চকরিয়া টাইমস :
সংযুক্ত আরব আমিরাত দুবাই আজমানে গলায় রশি দিয়ে মোহাম্মদ আলমগীর (৩০) নামে চকরিয়ার এক যুবক আত্মহত্যা করেছে।
আজ বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারোটায় বাসার পরিত্যক্ত একটি কক্ষে এ ঘটনা ঘটে।
জানা যায়, পারিবারিক নানা কলহের জেরে সে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে। যুবক আলমগীর চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের টোডাপাড়া বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে।
প্রবাসী আলমগীর দীর্ঘ তিন বছর ধরে দুবাইয়ের আজমানে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি সেখানে দর্জি ডিজাইন মাস্টার হিসেবে ব্যবসায়ী মহলে পরিচিতি ছিলেন।
0 comments: