চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ

চকরিয়া টাইমস: 

চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদ শূন্য হওয়ায় অর্থ সম্পাদক শাহজালাল শাহেদকে সাধারণ সম্পাদক পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) চকরিয়া উপজেলা সড়কস্থ থানার দক্ষিণপাশে পশু হাসপাতালের সামনে অবস্থিত চকরিয়া প্রেসক্লাবের এক বিশেষ সভা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

ক্লাবের সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৈনিক বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি মো. নজরুল ইসলাম খোকন।

সভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক খবর পত্রের কক্সবাজার জেলা প্রতিনিধি মনির আহমদ, সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ ও প্রচার সম্পাদক দৈনিক বিকাল বার্তার প্রতিনিধি মো. আরফাত সানি।

এসময় ক্লাবের সহ-সভাপতি দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মো. শাহ আলম, যুগ্ম সম্পাদক দৈনিক বর্তমান প্রতিনিধি জিয়াউল হক জিয়া, যুগ্ম সম্পাদক দৈনিক আমাদের সংগ্রাম প্রতিনিধি আরফান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নতুন বাংলাদেশ প্রতিনিধি মো. বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মো. রিদুয়ানুল হক, সদস্য যথাক্রমে; দৈনিক আপনকণ্ঠ প্রতিনিধি আলাউদ্দিন আলো, একুশে কণ্ঠ প্রতিনিধি একরামুল হক, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

উক্ত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে দৈনিক সংগ্রাম চকরিয়া সংবাদদাতা শাহজালাল শাহেদকে চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক করা হয়। 

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়ার কক্সবাজার জেলা প্রতিনিধি ও জাতীয় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের চকরিয়া প্রতিনিধি এম. আলী হোসেনের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে সভা সমাপ্ত হয়। এর আগে নবমনোনীত সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদকে ফুলেল মালা পরিয়ে বরণ করা হয়। পরে চকরিয়ায় কর্মরত সদ্য প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহ'র রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। 

এদিকে দৈনিক সংগ্রামের চকরিয়া সংবাদদাতা শাহজালাল শাহেদ চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ। তিনি সভাপতি এম. আলী হোসেন ও সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ নেতৃত্বাধীন চকরিয়া প্রেসক্লাবের সকল সদস্যদের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: