চকরিয়া টাইমস :
“সবুজে বাঁচি, সবুজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়া চকরিয়া সিটি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৪টায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে ফলদ, বনজ ঔষধিসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ গভনিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী।
কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন খালেদের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণকালে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে কলেজ গভনিং বডির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী বলেন, বৃক্ষ আমাদের জীবনের অন্যতম প্রধান উপাদান। আজকের একটি গাছ আগামীর অক্সিজেন, ছায়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে পরিবেশ রক্ষায় সচেতন থাকা।
ক্যাম্পাসে গাছ লাগানোর পাশাপাশি গাছগুলোর যত্ন নেওয়ার অঙ্গীকার করে। বৃক্ষরোপণের পাশাপাশি কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হয়।
উল্লেখ্য, চকরিয়া সিটি কলেজ প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি পালন করে থাকে, যা শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0 comments: