চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড ঘনশ্যামবাজার নিবাসী প্রবীণ সাংবাদিক এম. মোস্তফা কামাল ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাংবাদিক মোস্তফা কামাল পেশাগত জীবনে দৈনিক বাংলাবাজার, দৈনিক দিনকাল, দৈনিক কালবেলাসহ দেশের জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে চকরিয়া সংবাদদাতা হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
একইদিন বিকাল পাঁচটায় চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড ঘনশ্যামবাজার হাকিমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে সাংবাদিক মোস্তফা কামালের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
এতে চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. শওকত আলী, জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা শাখার সভাপতি জামাল হোসাইনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জানাযা শেষে পাশ্ববর্তী কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
এদিকে প্রবীণ সাংবাদিক মোস্তফা কামালের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা ও কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
0 comments: