চকরিয়া টাইমস:
চকরিয়ার বরইতলী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (২০ ডিসেম্বর) বরইতলীর স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বরইতলী ইউনিয়ন জামায়াতের সভাপতি জায়েদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শওকতুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর ও চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ।
এসময় জামায়াত নেতা মাওলানা রশিদুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম, আরিফুর রহমান চৌধুরী মানিক, বরইতলী ইউপি মোহাম্মদ ছালেকুজ্জামান, মাওলানা আবু সাঈদ আনচারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির জীবন ও আদর্শের ওপর আলোকপাত করেন। তারা বলেন, ইনসাফ কায়েমের আন্দোলনে শহীদের রক্ত বৃথা যাবে না। বক্তারা শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার রেখে যাওয়া স্বপ্ন পূরণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।

0 comments: