেকে নিজের জীবনকে পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ জীবনই মুমিম বান্দাকে তাকওয়া অর্জনের পথে ধাবিত করে। পেশাগত জীবনে নৈতিকতা বিবর্জিত সাংবাদিকতা তাকওয়ার অন্তরায়। তাই দেশ ও দশের কল্যাণে দলাদলি পরিহার করে সকলে ঐক্যবদ্ধ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আদর্শ ও সঠিক সাংবাদিকতা চর্চায় মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে।
রোববার (২৩ মার্চ) চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে চকরিয়া থানা রোডস্থ পশু হাসপাতালের সামনে চকরিয়া প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক শাহজালাল শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী ও চকরিয়া থানার ওসির প্রতিনিধি উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ বাবুল মিয়া।
এসময় চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক লায়ন এম. রায়হান চৌধুরী, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহুর, দৈনিক বাংলাদেশের আলো’র প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ, দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিনিধি এইচ.এম রুহুল কাদের, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি সাঈদী আকবর ফয়সাল, দৈনিক যুগযুগান্তরের প্রতিনিধি ফরিদুল আলম বাবুল, দৈনিক আমাদের সংগ্রামের প্রতিনিধি আরফান উদ্দিন, দৈনিক মুক্তখবরের প্রতিনিধি মো. রিদুয়ানুল হক, দৈনিক বায়েজীদের প্রতিনিধি মো. আরফাত সানি, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি নুরুল ইসলাম সুমন, সাগর রায়হান শরীফসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল
চকরিয়া টাইমস:
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (১৩ মার্চ) কক্সবাজার শহরে স্থানীয় অভিজাত হোটেল ফ্রেশইন রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ইলির সঞ্চালনায় বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি দৈনিক সৈকত পত্রিকার সম্পাদক মো. মাহবুবর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদ, এনটিভি জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সিবিসি নিউজের বার্তা প্রধান শাহজাহান চৌধুরী শাহীন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি দেশ টিভির জেলা প্রতিনিধি মো. আব্দুর রহমান, বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, চ্যানেল আই স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশীদ, দৈনিক আপনকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম মাহমুদ, এসএ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমন ও উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম. ইকবাল বাহার চৌধুরী।
এসময় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি আয়াজ রবি, সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক আকাশ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদ, সহ-অর্থ সম্পাদক মাসুম, সহ-দপ্তর সম্পাদক লোকমান ইসলাম রানা, মহিলা সম্পাদিকা শাহনাজ বেগম, সমাজকল্যাণ সম্পাদক নাসিমা আক্তার, রহিমা বেগম, আরফাত সিকদার, প্রচার সম্পাদক মো. হোসেন সুমন, তথ্য প্রযু্ক্তি সম্পাদক জাফর আলম, সহ-তথ্য প্রযু্ক্তি সম্পাদক ইউছুফ আলী, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোছাইন, রামু উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কায়েদ আলম কায়সার, টেকনাফ কমিটির সহ-সভাপতি আজিজুল হক আজিজ, অর্থ সম্পাদক ফরহাদ, মহেশখালীর এস.এম করিম, আবু বক্কর সিদ্দিকী, উখিয়া উপজেলা কমিটির সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক মো. এম.এ আব্দু সাত্তার ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল মোহাম্মদ ইমরানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিতক ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য, গুরুত্ব ও সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে আলোচনা করেন। পরে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
ইফতার মাহফিল শেষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, জাতীয় অর্থনীতি পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মো. ওসমান গণি ইলিসহ বেশ’কজন সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
আমীরে জামায়াতের আগমনে কক্সবাজারে প্রচার ও মিডিয়া উপকমিটির প্রস্তুতি সভা
চকরিয়া টাইমস:
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কক্সবাজার আগমন উপলক্ষ্যে প্রচার ও মিডিয়া উপকমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রচার ও মিডিয়া উপকমিটির আহবায়ক জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম।
তিনি তার বক্তব্যে আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সফর কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন করার জন্য প্রচার ও মিডিয়া বিভাগের কাজের প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনের যাবতীয় প্রচারণা করার ক্ষেত্রে উপকমিটির যথাযথ ভূমিকা পালনের আহবান জানান।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি জিএএম আশেক উল্লাহ, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, হাসানুর রশীদ, আনছার হোসেন, হুমায়ুন কবির সিকদার, মোস্তফা সরওয়ার, মোহাম্মদ উর রহমান মাসুদ ও ইসলাম মাহমুদ।
কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের পেকুয়া প্রেসক্লাব পরিদর্শন
চকরিয়া টাইমস :
ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০ এর যাত্রা শুরু
ভিভো এক্স২০০ পাওয়া যাবে ন্যাচারাল গ্রিন ও কসমস ব্ল্যাক এই দুই রঙে। প্রি অর্ডার করা যাবে স্মার্টফোনটি। এর দাম পড়বে ১,৩৯,৯৯৯ টাকা। এছাড়া স্মার্টফোনটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আকর্ষণীয় নানা ধরনের গিফট ও অফার।
'মন খুলে বর্তমান সরকারের সমালোচনা করুন' : কক্সবাজারে প্রেস সচিব সুচিস্মিতা তিথি
নিজস্ব প্রতিবেদক:
এমন মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব সুচিস্মিতা তিথি। তিনি শনিবার (১২ অক্টোবর) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান সরকার কোন মিডিয়াকে কোন ভাবেই প্রভাবিত করার চেষ্টা করবে না। কোন নিউজের কেমন ট্রিটমেন্ট হবে তা নিয়ে কোন ভাবেই চাপ দেবে না এই সরকার।
সহকারি প্রেস সচিব বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ভোক্তা অধিকারকে কাজে লাগানো হচ্ছে। তবে সরকার মার মার কাট কাটে বিশ্বাসী নয়। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসবে।
প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব সুচিস্মিতা তিথি শনিবার কক্সবাজার আসেন। তিনি সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলার দূর্গোৎসব পর্যবেক্ষণ করছেন।
তিনি বিকালে কক্সবাজার প্রেসক্লাবে আসেন। ওই সময় প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী তাঁকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন সহকারি প্রেস সচিবের ভগ্নিপতি ডা. বিশ্বজিৎ রায় (রাজিব), কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আনছার হোসেন, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, দৈনিক সমকাল প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সায়ীদ আলমগীর, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন সিদ্দিকী, দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সি নিউজ সম্পাদক শাহেদ মিজান, সিবি টুয়েন্টিফোর সম্পাদক মহিউদ্দিন মাহী প্রমুখ।
সাংবাদিক রুহুল আমিন গাজীর আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল
খুলনা ব্যুরো :
দোয়া মাহফিলে ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান সভাপতিত্বে বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাবেক নির্বাহী সদস্য হারুন অর রশীদ, সিনিয়র সদস্য এরশাদ আলী, জি এম রফিকুল ইসলাম, কে এম জিয়াউস সাদাত, মাকসুদ আলী, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, নাজমুল হক পাপ্পু, মাশরুর মোর্শেদ, সেলিম গাজী, কামরুল হোসেন মনি, এস এ মুকুল, এমরান হোসেন, মোসলেহ উদ্দিন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার রাত পৌণে তিনটায় বিএফইউজের সভাপতিক রুহুল আমিন গাজীকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে পারেননি তার পরিবার। ফ্লাই করার অনুমতি না পেয়ে তাকে নিয়ে এয়ারপোর্ট থেকে ফিরে এসে আবারও ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা বেশ সংকটাপন্ন। তিনি আপনজনদের যেমন চিনতে পারছেন না তেমনি কথাও বলতে পারছেন না। শ্বাসকষ্টও একটু বেশি মনে হয়েছে। তারপরও মহান আল্লাহ সবকিছুই পারেন। তিনি রুহুল আমিন গাজীকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন এই দোয়া সবাই করবেন। তার পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
চকরিয়া টাইমস :
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার ৪৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মাস্টার নুরুল আমিন হেলালিকে (দৈনিক কক্সবাজার ৭১) সভাপতি এবং মো. ওসমান গনি ইলিকে (জাতীয় অর্থনীতি ও এশিয়ান টিভি) সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন ও মহাসচিব মো. কামরুল ইসলাম কক্সবাজার জেলা কমিটির অনুমোদন করেন।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে জেলা কমিটির অন্যান্য পদবির কর্মকর্তারা হলেন; সহ-সভাপতি মো. আব্দুর রহমান (আনন্দ বাজার), মাস্টার রেজাউল করিম (বাংলাদেশ বেতার/ দৈনিক আজাদী), মো. শেফাইল উদ্দিন (দৈনিক খবর/ রূপালী সৈকত), জামাল হোছাইন (দৈনিক জনবানী/ সকালের কক্সবাজার), নাজিম উদ্দীন (আমার সংবাদ), আব্দুল আলিম নোবেল (কক্সবাজার ৭১), সহ-সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা (দৈনিক ইত্তেফাক), শাহজালাল শাহেদ (দৈনিক সংগ্রাম), মিজানুর রহমান (বাংলাদেশ প্রতিদিন/ এশিয়ান টিভি), আবু হেনা সাগর (বাংলাদেশ সমাচার), আবুল কালাম আজাদ (দৈনিক বসুন্ধরা), জিয়াবুল হক আকাশ (জাতীয় অর্থনীতি), মহিলা সম্পাদক শাহানাজ বেগম (জাতীয় অর্থনীতি ও কক্সবাজার সংবাদ), কামরুন তানিয়া (একুশে সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল আলম রাশেদ (আমার বার্তা), সহ-সাংগঠনিক সম্পাদক এম. নুরুল আমিন টিপু (দৈনিক ভোরের সময়/ কক্সবাজার বাণী), রাসেল তালুকদার (বাংলাদেশ সমাচার), অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, সহ-অর্থ সম্পাদক এইচ.এম রুহুল কাদের (দৈনিক গণমানুষের আওয়াজ), প্রচার সম্পাদক হোসেন সুমন, আশ্রয় প্রতিদিন, সহ-প্রচার সম্পাদক মো. সাঈদুজামান (দৈনিক দৈনন্দিন), দপ্তর সম্পাদক একে সোহেল (দৈনিক মেহেদী), সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন (বাংলাদেশ সমাচার), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফিউল আলম আজাদ (দৈনিক দৈনন্দিন), সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খায়েদ আলম কায়সার, ক্রিড়া বিষয়ক সম্পাদক ওমর ফারুক ঈমন (কক্সবাজার বাণী), সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত (দৈনিক মেহেদী), সাংস্কৃতিক সম্পাদক রানা মুল্লিক (আশ্রয় প্রতিদিন), সহ-সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক রাজু (রূপালী সৈকত), ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক (ভোরের চেতনা), মিডিয়া বিষয়ক সম্পাদক বিজয় কুমার ধর (দৈনিক দেশবিদেশ), সহ-মিডিয়া বিষয়ক সম্পাদক সেলিম খান বাপ্পী (ভোরের সময়), আপ্যায়ান বিষয়ক সম্পাদক জাফর আলম দিদার (দৈনিক কক্সবাজার বাণী), সহ-আপ্যায়ান বিষয়ক সম্পাদক আব্দুল বাসেত (দৈনিক আপনকন্ঠ), আইসিটি বিষয়ক সম্পাদক জাফর আলম, সহ-আইসিটি বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, সদস্য যথাক্রমে- কামাল উদ্দিন, তামান্না জান্নাত, শওকত আলম, ইমরান উদ্দিন প্রমুখ। (প্রেসবিজ্ঞপ্তি)
প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদের অভিনন্দন:
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় কমিটির সকল কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ। তিনি সকলের সুস্বাস্থ্য এবং পেশাগত উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
চকরিয়া সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া সাংবাদিক ফোরামের আয়োজনে মাহে রমযানের আলোচনা ও ইফতার মাহফিল শনিবার (৬ এপ্রিল) পৌর শহরের রেডচিলি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দি ডেইলী নিউ নেশনের প্রতিনিধি বি.এম হাবিব উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি এম. রিদুয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মো. ইবনে আমিন। তিনি বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক কক্সবাজার ৭১ এর ব্যবস্থাপনা সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক ও চকরিয়া প্রবাসী ইউনিয়নের সভাপতি মো. মুবিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক গণবার্তা ও সাপ্তাহিক সোনার বাংলা প্রতিনিধি খন্দকার মোহাম্মদ হোসাইন, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মনজুর আলম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহজালাল শাহেদ, চকরিয়া সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক অলি উল্লাহ রনি (প্রতিনিধি- দৈনিক খবরপত্র ও দৈনিক আজকের কক্সবাজার), অর্থ সম্পাদক মো. কামাল উদ্দিন (প্রতিনিধি- দৈনিক ভোরের ডাক ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা), দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি মো. আব্দুল হামিদ ও দৈনিক আমাদের চট্টগ্রামের প্রতিনিধি মো. ওমর আলী।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি মো. নুরুদ্দোজা, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি আরাফাত চৌধুরী, দৈনিক আমার সংবাদের ফয়সাল আলম সাগর, দৈনিক আজকের দর্পনের প্রতিনিধি রিদুয়ানুল হক মজিদী, ডেইলী কমার্শিয়াল টাইমসের প্রতিনিধি জমির হোসেন, দৈনিক গণসংযোগের প্রতিনিধি মনিরুল আমিন, আলোকিত চকরিয়া ডটকমের এডমিন সিরাজুল মোস্তাকিম মিশু, দৈনিক কক্সবাজার ৭১এর প্রতিনিধি ইয়ার রহমান আনান প্রমুখ।
চকরিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল থানা সেন্টারস্থ নবাববাড়ি কনভেনশন হল মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
সোমবার (১ এপ্রিল) চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সুরাজপুর-মানিকপুর ইউপি’র চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ’র সভাপতি মো. মুবিনুল ইসলাম, চকরিয়া উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফজল করিম ও চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের পরিচালক সুধীর দাশ।
চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর তত্ত্বাবধানে ও অর্থ সম্পাদক শাহজালাল শাহেদের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট উপস্থাপক ইসফাতুল হাসান।
এসময় প্রকৌশলী আবদুর রাজ্জাক রাজ, চকরিয়া প্রেসক্লাবের সদস্যদের মধ্যে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রতিনিধি মো. সোহেল আরমান, দৈনিক স্বাধীন মতের প্রতিনিধি হাসান আল বসরী, দৈনিক অগ্নিশিখা প্রতিনিধি মো. এরফান চৌধুরী, এনএনটিভির প্রতিনিধি মো. রিয়াদ উদ্দিন, দৈনিক বিজয় বাংলাদেশ প্রতিনিধি মো. আরফাতুল ইসলাম, দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি রিদুয়ানুল হক, দৈনিক নতুন বাংলাদেশের প্রতিনিধি মো. বেলাল উদ্দিন, দৈনিক গণসংযোগের প্রতিনিধি মো. মনিরুল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটির ইফতার মাহফিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটির উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান পৌরশহরের গ্রীণচিলি মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী নাদিম।
এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি এম. নুরুল আমিন হেলালী, সাধারণ সম্পাদক মো. ওসমান গণি ইলি।
এসময় সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম খোকন, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল, জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলার কমিটির অর্থ সম্পাদক এইচ.এম রুহুল কাদের, সংবাদকর্মী এরফান চৌধুরী, আরফাতুর রহমান, রুবেল খানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এম. নুরুল আমিন টিপু।
অনুষ্ঠান থেকে দুইজন তরুণ উদ্যোক্তা শেখ রাসেল স্কুলের সভাপতি তানভীর আহমদ সিদ্দিকী তুহিন এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দোহা ফুড লিঃ চকরিয়া শাখার স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলমের হাতে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রবাল শিল্পী গোষ্ঠীর শিল্পী মো. মোরশেদুল ইসলাম।
দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই : মহাসচিব কামরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় ও বর্ধিত সভা শুক্রবার (৬ অক্টোবর) বিকাল পাঁচটায় কক্সবাজার শহরের ডিঙ্গি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. কামরুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ এপিবিএনের কমান্ডার ডিআইজি মোহাম্মদ ইকবাল ও এপিবিএনের কমান্ডার ডিআইজি মোঃ আমির জাফর (বিপিএম)।
এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহজাহান মোল্লা, মমিনুর রশিদ শাহীন, প্রেসিডিয়াম সদস্য কক্সবাজার জেলা কমিটির সভাপতি কামাল হোসেন আজাদ, যুগ্ম মহাসচিব মো. আব্দুল মজিদ, কে.এম রুবেল, কাজী মাহমুদুল হাসান, সালাউদ্দিন আহমেদ, জনকল্যাণ সচিব কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সচিব মো. আবেদ আলী ও কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. উসমান গনি ইলি।
এসময় চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি এস.এম খালেক মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি মো. নুরুল আমিন হেলালী, সহ-সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক ছৈয়দ আমিন, ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি শেফায়েল উদ্দিন, চকরিয়া উপজেলা শাখার সভাপতি জামাল হোছাইন, সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন টিপু, অর্থ সম্পাদক রুহুল কাদের, সংবাদকর্মী ইমন উদ্দিন ফারুক, ফাহিম আবিদ, সুমন, আবছার, আশিকসহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাথে জড়িত সকল সংবাদকর্মীকে সৎ ও দক্ষ গণমাধ্যমকর্মী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে পিআইবিসহ গুরুত্বপূর্ণ বুনিয়াদি প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। নেতৃবৃন্দ বলেন, অনৈক্যের কারণে আজ সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। দেশের সর্বত্রই সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টিকারীরা তৎপর। সাময়িক স্বার্থ হাসিলের জন্য কুচক্রী মহল এসবে ইন্দন যোগাচ্ছে। বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে তাদের চিহ্নিত করে জাতির কাছে মুখোশ উন্মোচন করে দিতে হবে। তাই দলমত নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
একজন সৎ সাংবাদিকের কোন বন্ধু নেই উল্লেখ করে বক্তারা বলেন, সুবিধা বঞ্চিত প্রকৃত সংবাদকর্মীদের ন্যায্য অধিকার আদায়ে সামর্থের আলোকে জাতীয় সাংবাদিক সংস্থা কাজ করে যাচ্ছে। পাশাপাশি নির্যাতিত সাংবাদিকদের পাশে থেকে এর প্রতিবাদে সোচ্চার ভূমিকাসহ ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহযোগিতায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মতপ্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
সভা থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. কামরুল ইসলাম কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি মো. নুরুল আমিন হেলালীকে সভাপতি পদে মনোনীত করে নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, এরপূর্বে জেলা কমিটির আগের সভাপতি কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদকে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে সহ-সভাপতি মনোনীত করা হয়।