চকরিয়া টাইমস :
কক্সবাজারে আগামী ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড জামায়াত।
এ উপলক্ষে ৬ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এক জরুরি প্রস্তুতি সভা রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে আটটায় মগবাজার মহিলা মাদরাসায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা মু. ফখরুল ইসলাম। তিনি তার বক্তব্যে আমীরে জামায়াতের আগমন কথা জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল করার আহবান জানান।
ওয়ার্ড জামায়াতের সভাপতি মু. জামাল হোছাইনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মাওলানা মনির উদ্দিন, সেক্রেটারি তৌহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি আতিকুর রহমান, বায়তুলমাল সম্পাদক মামুনুর রশীদ নূরী, সোহেল কবীর রানা, আলাউদ্দিন খালেদ, মাওলানা আজিজুল হক জিহাদি, মাস্টার ফজল কাদের প্রমুখ।
পরে সম্মেলনের সার্বিক সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এনয়ামুল হক।
0 comments: