চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড ফুলতলার বাসিন্দা বিশিষ্ট ক্রীড়া সংগঠক শওকত হোসেনের পিতা মোহাম্মদ হোছাইন মেম্বারের (৯০) নামাযে জানাযামঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দুইটায় ফুলতলা স্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বিশাল নামাযে জানাযায় অংশগ্রহণ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া মুনাজাতে অংশ নেন।
এছাড়া জানাযার নামাযে কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। পরে মরহুম হোসাইন মেম্বারের লাশ স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, ক্রীড়া সংগঠক শওকত হোসেনের পিতা মোহাম্মদ হোসাইন মেম্বার সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ গ্রাম চকরিয়া পৌরসভার ফুলতলাস্থ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


0 comments: