Showing posts with label মিডিয়া. Show all posts
Showing posts with label মিডিয়া. Show all posts
চকরিয়ার প্রবীণ সাংবাদিক মোস্তফা কামালের নামাযে জানাযা সম্পন্ন

চকরিয়ার প্রবীণ সাংবাদিক মোস্তফা কামালের নামাযে জানাযা সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড ঘনশ্যামবাজার নিবাসী প্রবীণ সাংবাদিক এম. মোস্তফা কামাল ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংবাদিক মোস্তফা কামাল পেশাগত জীবনে দৈনিক বাংলাবাজার, দৈনিক দিনকাল, দৈনিক কালবেলাসহ দেশের জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে চকরিয়া সংবাদদাতা হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

একইদিন বিকাল পাঁচটায় চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড ঘনশ্যামবাজার হাকিমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে সাংবাদিক মোস্তফা কামালের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। 

এতে চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. শওকত আলী, জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা শাখার সভাপতি জামাল হোসাইনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জানাযা শেষে পাশ্ববর্তী কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়। 

এদিকে প্রবীণ সাংবাদিক মোস্তফা কামালের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা ও কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

চকরিয়ায় খুনী ডাকাত সদস্যদের গ্রেফতারের সফলতায় থানা পুলিশ পেলো আইজিপি’র পুরস্কার

চকরিয়ায় খুনী ডাকাত সদস্যদের গ্রেফতারের সফলতায় থানা পুলিশ পেলো আইজিপি’র পুরস্কার

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

সম্প্রতি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ফাঁসিয়াখালীর ঢালায় রশি টানিয়ে সংঘটিত খুনসহ ডাকাতির ঘটনায় অতি অল্প সময়ের ব্যবধানে খুনী ডাকাত সদস্যদের গ্রেফতারে সাফল্য অর্জন করায় চকরিয়া থানা পুলিশ পেয়েছেন আইজিপি প্রদত্ত বিশেষ পুরস্কার। সোমবার (২২ সেপ্টেম্বর) চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. সাইফউদ্দিন শাহীন। এসময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে উপরোল্লেখিত ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধানসহ আলামত ও দুই সহযোগিকে গ্রেফতার করতে সক্ষম হন। আদালতে দেওয়া ডাকাত দলের প্রধানের জবানবন্দীর সূত্র ধরে অপর দুই সহযোগিকেও লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় দ্রুত গ্রেফতার ও উদ্ধার অভিযানে সফলতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম (বিপিএম) সংশ্লিষ্ট টিমকে কর্ম উৎসাহ অব্যাহত রাখার লক্ষ্যে নগদ এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করেন। এমন সাফল্যের স্বীকৃতির সংবাদে পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন এক শুভেচ্ছা বার্তায় চকরিয়া থানা পুলিশের অভিযানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে  জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানান। 

এদিকে সোমবার সন্ধ্যায় সাংবাদিক ও জনগণের সহযোগিতা কামনা করে সম্প্রতি মহাসড়কে রশি টানিয়ে ডাকাতিকালে খুনের ঘটনাসহ সার্বিক বিষয়ে প্রেস কনফারেন্সের আয়োজন করে চকরিয়া থানা পুলিশ। প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ ও ওসি তৌহিদুল আনোয়ার। 

ব্রিফিং সূত্র জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালায় ডাকাতির সময় উখিয়া বালুখালীর যুবক ২ সন্তানের জনক মাহমুদুল হককে হত্যার ঘটনায় নির্ঘুম নিরবিচ্ছিন্ন অভিযান চালিয়ে ৩জনকে চকরিয়া থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে দায়িত্বরত ওসি তৌহিদুল আনোয়ারও আহত হয়। 

সূত্রে আরো জানা যায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ের গহীন জঙ্গলের ভেতরে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ, থানার ওসি তৌহিদুল আনোয়ার ও উপপরিদর্শক আরকানুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় সরাসরি সম্পৃক্ত ৩জনকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রশি, ২টি স্মার্ট ফোন, ২টি বাটন ফোন, ১টি কালো রংয়ের মানিব্যাগ এবং ১টি হ্যালমেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।


তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

চকরিয়া টাইমস :

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, জনসম্মুখে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে জেলা প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ হামিদ হোসেন এরশাদ, মোহনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি আয়েজ রবি, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ আজিম নিহাদ, জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, সহ-সম্পাদক মিজানুর রহমান, সাবেক অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, শহিদুল ইসলাম শাহেদ, অর্থ সম্পাদক নাছিমা আক্তার, সহ-অর্থ সম্পাদক রতন দ্যা, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন (সুমন), দপ্তর সম্পাদক শওকত আলম, সদস্য শেখ আহমদ ও আরাফাত সিকদার, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন টিপু, মহেশখালী উপজেলা কমিটির সভাপতি আবুল বশর পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ করিম সিকদার, সদস্য মোঃ ইউসুফ, উখিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার,টেকনাফ উপজেলা সভাপতি,নুরুল হোসাইন,সাধারণ সম্পাদক,ফরহাদ রহমান,সিঃ সভাপতি,আজিজ উল্লাহ,প্রচার সম্পাদক শাহিদুল ইসলাম শাহেদ নির্বাহী সদস্য মোজাম্মেল হক, বিজয় টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি মোঃ ফরিদুল আলম, সদস্য মাহবুব আলম মিনার, আব্দুল করিম,ইমরান, নুরুল আলম ওমর ফারুক সোহাগ এবং অর্থ সম্পাদক ঈমরান প্রমুখ।

সাংবাদিক সিরাজুল ইসলাম আজাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-পাঠাগার সচিব ও কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি।

বক্তারা তুহিন হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার পাশাপাশি সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন, তদন্তে স্বচ্ছতা, এবং নিহতের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চকরিয়া প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চকরিয়া প্রেসক্লাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : 

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় চকরিয়া পৌরশহরের নিউ মার্কেটের সামনে মহাসড়কের ওপরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। 

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন এবং প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ। 

এছাড়াও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক  শওকত আলী, কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের  আহবায়ক হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা মুসা ইবনে হোছাইন বিপ্লব, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, রফিক আহমদ, সাংবাদিক এম.মনছুর আলম রানা, নুরুদ্দোজা জনি, মনিরুল আমিন, নুরুল আমিন টিপু ও ফরিদা ইয়াছিন।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ উল হক, চকরিয়া প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, সিনিয়র সাংবাদিক আব্দুল মতিন চৌধুরী, সাংবাদিক এম.রায়হান চৌধুরী, সাংবাদিক জামাল হোসেন, সাংবাদিক অলি উল্লাহ রনি, সাংবাদিক শাহজালাল শাহেদ, সাংবাদিক জিয়াউল হক জিয়া, সাংবাদিক নিজাম উদ্দিন, আবদুল হামিদ, আরাফাত চৌধুরী, সাইফুল ইসলাম সাইফ, আব্দুল্লাহ আল মামুন, জুবাইরুল ইসলাম, রিদুয়ান হাফিজ, ফায়সাল আলম সাগর, সাদ্দাম  হোছাইন, আলী ওমর, রেজাউল করিম, মোহাম্মদ আইয়ুব, সরওয়ার ওসমান, আনোয়ার হোছাইন, শওকতুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। 

মানববন্ধনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চকরিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চকরিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

চকরিয়া টাইমস :

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) বিকাল ৪টায় চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চকরিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ।

মানববন্ধনে অংশ নেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. জাহেদ চৌধুরী, দৈনিক এশিয়ান এইজের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার বশির আল মামুন, চকরিয়া প্রেসক্লাবের একাংশের সভাপতি দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি এম. আলী হোসেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যায়যায়দিনের মোঃ মনজুর আলম, বাংলাদেশ প্রতিদিনের জিয়াউদ্দিন ফারুক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আমার দেশের ইকবাল ফারুক, দৈনিক সংবাদের এম জিয়াবুল হক, দৈনিক কর্ণফুলীর জহিরুল ইসলাম,দৈনিক খবর পত্রের কক্সবাজার জেলা প্রতিনিধি মনির আহমদ, দৈনিক ভোরের আকাশ ও মুসলিম টাইমসের জহিরুল আলম সাগর, দৈনিক বাংলাদেশ সমাচারের এম, রিদুয়ানুল হক, দৈনিক সংগ্রামের শাহজালাল সাহেদ, দৈনিক প্রতিদিনের সংবাদের নাজমুল সাঈদ সোহেল, দৈনিক বাংলাদেশের আলো শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক সংবাদ সারাবেলার কামাল উদ্দিন, দৈনিক বাংলার ইউসুফ বিন হোসাইন, দৈনিক ভোরের ডাকের সাঈদী আকবর ফয়সাল, দৈনিক ডেসটিনির এইচ এম রুহুল কাদের, এনএএন টিভির রিয়াদ উদ্দিন, দৈনিক জনবাণীর আদিল আহমেদ চৌধুরী, দৈনিক রুপসী গ্রামের রাজু দাশ, দৈনিক নিরপেক্ষ এর কফিলউদ্দিন, দৈনিক আপন কন্ঠের জুলফিকার আলি ভুট্টাে, দৈনিক বাংলাদেশের খবরের তৌহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের রিদুয়ানুল হক, দৈনিক আমার সংবাদের নুরুল ইসলাম সুমন, দৈনিক একুশে সংবাদের আব্দুল হামিদ, এমসি টিভির মোঃ সেলিম, দৈনিক আজকের বাংলার মোঃ আরফাত, দৈনিক ভোরের সময়ের নুরুল আমিন টিপু, দৈনিক স্বাধীন মতের বিজন কুমার বিশ্বাস, দৈনিক নাগরিক সংবাদের মোঃ সাদ্দাম, জেজে টিভির ফরিদ বাবুল, দৈনিক গণকন্ঠের আব্দুল্লাহ আল মামুন, কর্ণফুলি মিডিয়ার হোসাইন মোঃ সবুজ, দৈনিক অগ্নি শিখার এরফান, দৈনিক জনতার আব্দুল মতিন চৌধুরী, দৈনিক যুগ-যুগান্তরের আবুল হোসাইন, দৈনিক তৃতীয় মাত্রার শাহ্ আলম, দৈনিক জনতার জমিনের শফিউল করিম সবুজসহ শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

এসময় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলার সভাপতি মোঃ হেলাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলার ছাত্র প্রতিনিধি সাঈদ হাসান, মোবারক হোসাইন জিহান ও শামসুল আলম সাঈদী প্রমূখ।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, 'আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হলেও এখনো সকল খুনীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই হত্যাকাণ্ড হচ্ছে।' দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

তাঁরা আরো বলেন, 'দ্রুত সময়ের মধ্যে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচার দ্রুত আইনে নিশ্চিত করতে হবে। নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব নিতে হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য শাস্তি স্বরুপ সর্বোচ্চ আইন করা এবং সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে।

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্মরণে চকরিয়ায় দোয়া মাহফিল

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্মরণে চকরিয়ায় দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

চকরিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) বিকেলে যুগান্তর চকরিয়া উপজেলা প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন এর উদ্যোগে চকরিয়া হস্তশিল্প কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চকরিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইনকিলাব ও ডেইলি অবজারভার এর সাংবাদিক আলহাজ্ব ইবনে আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মানব কন্ঠের আবদুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিনের জিয়াউদ্দিন ফারুক, দৈনিক যায়যায়দিনের মনজুর আলম, দৈনিক আমার দেশের ইকবাল ফারুক, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর জিয়াবুল হক, দৈনিক কালবেলার মনিরুল আমিন, দৈনিক ভোরের সময়ের নুরুল আমিন টিপু প্রমূখ আলোচনায় অংশ নেন।

আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী নুরুল ইসলাম জাতির বাক স্বাধীনতা অর্জন ও অন্যায়ের বিরুদ্ধে লেখার জন্য দৈনিক যুগান্তর ও যমুনা টিভি প্রতিষ্ঠা করেন। স্বাধীন দেশে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের জন্য যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে অনন্য রেকর্ড স্থাপন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক এর সাঈদী আকবর ফয়সাল, দৈনিক আপন কন্ঠ এর জুলফিকার আলি ভুট্টাে, দৈনিক বাংলাদেশের খবর এর তৌহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের রিদুয়ানুল হক, দৈনিক আমার সংবাদের নুরুল ইসলাম সুমন, কক্স অনলাইন বার্তার সম্পাদক রুবেল খান।

এসময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নেছার উদ্দিন।

কক্সবাজারে দিনব্যাপি মিডিয়া কর্মী প্রশিক্ষণ সম্পন্ন

কক্সবাজারে দিনব্যাপি মিডিয়া কর্মী প্রশিক্ষণ সম্পন্ন

চকরিয়া টাইমস:

কক্সবাজার জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের আয়োজনে মিডিয়া কর্মীদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ জুন) জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মাশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

তিনি বলেন, মিডিয়া সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সমাজ ও রাষ্ট্রে জনগণের ইতিবাচক ভূমিকা পালনে মিডিয়ার ভূমিকা অগ্রগণ্য। সমাজ ও রাষ্ট্র কে সঠিক পথে পরিচালিত করতে মিডিয়া কর্মীদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে, নচেৎ সমাজ থেকে মানবতা, সামাজিকতা ও পরমত সহিষ্ণুতার উঠে যাবে। সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হয়ে পড়বে। জামায়াতে ইসলামী মিডিয়া জগতে এক ঝাঁক নির্লোভ ও দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত মিডিয়া কর্মী তৈরি করতে কাজ চালিয়ে যাচ্ছে। ইসলাম ও ইসলামী সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডা মোকাবেলায় নৈতিক ও যৌক্তিক ভূমিকা পালন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনে নিজেদের প্রস্তুত করার জন্য তিনি মিডিয়া কর্মীদের প্রতি আহ্বান জানান।

এতে আলোচনা পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কর্মাশালার প্রদক্ষিক কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক কোর ট্রেইনার অধ্যাপক রফিকুজ্জামান রোমান ও অধ্যাপক মামুন উদ্দিন।

এসময় শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ অন্যান্য মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কক্সবাজারে সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভা

কক্সবাজারে সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভা

চকরিয়া টাইমস :

কক্সবাজারে সংবাদপত্রের কালো দিবস-২০২৫ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে গতকাল সোমবার কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম জাফরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।

বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার এমআর খোকন, দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার বেদারুল আলম, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল।

এসময় দৈনিক বণিক বার্তা'র ছৈয়দ আলম, দৈনিক আজাদীর শাহেদ মিজান, দৈনিক সংবাদের জসিম উদ্দিন ছিদ্দিকী, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, আবদুল মতিন চৌধুরী, জিয়াউল করিম, স.ম ইকবাল বাহার চৌধুরী, বিজয় টিভির এম শাহ আলম, কালেরকন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আরোজ ফারুক, দৈনিক হিমছড়ি'র শহর প্রতিনিধি আমিনুল কবির, সাংবাদিক মোজাম্মেল হক, অন্তর দে বিশাল, ফয়সাল রিয়াদ, প্রবাল নিউজের আলম, দৈনিক নওরোজের কক্সবাজার প্রতিনিধি আব্দুল্লাহ খান, এবাদুল্লাহ, আরিফুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় কর্মরত সাংবাদিক রুস্তম গণি মাহমুদের জানাযা সম্পন্ন

চকরিয়ায় কর্মরত সাংবাদিক রুস্তম গণি মাহমুদের জানাযা সম্পন্ন

চকরিয়া টাইমস : 

চকরিয়ায় কর্মরত সাংবাদিক রুস্তম গণি মাহমুদের নামাযে জানাযা নিজগ্রাম ডুলাহাজারার মালুমঘাটস্থ ডুমখালী কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে সম্পন্ন হয়েছে। 

সোমবার (২জুন) দুপুর দুইটায় অনুষ্ঠিত নামাযে জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক চকোরী পত্রিকার সম্পাদক চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, সাংবাদিক এম.আর মাহবুব, মরহুমের ছোটভাই ডাঃ আবদুল আজিজ ও বড়ছেলে ইকরামুল গণি রাকিব। 

এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ সাঈদ, দৈনিক নয়াদিগন্তের কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি গোলাম আজম খান, দৈনিক ইত্তেফাকের চকরিয়া প্রতিনিধি এম.এইচ আরমান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের শোকাহত ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। নামাযে জানাযা শেষে মরহুমের লাশ মসজিদ সংলগ্ন সামাজিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। 

উল্লেখ্য, ডুলাহাজারার মালুমঘাটস্থ ডুমখালী গ্রামের মরহুমর কালু সওদাগরের ছেলে সাংবাদিক রুস্তম গণি মাহমুদ ডুমখালী জামে মসজিদের দীর্ঘদিনের সাবেক সেক্রেটারি, মালুমঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সেক্রেটারি ও মালুমঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক কর্মকা-ে স্বচ্ছতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি বর্ণাঢ্য সংসার জীবনে ছেলে সন্তানের জনক। পেশাগত জীবনে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় গণমাধ্যমে সাংবাদিক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে জ্বরে ভুগছিলেন। সর্বশেষ মালুমঘাট স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে; সেখানে ডেঙ্গু টেস্টে রিপোর্ট পজেটিভ আসে। ওই রিপোর্ট অনুযায়ী শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চমেক স্থানান্তর করেন। পারিবারিক সিদ্ধান্তে গুরুতর অসুস্থ সাংবাদিক রুস্তম গণিকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজারের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজারের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

চকরিয়া টাইমস :

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংস্থা অগ্রযাত্রার সহযোগিতায় কক্সবাজারে প্রিন্ট ও ইলেক্ট্রেনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ সম্পন্ন হয়েছে।

সোমবার (২৬ মে) শহরের হোটেল বীচওয়ের সম্মেলন কক্ষে অনুুষ্ঠিত কর্মশালা সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ।

এতে বিশেষ অতিথি ছিলেন এস.এ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো. জসীম উদ্দিন ও সাংবাদিক আবদুল আলীম নোবেল।

সাংবাদিক সংস্থার জেলা সভাপতি মো. নুরুল আমিন হেলালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওসমান গণি ইলির পরিচালনায় সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল সাংবাদিকদের মাঝে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
আলীর সুড়ঙ্গের পরাবাস্তব আখ্যান

আলীর সুড়ঙ্গের পরাবাস্তব আখ্যান

মমতাজ উদ্দিন আহমদ:

আলীকদমের শান্ত প্রকৃতির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আলীর পাহাড় যেন এক রহস্যের আঁধার। এর গভীরে লুকিয়ে থাকা সুড়ঙ্গগুলো কালের সাক্ষী, ধারণ করে অসংখ্য অশরীরী কল্পকথা। লোকমুখে ফেরা সেইসব কিংবদন্তীর আবছা আলোয় আজ আমরা প্রবেশ করব এক পরাবাস্তব জগতে, যেখানে বাস্তবতা আর কল্পনার সীমা অস্পষ্ট।
আলীর পাহাড়ের নামকরণের ইতিহাস ধূসর, তবে এর গায়ে লেগে থাকা রহস্যের ছোঁয়া আজও অনুভব করা যায়। জনশ্রুতি বলে, এই পাহাড় ও তার সুড়ঙ্গ এক ভিন্ন জগতের প্রবেশদ্বার। হয়তো সেই অজানার টানেই বহু বছর আগে একদল কাঠুরিয়া ভাগ্য অন্বেষণে এখানে এসেছিল।
একদিন, কাঠ কাটার সময় তাদের দলের একজন গভীর অরণ্যের নিস্তব্ধতায় হারিয়ে যায়। সঙ্গীরা যখন তাকে খুঁজে ক্লান্ত, তখন সে এক অলৌকিক মায়াজালে বাঁধা পড়ে। গাছের পাতায় আচ্ছাদিত এক অপার্থিব রূপসী তাকে আলিঙ্গন করে, যার স্পর্শে পৃথিবীর সমস্ত সত্য যেন তুচ্ছ মনে হয়।
হারানো সেই কাঠুরিয়া আর ফেরে না। সঙ্গীরা ধরে নেয় কোনো বন্য জন্তুর শিকার হয়েছে সে। কিন্তু সত্য ছিল অন্য কিছু। সেই রূপসী, কোনো দূর নক্ষত্রের আলোয় গড়া মূর্তির মতো, তাকে টেনে নিয়ে যায় আলীর পাহাড়ের গভীরে, এক সুড়ঙ্গের আঁধারে।
সুড়ঙ্গের অভ্যন্তরে সময় থমকে দাঁড়ায়। দিনের আলো প্রবেশ করে না, রাতের তারারাও যেন পথ ভুলে যায়। সেই রূপসীর বাহুডোরে বন্দি কাঠুরিয়া এক নতুন জগতে প্রবেশ করে—যেখানে বাস্তবতা স্বপ্নের মতো অস্পষ্ট। ধীরে ধীরে সে জানতে পারে, সেই নারী কোনো সাধারণ মানুষ নয়, বরং এই পাহাড়ের রহস্যময় আত্মার অংশ।
মাঝে মাঝে সেই রূপসী তার আসল রূপে আবির্ভূত হয়—এক বিশাল, শ্বেতকায় সত্তা, যার পরনে পশুর চামড়া আর অলংকার পাখির পালক। তারা আগুনের উত্তাপ চেনে না, বেঁচে থাকে প্রকৃতির দান ফলমূল আর শিকার করা পশু-পাখির মাংসের ওপর। কাঠুরিয়াও ধীরে ধীরে সেই অচেনা জীবনের অংশ হয়ে ওঠে।
রাতের নিস্তব্ধতা তার মনে ভয়ের সঞ্চার করে। সেই অশরীরী নারীর পাশে নিজের অস্তিত্বকে ক্ষণস্থায়ী আর মিথ্যা মনে হয়। তার আলিঙ্গন ক্রমশ অসহ্য হয়ে ওঠে, যেন কোনো অদৃশ্য শেকল তাকে বেঁধে রাখে।
একদিন, যখন রহস্যময়ী নারী শিকারে যায়, সুড়ঙ্গের মুখ খোলা থাকে। কাঠুরিয়া দেখে, বাইরের পৃথিবীর আলো তার জন্য অপেক্ষা করছে। সে পালিয়ে আসে, ফেলে আসে সেই পরাবাস্তব জগৎ। কিন্তু সেই মায়াবী স্পর্শ, সেই অচেনা ভয়—সবকিছু তার স্মৃতিতে জীবন্ত থাকে।
তবে সেই অশরীরী মায়ার বাঁধন কি এত সহজে ছিন্ন হওয়ার? লোককথা বলে, আজও আলীর পাহাড়ের গভীরে সেই রূপসীর দীর্ঘশ্বাস শোনা যায়, তার হারানো সঙ্গীর জন্য এক অসীম হাহাকার। আর গভীর রাতে, সুড়ঙ্গের মুখে নাকি দেখা যায় এক ছায়ামূর্তি—যার চোখে তার হারানো ভালোবাসার জন্য অনন্ত বেদনা।
এই কাহিনী কোনো বাস্তব ঘটনা নয়, হয়তো বা আলীর পাহাড়ের নীরবতা আর সুড়ঙ্গের অন্ধকার জন্ম দিয়েছে এমন রহস্যময় কল্পনার। তবে আজও যারা সেই পথে হাঁটেন, তারা হয়তো অনুভব করেন এক অশরীরী উপস্থিতির নীরব স্পন্দন—এক পরাবাস্তব জগতের ক্ষীণ প্রতিধ্বনি।
লেখক: মমতাজ উদ্দিন আহমদ,
সভাপতি, আলীকদম প্রেসক্লাব,
বান্দরবান পার্বত্য জেলা।
বাঞ্ছারামপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইউএনও ফেরদৌস আরা

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইউএনও ফেরদৌস আরা

সোহাইল আহমেদ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): 

"নিজস্ব ভবনের স্বপ্ন পূরণে সাংবাদিকদের নতুন ঠিকানা"

 ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাংবাদিকদের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। নিজস্ব ভবনের অভাববোধ পেরিয়ে এবার তারা পেতে চলেছেন নিজেদের ঠিকানা। বুধবার (১৪ মে) বিকাল ৫টায় বাঞ্ছারামপুর প্রেসক্লাব ভবন নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। 

প্রসঙ্গত, প্রায় ৩৭ বছর আগে বসুন্ধরা গ্রুপ প্রেসক্লাবের জন্য উপজেলা পরিষদ সংলগ্ন ৬ শতক জমি কিনে দিলেও কোনো নির্বাচিত কমিটি না থাকায় ও নানাবিধ প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন ধরে জমিটি পরিত্যক্ত ছিল। অবশেষে ৩৬ বছর পর ২০২৪ সালের ৯ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়। শপথগ্রহণের মধ্য দিয়ে ৫ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি দায়িত্ব গ্রহণ করে এবং ভবন নির্মাণের উদ্যোগ নেয়।

এসময় উপস্থিত ছি‌লেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ, সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী, সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাইল আহমেদ, সিনিয়র সাংবাদিক শাহীন আহমেদ সাজু, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ পলাশ মিয়া, কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন সাদীসহ অন্যান্য সদস্যরা। 

ইউএনও ফেরদৌস আরা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের জন্য একটি সুন্দর, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। প্রেসক্লাব ভবনের কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা করি।”

ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, “সাংবাদিকদের কল্যাণে নেওয়া এই মহতী উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।”

প্রেসক্লাব সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ বলেন, “দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজস্ব ভবনের কাজ শুরু হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত।”

সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী বলেন, “এই ভবন শুধু ইট-পাথরের কাঠামো নয়, এটি আমাদের আশা, আকাঙ্ক্ষা ও আত্মমর্যাদার প্রতীক।”

সহ-সভাপতি ফয়সল আহমেদ খান বলেন, “সবার ঐক্য ও সহমর্মিতায় আজকের এই সফলতা এসেছে। সামনে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।”

চকরিয়ান গ্রুপের কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়ান গ্রুপের কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়া টাইমস: 
বৃহত্তর ফেসবুক গ্রুপ চকরিয়ান'র আয়োজনে চকরিয়ান কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ ফুড টার্মিনাল মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিজয়ী প্রতিনিধি ও সর্বস্তরের অভিভাবকদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের এডমিন মিনহাজ রানা।

তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী মুহাম্মদ আসিফ নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুহাম্মদ ফয়সাল। 
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ম্যাক্স হসপিটালের ডেন্টাল সার্জন ডাঃ দস্তগীর বিল্লাহ সাকিব।

পরে অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে কুরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাহে রমযান আমাদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শিক্ষা দেয় : কামাল হোসেন আজাদ

মাহে রমযান আমাদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শিক্ষা দেয় : কামাল হোসেন আজাদ

চকরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল 

চকরিয়া টাইমস : কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদ বলেছেন, মাহে রমযান আমাদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শিক্ষা দেয়। প্রতিবছর আমরা রমযান পালন করি। আমাদের কাছে রোজাভিত্তিক আমল নাই, নামাযভিত্তিক আমল নাই; আমাদেরকে আমলদার হতে হবে। 

তিনি বলেন, রোজাও রাখি-নামাযও পড়ি, অনিয়মও সাথে সাথে করি। রোজা নামাযের পাশাপাশি অন্যায় ও অনিয়মের সাংবাদিকতাও করে যাচ্ছি। আমরা মিথ্যা ছাড়তে পারছিনা; সুযোগ পেলেই একে অপরের পরনিন্দা ও গীবত চর্চায় ব্যস্ত সময় পার করছি। এসব পরিহার করার মাধ্যমে পরিত্রাণ পেতে নিজের মধ্যে সদা সর্বদা আল্লাহর ভয়কে জাগ্রত করতে হবে। রোজার শিক্ষা হলো আল্লাহকে ভয় করে মিথ্যা, পরনিন্দা ও গীবত চর্চার মতো সকল গর্হিত কাজ হতে বিরত থেকে নিজের জীবনকে পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ জীবনই মুমিম বান্দাকে তাকওয়া অর্জনের পথে ধাবিত করে। পেশাগত জীবনে নৈতিকতা বিবর্জিত সাংবাদিকতা তাকওয়ার অন্তরায়। তাই দেশ ও দশের কল্যাণে দলাদলি পরিহার করে সকলে ঐক্যবদ্ধ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আদর্শ ও সঠিক সাংবাদিকতা চর্চায় মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। 

রোববার (২৩ মার্চ) চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে চকরিয়া থানা রোডস্থ পশু হাসপাতালের সামনে চকরিয়া প্রেসক্লাব মিলনায়তনে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক শাহজালাল শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী ও চকরিয়া থানার ওসির প্রতিনিধি উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ বাবুল মিয়া। 

এসময় চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক লায়ন এম. রায়হান চৌধুরী, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহুর, দৈনিক বাংলাদেশের আলো’র প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ, দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিনিধি এইচ.এম রুহুল কাদের, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি সাঈদী আকবর ফয়সাল, দৈনিক যুগযুগান্তরের প্রতিনিধি ফরিদুল আলম বাবুল, দৈনিক আমাদের সংগ্রামের প্রতিনিধি আরফান উদ্দিন, দৈনিক মুক্তখবরের প্রতিনিধি মো. রিদুয়ানুল হক, দৈনিক বায়েজীদের প্রতিনিধি মো. আরফাত সানি, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি নুরুল ইসলাম সুমন, সাগর রায়হান শরীফসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।


জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (১৩ মার্চ) কক্সবাজার শহরে স্থানীয় অভিজাত হোটেল ফ্রেশইন রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ইলির সঞ্চালনায় বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি দৈনিক সৈকত পত্রিকার সম্পাদক মো. মাহবুবর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদ, এনটিভি জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সিবিসি নিউজের বার্তা প্রধান শাহজাহান চৌধুরী শাহীন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি দেশ টিভির জেলা প্রতিনিধি মো. আব্দুর রহমান, বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, চ্যানেল আই স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশীদ, দৈনিক আপনকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম মাহমুদ, এসএ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমন ও উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম. ইকবাল বাহার চৌধুরী।

এসময় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি আয়াজ রবি, সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক আকাশ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদ, সহ-অর্থ সম্পাদক মাসুম, সহ-দপ্তর সম্পাদক লোকমান ইসলাম রানা, মহিলা সম্পাদিকা শাহনাজ বেগম, সমাজকল্যাণ সম্পাদক নাসিমা আক্তার, রহিমা বেগম, আরফাত সিকদার, প্রচার সম্পাদক মো. হোসেন সুমন, তথ্য প্রযু্ক্তি সম্পাদক জাফর আলম, সহ-তথ্য প্রযু্ক্তি সম্পাদক ইউছুফ আলী, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোছাইন, রামু উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কায়েদ আলম কায়সার, টেকনাফ কমিটির সহ-সভাপতি আজিজুল হক আজিজ, অর্থ সম্পাদক ফরহাদ, মহেশখালীর এস.এম করিম, আবু বক্কর সিদ্দিকী, উখিয়া উপজেলা কমিটির সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক মো. এম.এ আব্দু সাত্তার ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল মোহাম্মদ ইমরানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিতক ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য, গুরুত্ব ও সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে আলোচনা করেন। পরে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

ইফতার মাহফিল শেষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, জাতীয় অর্থনীতি পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মো. ওসমান গণি ইলিসহ বেশ’কজন সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

আমীরে জামায়াতের আগমনে কক্সবাজারে প্রচার ও মিডিয়া উপকমিটির প্রস্তুতি সভা

আমীরে জামায়াতের আগমনে কক্সবাজারে প্রচার ও মিডিয়া উপকমিটির প্রস্তুতি সভা

চকরিয়া টাইমস‎:

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কক্সবাজার আগমন উপলক্ষ্যে প্রচার ও মিডিয়া উপকমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রচার ও মিডিয়া উপকমিটির আহবায়ক জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম।

তিনি তার বক্তব্যে আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সফর কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন করার জন্য প্রচার ও মিডিয়া বিভাগের কাজের প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনের যাবতীয় প্রচারণা করার ক্ষেত্রে উপকমিটির যথাযথ ভূমিকা পালনের আহবান জানান।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি জিএএম আশেক উল্লাহ, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, হাসানুর রশীদ, আনছার হোসেন, হুমায়ুন কবির সিকদার, মোস্তফা সরওয়ার, মোহাম্মদ উর রহমান মাসুদ ও ইসলাম মাহমুদ।

শহর যুব বিভাগের প্রস্তুতি সভা:
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কক্সবাজার আগমন উপলক্ষ্যে কর্মী সম্মেলন সফল করতে শহর জামায়াত কার্যালয়ে সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শহর যুব বিভাগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শহর যুব বিভাগের সভাপতি জাহেদুল ইসলাম নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মাদ শাকিল। উপস্থিত ছিলেন শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসানসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের যুব নেতৃবৃন্দ।
কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের পেকুয়া প্রেসক্লাব পরিদর্শন

কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের পেকুয়া প্রেসক্লাব পরিদর্শন

চকরিয়া টাইমস :

কক্সবাজারের পেকুয়ায় "পেকুয়া প্রেসক্লাব" কার্যালয় পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন কক্সবাজার প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রোববার ৫ জানুয়ারি রাত আটটার দিকে পেকুয়া প্রেসক্লাব পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি দৈনিক সৈকত পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।

এতে কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান বিশিষ্ট সাংবাদিক শামসুল হক শারেক, সিবিএন এর কক্সবাজার ব্যুরোচীফ ইমাম খাইর, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম হেলালি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আনছার হোসেন উপস্থিত ছিলেন।

পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পাক্ষিক পেকুয়ার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক নেতা ছফওয়ানুল করিম উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে উত্তরোত্তর সফলতা কামনা করেন।
পরিদর্শনকালে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অধিকার নিশ্চিত করতে হবে। সংবাদমূল্য আছে প্রকাশোপযোগী কোনো জন গুরুত্বপূর্ণ তথ্যকে হত্যা করা যাবে না এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জনগণের জানার অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আবদুল্লাহ আনসারী, সাংবাদিক এফ এম সুমন, সাংবাদিক এম গোলাম রহমান, সাংবাদিক এইচ এম শহিদ, সাংবাদিক মোহাম্মদ ইউনুছ, সাংবাদিক আমিনুল ইসলাম বাহার ও তৌহিদুল ইসলাম।
ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০ এর যাত্রা শুরু

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০ এর যাত্রা শুরু

চকরিয়া টাইমস:

দেশে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো এক্স২০০। ভিভোর এক্স সিরিজের এই ফ্ল্যাগশিপ দেবে উন্নত জাইস টেলিফটো ক্যাপাবিলিটি, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও পারফরম্যান্স এবং অত্যাধুনিক ডিজাইনের দুর্দান্ত অভিজ্ঞতা।
ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি ও চাহিদাকে সামনে রেখেই উদ্ভাবনকে গুরুত্ব দিয়েছে ভিভো। এরই ধারাবাহিকতায় দেশে এসেছে এক্স২০০।
ভিভো এক্স২০০-এর ক্যামেরা দেবে পেশাদার মানের ফটো ও ভিডিওগ্রাফির অভিজ্ঞতা। এতে আছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার সেন্সর জাইস টেলিফটো ক্যামেরা, যা দিবে স্পষ্ট, নিখুঁত এবং ডিটেইলড ছবি। টেলিফটো ম্যাক্রো দিয়ে ২০ গুণ জুমে মিলবে ক্ষুদ্রতম ডিটেইল। পাশাপাশি টেলিফটো পোর্ট্রেট মোডে দীর্ঘ ফোকাল লেন্স এবং জাইস অপটিক্স ব্যবহার করে প্রতিটি ছবি হয়ে উঠবে দৃষ্টিনন্দন। এছাড়াও আছে ১০০ গুণ হাইপারজুম, সুপার ল্যান্ডস্কেপ মোড, জাইস সিনেমাটিক পোর্ট্রেট ভিডিও।
ভিভো এক্স২০০ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে জাইস টি-কোটিং প্রযুক্তি। যা সব বাধা বিঘ্ন দূর করে নিশ্চিত করে প্রাণবন্ত ও ঝকঝকে ছবি। জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট দিয়ে ৩ মি.মি. থেকে ১০০ মি.মি. পর্যন্ত বিভিন্ন ফোকাল রেঞ্জে পেশাদার মানের ছবি তোলা যাবে।
ভিভো এক্স২০০ স্মার্টফোনের ৩ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট নিশ্চিত করবে মসৃণ মাল্টিটাস্কিং। সাথে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি রমের ক্ষমতা প্রয়োজনীয় সবকিছু সংরক্ষণ ও নির্বিঘ্নে চালানোর জন্য যথেষ্ট। এতে আছে ৫৮০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও থাকবে দৃঢ়। এআই ইরেজ ও এআই নোট অ্যাসিস্ট দিয়ে প্রতিদিনের কাজ হবে আরও গতিময়। ৪৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ৬.৬৭ ইঞ্চি জাইস মাস্টার কালার ও আই প্রোটেকশন ডিসপ্লেতে চোখ কখনো ক্লান্ত হয়ে পড়বে না।
ভিভো এক্স২০০ এ আছে কোয়াড কার্ভড ডিসপ্লে। প্রিমিয়াম মেটালিক ফিনিশ স্মার্টফোনটির লুকে এনেছে বৈচিত্র্য। ভিভো এক্স২০০ স্মার্টফোন এর আইপি ৬৮ ও আইপি ৬৯ রেটিংস। এতে আছে নতুন ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেম, যা দেবে আপডেটেড ভিজ্যুয়াল ডিজাইন, নিরাপত্তা এবং স্মুথ পারফরম্যান্স অভিজ্ঞতা। 

ভিভো এক্স২০০ পাওয়া যাবে ন্যাচারাল গ্রিন ও কসমস ব্ল্যাক এই দুই রঙে। প্রি অর্ডার করা যাবে স্মার্টফোনটি। এর দাম পড়বে ১,৩৯,৯৯৯ টাকা। এছাড়া স্মার্টফোনটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আকর্ষণীয় নানা ধরনের গিফট ও অফার। 

'মন খুলে বর্তমান সরকারের সমালোচনা করুন' : কক্সবাজারে প্রেস সচিব সুচিস্মিতা তিথি

'মন খুলে বর্তমান সরকারের সমালোচনা করুন' : কক্সবাজারে প্রেস সচিব সুচিস্মিতা তিথি

নিজস্ব প্রতিবেদক: 

'বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করা যাবে। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস নিজেই তাঁর সরকারের সমালোচনা করার পরামর্শ দিয়েছেন।' 

এমন মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব সুচিস্মিতা তিথি। তিনি শনিবার (১২ অক্টোবর) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন। 

তিনি বলেন, বর্তমান সরকার কোন মিডিয়াকে কোন ভাবেই প্রভাবিত করার চেষ্টা করবে না। কোন নিউজের কেমন ট্রিটমেন্ট হবে তা নিয়ে কোন ভাবেই চাপ দেবে না এই সরকার। 

সহকারি প্রেস সচিব বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ভোক্তা অধিকারকে কাজে লাগানো হচ্ছে। তবে সরকার মার মার কাট কাটে বিশ্বাসী নয়। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসবে। 

প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব সুচিস্মিতা তিথি শনিবার কক্সবাজার আসেন। তিনি সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলার দূর্গোৎসব পর্যবেক্ষণ করছেন। 

তিনি বিকালে কক্সবাজার প্রেসক্লাবে আসেন। ওই সময় প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী তাঁকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান। 

এসময় উপস্থিত ছিলেন সহকারি প্রেস সচিবের ভগ্নিপতি ডা. বিশ্বজিৎ রায় (রাজিব), কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আনছার হোসেন, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, দৈনিক সমকাল প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সায়ীদ আলমগীর, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন সিদ্দিকী, দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সি নিউজ সম্পাদক শাহেদ মিজান, সিবি টুয়েন্টিফোর সম্পাদক মহিউদ্দিন মাহী প্রমুখ।

সাংবাদিক রুহুল আমিন গাজীর আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাংবাদিক রুহুল আমিন গাজীর আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খুলনা ব্যুরো : 


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি, দৈনিক সংগ্রাম-এর বিশেষ প্রতিনিধি ও চীফ রিপোর্টার রুহুল আমিন গাজীর আশু সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে  এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র  সাবেক নির্বাহী কমিটির সদস্য এইচ এম আলাউদ্দিন।

দোয়া মাহফিলে ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান সভাপতিত্বে বিএফইউজে’র  সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাবেক নির্বাহী সদস্য হারুন অর রশীদ, সিনিয়র সদস্য এরশাদ আলী, জি এম রফিকুল ইসলাম, কে এম জিয়াউস সাদাত, মাকসুদ আলী, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, নাজমুল হক পাপ্পু, মাশরুর মোর্শেদ, সেলিম গাজী, কামরুল হোসেন মনি, এস এ মুকুল, এমরান হোসেন, মোসলেহ উদ্দিন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, রোববার রাত পৌণে তিনটায় বিএফইউজের সভাপতিক রুহুল আমিন গাজীকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে পারেননি তার পরিবার। ফ্লাই করার অনুমতি না পেয়ে তাকে নিয়ে এয়ারপোর্ট থেকে ফিরে এসে আবারও ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা বেশ সংকটাপন্ন। তিনি আপনজনদের যেমন চিনতে পারছেন না তেমনি কথাও বলতে পারছেন না। শ্বাসকষ্টও একটু বেশি মনে হয়েছে। তারপরও মহান আল্লাহ সবকিছুই পারেন। তিনি রুহুল আমিন গাজীকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন এই দোয়া সবাই করবেন। তার পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।