চকরিয়া টাইমস :
চকরিয়ার উপজেলার একমাত্র বাণিজ্যিক কেন্দ্র পৌরশহরের আনোয়ার শপিং কমপ্লেক্সে এর (১ম) তলা ডি ব্লক দুবাই ফেব্রিক্সের পাশে সরাসরি ঢাকা থেকে আমদানীকৃত শিশু থেকে শুরু করে সব বয়সের ভোক্তাদের চাহিদা ও মানসম্মত কাপড়ের বিপুল সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে “মায়া ফ্যাশন”।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফিতা ও কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামায়ােতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। পরে তিনি প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।
এসময় পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মনছুর আলম, স্থানীয় আলেম-ওলামাসহ আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মায়া ফ্যাশনের সত্ত্বাধিকারী মোহাম্মদ মুফিজুর রহমান বলেন- আজ মায়া ফ্যাশন উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে আজ সারাদিন ডিসকাউন্ট থাকবে। তাছাড়া ছোট-বড় বৃদ্ধ সকলের চাহিদার সর্বোচ্চ কাপড়ের সমাহার পাওয়া পাওয়া যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানে। তাই তিনি চকরিয়ার সকলকে তার নতুন প্রতিষ্ঠান মায়া ফ্যাশন এসে কেনা-কাটা করার আমন্ত্রণ জানান।
0 comments: