চকরিয়া টাইমস:
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কক্সবাজার আগমন উপলক্ষ্যে প্রচার ও মিডিয়া উপকমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রচার ও মিডিয়া উপকমিটির আহবায়ক জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম।
তিনি তার বক্তব্যে আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সফর কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন করার জন্য প্রচার ও মিডিয়া বিভাগের কাজের প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনের যাবতীয় প্রচারণা করার ক্ষেত্রে উপকমিটির যথাযথ ভূমিকা পালনের আহবান জানান।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি জিএএম আশেক উল্লাহ, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, হাসানুর রশীদ, আনছার হোসেন, হুমায়ুন কবির সিকদার, মোস্তফা সরওয়ার, মোহাম্মদ উর রহমান মাসুদ ও ইসলাম মাহমুদ।
0 comments: