চকরিয়া টাইমস:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর দুইটায় চকরিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ারের কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুহাম্মদ মোজাম্মেল উপস্থিত ছিলেন।
এদিকে দাঁড়িপাল্লার এমপি প্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে- দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে সর্বস্তরের চকরিয়া-পেকুয়াবাসীর সর্বাত্মক দোয়া ও সমর্থন কামনা করেন।

0 comments: