চকরিয়ার সাংবাদিক এসএম হান্নান শাহ’র জানাযা সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় কর্মরত দৈনিক সকালের সময়ের প্রতিনিধি এস.এম হান্নান শাহ (৫২) দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ জানুয়ারি) সকাল দশটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

একইদিন এশারের নামাযের পর চকরিয়া পৌরসভার দক্ষিণ বাটাখালী বাইতুচ্ছালাম জামে মসজিদ প্রাঙ্গণে সাংবাদিক হান্নান শাহ’র নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। বিশাল নামাযে জানাযার ইমামতি করেন মরহুমের ভাগিনা হাফেজ মুহাম্মদ এমদাদুল ইসলাম ইশমাম।

এতে চকরিয়া প্রেসক্লাব কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মরহুমের সহকর্মী সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়। 

উল্লেখ্য, সহজ সরল সদালাপী এস.এম হান্নান শাহ সাংবাদিকতা জীবনে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সততা ও নিষ্ঠার সাথে দেশ ও দশের কল্যাণে নিরলস ভূমিকা পালন করেন। 

এদিকে চকরিয়ায় কর্মরত সাংবাদিক এস.এম হান্নান শাহ’র মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: