চকরিয়া টাইমস :
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংস্থা অগ্রযাত্রার সহযোগিতায় কক্সবাজারে প্রিন্ট ও ইলেক্ট্রেনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ সম্পন্ন হয়েছে।
এতে বিশেষ অতিথি ছিলেন এস.এ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো. জসীম উদ্দিন ও সাংবাদিক আবদুল আলীম নোবেল।
সাংবাদিক সংস্থার জেলা সভাপতি মো. নুরুল আমিন হেলালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওসমান গণি ইলির পরিচালনায় সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল সাংবাদিকদের মাঝে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
0 comments: