চকরিয়া টাইমস :
চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোক্তার আহমদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আবদুল্লাহ আল ফারুক।
ঘটনার খবর পেয়ে সোমবার (২২ ডিসেম্বর) তিনি স্থানীয় জামায়াত নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি আগুনে ভস্মীভুত বাড়ি ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন।
এসময় তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শনকালে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিবেশী লোকজন উপস্থিত ছিলেন।
অন্যদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোয় স্থানীয়রা জননেতা এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী লামার পাড়া এলাকায় গত রোববার (২১ ডিসেম্বর) গভীর রাতে জনৈক মোক্তার আহমদের বসতবাড়িতে আকষ্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারের বসতঘরসহ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

0 comments: