চকরিয়ায় খুনী ডাকাত সদস্যদের গ্রেফতারের সফলতায় থানা পুলিশ পেলো আইজিপি’র পুরস্কার

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

সম্প্রতি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ফাঁসিয়াখালীর ঢালায় রশি টানিয়ে সংঘটিত খুনসহ ডাকাতির ঘটনায় অতি অল্প সময়ের ব্যবধানে খুনী ডাকাত সদস্যদের গ্রেফতারে সাফল্য অর্জন করায় চকরিয়া থানা পুলিশ পেয়েছেন আইজিপি প্রদত্ত বিশেষ পুরস্কার। সোমবার (২২ সেপ্টেম্বর) চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. সাইফউদ্দিন শাহীন। এসময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে উপরোল্লেখিত ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধানসহ আলামত ও দুই সহযোগিকে গ্রেফতার করতে সক্ষম হন। আদালতে দেওয়া ডাকাত দলের প্রধানের জবানবন্দীর সূত্র ধরে অপর দুই সহযোগিকেও লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় দ্রুত গ্রেফতার ও উদ্ধার অভিযানে সফলতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম (বিপিএম) সংশ্লিষ্ট টিমকে কর্ম উৎসাহ অব্যাহত রাখার লক্ষ্যে নগদ এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করেন। এমন সাফল্যের স্বীকৃতির সংবাদে পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন এক শুভেচ্ছা বার্তায় চকরিয়া থানা পুলিশের অভিযানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে  জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানান। 

এদিকে সোমবার সন্ধ্যায় সাংবাদিক ও জনগণের সহযোগিতা কামনা করে সম্প্রতি মহাসড়কে রশি টানিয়ে ডাকাতিকালে খুনের ঘটনাসহ সার্বিক বিষয়ে প্রেস কনফারেন্সের আয়োজন করে চকরিয়া থানা পুলিশ। প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ ও ওসি তৌহিদুল আনোয়ার। 

ব্রিফিং সূত্র জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালায় ডাকাতির সময় উখিয়া বালুখালীর যুবক ২ সন্তানের জনক মাহমুদুল হককে হত্যার ঘটনায় নির্ঘুম নিরবিচ্ছিন্ন অভিযান চালিয়ে ৩জনকে চকরিয়া থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে দায়িত্বরত ওসি তৌহিদুল আনোয়ারও আহত হয়। 

সূত্রে আরো জানা যায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ের গহীন জঙ্গলের ভেতরে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ, থানার ওসি তৌহিদুল আনোয়ার ও উপপরিদর্শক আরকানুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় সরাসরি সম্পৃক্ত ৩জনকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রশি, ২টি স্মার্ট ফোন, ২টি বাটন ফোন, ১টি কালো রংয়ের মানিব্যাগ এবং ১টি হ্যালমেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: