চকরিয়া টাইমস:
দেশের বিভিন্ন রাষ্ট্রে অবস্থানরত চকরিয়ার প্রবাসীদের সংগঠন চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) পৌরশহরের সায়মা প্লাজাস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় সভাপতি-সম্পাদকসহ ১২টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
এতে মুবিনুল ইসলাম মুবিন সভাপতি পদে ও রিদুয়ানুল হক নিরব সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন; সহ-সভাপতি আব্দুল খালেক, কোষাধ্যক্ষ সাগরুল ইসলাম, সদস্য যথাক্রমে নুরুল আমিন, মো: এমরান, মোঃ কাজল, সিরাজুল ইসলাম, বেলাল উদ্দিন, মোবারক হুসাইন, মোশারফ হুসাইন ও সাহেদ হোসাইন।
ভোটারদের ঝামেলা ছাড়া এ নির্বাচন পরিচালনা করেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. রমিজ উদ্দিন। তিনি আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক ফারহানা জান্নাত ও আজিজুল হক মনজু।

0 comments: