চকরিয়া টাইমস :
চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড ক্রিকেট ফোরাম কর্তৃক আয়োজিত লংপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা মাতামুহুরী ব্রিজ সংলগ্ন চরে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ডিসেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত খেলায় এমআরএর কিংস ইলেভেনকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা টাইগার ক্রিকেট একাদশ।
খেলা শেষে বিকাল ৪টায় বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান। তিনি এরআগে সমাপনী ম্যাচের শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম ফোরকান বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। নিজেকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চায় ব্যস্ত রাখতে হবে। সুস্থতার জন্য প্রয়োজন শারীরিক চর্চা। তাই সুস্থ ক্রীড়া আয়োজনের মাধ্যমে পরিবর্তনের সমাজ বিনির্মাণে আজকের যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আল নুরু, খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক রিদুয়ানুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চকরিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম ও সমাজসেবক মনজুর আলম বিশেষ অতিথি ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাজ্জাদ, মিজানুর রহমান, মাহবুবুল ইসলাম মারুফ ও মিরাজ উদ্দিন সোহাগ।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।


0 comments: