চকরিয়া টাইমস:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, জামায়াত নেতা মাস্টার মোহাম্মদ মুসা, আবদুল্লাহ আল মামুর, শ্রমিক নেতা শরিফুল আমিন প্রমুখ।
এসময় কৈয়ারবিল ইউনিয়ন জামায়াত ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

0 comments: