চকরিয়া টাইমস:
চকরিয়ার চিরিংগা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পালাকাটা ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ১৪তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল পালাকাটা দাখিল মাদরাসা সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ডিসেম্বর বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এনয়ামুল হক ও ডুলাহাজারার কাটাখালী মজিদিয়া ছিদ্দিকিয়া হেফজখানা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মাছুম।
অনুষ্ঠিত মাহফিলে আলোচনা পেশ করেন দেশের বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এম. সাব্বির বিন লোকমান (ঢাকা), মাওলানা আহমদ আলী মোল্লা (ঢাকা), রঙ্গিখালী ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নেজাম উদ্দিন এম.এ ও চকরিয়ার কৃতি সন্তান তরুণ আলোচক মাওলানা মারুফ বিন জাকারিয়া।
মাহফিল পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক ও সেক্রেটারি সাহেদুল ইসলাম সাহেদের সার্বিক তত্বাবধানে অর্থ সম্পাদক আশরাফুল হক তুহিন, সহ-অর্থ সম্পাদক আকিবুল হাসান আরফাত, আবু হানিফ, প্রচার সম্পাদক মোর্শেদ ইসলাম, আব্দুল হাফেজ, জামসেদ উদ্দিন অনিকসহ সকল সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
অন্যদিনে মাহফিল আয়োজক কমিটির ব্যবস্থাপনায় আলাদা প্যান্ডেলে প্রজেক্টরের মাধ্যমে আলোচনা শ্রবণ করতে মাহফিলে অংশগ্রহণ করেছেন শতশত মহিলা শ্রোতারাও।


0 comments: