চকরিয়া টাইমস:
পিতা হারানোর শোক ভুলে পেকুয়ার মগনামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
সংবাদ পেয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে সেখানে ছুটে যান তিনি।
এদিকে অগ্নি দুর্ঘটনার একদিন আগে বার্ধক্যজনিত কারণে মারা যায় জননেতা আবদুল্লাহ আল ফারুকের পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নুরুল কবির। এতে তিনি পিতা হারানোর শোকে শোকাহত। এরমধ্যেও অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো সমাজসেবা ভুলে যাননি তিনি। মানবতার সেবায় ভুলে যেতে চান পিতা হারানোর অসহনীয় শোক।
তিনি এরমাঝেও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করে সার্বিক ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন।
এসময় চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, জেলা শ্রমিক নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 comments: